নতুন হিফজ -এর ছুটির পড়া (কুরআন) ২১ এপ্রিল ২০২৪

আসসালামুআলাইকুম,

তীব্র তাপপ্রবাহের চলমান ছুটিতে নিউ হিফজের শিক্ষার্থীদের বাড়ির কাজ:

১. আম্মাপারা রিভিশন প্রতি দুই দিনে একবার (১ম দিন সূরা নাবা থেকে ত্বারিক এবং পরের দিন সূরা আ’লা থেকে নাস)। 
২. মুখস্থ সূরা: মুলক (১৩নং সপ্তাহ) থেকে “সাপ্তাহিক হিফজ ট্র্যাকার” এ যেভাবে দেয়া আছে। মুখস্থ করার আগে সেটা আব্দুল বাসিত মুরাত্তাল এর রেকর্ড শুনে নিবে মুসহাফ খুলে।
৩. নাজেরা: প্রতিদিন ৫ পৃষ্ঠা করে (যেখানে পড়া ছিল সেখান থেকে শুরু করতে হবে)। হোমওয়ার্ক শিট অফিস থেকে সংগ্রহ করতে পারবেন (সকাল ৯ টা -দুপুর ১টা) অথবা নিচের লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

**স্কুল খোলার পরপরই পুরো আম্মাপারার উপর পরীক্ষা হবে। এবং ছুটি চলাকালীন যা মুখস্থ হবে তার উপর ও পরীক্ষা হবে ইন-শা-আল্লাহ

মা’আসসালামাহ,

এস সি ডি এডমিন