হিফজ-এর ছকসমূহ

সাপ্তাহিক হিফজ ট্র্যাকার

১০ পারা গ্রুপ-এর ছক

Week-8: Revision

Week-23: Revision (1st Juz)


৩০ পারা গ্রুপ-এর ছক

Week-8: Revision

Week-21: Revision (Surah Baqarah)

 উপরোক্ত ছকসমূহ প্রতি সপ্তাহে ডাউনলোড করে, প্রিন্ট করে ক্লিপ ফাইলে রাখতে হবে। অথবা স্কুল থেকেও প্রিন্ট কপি সংগ্রহ করা যাবে ইন-শা-আল্লাহ।

*প্রতি সপ্তাহের শুরুতে (শনিবার) উক্ত ফাইল সংশ্লিষ্ট উস্তাজ/উস্তাজার কাছে জমা দিতে হবে এবং স্বাক্ষর নিতে হবে।


তিলাওয়াত শোনা / তিলাওয়াতের অডিও ডাউনলোড

এস.সি.ডি মোহাম্মদপুর শাখায় ছক পদ্ধতিতে হিফজ করছেন যেসব শিক্ষার্থী, তাদের প্রতিদিন একজন ক্বারির তিলাওয়াত শোনার একটি বিষয় ছকে উল্লেখ রয়েছে। উক্ত তিলাওয়াত শোনার জন্য নিচে উল্লিখিত ক্বারির তিলাওয়াত শুনতে হবে।

১) ইবরাহিম আল আখদার

তিলাওয়াত শোনানোর জন্য নিচের লিংক-এ দেওয়া এ্যাপটি Android বা iPhone-এ ইন্সটল করে উপরোক্ত ক্বারিদের তিলাওয়াত ডাউনলোড করে নিতে পারেন। পরবর্তীতে মোবাইল ডিভাইস থেকে (অফলাইনে) তিলাওয়াত শোনা যাবে, ইন-শা-আল্লাহ।

For Android: https://play.google.com/store/apps/details?id=net.ideas2serve.wtq

For iPhone: https://apps.apple.com/us/app/with-the-quran-%D9%85%D8%B9-%D8%A7%D9%84%D9%82%D8%B1%D8%A2%D9%86/id1502035575

কিভাবে অডিও ডাউনলোড করবেন?