admin

অনলাইন ক্লাস রুটিন (মে – জুন, ২০২১)

* ফুল-টাইম হিফজ এর ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা স্কুলের নিয়মিত ক্লাসের সাথে ইসলাম ক্লাস করবে ও পরীক্ষায় অংশগ্রহণ করবে। হিফজ-এর শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে কোনো ইসলাম ক্লাস হবে না।

অনলাইন ক্লাস রুটিন লিংক: https://docs.google.com/document/d/1dwja_8xpn9J-RT4guoEm2mriJyeMw2AZTNi6JJQAwh4/edit?usp=sharing

অনলাইন ক্লাস রুটিন (মে – জুন, ২০২১) Read More »

অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাসের নির্দেশনা

(আগস্ট – নভেম্বর ২০২০ পর্যন্ত)

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে করোনা মহামারীর এই ক্রান্তিকালেও অভিভাবকদের সহযোগীতায় সফলভাবে স্কুলের অর্ধ-বার্ষিক পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি, সে কারনে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সুম্মা আলহামদুলিল্লাহ। আগামীতেও স্কুলের কার্যক্রম যেন আমরা ভালোভাবে চালিয়ে যেতে পারি এ ব্যাপারে আপনাদের সযোগীতা একান্তা কাম্য। আল্লাহ সুবহানাহু তায়ালা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন, আমীন।

এ বছর ফাইনাল পরীক্ষার আগে আমরা ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

অনলাইন ক্লাসে অংশগ্রহণের সময় প্রত্যেক শিক্ষার্থীকে নিম্নলিখিত নীতিমালা মেনে চলতে হবে:

  • ক্লাস শুরুর পূর্বে অবশ্যই মোবাইল বা ল্যাপটপে পর্যাপ্ত চার্জ আছে কিনা নিশ্চিত করতে হবে।
  • শিক্ষার্থীরা যদি মোবাইল ব্যবহার করে, তবে চেষ্টা করবেন সেই  মোবাইল সেট-এ যেন নিয়মিত ব্যবহার হয় এমন কোনো সিমকার্ড না থাকে। অথবা বাসায় ওয়াই-ফাই থাকলে সিমকার্ড ডিজেবল করে শুধুমাত্র ওয়াই-ফাই কানেকশান সচল রাখার চেষ্টা করবেন, যাতে করে ক্লাস চলাকালীন সময় কল আসলে শিক্ষার্থীর ক্লাসে ব্যাঘাত না ঘটে।
  • অনলাইন ক্লাসসমূহ Zoom-এর মাধ্যমে নেয়া হবে। তাই সবার ল্যাপটপ/ডেস্কটপ বা মোবাইলে জুম এ্যাপ ইন্সটল করা থাকলে ভালো হয়। এটা ব্রাউজারের মাধ্যমেও ব্যবহার করা যায়। Zoom-এর মাধ্যমে জয়েন করার সময় অবশ্যই শিক্ষার্থীর নাম ও শ্রেণি উল্লেখ করতে হবে। জুম এ্যাকাউন্ট যদি অভিভাবকের নামে খোলা থাকে, তবে প্রয়োজনে rename করা যেতে পারে।

যেভাবে জুম-এর মাধ্যমে অনলাইন ক্লাসে জয়েন করতে হবে:

প্রত্যেক শিক্ষার্থীকে স্কুল থেকে Zoom-এর মাধ্যমে ক্লাসে অংশগ্রহণ করার একটি নির্দিষ্ট ক্লাস লিঙ্ক এবং Meeting ID ও Passcode দেয়া হবে। মনে রাখতে হবে, এই ক্লাস লিঙ্ক এবং Meeting ID ও Passcode শ্রেণি ও শাখা ভেদে ভিন্ন হবে।

প্রতিটি শ্রেণির জন্য নির্দিষ্ট ক্লাস লিঙ্ক এবং Meeting ID ও Passcode এসএমএস-এর মাধ্যমে অভিভাবকদের জানিয়ে দেয়া হবে। যাদের মোবাইল বা কম্পিউটারে Zoom এ্যাপ ইন্সটল করা থাকবে, তারা শুধুমাত্র নির্ধারিত ক্লাস লিংক-এ ক্লিক করেই ক্লাসে জয়েন করতে পারবেন। আরা যারা ব্রাউজার থেকে ব্যবহার করবেন, তাদের Passcode ব্যবহার করতে হবে। এই ক্লাস লিংক মোবাইলে বা ডেস্কটপে কপি করে রাখতে হবে। পরবর্তীতে যেন শুধুমাত্র ঐ লিংক-এ ক্লিক করে সহজেই ক্লাসে অংশগ্রহণ করা যায়।

যেমন ধরা যাক, প্রথম শ্রেণি, মর্নিং শিফট-এর একজন শিক্ষার্থী প্রতিদিন নিচের ক্লাস লিঙ্ক দিয়ে তার প্রাত্যহিক ক্লাসগুলো করবে।

https://us04web.zoom.us/j/3254778850?pwd=d1BiK1ZGdndON05PQWhsTVdEclFIUT09

(এ্যাপ ব্যবহার না করে ব্রাউজার থেকে সরাসরি ঢুকতে গেলে নিচের তথ্যগুলো প্রয়োজন হবে)

Meeting ID: 325 477 8850
Passcode: 435432

ক্লাসের নির্ধারিত সময়ে (রুটিন অনুযায়ী) শিক্ষার্থী মোবাইল বা ল্যাপটপ থেকে নির্ধারিত লিংক-এ ক্লিক করবে। লিংক-এ ক্লিক করার পর  মোবাইল-এ নিচের স্ক্রিনটি ভেসে উঠবে:

উপরের এই স্ক্রিন থেকে Zoom আইকন-এ ক্লিক করতে হবে। নিচে “Remember my choice” অপশনটি টিক দিয়ে তারপর Zoom আইকন-এ ক্লিক করলে পরবর্তীতে আর এই অপশনটি প্রতিবার চাইবে না।

এরপর নিচের স্ক্রিনটি ভেসে উঠবে, এখানে শিক্ষার্থীর নাম ও শ্রেণি উল্লেখ করতে হবে।

নাম ও শ্রেণি উল্লেখ করে OK বাটনে চাপ দিলে শিক্ষার্থী সরাসরি ক্লাস-এ ঢুকে যাবে এবং নিচের স্ক্রিনটি ভেসে উঠবে।

উপরের এই স্ক্রিন থেকে “Call Over Internet” এই লেখাটির উপর ক্লিক করতে হবে।

ক্লাসরুমে জয়েন করার পর বা আগে থেকেই নির্দিষ্ট উস্তাজ/উস্তাজা ক্লাসরুমে থাকবেন।

ক্লাস চলাকালীন শিক্ষার্থী উস্তাজ/উস্তাজার সাথে কথা বলতে চাইলে বা কোনো প্রশ্নের উত্তর দিতে চাইলে শিক্ষার্থীকে মাইক অন করতে হবে। এজন্য তাকে “Unmute” বাটনে চাপ দিতে হবে। একইভাবে উস্তাজ/উস্তাজা যদি শিক্ষার্থীর ভিডিও অন করতে বলে, তবে “Start Video” বাটনে চাপ দিতে হবে।

ভিডিও অন করার সময় অবশ্যই মনে রাখতে হবে যে:

মেয়ে শিক্ষার্থীরা অবশ্যই ওস্তাজদের ক্লাসে ভিডিও বা ক্যামেরা অন করবে না। প্রয়োজনে শুধু মাইক অন করে কথা বলা যেতে পারে।

* এভাবে একটি ক্লাস শেষ হওয়ার পর শিক্ষার্থী একইভাবে পরবর্তী ক্লাসে জয়েন করবে। মনে রাখতে হবে, প্রতিবার জয়েন করার সময় ঐ একই  ক্লাস লিঙ্ক এবং নিজের নাম ও ক্লাস উল্লেখ করতে হবে।

অন্যান্য নির্দেশনা:

  1. উস্তাজারা ক্লাস নেওয়ার সময় শিক্ষার্থীর আশেপাশে কোনো পুরুষ ব্যক্তি যেন উপস্থিত না থাকে তা নিশ্চিত করতে হবে।
  2. ক্লাসের আদব বজায় রাখতে হবে। ক্লাস চলাকালীন নিজেরা পরস্পর চ্যাট করা যাবে না, ওই সময় ডিভাইসে ক্লাস করা ছাড়া অন্য কিছু করা যাবে না। 
  3. টয়লেটে গেলে বা অন্য কোনো কারণে ক্লাস ছেড়ে উঠতে হলে শিক্ষকের অনুমতি নিতে হবে। 
  4. একেকটি ক্লাস ৪০ মিনিট করে হবে। যেহেতু আমাদের উস্তাজ/উস্তাজাগণ Zoom এ্যাপের বেসিক ভার্শন ব্যবহার করে ক্লাস নিবেন, ৪০ মিনিট পর ক্লাস থেকে অটোমেটিক্যালি বের হয়ে যেতে হবে। শিক্ষার্থী ঠিক একই প্রক্রিয়ায় নির্ধারিত লিঙ্ক ব্যবহার করে পরবর্তী ক্লাসে প্রবেশ করবে। একটি ক্লাস শেষ করে পরবর্তী ক্লাসে জয়েন করার জন্য প্রতি দুইটি ক্লাসের মাঝখানে ৫ মিনিট বিরতি থাকবে।
  5. অনলাইন ক্লাস করতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে অভিভাবকগণ অফিসে 01700714116 নাম্বারে যোগাযোগ করবেন ।
  6. নেটের সমস্যা বা অন্য কোনো কারণে কোনো উস্তা্জ/উস্তাজা ক্লাস চলাকালীন disconnected হয়ে গেলে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।
  7. অভিভাবকগণ নিশ্চিত করবেন যেন শিক্ষার্থী একটি নির্দিষ্ট জায়গায় বসে ক্লাস করে। পড়ার টেবিলে হলে ভালো হয়। ক্লাস শুরুর আগে সংশ্লিষ্ট পাঠ্যবই, খাতা, লেখার উপকরণ ইত্যাদি সব যেন হাতের কাছে প্রস্তুত থাকে। 
  8. ক্লাস চলাকালীন আশেপাশে ছোট ভাই-বোন অথবা অন্য কোনোকিছু যেন ক্লাসের প্রতি মনোযোগ নষ্ট না  করে তা খেয়াল রাখবেন।
  9. শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে, প্রতিটি ক্লাসে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে এবং নিয়মিত বাড়ির কাজ করতে হবে।
  10. বাড়ির কাজ জমা দেয়ার জন্য উস্তাজ বা উস্তাজার হোয়াটসএ্যাপ নাম্বার বা ই-মেইল এ্যাড্রেস ব্যবহার করা যেতে পারে। এ ব্যাপারে সংশ্লিষ্ট উস্তাজ/উস্তাজা নির্দেশনা দিবেন। অনুমতি ছাড়া উস্তাজ/উস্তাজাদের সাথে কোনো কিছু শেয়ার করা যাবে না।
  11. ক্লাস চলাকালীন সময় অভিভাবকগণ কোনো ধরনের মন্তব্য বা শ্রেণি শিক্ষকের সাথে কথা বলা থেকে বিরত থাকবেন। ক্লাস সংক্রান্ত বিষয়, যেমন “ক্লাসে কী পড়ানো উচিৎ, কিভাবে ক্লাস নেয়া উচিৎ, অন্য শিফট-এর সাথে পড়ার গতি নিয়ে তুলনা” ইত্যাদি বিষয় যে কোনো উস্তাজ/উস্তাজাদের সাথে আলোচনা করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। 
  12. অভিভাবকগণ নিজেরা কোনো হোয়াটসএ্যাপ গ্রুপ খুলে সেখানে কোনো উস্তাজ/উস্তাজাদের এ্যাড করবেন না। একান্ত প্রয়োজনে স্কুল থেকে এ ধরনের ব্যবস্থা নেয়া হবে।
  13. জরুরী কোনো বিষয়ে আলোচনা বা মন্তব্য জানাতে চাইলে সরাসরি প্রিন্সিপাল উস্তাজ-এর সাথে কথা বলা যাবে ০১৭০০৭১৪১১৬ নাম্বারে।

নার্সারি-কেজির ক্লাস আপাতত অনলাইনে নেওয়া হচ্ছে না। পূর্বের ন্যায় সংশ্লিষ্ট উস্তাজ/উস্তাজাগণ স্কুলের ওয়েবসাইটে সাপ্তাহিক পড়া বিস্তারিত নির্দেশনাসহ দিয়ে দিবেন, অভিভাবকগণ সে অনুযায়ী পড়াবেন, লিখিত বাড়ির কাজের ছবি তুলে উস্তাজ/উস্তাজার ওয়াটস এ্যাপে ব্যক্তিগত ম্যাসেজে পাঠাবেন।

নার্সারি-কেজির উস্তা্জ/উস্তজাগণ নিয়মিত ফোনে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ রাখবেন এবং মৌখিকভাবে পড়া আদায় করবেন, ইন-শা-আল্লাহ।

যে কোনো প্রয়োজনে কল করুন: ০১৭০০৭১৪১১৬, ০১৭০৫৬৭৯৬০৩

অধ্যক্ষ
স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট

অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাসের নির্দেশনা Read More »

১ম – ৬ষ্ঠ শ্রেণির কুরআন ও এ্যারাবিক পরীক্ষার শিডিউল (১৩ জুলাই ২০২০)

আসসালামুআলাইকুম,

আগামীকাল (১৩/৭/২০২০) অনুষ্ঠিতব্য ১ম-৬ষ্ঠ শ্রেণির (ফুল টাইম হিফয ও নাজেরা ব্যতীত) কুরআন ও এ্যারাবিক পরীক্ষার বিস্তারিত শিডিউল নিচের লিংক-এ পাওয়া যাবে ইন-শা-আল্লাহ

https://bit.ly/2DD7QgJ

মা আসসালামা,

এস.সি.ডি এ্যাডমিন।

১ম – ৬ষ্ঠ শ্রেণির কুরআন ও এ্যারাবিক পরীক্ষার শিডিউল (১৩ জুলাই ২০২০) Read More »

কেজি কুরআন (পরীক্ষক ও শিক্ষার্থীদের নাম) ১২ জুলাই ২০২০

কেজি-কোরআন ১২/০৭/২০২০

 হাসনাইন উস্তাদ নিবেন কেজির ১০ জন ছেলে

Al-Yasa Bin Shahid

Sadaqat Mutasim Ali

Muhammad Ibn Sajjad

Ahnaf Sabit

Md. Farhan

Abdullah Bin Fadl

Saiful Islam (Mahad)

Saad Abdullah Bin Yousuf

Muaz Bin Sharif

Md. Saif Al-Din (Shabib)

 হাসান মাহমুদ উস্তাদ নিবেন কেজির ০৭ জন ছেলে

Yeahia Omar Faruk

Saarim Faiyad

Nusair

Zayed Tanvir

Abdullah Raiyan

Sheikh Ajmain Azim

Muhammad Usman

জান্নাত উস্তাজা নিবেন ১৫ জন মেয়ে (মর্নিং শিফট-এর সব মেয়েদের)

কেজি কুরআন (পরীক্ষক ও শিক্ষার্থীদের নাম) ১২ জুলাই ২০২০ Read More »

ইসলাম শিক্ষা সিলেবাস (ফুল-টাইম হিফয শাখার ছাত্রদের জন্য)

১ম শ্রেণির ফুল টাইম হিফয (নাজেরা ছাত্রদের জন্য)

(১ম শ্রেণির পরীক্ষা সব মৌখিক হবে)

  • রাতের আমল কী কী?
    • ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার
    • সূরা ইখলাস, ফালাক, নাস ৩ বার করে
    • আয়াতুল কুরসী, সূরা বাকারার শেষ ২ আয়াত
    • আমানার রাসুলু…
    • ১০০ বার আস্তাগফিরুল্লাহ
    • ঘুমানের আগে ঘুমের দোয়া
  • সকাল বিকাল এর ৩ টা দোয়া
  • ঘরে প্রবেশ ও বের হবার দোয়া
  • খাবারের আগে ও পরের দোয়া
  • ঘুমাতে যাওয়ার আগে ও উঠার দোয়া।
  • করোনা এর সময় কী করণীয়?
  • কঠিন রোগ থেকে রক্ষা পাবার দোয়া।

২য় থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত

(ফুল-টাইম হিফয-এর নাজেরা ও হিফয ছাত্রদের জন্য)

১। রব মানে কী?

২. সুন্দর জীবন পাবার শর্ত কী?

৩. ইসলাম মানে ‍কি? এর স্তম্ভ কয়টি, কী কী?

৪. দ্বীন মানে কী?

৫. ঈমান কী? এর স্তম্ভ কয়টি, কী কী?

৬. ইসলামের ১ম স্তম্ভ কোনটি লেখ? এর অর্থ লেখ।

৭. আল্লাহর অবস্থান কোথায়?

৮. শিংগায় ফুঁ দেয়ার কাজে কোন ফেরেশতা নিয়োজিত?

৯. কয়েকজন ফেরেশতার নাম ও কাজ লিখ ।

১০.কাফির ও মুসলিমের মধ্যে কোন কাজটি পার্থক্য এনে দেয় । অর্থাৎ কোন আমলের মাধ্যমে এ পার্থক্য করা যাবে ।

১১. কুরআন নাযিল হয় কত বছর ধরে?

১২. কুরআনে মোট কয়টি সূরা ও আয়াত রয়েছে?

১৩. আসমানী কিতাব কী? প্রধান ৪টি আসমানী কিতাবের নাম এবং তা কোন কোন নবীর প্রতি নাযিল হয়েছে তা লিখ ।

১৪. সর্বোচ্চ সাফল্য কোনটি?

১৫. আল্লাহ ও তাঁর রাসূলের কথা মেনে চললে কী লাভ করবো?

১৬. তাওহীদ কী?

১৭. তাকওয়া কী? মুত্তাকী কে?

১৮. যা কোন চোখ দেখেনি, যা কোন কান শোনেনি, যা কোন অন্তর অনুভব করেনি এসব জিনিস আমরা কোথায় পাব?

১৯. জান্নাতের বর্ণনা দাও ।

২০. অযু শুরুর শর্ত কী?

২১. অযু শেষের দোয়া কী? এর অর্থ কী?

২২. অযুর ধারাবাহিকতা বলতে কী বুঝ?

২৩. আল্লাহর অবস্থান কোথায়?

২৪. আল্লাহ কি শুধুই রহমানুর রাহীম অর্থাৎ দয়ালু নাকি তিনি কঠিন আযাব দিতেও পারেন? কেন এবং কাদের তিনি শাস্তি দিবেন ।

২৫. আল্লাহর আযাব থেকে বাঁচার উপায় কী?


৫ম থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা নিচের টপিকগুলো অতিরিক্ত পড়বে।

যেমন জান্নাত জাহান্নামের বর্ণনা, কিয়ামতের বর্ণনা, সূরা আল-কাউসার ও আল-আসর।

ইসলাম শিক্ষা সিলেবাস (ফুল-টাইম হিফয শাখার ছাত্রদের জন্য) Read More »

Half-yearly exam of Hifz and Najera Students

Assalamualaikum,

All full-time “Hifz and Najera” students will attend only the following exams in the upcoming Half-yearly exam as per published routine:

  1. Islam
  2. Bengali
  3. English
  4. Math

All Part-time “Hifz & Najera” students will attend all the subjects in the upcoming Half-yearly exam.

  • Islam syllabus (Full-time Hifz & Najera Boys): The topics taught upto 15 March 2020.
  • Islam syllabus (Full-time Hifz & Najera Girls): As per published syllabus of school.

Arabic, Hifz and Najera exam of full-time & Part-time Hifz & Najera students will be held after the Half-yearly exam, in-sha-Alla.

Ma Assalama,

SCD Admin.

Half-yearly exam of Hifz and Najera Students Read More »

অর্ধ-বার্ষিক পরীক্ষা ২০২০

আসসালামুআলাইকুম,

এসসিডি’র সকল অভিভাবক এবং শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান করোনা পরিস্থিতি, সরকারি নির্দেশনা ইত্যাদি বিবেচনা করে স্কুলের অন-ক্যাম্পাস কার্যক্রম শুরু করার কোনো নির্দিষ্ট সময় নির্ধারণ করা যাচ্ছে না। 

আপনারা সবাই অবগত আছেন, রমাদান থেকেই স্কুলের ওস্তাজ/ওস্তাজারা শিক্ষার্থীদের ফোনের মাধ্যমে খোঁজখবর নিচ্ছেন এবং কিছু কিছু ক্ষেত্রে Whatsapp-এর  মাধ্যমে পড়া দেখা ও ফিডব্যাক প্রদান করছেন।

এছাড়া ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির অনলাইন ক্লাস চালু হয়েছে এবং ধীরে ধীরে ৫ম শ্রেণির ক্লাস কীভাবে অনলাইনের মাধ্যমে শুরু করা যায় তা বিবেচনাধীন রয়েছে।

বর্তমান পরিস্থিতিতে বিশেষ পদ্ধতিতে অর্ধ-বার্ষিক পরীক্ষার (কেজি – ১০ম শ্রেণি) আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু নার্সারির পরীক্ষা কিছু বিশেষ ব্যবস্থাপনায় এবং ওস্তাজ/ওস্তাজাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আয়োজন করতে হয়, তাই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পূর্ব পর্যন্ত নার্সারির কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না। নার্সারির শিক্ষার্থীরা স্কুলের নির্দেশনা অনুযায়ী পড়াশোনা চালিয়ে যাবে। 

বোর্ড পরীক্ষা ব্যতীত বাকি ক্লাসগুলোর বার্ষিক পরীক্ষার জন্য পরবর্তীতে রিভাইসড একটি সিলেবাস প্রনয়ণ করা হবে ইন-শা-আল্লাহ। অর্ধবার্ষিক পরীক্ষার উদ্দেশ্য, সিলেবাস, পরীক্ষার স্থান ইত্যাদি বিষয় নিচে বিস্তারিত উল্লেখ করা হলো:

অর্ধবার্ষিক পরীক্ষার উদ্দেশ্য ও পদ্ধতি

১) বিশেষ পরিস্থিতিতে অর্ধবার্ষিক পরীক্ষা আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনার সাথে যুক্ত রাখা। বর্তমান এই অভূতপূর্ব পরিস্থিতিতে আমাদের প্রায় সবার ব্যক্তিগত ও সমষ্টিগত, সামাজিক ও অর্থনৈতিক জীবনাচরণে ব্যাপক পরিবর্তন এসেছে। পাশাপাশি পারিবারিক দৈনন্দিন রুটিনেও বিশাল পরিবর্তন এসেছে। 

এমতাবস্থায় আমরা চাচ্ছি শিক্ষার্থীরা স্কুল তথা নিয়মিত পড়াশোনার কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকবে, যে কোনো উপায়ে সিলেবাস শেষ করা আমাদের লক্ষ্য নয়।

২) স্কুল খোলার পর থেকে রমাদান পর্যন্ত স্কুলে এবং ওয়েবসাইটের মাধ্যমে যতটুকু পড়া দেয়া হয়েছে, তার উপরই পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

৩) পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের যার যার বাসায়। অভিভাবকগণ পরীক্ষা গ্রহণের দায়িত্বে থাকবেন। পরীক্ষা আয়োজনে প্রত্যেক অভিভাবক সর্বোচ্চ সতর্কতা এবং নিয়মানুবর্তিতা অবলম্বন করবেন, ইন-শা-আল্লাহ। পরীক্ষার্থী যেন সততার সাথে পরীক্ষায় অংশগ্রহণ করে তা নিশ্চিত করবেন।

৪) প্রতিটি পরীক্ষার প্রশ্নপত্র (পিডিএফ ফরম্যাটে) উক্ত পরীক্ষার দিন সকাল ৮:৩০ মিনিটে স্কুলের ওয়েবসাইটে পাবলিশ করা হবে। ওয়েব লিংক পরবর্তিতে জানিয়ে দেয়া হবে, ইন-শা-আল্লাহ।  

যারা একান্তই ওয়েবসাইট থেকে প্রশ্ন সংগ্রহ করতে পারবেন না, তারা স্কুলের নাম্বারে যোগাযোগ করে শিক্ষার্থীর নাম ও অভিভাবকের নাম জানিয়ে রাখবেন। আমরা বিকল্প ব্যবস্থার চেষ্টা করব ইন-শা-আল্লাহ। তবে আমরা চাইব আপনারা বাসায় থেকেই পরীক্ষার পুরো কার্যক্রম পরিচালনা করবেন।

পরীক্ষা নেয়ার বিস্তারিত পদ্ধতি পরবর্তিতে জানানো হবে ইন-শা-আল্লাহ।


Half Yearly Examination Routine- 2020

Exam starts at 9:00AM

উপরের রুটিনে উল্লিখিত তারিখসমূহে কেজি’র লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর মৌখিক পরীক্ষা নিচের রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।

কেজির মৌখিক পরীক্ষার রুটিন

১৯.৭.২০ – বাংলা (মর্নিং)

২০.৭.২০ – বাংলা (ডে)

২১.৭.২০ – ইংরেজি (মর্নিং)

২২.৭.২০ – ইংরেজি (ডে)

২৩.৭.২০ – গণিত (মর্নিং + ডে)

পরীক্ষার সময়:: সকাল ৯.০০ – দুপুর ১.০০ টা


জরুরী তারিখসমূহ:

  • পরীক্ষা শুরুর তারিখ: ১২ জুলাই ২০২০
  • রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তারিখ: ২০ আগস্ট ২০২০

বর্তমান এই ক্রান্তিকালে বিশেষ পদ্ধতিতে পরীক্ষা আয়োজনে সকল অভিভাবক ও শিক্ষার্থীদের কাছ থেকে বিশেষ সহযোগিতা কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা যেন আমাদের শিক্ষার্থীদের আবার নিয়মিত স্কুলে অংশগ্রহণ করার তৌফিক দান করেন এবং এই মহামারির বিপদ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, আমীন।

যে কোনো প্রয়োজনে সাহায্যের জন্য কল করুন: 01705-679603

অধ্যক্ষ

স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট

অর্ধ-বার্ষিক পরীক্ষা ২০২০ Read More »

তিলাওয়াত প্রতিযোগিতা

(তারাতিল রমাদান)

কিভাবে অংশগ্রহন করবেন?

উস্তাজ আরিফুর রহমান

আপনার বাড়িতে থাকুন এবং এখন ইকরা স্যাটেলাইট চ্যানেলে কুরআন (তারাতিল রমাদান) প্রতিযোগিতায় প্রত্যক্ষভাবে অংশ নিন।

যা রমজান মাসের প্রতিদিন মক্কার সময়  রাত ১১:৩০  শেখ ডাঃ আয়মান সওয়েদের সাথে সরাসরি তত্ত্বাবধানে এবং ইসমাইল আল শিবলির উপস্থাপনে সরাসরি প্রচারিত হবে।

🌹🌹 নগদ পুরস্কার জিতুন🌹🌹

প্রতিদিন ৩ জন করে বিজয়ী বাছাই করা হবে প্রত্যেক পর্ব থেকে পুরো রমজান মাস জুড়ে।

প্রথম বিজয়ী, পবিত্র রমজান মাসের শেষে, চূড়ান্ত প্রতিযোগিতার জন্য বাছাইকৃত হবে এবং বড় পুরষ্কার জেতার যোগ্যতা অর্জন করবে।

প্রতিযোগিতায় অংশ নিতে, নিম্নলিখিত শর্তাবলী এবং নির্দেশাবলী অনুসরণ করুন:

  •  আপনার মোবাইল দ্বারা উচ্চ মানের এবং পরিষ্কার ভয়েস সহ চিত্রিত কুরআন তেলাওয়াতের একটি ভিডিও ক্লিপ প্রেরণ করুন।
  • আবৃত্তি শুরুর আগে আপনার নাম এবং দেশ উল্লেখ করুন (আরবীতে)
  •  পবিত্র কুরআন তিলাওয়াত করার জন্য উপযুক্ত সূরা/আয়াতসমূহ বেছে নিন, যাতে দৈর্ঘ্য ২-৩ মিনিটের মধ্যে থাকে।
  • আপনি মুসহাফ না দেখে তিলাওয়াত করবেন।
  • যে কোনও জায়গা এবং যে কোনও দেশ থেকে পাঠাতে পারবেন।
  • সমস্ত এন্ট্রিগুলি থেকে শেখ ডাঃ আয়মান স্যুইদ এর সভাপতিত্বে বিশেষায়িত বোর্ডের মাধ্যমে প্রাথমিক মূল্যায়ন হবে, যাতে সরাসরি পর্বে প্রদর্শিত হওয়ার জন্য সেরা এন্ট্রিগুলি বাছাই করা হয় এবং প্রতিযোগিতায় প্রবেশ করতে পারে।

বিজয়ীদের নিম্নলিখিত মানদণ্ড অনুসারে বাছাই করা হবে:

  • কোনপ্রকার ভুল ছাড়া বিশুদ্ধভাবে তিলাওয়াত
  • সঠিক মাখরাজসহ
  • তাজউইদের নিয়মের প্রয়োগ
  • আবৃত্তিতে কণ্ঠের সৌন্দর্য

বিজয়ীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করা হবে, যেখান থেকে ক্লিপটি পাঠানো হয়েছে, পুরষ্কার গ্রহণের জন্য।

যে কোনও সময় নিম্নলিখিত Whatsapp-এ ক্লিপগুলি প্রেরণ করুন (00966539440078) নাম এবং দেশের নাম সহ।

এন্ট্রি গ্রহণের সময়সীমা রমজান মাসের ২৪ তারিখ (সৌদি আরবের হিসাবে) বা মে মাসের ১৭ তারিখ

তিলাওয়াত প্রতিযোগিতা Read More »

বৈশ্বিক মহামারি: স্কুলের বর্তমান ও ভবিষ্যৎ

অডিও বার্তা

মুহাম্মাদ এনামুল হক
আহ্ববায়ক, এস.সি.ডি
চেয়ারম্যান, আই.সি.ডি

তারিখ: মে ০৬, ২০২০ (বুধবার)

বৈশ্বিক মহামারি: স্কুলের বর্তমান ও ভবিষ্যৎ Read More »

রমাদান ১৪৪১-এ বাসায় হিফজ-এর পড়া সংক্রান্ত নির্দেশনা

আসসালামুআলাইকুম,

রমাদান এর মধ্যে হিফজ বিভাগের শিক্ষার্থীদের প্রতি বাসায় পড়ার কিছু দিক নির্দেশনা:

১) হিফজ বিভাগ: প্রতিদিন পেছনের মুখস্ত পড়া (অর্ধেক পারা করে) রিভিশন দিবে এবং ১ পারা রিডিং পড়বে।
২) নাজেরা বিভাগ: প্রতিদিন ১০ পৃষ্ঠা করে পুরাতন পড়া রিডিং পড়বে।
৩) আরবি: ক্লাসে যা পড়ানো হয়েছে তা রিভিশন দিবে।

অভিভাবকদের উপরোক্ত বিষয় নিশ্চিত করে দৈনিক তদারকিপত্রের একটি নমুনা তৈরি করে তাতে স্বাক্ষর করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

উস্তাদ আব্দুল মাতিন
বিভাগীয় প্রধান,
হিফজ বিভাগ, এস.সি.ডি

রমাদান ১৪৪১-এ বাসায় হিফজ-এর পড়া সংক্রান্ত নির্দেশনা Read More »