Notice

SCD Road Condition (18 Jan 2022)

আসসালামুআলাইকুম,

অনিবার্য কারণবশত আজ স্কুলের শুধুমাত্র অনলাইন ক্লাসসমূহ অনুষ্ঠিত হবে এবং অন-ক্যাম্পাস ক্লাসসমূহ বন্ধ থাকবে। গতকাল গভীর রাতে স্কুলের সামনের রাস্তার মেরামত কাজ শুরু করায় রাস্তাটি আজ ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে। আগামীকালের ক্লাসের বিষয়ে পরবর্তীতে জানানো হবে ইন-শা-আল্লাহ।

এস.সি.ডি এডমিন

২০২২ শিক্ষাবর্ষ সংক্রান্ত দিক নির্দেশনা

স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট

মোহাম্মাদপুর শাখা

২০২২ শিক্ষাবর্ষ সংক্রান্ত দিক নির্দেশনা

اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّهِ وَبَرَكاتُهُ

সবাইকে এস.সি.ডি’তে আহলান ওয়া সাহলান। আমরা সকলেই অবগত যে বর্তমানে করোনা ভাইরাসের উর্ধ্বগতির কারণে বাংলাদেশ সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি বেশ কিছু দিকনির্দেশনা প্রদান করেছে। দিকনির্দেশনা অনুযায়ী ২০২২ শিক্ষাবর্ষে আগামী ১৬ জানুয়ারি ক্লাস শুরু করার ক্ষেত্রে আমরা নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গ্রহণ করেছি:

কোভিড-১৯ সংক্রান্ত নির্দেশনাসমূহ:

১) সকল শিক্ষার্থী অবশ্যই স্কুল প্রাঙ্গনে মাস্ক পরিধান করে থাকবে এবং যথাযথভাবে স্বাস্থবিধি মেনে চলবে।

২) স্কুলে ঢোকার সময় “ওয়াশ ব্লকে” হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুবে অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে ক্লাসরুমে প্রবেশ করবে।

৩) ঠান্ডা, হাঁচি, কাশি বা জ্বর থাকলে স্কুলে আসা থেকে বিরত থাকবে।

৪) ক্লাসরুমে অবশ্যই একে অপরের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বসবে এবং কোনো অবস্থাতেই একে অপরকে স্পর্শ করবে না। একে অপরের শিক্ষা উপকরণ ধরবে না বা ব্যবহার করবে না।

৫) ক্লাস শেষ হলে যত দ্রুত সম্ভব স্কুল প্রাঙ্গন ত্যাগ করতে হবে।

৬) পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত স্কুল মাঠ বা নিচ তলায় কোনো ধরনের খেলাধুলা করা যাবে না।

অনলাইন ও অন-ক্যাম্পাস ক্লাস:

১) সরকারি নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র ৫ম, ৮ম ও ১০ শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে ৫ দিন ক্লাস অনুষ্ঠিত হবে। এছাড়া নার্সারি, কেজি শ্রেণির ক্লাস সপ্তাহে ২ দিন অনুষ্ঠিত হবে। নার্সারি ও কেজি শ্রেণির কোনো অনলাইন ক্লাস হবে না।

২) ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৬ষ্ঠ, ৭ম ও ৯ম শ্রেণির ক্লাস সপ্তাহে ২ দিন অন-ক্যাম্পাস ও বাকি ৩ দিন অনলাইনে অনুষ্ঠিত হবে। তবে ১ম-৭ম শ্রেণির কুরআন ও এ্যারাবিক ক্লাস সপ্তাহে ৫ দিন (প্রতি কার্যদিবসে) অন-ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

উদাহরণ: ধরা যাক ২য় শ্রেণির একজন মেয়ে শিক্ষার্থী সকাল ৭:২০ মিনিটে (ছেলে শিক্ষার্থী দুপুর ১২:৩০ মিনিটে) আল-কুরআন/হিফজ এবং এরপর আরবি ভাষা শিক্ষার ক্লাসে অংশগ্রহণ করলো। ঐ দিন যদি ২য় শ্রেণির মেয়ে শিক্ষার্থীদের রুটিনে অনলাইন ক্লাস উল্লেখ থাকে, তবে তারা বাসায় পৌছে রুটিন অনুযায়ী অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে। আবার উক্ত শিক্ষার্থীর যদি অন্যদিন রুটিনে অন-ক্যাম্পাস উল্লেখ থাকে, তাহলে আল-কুরআন/হিফজ এবং এরপর আরবি ভাষা শিক্ষার ক্লাসে অন-ক্যাম্পাস অংশগ্রহণ করার পর স্কুলেই বাকি ক্লাসসমূহ করবে।

অর্থাৎ, ১ম থেকে ৭ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা সপ্তাহে ৫ দিন (রবিবার-বৃহস্পতিবার) স্কুলে উপস্থিত হবে। ৫ দিনই আল-কুরআন/হিফজ ও আরবি ভাষা শিক্ষার ক্লাস স্কুল ক্যাম্পাসে করবে এবং এর পরবর্তী ক্লাসসমূহ অন-ক্যাম্পাস হলে স্কুলে, আর অনলাইন হলে বাসা থেকে অনলাইনে অংশগ্রহণ করবে, ইন-শা-আল্লাহ। স্কুলে আল-কুরআন ও আরবি ভাষা শিক্ষার ক্লাসের পরে বাসায় পৌছে অনলাইন ক্লাস করার মধ্যে পর্যাপ্ত সময় থাকবে ইন-শা-আল্লাহ।

৩) অনলাইন ক্লাসসমূহ Zoom-এ অনুষ্ঠিত হবে। ক্লাসে জয়েন করার লিংক ও অন্যান্য দিকনির্দেশনা এস.এম.এস ও ইমেইল-এর মাধ্যমে সকলকে জানিয়ে দেওয়া হবে ইন-শা-আল্লাহ।

১) অনলাইন ও অন-ক্যাম্পাস রুটিন: রুটিন দেখতে ক্লিক করুন

২) অনলাইন ক্লাসে অংশগ্রহণ সংক্রান্ত নীতিমালা: নীতিমালাটি দেখতে ক্লিক করুন

৩) Zoom ক্লাস লিংক (অনলাইন ক্লাস-এর জন্য) : পরবর্তীতে এস.এম.এস ও ই-মেইল-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ।

টিফিন এবং পানি পান ও ব্যবহার সংক্রান্ত নির্দেশনা:

১) প্রাত্যহিক স্কুল থেকে টিফিন প্রদান করা হবে। প্রত্যেকে নিজ নিজ টিফিনবক্স নিয়ে আসবে। স্কুল প্রদত্ত টিফিন শিক্ষার্থীদের নিজস্ব টিফিনবক্সে দিয়ে দেওয়া হবে। কোনো অবস্থাতেই শিক্ষার্থীরা একজনের টিফিন আরেকজনের সাথে শেয়ার করবে না।

২) যারা অনলাইনে ক্লাস করবে, তারা আল-কুরআন ও আরবি ভাষা শিক্ষা ক্লাস করার পর  টিফিনবক্সে করে খাবার নিয়ে যাবে। স্কুলে টিফিন খাবে না।

৩) সকলেই নিজস্ব পানির ফ্লাস্ক নিয়ে আসবে। স্কুল থেকে প্রয়োজনে RO (Reverse Osmosis) ফিল্টার-এর পানি দিয়ে ফ্লাস্ক বা পানির পাত্র পূর্ণ করে নেওয়া যাবে।

৪) টয়লেট ব্যবহারের পর কোনোভাবেই যেন কলের কাঁচা পানি মুখে না যায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

পোশাক ও পরিচ্ছন্নতা:

১) প্রাথমিক অবস্থায় হয়ত অনেক শিক্ষার্থীর পক্ষে পরিপূর্ণভাবে স্কুল ইউনিফর্ম পরে আসা সম্ভব হবে না। তবে ১ ফেব্রুয়ারি ২০২২-এর পূর্বে অবশ্যই ইউনিফর্ম পরে আসা নিশ্চিত করতে হবে।

২) শিক্ষার্থীরা স্কুল ইউনিফর্ম বানানো এবং নিয়মিত স্কুলে পরিধান করে আসার পূর্ব পর্যন্ত স্কুলের নির্ধারিত ইউনিফর্ম-এর কাছাকাছি ধরন এবং রং-এর পোষাক পরিধান করে আসবে। 

আরবি ভাষা শিক্ষা ক্লাস:

আরবি ভাষা শিক্ষার জন্য ২০২২ সাল থেকে আমরা সম্পূর্ণ নতুন একটি কারিকুলাম প্রণয়ন করতে যাচ্ছি, ইন-শা-আল্লাহ। এর মূল লক্ষ্য আল-কুরআনের শাব্দিক অর্থ বোঝা এবং এর সাথে সম্পর্কিত আরবি ব্যাকরণ শেখা। এই কারিকুলামের প্রতিটি বই প্রথম থেকে আমাদের পুরাতন শিক্ষার্থীদের জন্য অধ্যয়ন করতে হবে। কারণ পুরাতন শিক্ষার্থীদের পারদর্শিতা অনুযায়ী আমরা নতুন কারিকুলামের বইসমূহ ৬ মাস বা ৪মাসে সম্পন্ন করে তাদের পরবর্তি ধাপে উন্নিত করব, ইন-শা-আল্লাহ।

সুতরাং, যারা এই কারিকুলামে একদম নতুন, তাদের নতুন কারিকুলামের ১ম বইটি শেষ করতে যেখানে সময় লাগবে ১ বছর, সেখানে পারদর্শী একজন শিক্ষার্থীর লাগবে ৪ মাস। ১ম থেকে ৭ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের আমরা এভাবে ৩টি গ্রুপে ভাগ করেছি।

Group 1: যারা ১ বছরে বুক-১ সম্পন্ন করবে (নতুন শিক্ষার্থী)।

Group 2: যারা ৬ মাসে বুক-১ সম্পন্ন করবে।

এছাড়া, ৮ম, ৯ম ও ১০ শ্রেণির শিক্ষার্থীরা মাদীনা এ্যারাবিক রিডার ১-৩ অনুযায়ী তাদের কোর্স সম্পন্ন করবে, ইন-শা-আল্লাহ। এ বিষয়ের ক্লাস রুটিন আলাদা প্রকাশ করা হবে ইন-শা-আল্লাহ।

আল-কুরআন/হিফজ ক্লাস:

আল-কুরআন ও হিফজ-এর ক্লাস-এর রুটিন ১৬ জানুয়ারি ২০২২ (রবিবার) স্কুলে উপস্থিত হওয়ার পর শিক্ষার্থীদের বুঝিয়ে দেওয়া হবে ইন-শা-আল্লাহ। যারা ১ম-৭ম শ্রেণিতে নতুন ভর্তি হয়েছে, তাদের কায়দা/আম্মাপারা/কুরআন পড়ার অবস্থা বা পারদর্শিতা মূল্যায়ন করে ক্লাস/গ্রুপ নির্ধারন করা হবে, ইন-শা-আল্লাহ।

মা আসসালামাহ

অধ্যক্ষ

এস.সি.ডি (মোহাম্মদপুর শাখা)

নার্সারি – ৯ম শ্রেণির বই বিতরণ (১৫/১/২০২২)

বইয়ের তালিকা ও মূল্য দেখতে নিচের লিংক-এ ক্লিক করুন:


বই সংগ্রহ করার নির্ধারিত সময়সূচী:

তারিখ: ১৫ জানুয়ারী ২০২২ (শনিবার)

নার্সারি: সকাল ৮:০০ – ১০:০০টা
কেজি ও ১ম শ্রেণি: সকাল ১০:০০- ১১:০০টা
২য়-৪র্থ শ্রেণি: ১১:০০-১২:০০টা
৫ম-৯ম শ্রেণি: ১২:০০-১:০০টা

বি.দ্র.: যাদের কাছে অব্যবহৃত ডায়েরি বা ইসলাম বই পূর্ব থেকেই রয়েছে, তাদের নতুন করে ডায়েরি বা ইসলাম বই কেনার প্রয়োজন নেই। মোট মূল্য থেকে উক্ত ডায়েরি/বইয়ের মূল্য বাদ দেওয়া হবে, ইন-শা-আল্লাহ।

নার্সারি সেকসশনসমূহ (সেশন ২০২২)

Section A (Class time: 8:00 AM – 10:00 AM)

Student IDNameFather’s Name
Section – A
22001Sidrat Al MuntahaMasud Karim
22002Wafiah Binte SaeemMd. Sakhawat Hussain Mazumder
22003Taqwa NusratAbdullah Sharif
22004Mariyam Binte Abdul BatenMd. Abdul Baten Siddiki
22005Rushda Binte Nazrul IslamMd. Nazrul Islam Rubel
22006Fatima Binte FahadMd. Fahad Ibna Ilias
22007Mst. Samin JannatMd. Sohorab Hossain
22008Jannatul MawaMd. Foyaz Ahmed
22009Tanika TazweedS.M. Toufiqur Rahman
22010Mumtahina Benta SelimMd. Selim Islam
22011Anas Bin ShohelA.Z.M Shohel
22012Arham-al-AdiyatMd. Emtiaz Hossain
22013Md. Ali AbdullahMd. Hasan Ibrahim
22014Abdullah Al FarhanAbu Hanif
22016Muhammad Yafi Bin MoinM.A. Moin
22017Numair Al DinMd. Saifullah Ben Asad
22018Safwan Bin ShahadatShahadat Hossain
22019Maimunah SawdaShakil Mahmud
22020Sarrinah Mahira TasneemMosaddek Ahmed

Section B (Class time: 8:00 AM – 10:00 AM)

Student IDSection – B
22021Unaisah Binte TahinE.M. Yeaseenur Rahman Tahin
22022Hafsa Binte HassanMd. Hassanuzzaman Biplob
22023Ahmaad Bin RabiullahMohammad Rabiullah Chowdhury
22024Margoob RahmanMd. Maksudur Rahman
22025Aafsara Marjita Binte MasumSk. Md. Masum
22026Tasmiah Binte HafizMd. Hafizur Rahman Bhuiyan
22027Nauratan Zaman RaifaMd. Shibli Zaman
22028Zareef AbrarS. M. Hasanul Banna
22029Mishraq Musab Bin HabibMd. Habibullah
22030Ahmad ZawadMd. Nazrul Islam
22031Arham AbdullahSharif-Ul Islam Jamy
22032Ibraheem Bin Muhammad MarufMuhammad Maruf Islam
22033Abdullah Umar Bin MizanMd. Mizan Sheikh
22034Abdullah Zayeed IbrahimRukunuzzaman
22035Mehirima MaryamMd. Jashim Uddin
22036Sarah Bint ShakhawatMd. Shakhawat Hossen Himu
22037Khadija Binte MehediMD. Russel Jahan Mehedi
22038Ayaana Afnia AhamedAflatun Ahamed
22039Ahaan Abdullah MojumderAflatun Ahamed

Section C (Class time: 10:30 AM – 12:30 PM)

Student IDSection – C
22040Minhatur RahmanShaik Mohammad Hasibur Rahman
22041Husna Binte ShafayatShafayat Bin Mollah Mosharraf
22042Affan AbdullahGazi Sipar Hossain
22043Amira FarihatFarhad Ahmed
22044Saerah Binte KironAbu Hena Md. Alamgir Hyder
22045Al Fatiha Binte Zaman LinatK.M. Hasanuzzaman
22046Aishah Bint FadlM M Fazle Rabbi
22047Nuha MaryamSadi Shafiq
22048Joyairia Iman Binte HaqueMd. Sirajul Haque
22049Abdullah Aymaan JareerS.M. Yeassir Arafat
22050Abdullah As SamiA.H.M Ataur Rahman
22051Umar Ibn EhsanEhsanul Hannan
22052Mahasin Bin MasudMohammad Msud
22053Abdur Rahim Bin ShahidMohammed Shahid Hossain
22054Arfa Amatullah BilquisMohammad Shajidur Rahman
22055Abdullah Umar Bin SakibMd. Nazmus Sakib
22015Anas Bin MuhammadMd. Ashrafuddowla

Section D (Class time: 10:30 AM – 12:30 PM)

Student IDSection – D
22056Zunairah HossainZakir Hossain
22057Sanjida Shahorin TabassumShamim
22058Wajeeha Amatullaah AasimMisbahur Rahman
22059Zainab SultanaMohammad Monirul Islam
22060MD. Shaheer Ar Rasheed ZayedMd. Mamunur Rasheed
22061Hamza Asadullah Bin YousufMohammad Yousuf Hossain
22062Md. Araf Al HasanMd. Miskat Hasan
22063Sabiha Binte KhaledKhaled al Mahmud
22064Amatullah MaryamMD. Imran Khan
22065Sadia Binte AyubMD. Ayub Ali
22066Faatimah ZafreenM Ziaur Rahman
22067Aysha HossainAzger Hossain
22068Aparajita Rasheed IshadMD. Aminur Rasheed
22069Syed Anas Bin YasirSyed Yasir Arafat
22070Aysha Binte MehediMehedi Hasan
22071Abdullah Bin MusaAbu Musa
22072Abrarul HaqSiddikur Rahman
22073Maheraj Hossain MirazMD. Delowar Hossain

কোভিড-১৯ সংক্রান্ত সরকারি নির্দেশনার কারনে ক্লাসের সময় পরিবর্তন হতে পারে।

Last update: 1 March 2022, 9:07 am

৫ম শ্রেণির বার্ষিক পরীক্ষা

আসসালামু আলাইকুম,

ইন-শা-আল্লাহ্‌ আগামী ১/১২/২০২১ (বুধবার) থেকে পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১। পরীক্ষার প্রশ্ন ৫০ নম্বরের হবে। পরীক্ষার সময় হবে ২ ঘণ্টা।

২। পরীক্ষা স্কুল ক্যাম্পাসে নেওয়া হবে।

৩। পরীক্ষার সিলেবাস ও মানবন্টন দেখতে নিচের বাটনে ক্লিক করুন:

আল-কুরআন পরীক্ষার সময়সূচী

আগামী সোমবার (২২/১১/২১) ১ম থেকে ৪র্থ শ্রেণির আল-কুরআন পরীক্ষা (আম্মাপারা+কায়েদা) ফোনে কল দিয়ে নেওয়া হবে ইন-শা-আল্লাহ্‌। শিক্ষার্থীদের নির্ধারণ করে দেওয়া সময়ে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। পরীক্ষার সময়সূচি বিস্তারিত জানতে নিচের বাটনে ক্লিক করুন।

বার্ষিক পরীক্ষা ২০২১ সংক্রান্ত সিদ্ধান্তসমূহ

আসসালামু আলাইকুম,

এস.সি.ডি মোহাম্মদপুর শাখার সকল অভিভাবকদের জানানো যাচ্ছে যে, ১ম-৪র্থ, ৬ষ্ঠ, ৭ম ও ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষা ২০২১ বিষয়ে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়েছে:

১) ১ম – ৪র্থ শ্রেণির সকল পরীক্ষা বাসায় অনুষ্ঠিত হবে। অর্ধ-বার্ষিক পরীক্ষার মত সকল শিক্ষার্থী পরীক্ষার রুটিন অনুযায়ী বাসায় পরীক্ষা দিবেন এবং অভিভাবকগণ সপ্তাহ শেষে স্কুলে পরীক্ষার খাতা জমা দিবেন।
২) ৫ম শ্রেণির পরীক্ষার বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো সরকারি সিদ্ধান্ত না থাকায় এ বিষয়ে সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে। পরবর্তী নির্দেশনা পাওয়ার পূর্ব পর্যন্ত ৫ম শ্রেণির ক্লাস যথারীতি চলবে।
৩) ৬ষ্ঠ, ৭ম ও ৯ম শ্রেণির শুধুমাত্র বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের পরীক্ষা রুটিন অনুযায়ী স্কুলে অনুষ্ঠিত হবে। বাকি বিষয়সমূহের পরীক্ষা অভিভাবকগণ অর্ধ-বার্ষিক পরীক্ষার মত নির্ধারিত রুটিন অনুযায়ী বাসায় নিবেন এবং সপ্তাহ শেষে স্কুলে পরীক্ষার খাতা জমা দিবেন।
৪) ৮ম শ্রেণির পরীক্ষা নির্ধারিত রুটিন এবং সরকারি দিকনির্দেশনা অনুযায়ী মিশন স্কুলে অনুষ্ঠিত হবে।
৫)। বাসায় পরীক্ষা দেওয়া সম্পর্কিত নীতিমালা শীঘ্রই সবার সাথে শেয়ার করা হবে, ইন-শা-আল্লাহ্‌।

বিশেষ দ্রষ্টব্য:

  • ১ম-৪র্থ শ্রেণির কোনো পরীক্ষাই পরবর্তী শ্রেণিতে উন্নীত হওয়ার জন্য সরকার কর্তৃক বাধ্যতামূলক করা হয় নাই।
  • ৬ষ্ঠ, ৭ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিত ব্যতীত বাকি বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক নয়।
  • প্রতিটি পরীক্ষার প্রশ্ন পরীক্ষার দিন সকাল ৮.৩০ টায় স্কুলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে (৬ষ্ঠ, ৭ম, ও ৯ম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত ব্যতীত)।

২০২৫ শিক্ষাবর্ষের "ভর্তি ফর্ম " ১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত পাওয়া যাবে, ইন-শা-আল্লাহ। বিস্তারিত জানতে ক্লিক করুন

X