রমাদান চলাকালীন হিফয ক্লাস রুটিন ও ছুটির বিজ্ঞপ্তি

আসসালামুআলাইকুম,

বর্তমান রুটিন অনুযায়ী নার্সারি-১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ২১ মার্চ ২০২৩ (মঙ্গলবার) পর্যন্ত ক্লাস করবে। রমাদান ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে স্কুলের সকল ক্লাস বন্ধ থাকবে ২২ মার্চ – ২৬ এপ্রিল ২০২৩ পর্যন্ত।

২২ মার্চ ২০২৩ (বুধবার) থেকে শুধুমাত্র হিফজ বিভাগের শিক্ষার্থীরা (১ম – ৮ম শ্রেণি) নিম্নোক্ত রুটিন অনুযায়ী ৬ এপ্রিল ২০২৩ পর্যন্ত ক্লাস করবে, ইন-শা-আল্লাহ।

রমাদান চলাকালীন হিফজ রুটিন

– ছেলে শিক্ষার্থী: সকাল ৯:০০টা – ১১:০০ পর্যন্ত (রবিবার – বৃহস্পতিবার)

– মেয়ে শিক্ষার্থী: সকাল ৯:৩০টা – ১১:৩০ পর্যন্ত (রবিবার – বৃহস্পতিবার)

* উপরোক্ত সময় শুধুমাত্র নতুন নিয়মে হিফজ শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।

**পুরাতন নিয়মে হিফযের শিক্ষার্থীদের সময় আলাদাভাবে জানিয়ে দেওয়া হবে, ইন-শা-আল্লাহ।
*** ছেলেরা ৩য় ও ৪র্থ তলায় এবং মেয়েরা ৫ম ও ৭ম তলায় বসবে।


রমাদান ও ঈদ-উল-ফিতরের ছুটি শেষে আগামী ২৭ এপ্রিল ২০২৩ (বৃহস্পতিবার) থেকে নার্সারি – ১০ম শ্রেণির সকল ক্লাস, বর্তমান রুটিন অনুযায়ী পুনরায় শুরু হবে ইন-শা-আল্লাহ।

রমাদান চলাকালীন শিক্ষার্থীরা বাসায় নির্ধারিত বাড়ির কাজ ও ‘রমাদান এ্যাসাইনমেন্ট’ তৈরি করবে এবং উক্ত এ্যাসাইনমেন্ট আগামী ৩০ এপ্রিল ২০২৩-এর মধ্যে স্কুলে জমা দিবে, ইন-শা-আল্লাহ।

মা’আসসালামাহ,

এস.সি.ডি এডমিন।

বি. দ্র.: নার্সারি থেকে ১০ম শ্রেণির রমাদান এ্যাসাইনমেন্ট আগামী ২০ মার্চ ২০২৩ (সোমবার) বিতরণ ও ওয়েবসাইটে আপলোড করা হবে, ইন-শা-আল্লাহ।