এস.সি.ডি’র অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা

আসসলামুআলাইকুম,

আপনারা সবাই হয়ত অবগত যে, এস.সি.ডি. প্রতিষ্ঠানটি আই.সি.ডি’র একটি অঙ্গ প্রতিষ্ঠান এবং সম্পূর্ণ অলাভজনক একটি উদ্যোগ হিসেবে ২০০৮ সাল থেকে দাওয়াহ্, শিক্ষা, কমিউনিটি বিল্ডিং এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আপনাদের পাশে রয়েছে।

আই.সি.ডি’র বিভিন্ন কার্যক্রমে আমরা এস.সি.ডি’র অভিভাবকরা কিভাবে আরও সম্পৃক্ত হয়ে জান্নাতের পথে এগিয়ে যেতে পারি, সে বিষয়ে আপনাদের সাথে একটি মত বিনিময় সভা আয়োজন করতে চাচ্ছি। পাশাপাশি আই.সি.ডি’র নতুন উদ্যোগে, মাসজিদ ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এ্যান্ড ইসলামিক সেন্টার নিয়েও আপনাদের পরামর্শ শুনতে চাই।

উক্ত মত বিনিময় সভা আগামী ১৭ মার্চ ২০২৩ (শুক্রবার) বিকাল ৪:০০টা থেকে অনুষ্ঠিত হবে, ইন-শা-আল্লাহ। পুরুষ এবং মহিলা অভিভাবকদের জন্য আলাদা ফ্লোরে আলাদা মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে, ইন-শা-আল্লাহ। সভা শেষে হালকা নাস্তার ব্যবস্থা থাকবে, ইন-শা-আল্লাহ।

পুরুষদের বসার স্থান – ৭ম তলা (লিফট-৬)

মহিলাদের বসার স্থান – ৩য় তলা (লিফট-২)

আপনারা সবাই এই সাদাকায় যারিয়ার উদ্যোগে সামিল হবেন বলে আমরা আশা করি, ইন-শা-আল্লাহ।

যারা অংশগ্রহণ করবেন, তারা অনুগ্রহ করে নিচের ফর্ম ফিলাপ করবেন, ইন-শা-আল্লাহ।

https://forms.gle/zPg6jQMvQsf8iUhe8

মা’আসসালামাহ,

আই.সি.ডি এ্যাডমিন