আসসালামু আলাইকুম, সকল প্রশংসা আল্লাহর জন্য। সালাত ও সালাম রাসুলের (ﷺ) উপর।
বর্তমানে কোভিড-১৯ সংক্রমণ বাড়তে শুরু করায় সর্বোচ্চ স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি কিছু দিক-নির্দেশনার আলোকে এস.সি.ডি স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য কিছু দিক-নির্দেশনা প্রদান করছে।
আমরা আশা করি সকল শিক্ষার্থীরা নিন্মোক্ত নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে স্কুল কার্যক্রম চালু রাখতে সহযোগিতা করবেন।
নির্দেশনাসমূহ:
১) শিক্ষার্থীরা অবশ্যই মাস্ক (সম্ভব হলে কাপড়ের) পরিধান করে স্কুল প্রাঙ্গণে প্রবেশ করবেন। আধোয়া/অপরিস্কার মাস্ক পরিধান করা থেকে বিরত থাকতে হবে।
২) স্কুলে প্রবেশের পর নিচ তলায় নির্ধারিত স্থানে সাবান ও পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে / বা হ্যান্ড স্যানিটাইজারের মাধ্যমে হাত পরিস্কার করে ক্লাস রুমে প্রবেশ করতে হবে।
৩) সকল শিক্ষার্থী অবশ্যই অতিরিক্ত ১টি মাস্ক নিজের সাথে রাখবে।
৪) প্রত্যেক শিক্ষার্থী অবশ্যই নিজ নিজ পানির বোতল, ফ্লাস্ক ইত্যাদি সাথে করে নিয়ে আসবে। একজনের পানির বোতল অন্যজন ব্যবহার করবে না। পানির প্রয়োজন হলে স্কুলের ফিল্টার থেকে রিফিল করে নিবে।
৫) বাসা থেকে টিফিন বক্স ও চামচ নিয়ে আসবে। যার যার ব্যক্তিগত টিফিন বক্সে স্কুলের টিফিন গ্রহন করবে। স্কুলের বাটি বা চামচ ব্যবহার করে টিফিন খাবে না।
৬) শিক্ষার্থীরা সার্বক্ষণিক মাস্ক পরিধান করে থাকবে।
৭) স্কুলে প্রবেশের পর প্রত্যেক শিক্ষার্থী কিছুটা দুরত্ব বজায় রাখবে। একে অপরের সংস্পর্শ এড়িয়ে চলবে।
৮) রুটিন অনুযায়ী বই, খাতা, ডায়েরী, কলম ও পেন্সিল সহ প্রয়োজনীয় সব কিছু সাথে নিয়ে আসবে। একে অপরের শিক্ষা উপকরণ ব্যবহার বা আদান-প্রদান করবে না।
৯) ক্লাস শেষে ক্লাসরুমে / স্কুলের নিচতলায় বসে গল্প করা বা খেলাধুলা করা যাবে না।
১০) ক্লাস চলাকালীন কেউ অসুস্থ অনুভব করলে সাথে সাথে অফিসে উপস্থিত প্রশাসনিক দায়িত্বপ্রাপ্তদের জানাতে হবে।
১১) জ্বর, সর্দি, কাশি বা কোভিডের লক্ষণের সাথে মিলে যায় এমন কোনো শারীরিক অসুস্থতা অনুভব করলে স্কুলে আসা থেকে বিরত থাকতে হবে।
১২) বাসায় ফিরে গিয়ে নিয়ম অনুযায়ী প্রত্যেকে নিজের হাতমুখ, পরিধেয় বস্ত্র ও মাস্ক ভালো করে সাবান পানি দিয়ে ধুয়ে পরিস্কার করে নিবে।
১৩) সকলে সাবধান থেকে নিজেকে, পরিবারের আপনজন ও অন্যকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে।
১৪) কোভিড-১৯ মহামারি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা যেন আমাদের সবাইকে সম্পূর্ণ মুক্ত রাখে। আমীন।
অনুরোধক্রমে,
অধ্যক্ষ
স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট