বার্ষিক পরীক্ষা ২০২৫ ফলাফল এবং ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি
আসাসালামু আলাইকুম,
আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ “বার্ষিক পরীক্ষা ২০২৫”-এর ফলাফল প্রকাশ করা হবে ইন-শা-আল্লাহ্। বার্ষিক পরীক্ষার ফলাফল শুধুমাত্র অভিভাবকের হাতে দেওয়া হবে।
যাদের স্কুল ফি বকেয়া আছে, তাদের ডিসেম্বর পর্যন্ত ফি পরিশোধ করে অফিস রুম থেকে ফলাফল সংগ্রহ করতে হবে।
ফলাফল ও ভর্তি সংক্রান্ত কিছু নির্দেশনা
১) রেজাল্ট শিট-এ “Promotion Decision”-এর ব্যাখ্যা:
রেজাল্ট শিট-এ যাদের Promotion Decision হবে ‘Promoted‘ বা ‘Conditionally Promoted‘, তারা পরবর্তী শ্রেণিতে সরাসরি অধ্যয়নের সুযোগ পাবে।
রেজাল্ট শিট-এ যাদের Promotion Decision হবে ‘Withheld‘“‘, তারা প্রিন্সিপাল উস্তাজ-এর সাথে দেখা করবেন। প্রিন্সিপাল উস্তাজ-এর সাথে পরামর্শ সাপেক্ষে এই ‘Withheld‘ স্ট্যাটাস-এর শিক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
রেজাল্ট শিট-এ যাদের Promotion Decision হবে “Not promoted” এবং পাশে “MUST REPEAT SAME CLASS” সিল দেয়া থাকবে, তারা ২০২৫ সালে যেই শ্রেণিতে অধ্যয়ন করছিল, ২০২৬ শিক্ষাবর্ষেও সেই শ্রেণিতে পুনরায় অধ্যয়ন করবে।
২) কেজি থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের রেজাল্ট ও খাতা একই দিনে দেখানো হবে। কেজি-৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের খাতা বাসায় নিতে দেওয়া হয় না। এস.এস.সি-২০২৬ পরীক্ষার্থীরা রেজাল্টের সাথে বাসায় খাতা নিতে পারবে।
৩) যারা পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হবে, তাদের ২০২৬ সালের ভর্তি কার্যক্রম আগামী ১৮ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে সম্পন্ন করতে হবে। বর্তমান শিক্ষার্থীদের পরবর্তী সেশনে আসন নিশ্চিত করার পর অবশিষ্ট খালি আসনে নতুনভাবে আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে ভর্তি নেওয়া হবে।
৪) বর্তমান শিক্ষার্থীরা যদি ১৮ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত না করেন, সেক্ষেত্রে নতুন শিক্ষার্থী ভর্তি নেওয়ার পর আসন পূরণ হয়ে গেলে আমাদের পক্ষে আর কোনো শিক্ষার্থী ভর্তি নেওয়া সম্ভব হবে না। তাই যারা ২০২৬ শিক্ষাবর্ষে এস.সি.ডি মোহাম্মদপুর শাখায় সন্তানদের পড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন, তারা রেজাল্ট প্রকাশের পর ১৮ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে ২০২৬ শিক্ষাবর্ষের সেশন ফি (৬০০০ টাকা) প্রদান করে ভর্তি নিশ্চিত করবেন। আমরা এর উপর ভিত্তি করে খালি আসনে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করবো ইন-শা-আল্লাহ।
শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ/অনুত্তীর্ণ হওয়ার সিদ্ধান্তসমূহ এস.সি.ডি প্রমোশন কমিটির মাধ্যমে নেওয়া হয়। তাই যারা অনুত্তীর্ণ হয়েছেন, তাদেরকে যে কোনো ধরনের সুপারিশ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার) বার্ষিক পরীক্ষার ফলাফল গ্রহণের শিডিউল ও নির্দেশনা:
| সময় | ক্লাস | রেজাল্ট গ্রহণের স্থান |
|---|---|---|
| ৯:০০ – ১১: ০০ | নার্সারি | ভবন-২ (২য় তলা) |
| ৯:০০ – ১১: ০০ | কেজি থেকে ২য় শ্রেণি | মর্নিং শিফট: ভবন-১ (৩য় তলা) ডে শিফট: ভবন-২ (২য় তলা) |
| ১১: ০০ – ১:০০ | ৩য় থেকে ৫ম শ্রেণি | মর্নিং শিফট: ভবন-১ (৩য় তলা) ডে শিফট: ভবন-২ (২য় তলা) |
| ১:০০ – ২:০০ | বিরতি | |
| ২:০০ – ৩:৩০ | ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি | মর্নিং শিফট: ভবন-১ (৩য় তলা) ডে শিফট: ভবন-২ (২য় তলা) |
নার্সারি শ্রেণির বার্ষিক পরীক্ষার খাতা ও ফলাফল একসাথে দেওয়া হবে।
পরীক্ষার খাতা রেজাল্ট কার্ডের সাথে প্রদত্ত সময়ের মধ্যে একই ভবনে নির্ধারিত ফ্লোরে দেখানো হবে, ইন শা আল্লাহ।
অধ্যক্ষ
এস.সি.ডি (মোহাম্মদপুর শাখা)
বার্ষিক পরীক্ষা ২০২৫ ফলাফল এবং ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি Read More »
