Common

এস.সি.ডি’র সকল ওস্তাজ/ওস্তাজাদের প্রতি নির্দেশনা (এপ্রিল ১০ – ২৩ বাড়ির কাজ)

(এপ্রিল ১০ – ২৩ পর্যন্ত বাড়ির কাজ)

আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

ইনশা আল্লাহ, আমরা দ্বিতীয় দফায় এস.সি.ডি’র শিক্ষার্থীদের জন্য বাড়ির কাজের নির্দেশনা দিতে যাচ্ছি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা ধারণা করছি যে, রমাদান পর্যন্ত সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারে। তবে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা সে অনুযায়ী সবাইকে সিদ্ধান্ত জানাবো ইন-শা-আল্লাহ। নিচের নির্দেশনাগুলো ভালোভাবে পড়ার জন্য অনুরোধ করা হলো।

১) নার্সারি থেকে ১০ম শ্রেণী পর্যন্ত সব বিষয়ে আগামী ১০ এপ্রিল থেকে ২৩ এপ্রিল ২০২০ পর্যন্ত দৈনিক হোম ওয়ার্ক করার দিক নির্দেশনা প্রত্যেক সাবজেক্ট টিচার তৈরি করবে এবং আগামী ৮/৪/২০২০ বিকাল ৪টার মধ্যে গুগল ড্রাইভের নির্ধারিত ফাইলে আপডেট করবে। মনে রাখতে হবে, উক্ত নির্দেশনা মূলত অভিভাবকদের জন্য লিখবেন। তাই যতটা সম্ভব বিশদভাবে নির্দেশনা লিখতে হবে। 

নিচের google doc-এ তৈরি করা ক্লাস-ভিত্তিক ফাইল-এর লিংক দেয়া আছে। উস্তাজ/উস্তাজারা যার যার ক্লাসের লিঙ্ক-এ ক্লিক করবেন এবং নির্দিষ্ট টেবিলে পড়া আপডেট করবেন। প্রতিটি ফাইলে ডে-শিফট ও মনিং শিফট-এর জন্য আলাদা টেবিল করা আছে। অবশ্যই খেয়াল করে যার যার নির্দিষ্ট বিষয় (শিফট অনুযায়ী) আপডেট করবেন। যারা দুই শিফটে একই বিষয়ের ক্লাস নিয়ে থাকেন, তারা দুটি টেবিল (মর্নিং শিফট ও ডে-শিফট) আলাদা আলাদাভাবে আপডেট করবেন, ইন-শা-আল্লাহ।

Nursery: https://drive.google.com/open?id=17sZTKvDXkL15AfKE0eJE2SMWo7JA3lpPegH63rx3EXw

KG: https://drive.google.com/open?id=1qK2-Jz55YDJy4qhmDeXyefWjKZd2dHI4G25NTKtRcrQ

Class-1: https://drive.google.com/open?id=1zgeI8vNPN-Zbr1pCo3ijk8YLpiBDSjGAARVmyAu_YL4

Class-2: https://drive.google.com/open?id=18vGLnezQbzzIpYVCzKtn1YOYOuP_oYEyruywE8jYoG4

Class-3: https://drive.google.com/open?id=1Ybmcp69DIUFcJLPw1ubIV95mojcb2HQgMAKWvpnIaoQ

Class-4: https://drive.google.com/open?id=1J7igKYmg_C3X0O_aHdJ7MA3_Uw6SET2MijcPXSVtGuE

Class-5: https://drive.google.com/open?id=179IZALV8q1erDxU-C_nQXEy9319lNN0y2Wu9xB9JnNE

Class-6: https://drive.google.com/open?id=19_EUElphe4IFvwffP13gORv1REGUPvYLDFqEYhm9klI

Class-7: https://drive.google.com/open?id=1gGRH0X8GRKRh8oibisniRx-_J0SFIyU1h_gliQ4IcuA

Class-8: https://drive.google.com/open?id=1hyABf0CzfXDz5623aiN7g_MWidwe4egnkaG51XoBdxY

Class-9: https://drive.google.com/open?id=13HRMprszAl_1kBRM7Z13pwedkOoTHDJPYKYdygVmbvQ

Class-10: https://drive.google.com/open?id=1p0ZQ-NBPJGKwQW36fizAX0VYLx4Mmo-Z5WEu4R0wwUw

বি.দ্র.: দয়া করে কেউ কোন টেবিল-এ নতুন কোনো তারিখ সংযোজন করবেন না। তবে কাজের প্রয়োজনে ROW বা COLUMN add করা যেতে পারে।

এবারের নির্দেশনায় আমরা প্রতিদিন সব বিষয়ের পড়া না দিয়ে বিষয় সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছি। অর্থাৎ ১ম শ্রেণির একজন শিক্ষার্থী প্রতিদিন shuffle করে সর্বোচ্চ ৪টি বিষয় পড়বে। 

যারা এ্যান্ডরয়েড ফোন ব্যবহার করে লিখবেন, তারা অবশ্যই এই এ্যাপটি মোবাইলে ইন্সটল করে নিবেন: https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.docs.editors.docs

২) আগামী ৯ এপ্রিল দৈনিক হোম ওয়ার্ক-এর দিকনির্দেশনা এস.সি.ডি’র ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং সকল অভিভাবকদের উক্ত পেজ-এর লিঙ্ক এস.এম.এস-এর মাধ্যমে জানানো হবে। স্কুল খোলার পর শিক্ষার্থীরা এই বাড়ির কাজগুলো সাবজেক্ট টিচারের কাছে জমা দিবে, ইন-শা-আল্লাহ।

হোম ওয়ার্ক দেয়ার ক্ষেত্রে যা যা মনে রাখতে হবে:

  • পাঠ্য বিষয় ও হোম ওয়ার্ক এমন হতে হবে যাতে করে অধিকাংশ অভিভাবক তা পড়াতে পারেন। ২০২০ শিক্ষাবর্ষে শুরু থেকে যা পড়ানো হয়েছে তার উপর বাড়ির কাজ দিতে হবে। তবে যেসব বিষয়ের রিভিশন এপ্রিল ১ থেকে ৯ এর মধ্যে শেষ হয়ে গেছে, সেসব বিষয়ে যদি রিভিশন দেয়ার জন্য নতুন কোন টপিক না থাকে, সেক্ষেত্রে নতুন পড়া সংযোজন করা যেতে পারে। তবে অবশ্যই মনে রাখবেন, নতুন পড়া যেন কোনভাবেই এমন টপিক-এর উপর না হয়, যেটা বাসায় পড়ানো অভিভাবকদের জন্য কষ্টসাধ্য হয়ে দাড়ায়।। প্রয়োজনে অর্ধ-বার্ষিক পরীক্ষার সিলেবাস থেকে যে কোন সহজ পড়া দেয়া যেতে পারে।
  • আমাদের মূল উদ্দেশ্য হবে শিক্ষার্থীদের পড়াশোনার সাথে সম্পৃক্ত রাখা। সিলেবাস শেষ করা বা পড়াশোনার জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করা আমাদের উদ্দেশ্য হবে না।
  • নার্সারি/কেজি: বাসায় অনুশীলন করার জন্য সহজ কিছু বাড়ির কাজ দিতে হবে, যেন বইয়ের সাহায্য ছাড়াই অভিভাবক তা শিক্ষার্থীদের করাতে পারেন। 
  • এবার হাতে লেখা কোন শিট আমরা ওয়েব সাইটে দেয়া থেকে বিরত থাকবো ইন-শা-আল্লাহ। একান্তভাবে পারা না গেলে ভাইস প্রিন্সিপাল উস্তাদ-এর সাথে যোগাযোগ করে অনুমতি নিয়ে নিবেন।

বিষয়ভিত্তিক দিকনির্দেশনা:

ইসলাম:

– যা পড়ানো হয়েছে তার মধ্য থেকে ছোট প্রশ্ন করা যেতে পারে। যাতে করে শিক্ষার্থীর মূল বিষয় সম্পর্কে ধারনা আরও স্পষ্ট হয়। প্রয়োজনে বাস্তবভিত্তিক এ্যাসাইনমেন্ট দেয়া যেতে পারে।

কুরআন:

  • কুরআন তিলাওয়াত: ছোটদের জন্য নির্দিষ্ট সূরা এবং বড়দের জন্য পৃষ্ঠা নাম্বার নির্ধারন করে দেয়া যেতে পারে।
  • তাজউইদের নিয়মসমূহ আত্মস্থ করবে।
  • ক্লাস ৪ থেকে ক্লাস ১০ পর্যন্ত শিক্ষার্থীরা প্রতি রাতে সূরা মূলক পড়বে। শুক্রবারে সূরা কাহাফ পড়বে ইত্যাদি।
  • প্রাত্যহিক সকাল-সন্ধ্যার জিকির ও আজকারসমূহ নির্ধারন করে দিতে হবে।

আরবী:

  • যা পড়ানো হয়েছে তা রিভিশন দেয়ার দিক নির্দেশনা দিতে হবে।

বাংলা:

  • সহজ অধ্যায়গুলো থেকে শব্দার্থ, বাক্য রচনা বা যেসব পড়া তৈরি করতে বিশেষভাবে কোন কিছু বোঝানোর প্রয়োজন নেই, সেসব অধ্যায় থেকে পড়া দেয়া যেতে পারে। 
  • বই থেকে বা নিজেরা প্রস্তুত করে ছোট প্রশ্ন দেয়া যেতে পারে।
  • বিষয়ভিত্তিক এ্যাসাইনমেন্ট দেয়া যেতে পারে।

ইংরেজি:

  • যা পড়ানো হয়েছে তার উপর বিভিন্ন এক্সারসাইজ (বইয়ের বাইরে থেকে) দেয়া যেতে পারে।
  • ডিকটেশন: ছোট ক্লাসের জন্য সহজ কিছু শব্দ দেয়া যেতে পারে। এক্ষেত্রে অভিভাবকদের পরিস্কার দিক নির্দেশনা দিতে হবে।

গণিত:

  • সংখ্যা পরিবর্তন করে গাণিতিক সমস্যার সমাধান করতে দেয়া যেতে পারে। ছোট ক্লাসের জন্য ছোটখাট যোগ, বিয়োগ, গুন, ভাগ দেয়া যেতে পারে।
  • ক্লাস ৫, ৮, ৯, ১০ এর জন্য বিগত বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করতে দেয়া যেতে পারে। তবে তা অবশ্যই বন্ধের পূর্ব পর্যন্ত যা পড়ানো হয়েছে তার বাইরে নয়।

সমাজ/বিজ্ঞান:

  • যেই অধ্যায়গুলো পড়ানো হয়েছে তার উপর সৃজনশীল প্রশ্ন (বইয়ের বাইরে) বাড়ির কাজ দেয়া যেতে পারে। নতুন অধ্যায় পড়া দেয়া যেতে পারে এবং তা থেকে ছোট প্রশ্ন তৈরি করে দেয়া যেতে পারে।
  • ক্লাস-৫ বা ক্লাস-৮ এর ইতিহাস/মুক্তিযুদ্ধের অধ্যায়গুলো থেকে যে সব সাল, তারিখ বা পরিসংখ্যান আছে সেগুলো মুখস্ত করতে দেয়া যেতে পারে।

এস.সি.ডি’র সকল ওস্তাজ/ওস্তাজাদের প্রতি নির্দেশনা (এপ্রিল ১০ – ২৩ বাড়ির কাজ) Read More »

Script re-checking notice

Script submission, rechecking and result (2nd term exam)

1. Script submission: All teachers are requested to submit scripts with results by 23 September 2019 (Monday) by 4:15 PM. Anyone submitting script after that will have to submit a ‘show-cause’ letter mentioning the reason for the delay and submit directly to Rizvee ustaad.

2. Script rechecking: A script re-checking schedule has been attached with this notice. Please be advised that, script rechecking will take place on 25 September 2019 from 10:15AM to 12:30PM. During that period, students will be engaged in doing their science projects/Arts & Crafts. Teachers are advised to notify changes in exam marks to Ustaja Atia in written form.

Vice Principal

SCD

                                                     Script Rechecking Schedule

Teachers Name Class & Subject
Samsun Nahar Ustaza Four- English (B+G), Six-English (B+G), Science (B+G).  
Kaniz Ustaza Three – English (B+G), Four – Math ( B+G), Five – Bangla (B+G).
Sihinta Ustaza Three – Math( B+G), Seven – English (B+G), Seven – Math (B+G), Five – Math (B+G).
Atia Ustaza  Six – Islam (B+G), Nine – Math / H.Math (G), Five – Science (B+G).
Hasnain Ustad One & Two – Arabic ( B+G), Four – Arabic (B).
Tanzina  Ustaza Eight  & Nine – English , Seven – Bangla 1st & 2nd  (G), KG – English ( B+G).
Rowshon Ustaza Three , Four & Five – Islam (B+G), Two – Islam (B).
Romana Ustaza Three & Four – Arabic (G), Five & Six – Arabic (B+G). Seven – Arabic (G).
Rumi Ustaza Seven – BGS / ICT (G), Eight – Science , Nine – ICT. Five – Science (B)
Sabrina Ustaza Three & Four – BGS  (B+G) , Six – ICT  / BGS (B+G), Nine – BGS , Eight – ICT / BGS.
Parvin Ustaza
Moona Ustaza 
Nursary ( Both shift ) – Bangla , English & Math.
Shirin Ustaza Nine – Physics & Biology, Five – Science (B), Seven – Science(B+G). Four-Bangla (B+G).
Maisha Ustaza Five – Bangla ( B+G), Six – Math ( B+G), Nine – Chemistry.
Jannat Ustaza  Three – Science (G), Four – Science (B+G), Six –Bangla 1st & 2nd (B+G).
Sadia Ustaza One – Bangla (B+G), KG – Bangla ( B+G), Eight & Nine – Arabic (G).
Farhana Ustaza KG – Arabic (Both shifts), Seven – Islam (G), One – Islam  (B+G), Two – Islam (G).
Robiul Ustad Three – Bangla (B+G), Nine – Bangla , Eight – Bangla 1st & 2nd, Two – English (B+G).
Abir Ustad Two – Math (B+G), Five – English (B+G), Five – BGS ( B+G), Eight – Math.
Ummu Lubaba Ustaza Nine – Islam. KG – Math  (B+G), Two – Bangla (B+G).
Ummu Ramee Ustaza One – Math & English (B+G).

Script re-checking notice Read More »

Annual Sports and Competitions, 2019

Indoor Games Competitions (female section)

Date : 02.02.19 (Saturday)

Time: from 8.00am

Place: 3rd floor, School Building

Participants: Classes 3-10

Class 3-10

  • Guess the sketch challenge (4 groups, 3 rounds)
  • Skipping (Individual)

Classes 5-10

  • Memory test
  • Bawling

Class 3, 4

Naming game (Name the person/thing from given clues)

Track and Field

(Nursery, KG & female section)


Date: 02.02.19 Saturday

Time: 10.30am

Place: School Playground

Participants: Nursery to class 2

Nursery, KG (both male-female)

1. Chocolate Race

2. Building Blocks Race

Class 1, 2

1. Jump and Race (hands on waist)

2. Building Blocks Race (matching colors)

Track and Field (male section)

Date: 03.02.19 Sunday

Time: 2.30pm

Place: School Playground

Participants: Classes 1-7

Class 1, 2

1. Building Blocks Race (matching colors)

2. Cock Fight

Class 3, 4

1. Long Jump

2. Marble-spoon Balance Race

Class 5, 6, 7

1. Sack Race

2. Three-legged Race

Annual Sports and Competitions, 2019 Read More »

২০২৬ শিক্ষাবর্ষের "ভর্তি ফর্ম " ১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত পাওয়া যাবে, ইন-শা-আল্লাহ। বিস্তারিত জানতে ক্লিক করুন

X