নার্সারি ও কেজির অভিভাবকদের জন্য অনলাইন ক্লাসের নির্দেশনা-২০২১
শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য প্রত্যেক অভিভাবককে নিম্নলিখিত নীতিমালা মেনে চলতে হবে:
- শিশুদের জন্য যে কোনো ধরনের handheld ডিভাইসের স্ক্রিন দেখা তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত ক্ষতিকর। আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন যেন তারা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে ক্লাস করতে পারে৷ অন্যথায় বাধ্য হয়ে যদি ক্লাসের জন্য মোবাইল দিতেই হয়, তাহলে তা তাদের হাতে না দিয়ে সামনে রেখে ক্লাস করাবেন।
- ক্লাস চলাকালীন পুরো সময় শিক্ষার্থীর মা অথবা কোনো মহিলা অভিভাবক সাথে উপস্থিত থাকবেন। কোনো অবস্থাতেই শিশুকে ডিভাইস দিয়ে একা ছেড়ে দিবেন না।
- ক্লাস শুরু করার পূর্বে অবশ্যই মোবাইল বা ল্যাপটপে পর্যাপ্ত চার্জ আছে কিনা তা নিশ্চিত করবেন।
- শিক্ষার্থী যেন একটি নির্দিষ্ট জায়গায় অথবা পড়ার টেবিলে বসে ক্লাস করে। ক্লাস শুরুর আগে সংশ্লিষ্ট পাঠ্যবই, খাতা, লেখার উপকরণ ইত্যাদি সব যেন হাতের কাছে প্রস্তুত থাকে।
- ক্লাস চলাকালীন আশেপাশে ছোট ভাই-বোন অথবা অন্য কোনোকিছু যেন ক্লাসের প্রতি মনোযোগ নষ্ট না করে তা খেয়াল রাখবেন।
- শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে, প্রতিটি ক্লাসে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে এবং নিয়মিত বাড়ির কাজ করতে হবে।
- শিক্ষার্থী যদি মোবাইলে ক্লাস করে, তবে ক্লাস চলাকালীন ফোন আসলে তা receive করা যাবে না। চেষ্টা করবেন মোবাইল সেট-এ যেন নিয়মিত ব্যবহার হয় এমন সিমকার্ড না থাকে। অথবা বাসায় WiFi থাকলে সিমকার্ড disable করে শুধুমাত্র WiFi কানেকশান সচল রাখতে হবে, যেন ক্লাস চলাকালীন ফোন আসলে শিক্ষার্থীর ক্লাসে কোনো ব্যাঘাত না ঘটে।
- উস্তাদারা ক্লাস নেওয়ার সময় শিক্ষার্থীর আশেপাশে কোনো পুরুষ ব্যক্তি যেন উপস্থিত না থাকে তা নিশ্চিত করতে হবে।
- ক্লাসের আদব বজায় রাখতে হবে। ক্লাস চলাকালীন শিক্ষকের অনুমতি ব্যতীত শিক্ষার্থীরা নিজেরা যেন পরস্পর কথা না বলে, ডিভাইসে ক্লাস করা ছাড়া অন্য কিছু যেন না করে তা নিশ্চিত করবেন।
- শিক্ষার্থী টয়লেটে গেলে বা অন্য কোনো কারণে ক্লাস ছেড়ে উঠতে হলে অবশ্যই শিক্ষকের অনুমতি নিতে হবে।
- ক্লাস চলাকালীন অভিভাবকগণ কোনো ধরনের মন্তব্য অথবা শিক্ষকের সাথে সরাসরি কথা বলা থেকে বিরত থাকবেন। ক্লাস সংক্রান্ত বিষয়; যেমন ক্লাসে কী পড়ানো উচিত, কীভাবে ক্লাস নেয়া উচিত, অন্য শিফট-এর সাথে পড়ার গতি নিয়ে তুলনা ইত্যাদি বিষয় শিক্ষকের সাথে আলোচনা করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।
- একটি ক্লাসের সময়সীমা ৪০ মিনিট। যেহেতু আমাদের উস্তাদ/উস্তাদাগণ Zoom এ্যাপের basic version ব্যবহার করে ক্লাস নিবেন, ৪০ মিনিট হয়ে গেলে সাথে সাথে ক্লাস শেষ হয়ে যাবে। কেজির অভিভাবকেরা একই লিংক ব্যাবহার করে পুনরায় পরবর্তী ক্লাসে প্রবেশ করবেন। প্রতি দুই ক্লাসের মাঝে ৫ মিনিট বিরতি থাকবে।
- নেটের সমস্যা অথবা অন্য কোনো কারণে কোনো উস্তাদ/উস্তাদা ক্লাস চলাকালীন disconnected হয়ে গেলে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে।
- অভিভাবকগণ নিজেরা কোনো হোয়াটসএ্যাপ গ্রুপ খুলে সেখানে কোনো উস্তাদ/উস্তাদাকে এ্যাড করবেন না।
- অনলাইন ক্লাসে জয়েন করতে সমস্যা হলে অথবা জরুরী কোনো বিষয়ে আলোচনা বা মন্তব্য জানাতে চাইলে সরাসরি প্রিন্সিপাল উস্তাজ-এর সাথে কথা বলা যাবে ০১৭০০৭১৪১১৬ এই নাম্বার-এ।
বাড়ির কাজ সংক্রান্ত নির্দেশনা
- প্রত্যেক বিষয়ের ক্লাসের জন্য শিক্ষার্থীর দুইটি করে খাতা থাকবে। শ্রেণির কাজ ও বাড়ির কাজ প্রথমে একটি খাতায় করবে। দুই সপ্তাহ পর সেই খাতা মূল্যায়নের জন্য স্কুলে এসে জমা দিতে হবে। এরপর দ্বিতীয় খাতাটিতে পরবর্তী CW ও HW করে সেটি দুই সপ্তাহ পর জমা দিয়ে প্রথম খাতাটি ফেরত নিতে হবে। অনলাইন ক্লাস যতদিন চলবে, এভাবে খাতা বদল করে লেখার কাজ করতে হবে।
Zoom ব্যবহার করে অনলাইন ক্লাসের নির্দেশনা
অনলাইন ক্লাসসমূহ Zoom-এর মাধ্যমে নেয়া হবে ইনশাআল্লাহ। তাই মোবাইলে Zoom App ইন্সটলড থাকা প্রয়োজন। কম্পিউটারে এটি ব্রাউজারের মাধ্যমেও ব্যবহার করা যায়।
মোবাইলে ইন্সটল করার লিংক : https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings
Zoom-এর মাধ্যমে ক্লাসে জয়েন করার সময় অবশ্যই শিক্ষার্থীর সম্পূর্ণ নাম উল্লেখ করতে হবে। জুম এ্যাকাউন্ট যদি অভিভাবকের নামে খোলা থাকে, তবে rename করে নিতে হবে।
Zoom-এর মাধ্যমে ক্লাসে অংশগ্রহণ করতে
নার্সারির শিক্ষার্থীদের জন্য –
Class Link : https://us05web.zoom.us/j/86375480477?pwd=UXZNV1d0WlF1S3d3eTVBYUJ6bm4xQT09
Meeting ID: 863 7548 0477
Passcode: 112021
কেজির শিক্ষার্থীদের জন্য –
https://us05web.zoom.us/j/86162514714?pwd=UE56QVFUK0dEMmV5Z082YUF5d1BZUT09
Meeting ID: 861 6251 4714
Passcode: 192021
ক্লাসের নির্ধারিত সময়ে (রুটিন অনুযায়ী) অভিভাবকগণ নির্ধারিত লিংক-এ ক্লিক করবেন। এরপর মোবাইলে নিচের স্ক্রিনটি দেখা যাবে:
উপরের এই স্ক্রিন থেকে Zoom আইকনে ক্লিক করতে হবে (নিচে “Remember my choice” অপশনটি সিলেক্ট করে তারপর Zoom আইকনে ক্লিক করলে পরবর্তীতে আর এই স্ক্রিন না এসে সরাসরি zoom থেকে ওপেন হবে।)
এরপর নিচের স্ক্রিনে শিক্ষার্থীর পুরো নাম উল্লেখ করতে হবে।
নাম উল্লেখ করে OK দিলে শিক্ষার্থী প্রথমে ক্লাসের waiting room -এ প্রবেশ করবে। শিক্ষক তাকে ক্লাসে admit করলে এরপর নিচের স্ক্রিন ওপেন হবে।
উপরের ছবিতে নির্দেশিত স্ক্রিনে “Call Over Internet” লেখাটির উপর ক্লিক করতে হবে, অন্যথায় শিক্ষার্থী শিক্ষকের কোনো কথা শুনতে পারবে না।
ক্লাসরুমে জয়েন করার পর সংশ্লিষ্ট শিক্ষক ক্লাস শুরু করলে তার কথা বা ভিডিও শিক্ষার্থী স্ক্রিনে দেখতে পারবে।
ক্লাস চলাকালীন শিক্ষার্থী শিক্ষকের সাথে কথা বলতে চাইলে বা কোনো প্রশ্নের উত্তর দিতে হলে
মাইক অন করতে হবে। এজন্য তাকে “Unmute” বাটনে চাপ দিতে হবে। একইভাবে ওস্তাজ/ওস্তাজা যদি শিক্ষার্থির ভিডিও অন করতে বলেন, তবে Start Video” বাটনে চাপ দিতে হবে।ভিডিও অন করার সময় অবশ্যই মনে রাখতে হবে যে:
পুরুষ শিক্ষকের ক্লাসে ভিডিও অন করলে মহিলা অভিভাবককে যেন ক্যামেরার সামনে কোনোক্রমেই না দেখা যায়।
কেজির শিক্ষার্থী এভাবে একটি ক্লাস শেষ হওয়ার পর একইভাবে পরবর্তী ক্লাসে জয়েন করবে। মনে রাখতে হবে, প্রতিবার জয়েন করার সময় একই ক্লাস লিংকে জয়েন করতে হবে এবং নিজের পুরো নাম উল্লেখ করতে হবে।
যে কোনো প্রয়োজনে কল করুন: ০১৭০০৭১৪১১৬, ০১৭০৫৬৭৯৬০৩
- এসসিডি এডমিন
নার্সারি ও কেজির অভিভাবকদের জন্য অনলাইন ক্লাসের নির্দেশনা-২০২১ Read More »