হিফজ সংক্রান্ত নোটিস

আসসালামুআলাইকুম,

১০ পারা ও ৩০ পারা গ্রুপের হিফজ শিক্ষার্থীদের জন্য আগামী ১৮/২/২০২৩ (শনিবার) থেকে প্রযোজ্য কিছু বিশেষ নির্দেশনা:

১) প্রতি শনিবার ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের রিভিশন আরও জোরদার করার জন্য ৪ ঘন্টা সময় স্কুলে উপস্থিত থাকবে।

সময়সূচি:
ক) মেয়ে শিক্ষার্থী: সকাল ৭:৩০ – ১১:৩০ পর্যন্ত
স্থান: ৭ম তলা (৭০০, ৭০১ ও ৭০২ নং রুম)

খ) ছেলে শিক্ষার্থী: সকাল ৭:৩০ – ১১:৩০ পর্যন্ত
স্থান: ৫ম তলা (৫০০, ৫০১ ও ৫০২ নং রুম)

২ ঘন্টা পর শিক্ষার্থীদের ১৫ মিনিটের ব্রেক দেওয়া হবে।

২) প্রতি শনিবার শিক্ষার্থীরা ছক অনুযায়ী বিগত সপ্তাহে মুখস্তকৃত দারস সম্পূর্ণ পড়া দিবে। যারা দারস শোনাতে পারবে না, তারা প্রয়োজনে বাড়তি সময় স্কুলে থেকে পড়া শোনাবে।

৩) যারা শনিবার অনুপস্থিত থাকবে, তারা অবশ্যই পরের শনিবার ২ সপ্তাহের পড়া একবারে শোনাবে।

৪) যারা (৩০ পারা গ্রুপ) হিফজ-এর পড়া ছক অনুযায়ী নিয়মিত ও নির্ভূলভাবে প্রস্তুত করবে না, তাদের ৩০ পারা থেকে ১০ পারা গ্রুপে স্থানাস্তর করা হবে। এবং যারা (১০ পারা গ্রুপ) হিফজ-এর পড়া ছক অনুযায়ী নিয়মিত ও নির্ভূলভাবে প্রস্তুত করবে না, তাদের ১০ পারা থেকে নাজেরা গ্রুপে স্থানাস্তর করা হবে।

শিক্ষার্থীদের তাজউইদ ও হিফজ-এর সার্বিক উন্নতির জন্য স্কুলের পাশাপাশি অভিভাবকবৃন্দের প্রত্যক্ষ তত্ত্বাবধান একান্ত কাম্য।

অধ্যক্ষ
এস. সি. ডি (মোহাম্মদপুর শাখা)