Notice

হিফয সংক্রান্ত গুরুত্বপূর্ণ নাসীহা


এস.সি.ডি (মোহাম্মদপুর শাখায়) নিউ হিফয বিভাগের হিফয পরীক্ষা সম্পন্ন হয়েছে, এবং রেগুলার হিফযের পরীক্ষাও খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে, ইন-শা-আল্লাহ। আগামী বছর থেকে ইনশাআল্লাহ হিফযের জন্য একটি নির্ধারিত কাঠামো প্রয়োগ করা হবে। এই কাঠামোটি ৭ বছরের একটি সুনির্দিষ্ট পরিকল্পনায় সাজানো। প্রথম বর্ষে ২ পারা, দ্বিতীয় বর্ষে ৩ পারা, এবং পরবর্তী বর্ষগুলোতে ৫ পারা করে হিফয সম্পন্ন করতে হবে। যদি কোনো শিক্ষার্থী নির্দিষ্ট বছরের টার্গেট পূরণ করতে ব্যর্থ হয়, তবে তাকে হিফয থেকে অব্যাহতি দেওয়া হবে। তবে, এ অব্যাহতি কোনো শাস্তি নয়, বরং বাচ্চাটির প্রতি একটি মেহেরবানি। কারণ আল্লাহ তা’আলা হিফয করাকে ফরয করেননি, এবং আমাদের উচিৎ নয় আমাদের স্বপ্নের চাপ শিশুদের উপর আরোপ করা। এতে তাদের মনে কুরআনের প্রতি বিরূপ ধারণা সৃষ্টি হতে পারে।

হিফয থেকে অব্যাহতি পাওয়া শিক্ষার্থীরা কুরআন থেকে বিচ্ছিন্ন থাকবে না; তাদের জন্য স্কুল জীবনের বাকি সময়ে নিয়মিত কুরআন পড়া ও মুখস্তকৃত অংশ পুনরাবৃত্তির জন্য একটি সাধারণ কুরআন ক্লাস থাকবে ইনশাআল্লাহ। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা প্রয়োজন, বিশেষ করে যারা এই বর্ষে উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে এমন শিক্ষার্থী থাকতে পারে যারা শুধুমাত্র পিতা-মাতার স্বপ্নপূরণের ভয়ে হিফয করছে, নিজের কোনো আগ্রহ ছাড়াই। এ ক্ষেত্রে অভিভাবকদের উচিত সন্তানদের সাথে খোলামেলা আলোচনা করা এবং তাদের প্রকৃত ইচ্ছা ও আগ্রহ বুঝে নেওয়া। পিতা-মাতা যদি সন্তানকে বুঝিয়ে দেন যে, খুব বেশি চাপ অনুভূত হলে হিফয বাধ্যতামূলক নয় এবং যে পরিমাণ মুখস্থ করেছে সেটুকু রিভিশনের পাশাপাশি নিয়মিত কুরআন তিলাওয়াত করলেও তা অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ – তাহলে সন্তান ইসলামকে সহজভাবে গ্রহণ করবে এবং তাদের কুরআনের প্রতি ভালোবাসা জন্মাবে, ইন-শা-আল্লাহ।

অতএব, অভিভাবকদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, সন্তানদের সাথে এ বিষয়ে আলাপ করে প্রয়োজন মনে করলে অফিসকে অবহিত করুন। অফিসে অবহিত করলে আমরা পরবর্তী শিক্ষাবর্ষে তাকে সাধারণ কুরআন ক্লাসে স্থানান্তর করব ইনশাআল্লাহ।

-মুহাম্মাদ নাসীল শাহরুখ

হিফয সংক্রান্ত গুরুত্বপূর্ণ নাসীহা Read More »

ভর্তি ফরম (২০২৫ শিক্ষাবর্ষ)

১ নভেম্বর ২০২৪ থেকে এস.সি.ডি (মোহাম্মদপুর) স্কুল অফিস থেকে ভর্তি ফরম সংগ্রহ করা যাবে। ফরম এর মূল্য ২০০ টাকা। ফরম সংগ্রহের পর তা যথাযথভাবে পূরণ করে ফরমের সাথে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে এবং ১০ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে স্কুল অফিসে জমা দিতে হবে। স্কুল অফিস থেকে ফরমটি সঠিকভাবে পূরণ হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করে সব ঠিক থাকলে ফরমের “স্টুডেন্ট কপি” অংশটি আলাদা করে আপনাদের ফেরত দিবে। এই “স্টুডেন্ট কপি” অংশটি ভর্তি পরীক্ষা হওয়ার পূর্ব পর্যন্ত যত্নসহ সংরক্ষণ করতে হবে।

যারা ভর্তি ফরম অফিসে জমা দিবেন, তাদের পরবর্তীতে স্কুল অফিস থেকে ভর্তি পরীক্ষা বা ইন্টারভিউয়ের দিন ও তারিখ জানিয়ে দেওয়া হবে। ভর্তি পরীক্ষায় বা ইন্টারভিউয়ে যারা উত্তীর্ণ হবে তাদের আগামী ২৯ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে প্রয়োজনীয় ফি জমা দিয়ে ভর্তির যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে।


নিচের link-এ ক্লিক করে গুগল ফরমটি যথাযথভাবে পূরণ করুন। ফরম-এর মূল্য বাবদ ২০০ টাকা 01700714116-এই মোবাইল নাম্বারে বিকাশ করবেন। মনে রাখবেন, এটি বিকাশ মার্চেন্ট নাম্বার, তাই “পেমেন্ট অপশন” ব্যবহার করে টাকা পাঠাবেন। “সেন্ড মানি” অপশন ব্যবহার করে নয়। ট্রানজেকশনের স্ক্রিনশটটি ফর্মের যথাস্থানে Attach করুন এবং ১০ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে Submit করুন।

ফরম Submit করার পর স্কুল অফিস থেকে ভর্তি পরীক্ষা বা ইন্টারভিউয়ের দিন ও তারিখ জানিয়ে দেওয়া হবে। ভর্তি পরীক্ষায় বা ইন্টারভিউয়ে যারা উত্তীর্ণ হবে তাদের আগামী ২৯ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে প্রয়োজনীয় ফি জমা দিয়ে ভর্তির যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে।

ফর্ম জমা দেওয়ার পর আগামী ১০ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে অবশ্যই ২ কপি পাসপোর্ট সাইজের ছবি স্কুল অফিসে জমা দিবেন এবং স্কুল থেকে ফরম-এর “স্টুডেন্ট কপি’ অংশটি সংগ্রহ করবেন, ইন-শা-আল্লাহ। এই “স্টুডেন্ট কপি” অংশটি ভর্তি পরীক্ষা হওয়ার পূর্ব পর্যন্ত যত্নসহ সংরক্ষণ করতে হবে।


২০২৫ সালের ভর্তির ফরমটি ডাউনলোড করে Legal Size (8.5″x14″)-এর পেজে প্রিন্ট করুন এবং কলম দিয়ে পূরণ করুন। ফরম-এর মূল্য বাবদ ২০০ টাকা 01700714116-এই মোবাইল নাম্বারে বিকাশ করবেন। মনে রাখবেন, এটি বিকাশ মার্চেন্ট নাম্বার, তাই “Payment” অপশন ব্যবহার করে টাকা পাঠাবেন। “Send Money” অপশন ব্যবহার করে নয়।

এবার পূরণকৃত ভর্তি ফরমটির ছবি তুলুন এবং বিকাশ ট্রানজেকশনের স্ক্রিনশট (বা Transaction ID) ও ভর্তি ফরমের ছবি একসাথে Attach করে info@scdbd.org এই ঠিকানায় ১০ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে ই-মেইল করুন।

ফর্মটি পূরণ করে ইমেইল করার পর আগামী ১০ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে অবশ্যই ২ কপি পাসপোর্ট সাইজের ছবি স্কুল অফিসে জমা দিবেন এবং স্কুল থেকে ফরম-এর “স্টুডেন্ট কপি’ অংশটি সংগ্রহ করবেন, ইন-শা-আল্লাহ। এই “স্টুডেন্ট কপি অংশটি ভর্তি পরীক্ষা হওয়ার পূর্ব পর্যন্ত যত্নসহ সংরক্ষণ করতে হবে।


যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন: ০১৭০৫-৬৭৯৬০৩ (সকাল ৯:০০ – বিকাল ৫:০০টা)

মা’আসসালামাহ

এস সি ডি এডমিন

ভর্তি ফরম (২০২৫ শিক্ষাবর্ষ) Read More »

বার্ষিক পরীক্ষা ২০২৪ – রুটিন

বার্ষিক পরীক্ষা ২০২৪ – রুটিন Read More »

ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হসপিটাল এর বিভিন্ন সার্ভিসে ডিস্কাউন্ট অফার

আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

সম্প্রতি “স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট” এবং “ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হসপিটাল (২/১ রিং রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)”-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উক্ত চুক্তি অনুযায়ী স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীরা এবং তাদের বাবা-মা উক্ত হাসপাতাল থেকে কিছু নির্ধারিত সার্ভিস গ্রহণে নিম্নলিখিত ডিসকাউন্ট পাবে, ইনশাআল্লাহ:

– সকল ধরণের প্যাথলজিকাল টেস্ট: ৩০% ডিসকাউন্ট
– সকল ধরণের রেডিওলজি টেস্ট: ২০% ডিসকাউন্ট
– সকল ধরনের বেড চার্জ: ১০% ডিসকাউন্ট (ICU, NICU, SCU, HDU, PICU, ACKU ব্যতীত)

এছাড়া, অগ্রাধিকারের ভিত্তিতে ডাক্তারের এপয়েন্টমেন্ট বা কোনো ইনভেস্টিগেশন সংক্রান্ত সহায়তা পেতে হসপিটাল থেকে  আমাদের স্কুলের জন্য নির্ধারিত এক্সিকিউটিভের সাথে যোগাযোগ করতে পারবেন:

মো. জুবায়ের আবেদিন
এক্সিকিউটিভ, বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট
মোবাইল:
+8801781-384418

উপরোল্লিখিত সার্ভিসসমূহে ডিসকাউন্ট পেতে অবশ্যই শিক্ষার্থীর স্কুল আই.ডি. কার্ড প্রদর্শন করতে হবে।

বি. দ্র. এই চুক্তির মেয়াদ আগামী ১৫ নভেম্বর ২০২৪ পর্যন্ত বলবৎ থাকবে, ইন-শা-আল্লাহ।

মা’আসসালামাহ,

অধ্যক্ষ

এস.সি.ডি (মোহাম্মদপুর শাখা)

ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হসপিটাল এর বিভিন্ন সার্ভিসে ডিস্কাউন্ট অফার Read More »

তাজউইদ শেখার ক্ষেত্রে উপকারী কিছু লিংক

তাজউইদ শেখার ক্ষেত্রে উপকারী কিছু লিংক

১. উস্তাজ নাসীল শাহরুখ-এর চ্যানেল:
https://www.youtube.com/c/MuhammadNaseelShahrukh
. ড. আয়মান সুওয়াইদের তেলাওয়াতের লিংক:
https://ar.islamway.net/collection/11899/%D8%A7%D9%84%D9%85%D8%B5%D8%AD%D9%81-%D8%A7%D9%84%D9%85%D8%B9%D9%84%D9%85
. আব্দুল বাসীত মুরাত্তাল লিংক:
https://ar.islamway.net/collection/74/%D8%A7%D9%84%D9%85%D8%B5%D8%AD%D9%81-%D8%A7%D9%84%D9%85%D8%B1%D8%AA%D9%84
https://suratmp3.com/quran/reciters/6/hq
. মিনশাউই মুআল্লিম লিংক:
https://suratmp3.com/quran/reciters/40/hq
. মাতনুল জাযারিয়্যাহ পি.ডি.এফ:
https://drive.google.com/file/d/1Hn5rKnRQRsnPBfOH1Kqgq2AIPhdVFW7J/view?usp=sharing
. ড. আয়মানের কণ্ঠে মাতনুল জাযারিয়্যাহ:
https://www.youtube.com/watch?v=bAluw6umUfQ&t=527s&ab_channel=ayaturrahmanworldwide
. ড. আয়মান সুওয়াইদের মাতনুল জাযারিয়্যাহর শারহ:
https://ar.islamway.net/collection/8837/%D8%A7%D9%84%D8%A5%D8%AA%D9%82%D8%A7%D9%86-%D9%84%D8%AA%D9%84%D8%A7%D9%88%D8%A9-%D8%A7%D9%84%D9%82%D8%B1%D8%A2%D9%86-%D9%85%D8%B1%D8%A6%D9%8A
. জামযূরীর তুহফাতুল আতফাল পি.ডি.এফ:
https://drive.google.com/file/d/15bLU6aCuv3Z3U_ifjTVXnM0P2NT-caP6/view?usp=sharing
. ড. আয়মানের কণ্ঠে তুহফাতুল আতফাল:
https://www.youtube.com/watch?v=4fcUlKwQgJ4&t=365s&ab_channel=%D9%82%D9%86%D8%A7%D8%A9%D8%B3%D9%84%D8%A7%D9%85%D8%A7%D9%84%D8%AF%D8%B9%D9%88%D9%8A%D8%A9
১০. আব্দুল কাদীর উসমানের কণ্ঠে তুহফাতুল আতফাল:
https://www.youtube.com/watch?v=6x7ieWtbxMs&t=492s&ab_channel=%D8%AC%D9%85%D8%B9%D9%8A%D8%A9%D8%AA%D8%A7%D8%AC%D9%84%D8%AA%D8%B9%D9%84%D9%8A%D9%85%D8%A7%D9%84%D9%82%D8%B1%D8%A2%D9%86%D8%A7%D9%84%D9%83%D8%B1%D9%8A%D9%85
১১. আব্দুল ক্বাদীর উসমানের তুহফাতুল আতফালের শারহ:
https://www.youtube.com/watch?v=8Do87VxmhLQ&list=PLdkqnk87UnGHLBG_-swDHin4rXc2hF-5G
১২. আব্দুল ক্বাদীর উসমানের কণ্ঠে রিয়াদাতুল লিসান:
https://www.youtube.com/watch?v=dNrX9n-vql4&t=386s&ab_channel=%D8%A7%D9%84%D9%82%D9%86%D8%A7%D8%A9%D8%A7%D9%84%D8%B1%D8%B3%D9%85%D9%8A%D8%A9%D9%84%D9%84%D9%85%D9%82%D8%B1%D8%A6%D8%B9%D8%A8%D8%AF%D8%A7%D9%84%D9%82%D8%A7%D8%AF%D8%B1%D8%A7%D9%84%D8%B9%D8%AB%D9%85%D8%A7%D9%86
১৩. রিয়াদাতুল লিসান‌ ছাত্র সহ:
https://drive.google.com/file/d/11T94-neew3KfxM-2VROtK0Dj7Yhk-sqT/view?usp=sharing
১৪. আমপারা আব্দুল কাদের উসমান
https://drive.google.com/drive/folders/1PcQgtl4v2qHB0yfHAMugEKxbtSmzgSDq

দু’আ অডিও লিংক:

https://drive.google.com/drive/folders/1j3Bxab-yhVdDVBJJrYrxMxWdVpklzuNv?usp=sharing

তাজউইদ শেখার ক্ষেত্রে উপকারী কিছু লিংক Read More »

শিক্ষার্থীদের ইউনিক আইডি (UID) সম্পর্কিত নির্দেশনা

কেজি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের ইউনিক আইডি (UID) সম্পর্কিত নির্দেশনা

আসসালামু আলাইকুম,


প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে শিক্ষার্থীদের ইউনিক আইডি (UID) প্রদানের লক্ষ্যে কেজি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের তথ্য আগামী ১০/০১/২০২৪ থেকে ২০/০১/২০২৪ তারিখের মধ্যে স্কুলে জমা দিতে হবে।

নির্ধারিত ফর্মের প্রিন্টেড কপি স্কুল থেকেও সংগ্রহ করা যাবে, ইন শা আল্লাহ।

শিক্ষার্থীদের ইউনিক আইডি (UID) সম্পর্কিত নির্দেশনা Read More »

২০২৪ শিক্ষাবর্ষ সংক্রান্ত দিক নির্দেশনা (নার্সারি – ১০ম শ্রেণি)

স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট

মোহাম্মদপুর শাখা

اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّهِ وَبَرَكاتُهُ

ﺇِﻥَّ ﺍﻟْﺤَﻤْﺪَ ﻟِﻠﻪِ ﻧَﺤْﻤَﺪُﻩُ ﻭَﻧَﺴْﺘَﻌِﻴْﻨُﻪُ ﻭَﻧَﺴْﺘَﻐْﻔِﺮُﻩْ ﻭَﻧَﻌُﻮﺫُ ﺑِﺎﻟﻠﻪِ ﻣِﻦْ ﺷُﺮُﻭْﺭِ ﺃَﻧْﻔُﺴِﻨَﺎ ﻭَﻣِﻦْ ﺳَﻴِّﺌَﺎﺕِ ﺃَﻋْﻤَﺎﻟِﻨَﺎ، ﻣَﻦْ ﻳَﻬْﺪِﻩِ ﺍﻟﻠﻪُ ﻓَﻼَ ﻣُﻀِﻞَّ ﻟَﻪُ ﻭَﻣَﻦْ ﻳُﻀْﻠِﻞْ ﻓَﻼَ ﻫَﺎﺩِﻱَ ﻟَﻪُ. ﺃَﺷْﻬَﺪُ ﺃَﻥَّ ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠﻪ ﻭَﺃَﺷْﻬَﺪُ ﺃَﻥَّ ﻣُﺤَﻤَّﺪًﺍ ﻋَﺒْﺪُﻩُ ﻭَﺭَﺳُﻮْﻟُﻪُ

সবাইকে এস.সি.ডি মোহাম্মাদপুর শাখায় স্বাগতম। ২০২৪ শিক্ষাবর্ষে আগামী ১৬ জানুয়ারি ২০২৪ (মঙ্গলবার) থেকে ক্লাস শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। ক্লাস রুটিন দেখতে নিচের লিংক-এ ক্লিক করুন:


ক্লাস শুরুর সময়

১৬ জানুয়ারি ২০২৪ (মঙ্গলবার) থেকে মর্নিং শিফট-এর ক্লাস (১ম – ৯ম শ্রেণি পর্যন্ত) সকাল ৭:২০-এ শুরু হবে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে এই সময় পরিবর্তন হয়ে সকাল ৭:১০-এ শুরু হবে ইন-শা-আল্লাহ।

১৬ জানুয়ারি ২০২৪ থেকে ডে শিফট-এর ক্লাস দুপুর ১২:৪০ থেকে শুরু হবে। ১ম-১০ম শ্রেণি পর্যন্ত ডে-শিফট-এর সকল শিক্ষার্থী দুপুর ১২:২৫-এ স্কুলে এসে প্রথমে যোহর সলাত আদায় করবে। এরপর ১২:৪০ থেকে ক্লাসে অংশগ্রহণ করবে, ইন-শা-আল্লাহ।

নার্সারি, কেজি শ্রেণির ক্লাস শুরুর সময় পুরো বছরই অপরিবর্তিত থাকবে।

সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় তারতম্যভেদে ক্লাস শুরু ও শেষ হওয়ার সময় ভবিষ্যতে কিছুটা পরিবর্তিত হবে, যা যথাসময়ে অভিভাবকদের জানিয়ে দেওয়া হবে, ইন-শা-আল্লাহ।

ভবন-২ (শুধুমাত্র কেজি শ্রেণির জন্য)

২০২৪ সালে স্কুলের বর্ধিত একাডেমিক কার্যক্রম পরিচালনা করার জন্য মূল ভবন থেকে ৩টি প্লট পশ্চিমে একটি ভবনের নিচতলা ভাড়া নেওয়া হয়েছে। ভবন-২-এর ঠিকানা: নিয়ামাহ প্যালেস, বাড়ি-৫৪/৬, রোড-১২, শেখেরটেক, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭)।

উল্লেখ্য, যে ভবন-২-এর নিচতলায় কেজি শ্রেণির সকল সেকশন ও শিফট-এর ক্লাস অনুষ্ঠিত হবে, ইন-শা-আল্লাহ। ভবন-২ শুধুমাত্র একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হবে। অফিসিয়াল প্রয়োজনে কেজি শ্রেণির অভিভাবকবৃন্দ মূল ভবনের ২য় তলায় যোগাযোগ করবেন, ইন-শা-আল্লাহ। তাই কেজি শ্রেণির অভিভাবকবৃন্দ শিক্ষার্থীদের যথাসময়ে ভবন-২-এর মেইন গেইটে পৌছে দিবেন এবং ছুটির সময় নিয়ে যাবেন, ইন-শা-আল্লাহ।

অভিভাবকদের বসার স্থান ও স্কুল অফিসে যোগাযোগ:

মূল ভবনের নিচতলায় যেহেতু ছেলেদের যোহরের সলাত আদায় করতে হয়, তাই ২০২৪ শিক্ষাবর্ষে মূল ভবনের নিচতলার প্রায় পুরোটা জুড়েই যোহর সলাত আদায় করার ব্যবস্থা করা হচ্ছে। ফলে মূল ভবনের নিচ তলায় (এবং ভবন ২-এর নিচতলায়) আমরা অভিভাবকদের বসার কোনো জায়গা রাখতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে শিক্ষার্থীদের গ্রহণ করার জন্য মূল ভবনের নিচ তলার দক্ষিণ-পূর্ব কর্নারে একটি ওয়েটিং এরিয়া থাকবে। যেখানে সাময়িক সময়ের জন্য অবস্থান করে মহিলা অভিভাবকবৃন্দ শিক্ষার্থীদের গ্রহণ করতে পারবেন।

এছাড়া অভিভাবকবৃন্দ ক্লাসরুম প্রবেশ বা সিড়ি ঘরে অবস্থান করা থেকেও বিরত থাকবেন। তবে প্রয়োজন হলে (বিশেষ করে নার্সারি শ্রেণি) আমরা অভিভাবকদের সাথে যোগাযোগ করে বিশেষ বিবেচনায় ক্লাস রুমের বাইরে অবস্থান করার  সাময়িক অনুমতি প্রদান করবো, ইন-শা-আল্লাহ।

পুরুষ ও মহিলা অভিভাবকবৃন্দ এবং ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে পর্দার বিধান সম্পর্কে সতর্ক থাকবেন ইন-শা-আল্লাহ।

শিক্ষার্থীদের আই.ডি কার্ড পরিধান ও অভিভাবকদের আই.ডি কার্ডের ‘অভিভাবক কপি’ প্রদর্শন করে শিক্ষার্থীদের স্কুল থেকে নিয়ে যাওয়া

স্কুলের প্রত্যেক শিক্ষার্থীকেই স্কুল থেকে ২টি আই.ডি কার্ড প্রদান করা হয়। একটি প্লাস্টিক আই.ডি. কার্ড (যা শিক্ষার্থী পরিধান করবে) এবং আরেকটি ল্যামিনেটেড আই.ডি. কার্ড (যা প্রত্যেক অভিভাবক শিক্ষার্থীদের স্কুল থেকে নিয়ে যাওয়ার সময় গেটে প্রদর্শন করবে)।

৩য় থেকে ৮ম শ্রেণির কোনো অভিভাবক যদি শিক্ষার্থীদের কাছে ২টি আই.ডি কার্ডই দিয়ে রাখেন, তাহলে স্কুল কর্তৃপক্ষ ধরে নিবে যে সেই শিক্ষার্থী একাই স্কুল থেকে বাসায় যাবে

নার্সারি থেকে ২য় শ্রেণি পর্যন্ত কোনো শিক্ষার্থীকে অভিভাবক ছাড়া একা যেতে দেওয়া হবে না।

কারও আই.ডি কার্ড হারিয়ে গেলে স্কুলের নির্ধারিত ফি প্রদান করে আই.ডি কার্ড সংগ্রহ করবেন। বা বিশেষ প্রয়োজনে স্কুল কর্তৃপক্ষ তাৎক্ষণিক লেমিনেটেড আই.ডি. কার্ড প্রদান করবে, ইন-শা-আল্লাহ।

আই.ডি. কার্ড পরিধান ও আই.ডি. কার্ডের অভিভাবক কপি প্রদর্শন করে শিক্ষার্থীদের স্কুল থেকে নেওয়ার বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কঠোর নীতি অবলম্বন করে। তাই অভিভাবকগণ নিয়মের ব্যত্যয় ঘটাতে অনুরোধ করে স্কুল কর্তৃপক্ষকে বিব্রত করবেন না, ইন-শা-আল্লাহ।

টিফিন এবং পানি পান ও টয়লেট ব্যবহার সংক্রান্ত নির্দেশনা

প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার স্কুল থেকে টিফিন প্রদান করা হবে। শিক্ষার্থীরা বাসা থেকে বা বাইরে থেকে কোনো ধরনের খাবার স্কুলে আনবে না। নার্সারি থেকে ২য় শ্রেণির সকল শিক্ষার্থী অবশ্যই সাথে করে (স্কুল নির্ধারিত) টিফিন বক্স নিয়ে আসবে। নার্সারি থেকে ২য় শ্রেণির সকল শিক্ষার্থীকে যার যার টিফিনবক্সে টিফিন দেওয়া হবে।

স্কুলের প্রতিটি তলাতেই ‘রিভার্স অসমোসিস সিস্টেম’-এর খাবার পানির ফিল্টার রয়েছে। শিক্ষার্থীরা যার যার ব্যক্তিগত পানির বোতল (স্কুল নির্ধারিত) নিয়ে আসবে এবং প্রয়োজন অনুযায়ী পানি ভরে নিবে। একজনের পানির বোতল আরেকজন ব্যবহার করবে না।

টয়লেট ব্যবহার করার পর শিক্ষার্থীরা ব্যক্তিগত এবং টয়লেট-এর পরিস্কার/পরিচ্ছন্নতার বিষয়ে সতর্ক থাকতে হবে। যেন পরবর্তী ব্যবহারকারি টয়লেটে প্রবেশের পর একটি পরিচ্ছন্ন টয়লেট পায়। এ বিষয়ে অভিভাবকবৃন্দ সন্তানদের অবগত করবেন।

পোশাক ও সময়ানুবর্তিতা

প্রাথমিক অবস্থায় অনেক শিক্ষার্থীর পক্ষে হয়ত পরিপূর্ণভাবে স্কুল ইউনিফর্ম পরে আসা সম্ভব হবে না। তবে ১ ফেব্রুয়ারি ২০২৪ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই পরিপূর্ণভাবে ইউনিফর্ম পরে আসা নিশ্চিত করতে হবে। ১ ফেব্রুয়ারি ২০২৪ থেকে কোনো শিক্ষার্থী পরিপূর্ণ ইউনিফর্ম ছাড়া স্কুলে প্রবেশ করার অনুমতি পাবে না। শিক্ষার্থীরা ১ ফেব্রুয়ারি ২০২৪-এর পূর্ব পর্যন্ত স্কুলের নির্ধারিত ইউনিফর্ম-এর কাছাকাছি ধরন এবং রং-এর পোষাক পরিধান করে আসবে।

১ ফেব্রুয়ারি ২০২৪ থেকে কোনো শিক্ষার্থী ক্লাস শুরু হওয়ার নির্ধারিত সময়ের পরে স্কুলে প্রবেশ করতে পারবে না। এমনকি, ১ মিনিট লেট হলেও মেইন গেইট বন্ধ করে দেওয়া হবে এবং যারা লেট করে স্কুলে উপস্থিত হবে তাদের ফিরে যেতে হবে। এক্ষেত্রে স্কুল অফিসে ফোন করা বা প্রিন্সিপাল উস্তাজকে ফোন করে কোনো ধরনের অনুরোধ করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। তবে, কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দূর্যোগ-এর কারণে, বিশেষ পরিস্থিতিতে এ বিষয়ে ছাড় দেওয়া হতে পারে। তবে সেটা সম্পূর্ণভাবে স্কুলের সিদ্ধান্তের উপর নির্ভরশীল হবে। অভিভাবকদের অনুরোধের ভিত্তিতে নয়।

স্কুলের নির্ধারিত ইউনফর্ম ও সঠিক সময়ে স্কুলে প্রবেশের বিষয়ে স্কুল কর্তৃপক্ষ “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করে। তাই দেরী করে উপস্থিত হওয়া শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এই বিষয়ে ধৈর্যের পরিচয় দিবেন এবং দয়া করে স্কুলের গার্ড বা স্টাফদের সাথে উচ্চবাচ্য বা অসন্তোষ প্রকাশ করবেন না।


আপনার/আমার সন্তানদের সত্যিকার মুসলিম হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় সকলের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য। এস সি ডি’তে অনুসরণকৃত প্রতিটি নিয়মের পেছনেই মুসলিম চরিত্র গঠনে সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। তাই নিয়মের কঠোরতার বিষয়গুলো কেউ ব্যাক্তিগতভাবে নিবেন না এবং প্রতিটি নিয়ম অনুসরণে সকলেই সহযোগিতামূলক মনোভাব রাখবেন বলে আমরা আশা করি।

মা’আসসালামাহ

অধ্যক্ষ

এস.সি.ডি (মোহাম্মদপুর শাখা)

২০২৪ শিক্ষাবর্ষ সংক্রান্ত দিক নির্দেশনা (নার্সারি – ১০ম শ্রেণি) Read More »

শিক্ষা উপকরণ ব্যবহার সংক্রান্ত নোটিস (২০২৪ শিক্ষাবর্ষ)

আসসালামুআলাইকুম,

আপনারা সকলেই অবগত যে, এস. সি. ডি’তে শিক্ষা উপকরণ ব্যবহারের ক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের ফ্যান্সি বা দামি উপকরণ ব্যবহার করতে নিষেধ করে থাকি। কিন্তু প্রায় সময়ই দেখা যায় শিক্ষার্থীরা কার্টুন সম্বলিত ব্যাগ, দামী পেন্সিল, কলম, ইরেজার ইত্যাদি স্কুলে নিয়ে আসে, যা অন্য শিক্ষার্থীদের প্রভাবিত করে এবং অনেক ক্ষেত্রেই তা স্কুলের জন্য মনিটর করাও কষ্টসাধ্য। তাই আগামী ২০২৪ শিক্ষাবর্ষে নার্সারি থেকে ২য় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা নিম্নলিখিত শিক্ষা উপকরণ স্কুল থেকে ক্রয় করবে:

১) স্কুল ব্যাগ
২) পেন্সিল
৩) ইরেজার
৪) শার্পনার
৫) খাতা
৬) নোটবুক/ডায়েরি
৭) পানির বোতল
৮) টিফিন বক্স
৯) পেন্সিল বক্স

যেহেতু এস.সি.ডি স্কুল সম্পূর্ণভাবে একটি অলাভজনক প্রতিষ্ঠান, তাই উপরোক্ত শিক্ষা উপকরণ বিক্রয় করে কোনো ধরনের মুনাফা করার উদ্দেশ্য স্কুল কর্তৃপক্ষের নেই। বরং, উপরোক্ত শিক্ষা উপকরণসমূহ সুলভ মূল্যে (সম্ভব হলে বাজার দর থেকে কম মূল্যে) শিক্ষার্থীদের কাছে বিক্রয় করা হবে, ইন-শা-আল্লাহ।

একটি ভারসাম্যপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখতে অভিভাবক ও শিক্ষার্থী সকলের সহযোগিতা একান্ত কাম্য।

মা’আসসালামাহ,

অধ্যক্ষ
এস সি ডি

বি. দ্র. উপরোক্ত শিক্ষা উপকরণসমূহ স্কুলে এভেইলেভেল হলে অভিভাবকদের জানানো হবে ইন-শা-আল্লাহ।

২০২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়া সংক্রান্ত নোটিশ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, ইন-শা-আল্লাহ।

শিক্ষা উপকরণ ব্যবহার সংক্রান্ত নোটিস (২০২৪ শিক্ষাবর্ষ) Read More »

সাইন্স ফেয়ার এবং আর্টস ও ক্রাফটস (২০২৩) প্রদর্শনী সংক্রান্ত নির্দেশনা

সাইন্স ফেয়ার প্রজেক্ট ও ক্রাফটস জমাদান

  • সাইন্স ফেয়ারের নিজ নিজ প্রজেক্ট প্রদর্শনীর দিন সকালে নির্ধারিত স্থানে নিয়ে শিক্ষার্থীদের উপস্থিত থাকতে হবে। এর পূর্বে সাইন্স প্রজেক্ট স্কুলে সাবমিট করার প্রয়োজন নেই।
  • ২৪ আগস্ট ২০২৩ (বৃহস্পতিবার) উভয় শিফট-এ কুরআন ও আরবি ভাষাশিক্ষা ক্লাসের পর স্কুল ছুটি দেওয়া হবে। উক্ত দিন স্কুল ছুটির পর দুপুর ১২টার মধ্যে মেয়ে শিক্ষার্থীরা এবং বিকাল ৫টার মধ্যে ছেলে শিক্ষার্থীরা ক্রাফটস প্রজেক্ট স্ব-স্ব মেন্টরের কাছে জমা দিবে।

প্রদর্শনীর স্থান:

– ৩য় এবং ৪র্থ তলা (লিফট-২ ও ৩): সকল শিক্ষার্থীর ক্রাফটস প্রদর্শন করা হবে।
– ৫ম তলা (লিফট-৪): মেয়ে শিক্ষার্থীদের সাইন্স প্রজেক্টসমূহ প্রদর্শিত হবে।
– ৭ম তলা ও ৮ম তলা (লিফট-৬ ও ছাদ): ছেলে শিক্ষার্থীদের সাইন্স প্রজেক্টসমূহ প্রদর্শিত হবে।

সাইন্স প্রজেক্ট প্রদর্শনীর সুবিধার্থে স্কুল প্রাঙ্গণ সকাল ৭:০০টা থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রবেশের জন্য উন্মুক্ত থাকবে। সাইন্স ফেয়ারে অংশগ্রহণকারী শিক্ষার্থীগণ সকাল ৮:০০টার মধ্যে যার যার প্রোজেক্ট নিয়ে নির্ধারিত স্থানে অবস্থান করবে। ৮:৩০ থেকে প্রদর্শনী শুরু হবে, ইন-শা-আল্লাহ।

  • ৫ম তলায় (মেয়েদের জন্য নির্ধারিত ফ্লোরে) কোনো পুরুষ অভিভাবক বা ছেলেরা প্রবেশ করবে না।
  • ৭ম এবং ৮ম তলায় (ছেলেদের জন্য নির্ধারিত ফ্লোরে) কোনো মহিলা অভিভাবক বা মেয়েরা প্রবেশ করবে না।

অভিভাবকদের জন্য সাইন্স ফেয়ার এবং ক্রাফটস প্রদর্শনীতে উপস্থিতির সময়

  • নার্সারি – ৩য় শ্রেণির অভিভাবক: ৮:৩০টা – ১০:৩০টা
  • ৪র্থ – ১০ম শ্রেণির অভিভাবক: ১০:৩০টা – ১২:৩০টা

পর্যাপ্ত জায়গার অভাব এবং আয়োজনের সুবিধার্থে অভিভাবকদের উপরোক্ত সময় মেনে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

অন্যান্য দিকনির্দেশনা

  • সকল শিক্ষার্থী অবশ্যই স্কুলের ইউনিফর্ম পরে স্কুলে আসবে।
  • ৩য় তলায় ক্রাফটস প্রদর্শনীতে প্রবেশ করার পর অভিভাবকরা খেয়াল রাখবেন যাতে ছোট বাচ্চারা কোনো ক্রাফটস হাত দিয়ে না ধরে।
  • প্রদর্শনী চলাকালীন সকল অভিভাবক পর্দার বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকবেন।
  • অভিভাবকরা মোবাইল ফোন বা ক্যামেরা দিয়ে ছবি তোলা বা ভিডিও করা থেকে সম্পূর্ণ বিরত থাকবেন।
  • কোনো অবস্থাতেই অভিভাবক বা শিক্ষার্থীরা সাইন্স প্রজেক্ট বা ক্রাফটস নিয়ে কোনো ধরনের তুলনা বা বিরূপ মন্তব্য করবেন না।
  • শিক্ষার্থীরা নিজ নিজ সাইন্স প্রজেক্ট এবং ক্রাফটস, প্রদর্শনী শেষে বাসায় নিয়ে যাবে।
  • সাইন্স প্রজেক্টের ফলাফল পরবর্তীতে প্রকাশ করা হবে।

নার্সারি ও কেজি শ্রেণির আর্টস প্রতিযোগিতা

শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য দিকনির্দেশনা

  • নার্সারি ও কেজি শ্রেণির শিক্ষার্থীরা ২৬ আগস্ট ২০২৩-এ নিম্নে উল্লেখিত সময়ে উপস্থিত থাকবে। নার্সারির শিক্ষার্থীরা আউটলাইন করা (স্কুল থেকে সরবরাহকৃত) একটি শিট-এ (যেখানে কিছু নির্জীব দৃশ্যের আউটলাইন করা একটি ছবি থাকবে) রং করবে।
  • কেজির শিক্ষার্থীরা সাদা আর্ট পেপারে (স্কুল থেকে সরবরাহকৃত) নির্জীব কোনো ছবি আঁকবে ও রং করবে
  • নার্সারি ও কেজি শ্রেণির শিক্ষার্থীরা রঙ করা এবং ছবি আঁকার উপকরণ (পেন্সিল, ইরেজার, রঙ পেনসিল/ক্রেয়ন/প্যাস্টেল কালার ইত্যাদি) সাথে করে নিয়ে আসবে। জল রং আনা থেকে বিরত থাকতে হবে।
শ্রেণিসেকশনসময়রুম নং
নার্সারিA৯:০০ – ৯:৩০৩০২
নার্সারিB৯:৫০ – ১০:২০৩০২
নার্সারিC১০:৪০ – ১১:১০৩০২
নার্সারিD১১:৩০ – ১২:০০৩০২

শ্রেণিসেকশনসময়রুম নং
কেজিA৯:০০ – ৯:৪০২০২
কেজিB১০:০০ – ১০:৪০২০২
কেজিC১১:০০ – ১১:৪০২০২
কেজিD১২:০০ – ১২:৪০২০২

অন্যান্য দিকনির্দেশনা

  • সকল শিক্ষার্থী অবশ্যই স্কুলের ইউনিফর্ম ও আইডি কার্ড পরে স্কুলে আসবে।
  • অভিভাবকরা মোবাইল ফোন বা ক্যামেরা দিয়ে ছবি তোলা বা ভিডিও করা থেকে সম্পূর্ণ বিরত থাকবেন।
  • আর্টস প্রতিযোগিতায় অংশগ্রহণের পর শিক্ষার্থীরা নিচতলায় অবস্থানরত অভিভাবকদের কাছে চলে যাবে।
  • নার্সারি ও কেজি শ্রেণির শিক্ষার্থীদের আর্টস প্রতিযোগিতার ফলাফল পরবর্তীতে প্রকাশ করা হবে।

এস সি ডি এডমিন

সাইন্স ফেয়ার এবং আর্টস ও ক্রাফটস (২০২৩) প্রদর্শনী সংক্রান্ত নির্দেশনা Read More »

২০২৬ শিক্ষাবর্ষের "ভর্তি ফর্ম " ১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত পাওয়া যাবে, ইন-শা-আল্লাহ। বিস্তারিত জানতে ক্লিক করুন

X