আসসালামুআলাইকুম,

আগামী ৩০ সেপ্টেম্বর ২০২২ (শুক্রবার) সকাল ১০:৩০ থেকে ১১:৩০ পর্যন্ত এস.সি.ডি মোহাম্মদপুর শাখায় সকল অভিভাবকদের জন্য নাসীহামূলক ধারাবাহিক আলোচনার ৩য় পর্ব অনুষ্ঠিত হবে ইন-শা-আল্লাহ।

বিষয়: “শিশু ও সমাজকে ধ্বংস করার ক্ষেত্রে টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ার ভূমিকা”

আলোচক:
মো. এনামুল হক
কনভেনার, এস.সি.ডি ম্যানেজিং কমিটি
চেয়ারম্যান, আই.সি.ডি

এস.সি.ডি’র সকল অভিভাবক উক্ত আলোচনায় আমন্ত্রিত। সন্তানের দ্বীন শিক্ষার পাশাপাশি নিজের পরিবার তথা ব্যক্তিগত জীবনে ইসলামের উপর চলার জন্য উক্ত আলোচনায় অংশগ্রহণ করা একান্ত জরুরী।

ঠিকানা:
এস.সি.ডি (মোহাম্মদপুর শাখা)
বাড়ি ৫৪/এ, রোড-১২, শেখেরটেক
মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

বসার স্থান:
মহিলা: ৩য় ও ৪র্থ তলা (লিফট-২ ও ৩)
পুরুষ: ৭ম, ৮ম তলা (লিফট-৬)

মোবাইল: ০১৭০৫-৬৭৯৬০৩