তীব্র তাপপ্রবাহের কারনে সরকারী নির্দেশনা অনুযায়ী এস সি ডি (মোহাম্মদপুর শাখা) আগামী ২৫ এপ্রিল ২০২৪ পর্যন্ত বন্ধ ঘোষনা করা হলো। পরবর্তী সরকারী নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে অবহিত করা হবে ইন-শা-আল্লাহ।
সম্প্রতি “স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট” এবং “ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হসপিটাল (২/১ রিং রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)”-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উক্ত চুক্তি অনুযায়ী স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীরা এবং তাদের বাবা-মা উক্ত হাসপাতাল থেকে কিছু নির্ধারিত সার্ভিস গ্রহণে নিম্নলিখিত ডিসকাউন্ট পাবে, ইনশাআল্লাহ:
– সকল ধরণের প্যাথলজিকাল টেস্ট: ৩০% ডিসকাউন্ট – সকল ধরণের রেডিওলজি টেস্ট: ২০% ডিসকাউন্ট – সকল ধরনের বেড চার্জ: ১০% ডিসকাউন্ট (ICU, NICU, SCU, HDU, PICU, ACKU ব্যতীত)
এছাড়া, অগ্রাধিকারের ভিত্তিতে ডাক্তারের এপয়েন্টমেন্ট বা কোনো ইনভেস্টিগেশন সংক্রান্ত সহায়তা পেতে হসপিটাল থেকে আমাদের স্কুলের জন্য নির্ধারিত এক্সিকিউটিভের সাথে যোগাযোগ করতে পারবেন:
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে হিফযের কোন ছাত্র/ছাত্রী স্কুল কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া শনিবারে অনুপস্থিত থাকলে অথবা মাসিক পরীক্ষাসমূহে অংশগ্রহণ না করলে অভিভাবককে শো-কজ করা হবে এবং এর সন্তোষজনক ব্যাখ্যা না পেলে তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীকে হিফয বিভাগ থেকে অব্যহতি দেওয়া হবে। তেমনি দৈনিক কুরআন ক্লাসে উপস্থিতি প্রয়োজন অনুপাতে কম হলেও অনুরূপ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
বিষয়টি অতিব গুরুত্বসহ আমলে নেওয়ার জন্য অভিভাবকদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
অনুরোধক্রমে,
অধ্যক্ষ স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (মোহাম্মদপুর শাখা)
জন প্রতি রেজিস্ট্রেশন ফি: ৮৫০ টাকা (যেসব শিশুর জন্য আলাদা খাবার এবং বাসে আলাদা সিট লাগবে, তাদের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক)।
রেজিস্ট্রেশন ফি প্রদানের নিয়ম: স্কুল অফিসে নগদ টাকা প্রদানের মাধ্যমে টিকেট সংগ্রহ করতে হবে। ব্যাংক, বিকাশ বা নগদের মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে না। প্রতিটি টিকেটে মোট ৫টি অংশ থাকবে (১. সকালের নাস্তা, ২. কফি, ৩. দুপুরের খাবার, ৪. র’ চা, ৫. বিকালের নাস্তা)। নির্ধারিত খাবার গ্রহণের সময়ে নির্ধারিত অংশটি ছিঁড়ে লাইনে দাঁড়াতে হবে এবং খাবার সংগ্রহ করতে হবে।
রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ (বুধবার)।
*আয়োজনের সুবিধার্থে প্রথম ৯০০ জনকে “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে টিকেট দেওয়া হবে। আসন পূরণ হয়ে গেলে কোনো অবস্থাতেই আমরা অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়াতে পারবো না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
ইভেন্ট শিডিউল:
সকাল ৭:১০ – ‘শেখেরটেক ১২’ রিপোর্টিং
সকাল ৭:২০ – নির্ধারিত বাসে আসন গ্রহণ (রেজিস্ট্রেশনের পর নাম অনুযায়ী বাস নাম্বার ১৬/২/২০২৪ তারিখে স্কুলের হোয়াটসএ্যাপ গ্রুপের মাধ্যমে)জানিয়ে দেওয়া হবে, ইন-শা-আল্লাহ।)
৭:৩০ এর পর কারও জন্য বাস অপেক্ষা করবে না। তাই এরপর ফোন করে বাস অপেক্ষা করার জন্য অনুরোধ করা থেকে বিরত থাকবেন। যারা ৭:৩০-এর মধ্যে বাসে উঠতে পারবেন না, তারা অনুগ্রহ পূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় স্পটে পৌছাবেন।
বিশেষভাবে উল্লেখ্য, সকাল ও দুপুরের খাবারl সবাই সুন্নাহ অনুযায়ী পুরোটা খাবেন অথবা খেতে না পারলে সাথে করে নিয়ে আসবেন (যেহেতু নাস্তা ও দুপুরের খাবার বক্সে করে দেওয়া হবে)। কোনো অবস্থাতেই খাবার নষ্ট করবেন না।
শিক্ষার্থী, অভিভাবক ভাইবোন ব্যতিত অন্য কোন আত্মীয় বা বন্ধুবান্ধব যেতে চাইলে স্কুল থেকে অনুমতি নিতে হবে।
কেউ নিজস্ব ব্যবস্থাপনায় গাড়ি নিয়ে স্পটে গেলে ড্রাইভার এর জন্য আলাদা টিকেট কাটতে হবে।
যাত্রা শুরু থেকে স্পটে পৌছানো এবং স্পট থেকে আবার শেখেরটেক ফেরা পর্যন্ত প্রতিটি শিক্ষার্থী এবং শিশুর দায়িত্ব তাদের অভিভাবকদের উপর বর্তাবে। এই স্টাডি ট্যুরের যেকোনো পর্যায়ে, কোনো ধরনের দুর্ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
কোনো শিক্ষার্থী অভিভাবক ছাড়া একা যেতে পারবে না।
এই স্পটে কয়েকটি পুকুর রয়েছে। তাই অভিভাবকবৃন্দ অবশ্যই শিশুদের দিকে সতর্ক দৃষ্টি রাখবেন, যেন কেউ পানির কাছে না যায়।
প্রতিটি বাসের জন্য আলাদাভাবে সিট প্ল্যান দেওয়া হবে। বাসের পিছন দিকে মহিলা ও মেয়ে শিক্ষার্থীরা বসবে। সামনের দিকে পুরুষ ও ছেলে শিক্ষার্থীরা বসবে।
পর্দার বিষয়ে সতর্কতা:
পুরুষ ও মহিলারা পর্দার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন।
মহিলারা পুরুষদের পাশে বা পুরুষরা মহিলাদের জন্য নির্ধারিত স্থানে যাবেন না।
৭ বছরের অধিক বয়সী ছেলে-মেয়েরাও অবশ্যই পর্দার এই বিধান মেনে চলবে।
মহিলাদের জন্য নির্ধারিত স্থান, কাপড় দিয়ে ঘেরা থাকবে। তাই মাহরাম পুরুষ ও মহিলারা পরস্পরের সাথে কথা বলার জন্য পর্দা সরিয়ে কথা বলবেন না।
অনুরোধক্রমে,
অধ্যক্ষ
এস সি ডি (মোহাম্মদপুর)
বি. দ্র. শিক্ষা সফরে রেজিস্ট্রেশনের জন্য নির্দিষ্ট পরিমান (ভাংতি) টাকা নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
চলমান শৈত্যপ্রবাহের কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ২৪ জানুয়ারি ২০২৪ (বুধবার) থেকে আগামী ৩১ জানুয়ারি ২০২৪ (বুধবার) পর্যন্ত নিম্নলিখিত শিডিউল অনুযায়ী স্কুলের সব ক্লাস অনুষ্ঠিত হবে, ইন-শা-আল্লাহ।
নার্সারি:
– সেকশন A, B: সকাল ১০:০০-১১:৩০
– সেকশন C, D: দুপুর ১২:০০-১:৩০
কেজি:
– সেকশন A, B: সকাল ১০:০০-১১:৩০
– সেকশন C, D: দুপুর ১২:০০-১:৩০
১ম-৮ম শ্রেণি:
– মর্নিং শিফট: সকাল ১০:০০ – ১২:২০ (শুধুমাত্র কুরআন ও আরবি ভাষা শিক্ষা ক্লাস)।
– ডে শিফট: দুপুর ১:০০ টায় যোহরের সলাত। এরপর ১:২০ -৩:৪০ পর্যন্ত (শুধুমাত্র কুরআন ও আরবি ভাষা শিক্ষা ক্লাস)
৯ম শ্রেণি:
* কুরআন ক্লাসের পরের ক্লাসগুলোর আলাদা রুটিন দেওয়া হবে।
আপনারা সকলেই অবগত যে, এস. সি. ডি’তে শিক্ষা উপকরণ ব্যবহারের ক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের ফ্যান্সি বা দামি উপকরণ ব্যবহার করতে নিষেধ করে থাকি। কিন্তু প্রায় সময়ই দেখা যায় শিক্ষার্থীরা কার্টুন সম্বলিত ব্যাগ, দামী পেন্সিল, কলম, ইরেজার ইত্যাদি স্কুলে নিয়ে আসে, যা অন্য শিক্ষার্থীদের প্রভাবিত করে এবং অনেক ক্ষেত্রেই তা স্কুলের জন্য মনিটর করাও কষ্টসাধ্য। তাই আগামী ২০২৪ শিক্ষাবর্ষে নার্সারি থেকে ২য় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা উপরে উল্লেখিত শিক্ষা উপকরণসমূহ স্কুল থেকে ক্রয় করবে, ইন-শা-আল্লাহ।
যেহেতু এস.সি.ডি একটি অলাভজনক প্রতিষ্ঠান, তাই উপরোক্ত শিক্ষা উপকরণ বিক্রয় করে কোনো ধরনের মুনাফা করার উদ্দেশ্য স্কুল কর্তৃপক্ষের নেই। বরং, উপরোক্ত শিক্ষা উপকরণসমূহ সুলভ মূল্যে (সম্ভব হলে বাজার দর থেকে কম মূল্যে) শিক্ষার্থীদের কাছে বিক্রয় করা হবে, ইন-শা-আল্লাহ।
একটি ভারসাম্যপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখতে অভিভাবক ও শিক্ষার্থী সকলের সহযোগিতা একান্ত কাম্য।