admin

রেগুলার হিফজ শিক্ষার্থীদের ছুটির পড়া

আসসালামুআলাইকুম,

তীব্র তাপপ্রবাহের চলমান ছুটিতে “রেগুলার হিফজ” -এর শিক্ষার্থীদের বাড়ির কাজ:

১. তিন পারা পর্যন্ত মুখস্থ এমন ছাত্র/ছাত্রীগণ প্রতিদিন ১০ পৃষ্ঠা করে রিভিশন করবে ।
২. তিন পারার অধিক মুখস্থ রয়েছে এমন ছাত্র/ছাত্রীগণ প্রতিদিন এক পারা করে রিভিশন করবে ।
৩. মনে রাখতে হবে রিভিশন না দেখে করতে হবে । কোথাও আটকে গেলে মুসহাফ দেখে ঠিক করে নিয়ে আবার মুখস্ত রিভিশন শুরু করবে ।
৪. হোমওয়ার্ক শিট অফিস থেকে সংগ্রহ করতে পারবেন (সকাল ৯টা – দুপুর ১টা) অথবা নিচের লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

মা’আসসালামাহ,

এস সি ডি এডমিন

রেগুলার হিফজ শিক্ষার্থীদের ছুটির পড়া Read More »

নতুন হিফজ -এর ছুটির পড়া (কুরআন) ২১ এপ্রিল ২০২৪

আসসালামুআলাইকুম,

তীব্র তাপপ্রবাহের চলমান ছুটিতে নিউ হিফজের শিক্ষার্থীদের বাড়ির কাজ:

১. আম্মাপারা রিভিশন প্রতি দুই দিনে একবার (১ম দিন সূরা নাবা থেকে ত্বারিক এবং পরের দিন সূরা আ’লা থেকে নাস)। 
২. মুখস্থ সূরা: মুলক (১৩নং সপ্তাহ) থেকে “সাপ্তাহিক হিফজ ট্র্যাকার” এ যেভাবে দেয়া আছে। মুখস্থ করার আগে সেটা আব্দুল বাসিত মুরাত্তাল এর রেকর্ড শুনে নিবে মুসহাফ খুলে।
৩. নাজেরা: প্রতিদিন ৫ পৃষ্ঠা করে (যেখানে পড়া ছিল সেখান থেকে শুরু করতে হবে)। হোমওয়ার্ক শিট অফিস থেকে সংগ্রহ করতে পারবেন (সকাল ৯ টা -দুপুর ১টা) অথবা নিচের লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

**স্কুল খোলার পরপরই পুরো আম্মাপারার উপর পরীক্ষা হবে। এবং ছুটি চলাকালীন যা মুখস্থ হবে তার উপর ও পরীক্ষা হবে ইন-শা-আল্লাহ

মা’আসসালামাহ,

এস সি ডি এডমিন

নতুন হিফজ -এর ছুটির পড়া (কুরআন) ২১ এপ্রিল ২০২৪ Read More »

তীব্র তাপপ্রবাহের কারনে ২৫ এপ্রিল ২০২৪ পর্যন্ত স্কুল বন্ধ ঘোষনা

আসসালামুআলাইকুম,

তীব্র তাপপ্রবাহের কারনে সরকারী নির্দেশনা অনুযায়ী এস সি ডি (মোহাম্মদপুর শাখা) আগামী ২৫ এপ্রিল ২০২৪ পর্যন্ত বন্ধ ঘোষনা করা হলো। পরবর্তী সরকারী নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে অবহিত করা হবে ইন-শা-আল্লাহ।

মা’আসসালামাহ,

অধ্যক্ষ
এস সি ডি
মোহাম্মদপুর শাখা

তীব্র তাপপ্রবাহের কারনে ২৫ এপ্রিল ২০২৪ পর্যন্ত স্কুল বন্ধ ঘোষনা Read More »

রমাদান ১৪৪৫ হিজরি: কুরআন ক্লাস

আসসালামুআলাইকুম,

বর্তমান রুটিন অনুযায়ী নার্সারি-১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ১০ মার্চ ২০২৪ (রবিবার) পর্যন্ত ক্লাস করবে। রমাদান ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে স্কুলের সাধারণ বিষয়ের সকল ক্লাস ১১ মার্চ – ১৬ এপ্রিল ২০২৪ পর্যন্ত বন্ধ থাকবে ।

১২ মার্চ ২০২৪ (মঙ্গলবার) থেকে শুধুমাত্র নতুন হিফজ ও নাজেরা বিভাগের শিক্ষার্থীরা (১ম – ৯ম শ্রেণি) নিম্নোক্ত রুটিন অনুযায়ী ২৮ মার্চ ২০২৪ পর্যন্ত ক্লাস করবে, ইন-শা-আল্লাহ।

  • নাজেরা ও নতুন হিফযের মেয়ে শিক্ষার্থী: 
    • সকাল ৯:০০টা – ১০:৩০ পর্যন্ত (রবিবার – বৃহস্পতিবার)
  • নাজেরা ও নতুন হিফযের ছেলে শিক্ষার্থী: 
    • সকাল ১০:৪৫টা – ১২:১৫ পর্যন্ত (রবিবার – বৃহস্পতিবার)

নাজেরা ও নতুন হিফজ-এর পরীক্ষা

আগামী ২৭ মার্চ “নাজেরা গ্রুপ” এবং ২৮ মার্চ “নতুন হিফয গ্রুপ” শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার শিডিউল পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। 

নাজেরা, নতুন হিফজ ও রেগুলার হিফয – এই তিন গ্রুপের পরীক্ষার নম্বর “বার্ষিক” এসেসমেন্টের ৩০%

পরীক্ষার সিলেবাস:
  • নাজেরা গ্রুপ: সূরা যারিয়াত – হাদীদ
  • নতুন হিফজ গ্রুপ: সূরা নাবা – লাইল

রেগুলার হিফয বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা 

রেগুলার হিফয শিক্ষার্থীদের রমাদান মাসে শুধুমাত্র পরীক্ষা নেওয়া হবে। উক্ত শিক্ষার্থীদের পরীক্ষার দিন ও সময় রমাদানের পূর্বেই ক্লাসে প্রিন্টেড শিডিউল আকারে দিয়ে দেওয়া হবে, ইন-শা-আল্লাহ। পরীক্ষার দিন ব্যতীত অন্য দিনগুলোতে রেগুলার হিফযের শিক্ষার্থীরা স্কুলে আসবে না, বাসায় পরীক্ষার পড়া রিভিশন দিবে।

কায়দা ও আম্মাপারা গ্রুপ

এই গ্রুপের শিক্ষার্থীদের বাড়ির কাজের চার্ট রমাদানের ছুটির পূর্বেই দিয়ে দেওয়া হবে। অভিভাবকরা উক্ত চার্ট অনুসরণ করে শিক্ষার্থী প্রতিদিন পড়াশোনা করছে কিনা তা তদারকি করবেন, ইন-শা-আল্লাহ। রমাদানে কায়দা ও আম্মাপারা গ্রুপের কোনো ক্লাস স্কুলে অনুষ্ঠিত হবে না।

নার্সারি ও কেজি শ্রেণি

বাসায় বাড়ির কাজ ও পড়া দিয়ে দেওয়া হবে। সেই অনুযায়ী শিক্ষার্থীরা বাসায় হোম ওয়ার্ক করবে ও পড়বে, ইন-শা-আল্লাহ।


রমাদান ও ঈদ-উল-ফিতরের ছুটি শেষে আগামী ১৭ এপ্রিল ২০২৪ (বুধবার) থেকে নার্সারি – ১০ম শ্রেণির সকল ক্লাস, বর্তমান রুটিন অনুযায়ী পুনরায় শুরু হবে ইন-শা-আল্লাহ। রমাদান চলাকালীন শিক্ষার্থীরা বাসায় নির্ধারিত বাড়ির কাজ ও ‘রমাদান এ্যাসাইনমেন্ট’ তৈরি করবে এবং উক্ত এ্যাসাইনমেন্ট আগামী ১৮ এপ্রিল ২০২৪-এ স্কুলে জমা দিবে, ইন-শা-আল্লাহ

মা’আসসালামাহ,

অধ্যক্ষ, 

এস.সি.ডি (মোহাম্মদপুর শাখা)

রমাদান ১৪৪৫ হিজরি: কুরআন ক্লাস Read More »

অর্ধ-বার্ষিক পরীক্ষা  ও ষাষ্মাসিক সামষ্টিক মূল্যায়ন  ২০২৪ এর সিলেবাস

অর্ধ-বার্ষিক পরীক্ষা  ও ষাষ্মাসিক সামষ্টিক মূল্যায়ন  ২০২৪ এর সিলেবাস

 
 
 
 

অর্ধ-বার্ষিক পরীক্ষা ও ষাষ্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ এর সিলেবাস (কেজি থেকে ১০ম শ্রেণি)


সিলেবাস দেখতে নিচের বাটনে ক্লিক করুন

অর্ধ-বার্ষিক পরীক্ষা  ও ষাষ্মাসিক সামষ্টিক মূল্যায়ন  ২০২৪ এর সিলেবাস Read More »

ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হসপিটাল এর বিভিন্ন সার্ভিসে ডিস্কাউন্ট অফার

আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

সম্প্রতি “স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট” এবং “ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হসপিটাল (২/১ রিং রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)”-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উক্ত চুক্তি অনুযায়ী স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীরা এবং তাদের বাবা-মা উক্ত হাসপাতাল থেকে কিছু নির্ধারিত সার্ভিস গ্রহণে নিম্নলিখিত ডিসকাউন্ট পাবে, ইনশাআল্লাহ:

– সকল ধরণের প্যাথলজিকাল টেস্ট: ৩০% ডিসকাউন্ট
– সকল ধরণের রেডিওলজি টেস্ট: ২০% ডিসকাউন্ট
– সকল ধরনের বেড চার্জ: ১০% ডিসকাউন্ট (ICU, NICU, SCU, HDU, PICU, ACKU ব্যতীত)

এছাড়া, অগ্রাধিকারের ভিত্তিতে ডাক্তারের এপয়েন্টমেন্ট বা কোনো ইনভেস্টিগেশন সংক্রান্ত সহায়তা পেতে হসপিটাল থেকে  আমাদের স্কুলের জন্য নির্ধারিত এক্সিকিউটিভের সাথে যোগাযোগ করতে পারবেন:

মো. জুবায়ের আবেদিন
এক্সিকিউটিভ, বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট
মোবাইল:
+8801781-384418

উপরোল্লিখিত সার্ভিসসমূহে ডিসকাউন্ট পেতে অবশ্যই শিক্ষার্থীর স্কুল আই.ডি. কার্ড প্রদর্শন করতে হবে।

বি. দ্র. এই চুক্তির মেয়াদ আগামী ১৫ নভেম্বর ২০২৪ পর্যন্ত বলবৎ থাকবে, ইন-শা-আল্লাহ।

মা’আসসালামাহ,

অধ্যক্ষ

এস.সি.ডি (মোহাম্মদপুর শাখা)

ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হসপিটাল এর বিভিন্ন সার্ভিসে ডিস্কাউন্ট অফার Read More »

হিফয শিক্ষার্থীদের কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া শনিবারে অনুপস্থিত প্রসঙ্গে

আসসালামুআলাইকুম,

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে হিফযের কোন ছাত্র/ছাত্রী স্কুল কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া শনিবারে অনুপস্থিত থাকলে অথবা মাসিক পরীক্ষাসমূহে অংশগ্রহণ না করলে অভিভাবককে শো-কজ করা হবে এবং এর সন্তোষজনক ব্যাখ্যা না পেলে তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীকে হিফয বিভাগ থেকে অব্যহতি দেওয়া হবে। তেমনি দৈনিক কুরআন ক্লাসে উপস্থিতি প্রয়োজন অনুপাতে কম হলেও অনুরূপ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

বিষয়টি অতিব গুরুত্বসহ আমলে নেওয়ার জন্য অভিভাবকদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

অনুরোধক্রমে,

অধ্যক্ষ
স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট
(মোহাম্মদপুর শাখা)

হিফয শিক্ষার্থীদের কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া শনিবারে অনুপস্থিত প্রসঙ্গে Read More »

নতুন কারিকুলাম সংক্রান্ত সেশন

আসসালামুআলাইকুম,

আপনারা সকলেই অবগত যে ২০২৩ সাল থেকে বাংলাদেশ সরকার দেশব্যাপী ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে এবং ২০২৪ সাল থেকে ৮ম ও ৯ম শ্রেণিতে নতুন কারিকুলাম বাস্তবায়ন শুরু করেছে। উক্ত কারিকুলাম যেহেতু আমাদের দেশের প্রেক্ষাপটে একেবারেই নতুন, তাই এ বিষয়ে আমাদের স্কুলের অভিভাবক অনেকেই এর বাস্তবতা নিয়ে পরিস্কার ধারনা পাচ্ছেন না এবং অনেক ক্ষেত্রেই বিভ্রান্ত হচ্ছেন।

এরই পরিপ্রেক্ষিতে, নতুন কারিকুলাম সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার জন্য আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৪ (শনিবার), সকাল ১০:০০টায়, এস. সি. ডি মোহাম্মদপুর শাখায় স্কুলের ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণির অভিভাবকদের জন্য একটি সেশন আয়োজন করা হয়েছে।

স্থান:
পুরুষ: ৭ম তলা (লিফট-এর ৬)
মহিলা: ৫ম তলা (লিফট-এর ৪)

উক্ত সেশনে বক্তব্য রাখবেন:

মোহাম্মদ এমদাদুল হক
শিক্ষক
ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, সিলেট
শিক্ষক প্রশিক্ষক
নতুন কারিকুলাম বিস্তরণ প্রোগ্রাম

মো. এনামুল হক
কনভেনার, এস.সি.ডি ম্যানেজিং কমিটি।

মো. রিজভী রহমান
অধ্যক্ষ
এস. সি. ডি মোহাম্মদপুর শাখা

৬ষ্ঠ-৯ম শ্রেণির সকল অভিভাবককে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

মা’আসসালামাহ,

অধ্যক্ষ
এস. সি. ডি
(মোহাম্মদপুর শাখা)

নতুন কারিকুলাম সংক্রান্ত সেশন Read More »

এস সি ডি – স্টাডি ট্যুর ২০২৪

আসসালামুআলাইকুম,

আগামী ১৭ ফেব্রুয়ারি ২০২৪ (শনিবার) এস.সি.ডি (মোহাম্মদপুর শাখা) থেকে “স্টাডি ট্যুরের’ আয়োজন করা হচ্ছে। 

বিস্তারিত:

ভেন্যু: “সামারা ভিলেজ”, সোনারগাঁও, নারায়নগঞ্জ (দুরত্ব: স্কুল থেকে ৩১ কিলোমিটার)।

Google Map Link: https://maps.app.goo.gl/kJyv9ye5UhtfPShG9

তারিখ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ (শনিবার)।

বাস ছাড়ার স্থান: শেখেরটেক ১২।

জন প্রতি রেজিস্ট্রেশন ফি: ৮৫০ টাকা (যেসব শিশুর জন্য আলাদা খাবার এবং বাসে আলাদা সিট লাগবে, তাদের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক)।

রেজিস্ট্রেশন ফি প্রদানের নিয়ম:  স্কুল অফিসে নগদ টাকা প্রদানের মাধ্যমে টিকেট সংগ্রহ করতে হবে। ব্যাংক, বিকাশ বা নগদের মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে না। প্রতিটি টিকেটে মোট ৫টি অংশ থাকবে (১. সকালের নাস্তা, ২. কফি, ৩. দুপুরের খাবার, ৪. র’ চা, ৫. বিকালের নাস্তা)। নির্ধারিত খাবার গ্রহণের সময়ে নির্ধারিত অংশটি ছিঁড়ে লাইনে দাঁড়াতে হবে এবং খাবার সংগ্রহ করতে হবে।

রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ (বুধবার)।

*আয়োজনের সুবিধার্থে প্রথম ৯০০ জনকে “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে টিকেট দেওয়া হবে। আসন পূরণ হয়ে গেলে কোনো অবস্থাতেই আমরা অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়াতে পারবো না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

ইভেন্ট শিডিউল:
  • সকাল ৭:১০ – ‘শেখেরটেক ১২’ রিপোর্টিং
  • সকাল ৭:২০ – নির্ধারিত বাসে আসন গ্রহণ (রেজিস্ট্রেশনের পর নাম অনুযায়ী বাস নাম্বার ১৬/২/২০২৪ তারিখে স্কুলের হোয়াটসএ্যাপ গ্রুপের মাধ্যমে)জানিয়ে দেওয়া হবে, ইন-শা-আল্লাহ।)
  • সকাল: ৭:৩০ – বাস গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
  • সকাল: ৮:৩০ – গন্তব্যে পৌছানো
  • সকাল ৯:০০ – সকালের নাস্তা গ্রহণ (মিক্সড ভেজিটেবল + চিকেন লটপটি খিচুড়ি)
  • সকাল ৯:৩০ – ১:১৫ – খেলাধুলা ও নিজেদের মত সময় কাটানো
  • দুপুর: ১:৩০ – যোহর সলাতের জামাত
  • দুপুর: ২:০০ – দুপুরের খাবার (পোলাও, মুরগি, গরু, সবজি, মিষ্টি)
  • বিকাল ৩:০০ – ৩:৩০ – বিশ্রাম
  • বিকাল ৩:৩০ – আসর সলাতের জামাত
  • বিকাল ৩:৫০ – বাসে আসন গ্রহণ
  • বিকাল ৪:০০ – ঢাকার উদ্দেশ্যে রওনা
  • বিকাল: ৪:৩০ – বাসে বিকালের হালকা নাস্তা বিতরণ
  • সন্ধ্যা ৫:৩০ – শেষ স্টপেজ – শ্যামলী রিং রোড
বিশেষ নির্দেশিকা: 
  • ৭:৩০ এর পর কারও জন্য বাস অপেক্ষা করবে না। তাই এরপর ফোন করে বাস অপেক্ষা করার জন্য অনুরোধ করা থেকে বিরত থাকবেন। যারা ৭:৩০-এর মধ্যে বাসে উঠতে পারবেন না, তারা অনুগ্রহ পূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় স্পটে পৌছাবেন।
  • বিশেষভাবে উল্লেখ্য, সকাল ও দুপুরের খাবারl সবাই সুন্নাহ অনুযায়ী পুরোটা খাবেন অথবা খেতে না পারলে সাথে করে নিয়ে আসবেন (যেহেতু নাস্তা ও দুপুরের খাবার বক্সে করে দেওয়া হবে)। কোনো অবস্থাতেই খাবার নষ্ট করবেন না।
  • শিক্ষার্থী, অভিভাবক ভাইবোন ব্যতিত অন্য কোন আত্মীয় বা বন্ধুবান্ধব যেতে চাইলে স্কুল থেকে অনুমতি নিতে হবে।
  • কেউ নিজস্ব ব্যবস্থাপনায় গাড়ি নিয়ে স্পটে গেলে ড্রাইভার এর জন্য আলাদা টিকেট কাটতে হবে।
  • যাত্রা শুরু থেকে স্পটে পৌছানো এবং স্পট থেকে আবার শেখেরটেক ফেরা পর্যন্ত প্রতিটি শিক্ষার্থী এবং শিশুর দায়িত্ব তাদের অভিভাবকদের উপর বর্তাবে। এই স্টাডি ট্যুরের যেকোনো পর্যায়ে, কোনো ধরনের দুর্ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
  • কোনো শিক্ষার্থী অভিভাবক ছাড়া একা যেতে পারবে না।
  • এই স্পটে কয়েকটি পুকুর রয়েছে। তাই অভিভাবকবৃন্দ অবশ্যই শিশুদের দিকে সতর্ক দৃষ্টি রাখবেন, যেন কেউ পানির কাছে না যায়।
  • প্রতিটি বাসের জন্য আলাদাভাবে সিট প্ল্যান দেওয়া হবে। বাসের পিছন দিকে মহিলা ও মেয়ে শিক্ষার্থীরা বসবে। সামনের দিকে পুরুষ ও ছেলে শিক্ষার্থীরা বসবে।
  • পর্দার বিষয়ে সতর্কতা:
    • পুরুষ ও মহিলারা পর্দার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন।
    • মহিলারা পুরুষদের পাশে বা পুরুষরা মহিলাদের জন্য নির্ধারিত স্থানে যাবেন না।
    • ৭ বছরের অধিক বয়সী ছেলে-মেয়েরাও অবশ্যই পর্দার এই বিধান মেনে চলবে।
    • মহিলাদের জন্য নির্ধারিত স্থান, কাপড় দিয়ে ঘেরা থাকবে। তাই মাহরাম পুরুষ ও মহিলারা পরস্পরের সাথে কথা বলার জন্য পর্দা সরিয়ে কথা বলবেন না।

অনুরোধক্রমে,

অধ্যক্ষ

এস সি ডি (মোহাম্মদপুর)

বি. দ্র. শিক্ষা সফরে রেজিস্ট্রেশনের জন্য নির্দিষ্ট পরিমান (ভাংতি) টাকা নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

এস সি ডি – স্টাডি ট্যুর ২০২৪ Read More »

Study tour instruction

আসসালামুআলাইকুম,আগামী ১৭ ফেব্রুয়ারি ২০২৪ (শনিবার) এস.সি.ডি (মোহাম্মদপুর শাখা) থেকে “স্টাডি ট্যুরের’ আয়োজন করা হচ্ছে। বিস্তারিত:ভেন্যু: “সামারা ভিলেজ”, সোনারগাঁও, নারায়নগঞ্জ (দুরত্ব: স্কুল থেকে ৩১ কিলোমিটার)।https://maps.app.goo.gl/kJyv9ye5UhtfPShG9তারিখ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ (শনিবার)।বাস ছাড়ার স্থান: শেখেরটেক ১২ (স্কুলের সামনের রাস্তা)।জন প্রতি রেজিস্ট্রেশন ফি: ৮৫০ টাকা (যেসব শিশুর জন্য আলাদা খাবার এবং বাসে আলাদা সিট লাগবে, তাদের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক)।রেজিস্ট্রেশন ফি প্রদানের নিয়ম: স্কুল অফিসে নগদ টাকা প্রদানের মাধ্যমে টিকেট সংগ্রহ করতে হবে। ব্যাংক, বিকাশ বা নগদের মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে না। প্রতিটি টিকেটে মোট ৫টি অংশ থাকবে (১. সকালের নাস্তা, ২. কফি, ৩. দুপুরের খাবার, ৪. র চা, ৫. বিকালের হালকা নাস্তা)। নির্ধারিত খাবার গ্রহণের সময়ে নির্ধারিত অংশটি ছিঁড়ে লাইনে দাঁড়াতে হবে এবং খাবার সংগ্রহ করতে হবে।রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ (বুধবার)।*আয়োজনের সুবিধার্থে প্রথম ৯০০ জনকে “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে টিকেট দেওয়া হবে। আসন পূরণ হয়ে গেলে কোনো অবস্থাতেই আমরা অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়াতে পারবো না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।ইভেন্ট শিডিউল:সকাল ৭:১০ – শেখেরটেক ১২ রিপোর্টিং টাইমসকাল ৭:২০ – নির্ধারিত বাসে আসন গ্রহণ (রেজিস্ট্রেশনের পর নাম অনুযায়ী বাস নাম্বার ১৬/২/২০২৪ তারিখে এস.এম.এস বা স্কুলের হোয়াটসএ্যাপ গ্রুপের মাধ্যমে)জানিয়ে দেওয়া হবে, ইন-শা-আল্লাহ।)সকাল: ৭:৩০ – বাস গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে।সকাল: ৮:৩০ – গন্তব্যে পৌছানোসকাল ৯:০০ – সকালের নাস্তা গ্রহণ (মিক্সড ভেজিটেবল + চিকেন লটপটি খিচুড়ি)সকাল ৯:৩০ – ১:১৫ – খেলাধুলা ও নিজেদের মত সময় কাটানোদুপুর: ১:৪৫ – যোহর সলাতের জামাতদুপুর: ২:১৫ – দুপুরের খাবার (পোলাও, মুরগি, গরু, সবজি, মিষ্টি)বিকাল ৩:০০ – ৩:৩০ – বিশ্রামবিকাল ৩:৩০ – আসর সলাতের জামাতবিকাল ৩:৫০ – বাসে আসন গ্রহণবিকাল ৪:০০ – ঢাকার উদ্দেশ্যে রওনাবিকাল: ৪:৩০ – বাসে বিকালের হালকা নাস্তা বিতরণবিকাল ৫:১৫ – শেখেরটেক ১২ ফেরত আসা।বিশেষ নির্দেশিকা: ৭:৩০ এর পর কারও জন্য বাস অপেক্ষা করবে না। তাই এরপর ফোন করে বাস অপেক্ষা করার জন্য অনুরোধ করা থেকে বিরত থাকবেন। যারা ৭:৩০-এর মধ্যে বাসে উঠতে পারবেন না, তারা অনুগ্রহ পূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় স্পটে পৌছাবেন।বিশেষভাবে উল্লেখ্য, সকাল ও দুপুরের খাবার সবাই সুন্নাহ অনুযায়ী পুরোটা খাবেন অথবা খেতে না পারলে সাথে করে নিয়ে আসবেন (যেহেতু নাস্তা ও দুপুরের খাবার বক্সে করে দেওয়া হবে)। কোনো অবস্থাতেই খাবার নষ্ট করবেন না।শিক্ষার্থী ও অভিভাবক ছাড়া অন্য কেউ (যেমন: শিক্ষার্থীর অভিভাবক, বাবা, মা, ভাইবোন ব্যতিত অন্য কোন আত্মীয় বা বন্ধুবান্ধব) যেতে চাইলে স্কুল থেকে অনুমতি নিতে হবে। কেউ নিজস্ব ব্যবস্থাপনায় গাড়ি নিয়ে স্পটে গেলে ড্রাইভার এর জন্য আলাদা টিকেট কাটতে হবে।যাত্রা শুরু থেকে স্পটে পৌছানো এবং স্পট থেকে আবার শেখেরটেক ফেরা পর্যন্ত প্রতিটি শিক্ষার্থী এবং শিশুর দায়িত্ব তাদের অভিভাবকদের উপর বর্তাবে। এই স্টাডি ট্যুরের যেকোনো পর্যায়ে, কোনো ধরনের দুর্ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষ দায়ী থাকবে না।আমরা যেই স্পটটি ভাড়া করেছি, তাতে কয়েকটি পুকুর রয়েছে। তাই অভিভাবকবৃন্দ অবশ্যই শিশুদের দিকে সতর্ক দৃষ্টি রাখবেন, যেন কেউ পানির কাছে না যায়।প্রতিটি বাসের জন্য আলাদাভাবে সিট প্ল্যান দেওয়া হবে। বাসের পিছন দিকে মহিলা ও মেয়ে শিক্ষার্থীরা বসবে। সামনের দিকে পুরুষ ও ছেলে শিক্ষার্থীরা বসবে।পর্দার বিষয়ে সতর্কতা: পুরুষ ও মহিলারা পর্দার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন।মহিলারা পুরুষদের পাশে বা পুরুষরা মহিলাদের জন্য নির্ধারিত স্থানে যাবেন না।৭ বছরের অধিক বয়সী ছেলে-মেয়েরাও অবশ্যই পর্দার এই বিধান মেনে চলবে।মহিলাদের জন্য নির্ধারিত স্থান, কাপড় দিয়ে ঘেরা থাকবে। তাই মাহরাম পুরুষ ও মহিলারা পরস্পরের সাথে কথা বলার জন্য পর্দা সরিয়ে কথা বলবেন না।

Study tour instruction Read More »