অনলাইন ক্লাস: বাড়ির কাজ জমা দেওয়ার নিয়মাবলী

আসসালামু-আলাইকুম,
স্কুলের সকল ছাত্র-ছাত্রীদেরকে জানানো যাচ্ছে যে, অনলাইন ক্লাস চলাকালীন নিম্মলিখিত নিয়ম ও শিডিউল অনুযায়ী শিক্ষার্থীরা যার যার বাড়ির কাজ স্কুলে জমা দিবেন:

বাড়ির কাজ জমা দেওয়ার নিয়ম:
১) খাতার উপর স্পষ্টভাবে শিক্ষার্থীর নাম, শ্রেণি, শিফট ও পিতার নাম উল্লেখ করবেন।
২) প্রত্যেক শিক্ষার্থী প্রতিটি বিষয়ের জন্য ২টি করে বাড়ির কাজের খাতা রাখবেন। প্রতি সপ্তাহের নির্ধারিত দিন ১টি খাতায় বাড়ির কাজ করে জমা দিবেন ও পূর্ববর্তী সপ্তাহে জমা দেওয়া বাড়ির কাজের খাতা সংগ্রহ করবেন। এভাবে অল্টারনেট করে বাড়ির কাজের খাতা প্রতি সপ্তাহে স্কুলে জমা দিতে হবে।
৩) স্কুলের নিচতলায় খাতা জমাদান ও উত্তোলন করার স্থান নির্দিষ্ট করা থাকবে। উক্ত স্থানে খাতা জমা দিতে হবে এবং পূর্ববর্তী সপ্তাহের খাতা সংগ্রহ করতে হবে।
৪) নির্ধারিত দিনের পরে খাতা জমা দেওয়া হলে সেসব খাতা আর উস্তাজ/উস্তাজাদের পক্ষে দেখা সম্ভব হবে না।

বাড়ির কাজ জমাদান ও উত্তোলনের দিনসমূহ:

  • নার্সারি ও কেজি: প্রতি রবিবার
  • ১ম – ৩য় শ্রেণি: প্রতি সোমবার
  • ৪র্থ – ১০ শ্রেণি: প্রতি মঙ্গলবার

অনলাইনে যতদিন ক্লাস চলবে ততদিন পর্যন্ত এই পদ্ধতিতেই বাড়ির কাজ জমা দেওয়া ও উত্তোলনের কার্যক্রম চলতে থাকবে, ইন-শা-আল্লাহ।

২০২৫ শিক্ষাবর্ষের "ভর্তি ফর্ম " ১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত পাওয়া যাবে, ইন-শা-আল্লাহ। বিস্তারিত জানতে ক্লিক করুন

X