আসসালামু আলাইকুম,
আলহামদুল্ললিলাহ, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি দ্বীন ইসলাম ও পারিপার্শ্বিক জ্ঞান অর্জনের লক্ষ্যে আমাদের স্কুলে একটি সমৃদ্ধ পাঠাগার আছে। যেখান থেকে শিক্ষার্থীরা সাময়িকভাবে বই বাসায় নিয়ে পড়তে পারে। পাঠাগার থেকে বই নেওয়াসহ শিক্ষার্থীদের মাঝে বই পাঠের প্রচলনের লক্ষ্যে কিছু সুস্পষ্ঠ সিধান্ত ও নির্দেশনা প্রণয়ন করা হয়েছে।
সিদ্ধান্ত ও নির্দেশনা:
১। মর্নিং শিফটের শিক্ষার্থীরা স্কুলের পাঠাগার থেকে বই নেওয়ার জন্য যোগাযোগ করবেন রেজওয়ানা উস্তাযার সাথে।
২। ডে শিফটের শিক্ষার্থীরা স্কুলের পাঠাগার থেকে বই নেওয়ার জন্য যোগাযোগ করবেন শাখাওয়াত উস্তাযের সাথে।
৩। বই নেওয়ার সময় উস্তায/উস্তাযার সাহায্যে নির্দিষ্ট রেজিস্টারে নিজের নাম, তারিখ, বইয়ের নাম, শ্রেণি ইত্যাদি উল্লেখ করতে হবে।
৪। বই নেওয়ার ২ সপ্তাহ (বা ১৪ দিন)-এর মধ্যে উক্ত বই উস্তায/উস্তাজার মাধ্যমে পুনরায় উক্ত রেজিস্টারে স্বাক্ষর করে ফেরত দিতে হবে।
৫। সিটি, অর্ধ-বার্ষিক বা বার্ষিক পরীক্ষা চলাকালীন পাঠাগার থেকে বই নেওয়া যাবে না।
৬। পাঠাগার থেকে নেওয়া বই শিক্ষার্থীর নিকট স্কুলের একটি আমানত। সুতরাং বইয়ে দাগানো, পৃষ্ঠা ছিড়ে ফেলা বা নষ্ট করা থেকে বিরত থাকতে হবে। বইয়ের যথাসম্ভব যত্ন নিতে হবে।
৭। কেউ যদি বই হারিয়ে ফেলে বা বড় ধরণের ক্ষতি করে ফেলে সেক্ষেত্রে বইয়ের সমমূল্য স্কুলে পরিশোধ করতে হবে।
মা আসসালামাহ
এস.সি.ডি এডমিন