রেগুলার হিফজ শিক্ষার্থীদের ছুটির পড়া

আসসালামুআলাইকুম,

তীব্র তাপপ্রবাহের চলমান ছুটিতে “রেগুলার হিফজ” -এর শিক্ষার্থীদের বাড়ির কাজ:

১. তিন পারা পর্যন্ত মুখস্থ এমন ছাত্র/ছাত্রীগণ প্রতিদিন ১০ পৃষ্ঠা করে রিভিশন করবে ।
২. তিন পারার অধিক মুখস্থ রয়েছে এমন ছাত্র/ছাত্রীগণ প্রতিদিন এক পারা করে রিভিশন করবে ।
৩. মনে রাখতে হবে রিভিশন না দেখে করতে হবে । কোথাও আটকে গেলে মুসহাফ দেখে ঠিক করে নিয়ে আবার মুখস্ত রিভিশন শুরু করবে ।
৪. হোমওয়ার্ক শিট অফিস থেকে সংগ্রহ করতে পারবেন (সকাল ৯টা – দুপুর ১টা) অথবা নিচের লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

মা’আসসালামাহ,

এস সি ডি এডমিন