admin

তিলাওয়াত প্রতিযোগিতা

(তারাতিল রমাদান)

কিভাবে অংশগ্রহন করবেন?

উস্তাজ আরিফুর রহমান

আপনার বাড়িতে থাকুন এবং এখন ইকরা স্যাটেলাইট চ্যানেলে কুরআন (তারাতিল রমাদান) প্রতিযোগিতায় প্রত্যক্ষভাবে অংশ নিন।

যা রমজান মাসের প্রতিদিন মক্কার সময়  রাত ১১:৩০  শেখ ডাঃ আয়মান সওয়েদের সাথে সরাসরি তত্ত্বাবধানে এবং ইসমাইল আল শিবলির উপস্থাপনে সরাসরি প্রচারিত হবে।

🌹🌹 নগদ পুরস্কার জিতুন🌹🌹

প্রতিদিন ৩ জন করে বিজয়ী বাছাই করা হবে প্রত্যেক পর্ব থেকে পুরো রমজান মাস জুড়ে।

প্রথম বিজয়ী, পবিত্র রমজান মাসের শেষে, চূড়ান্ত প্রতিযোগিতার জন্য বাছাইকৃত হবে এবং বড় পুরষ্কার জেতার যোগ্যতা অর্জন করবে।

প্রতিযোগিতায় অংশ নিতে, নিম্নলিখিত শর্তাবলী এবং নির্দেশাবলী অনুসরণ করুন:

  •  আপনার মোবাইল দ্বারা উচ্চ মানের এবং পরিষ্কার ভয়েস সহ চিত্রিত কুরআন তেলাওয়াতের একটি ভিডিও ক্লিপ প্রেরণ করুন।
  • আবৃত্তি শুরুর আগে আপনার নাম এবং দেশ উল্লেখ করুন (আরবীতে)
  •  পবিত্র কুরআন তিলাওয়াত করার জন্য উপযুক্ত সূরা/আয়াতসমূহ বেছে নিন, যাতে দৈর্ঘ্য ২-৩ মিনিটের মধ্যে থাকে।
  • আপনি মুসহাফ না দেখে তিলাওয়াত করবেন।
  • যে কোনও জায়গা এবং যে কোনও দেশ থেকে পাঠাতে পারবেন।
  • সমস্ত এন্ট্রিগুলি থেকে শেখ ডাঃ আয়মান স্যুইদ এর সভাপতিত্বে বিশেষায়িত বোর্ডের মাধ্যমে প্রাথমিক মূল্যায়ন হবে, যাতে সরাসরি পর্বে প্রদর্শিত হওয়ার জন্য সেরা এন্ট্রিগুলি বাছাই করা হয় এবং প্রতিযোগিতায় প্রবেশ করতে পারে।

বিজয়ীদের নিম্নলিখিত মানদণ্ড অনুসারে বাছাই করা হবে:

  • কোনপ্রকার ভুল ছাড়া বিশুদ্ধভাবে তিলাওয়াত
  • সঠিক মাখরাজসহ
  • তাজউইদের নিয়মের প্রয়োগ
  • আবৃত্তিতে কণ্ঠের সৌন্দর্য

বিজয়ীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করা হবে, যেখান থেকে ক্লিপটি পাঠানো হয়েছে, পুরষ্কার গ্রহণের জন্য।

যে কোনও সময় নিম্নলিখিত Whatsapp-এ ক্লিপগুলি প্রেরণ করুন (00966539440078) নাম এবং দেশের নাম সহ।

এন্ট্রি গ্রহণের সময়সীমা রমজান মাসের ২৪ তারিখ (সৌদি আরবের হিসাবে) বা মে মাসের ১৭ তারিখ

তিলাওয়াত প্রতিযোগিতা Read More »

বৈশ্বিক মহামারি: স্কুলের বর্তমান ও ভবিষ্যৎ

অডিও বার্তা

মুহাম্মাদ এনামুল হক
আহ্ববায়ক, এস.সি.ডি
চেয়ারম্যান, আই.সি.ডি

তারিখ: মে ০৬, ২০২০ (বুধবার)

বৈশ্বিক মহামারি: স্কুলের বর্তমান ও ভবিষ্যৎ Read More »

রমাদান ১৪৪১-এ বাসায় হিফজ-এর পড়া সংক্রান্ত নির্দেশনা

আসসালামুআলাইকুম,

রমাদান এর মধ্যে হিফজ বিভাগের শিক্ষার্থীদের প্রতি বাসায় পড়ার কিছু দিক নির্দেশনা:

১) হিফজ বিভাগ: প্রতিদিন পেছনের মুখস্ত পড়া (অর্ধেক পারা করে) রিভিশন দিবে এবং ১ পারা রিডিং পড়বে।
২) নাজেরা বিভাগ: প্রতিদিন ১০ পৃষ্ঠা করে পুরাতন পড়া রিডিং পড়বে।
৩) আরবি: ক্লাসে যা পড়ানো হয়েছে তা রিভিশন দিবে।

অভিভাবকদের উপরোক্ত বিষয় নিশ্চিত করে দৈনিক তদারকিপত্রের একটি নমুনা তৈরি করে তাতে স্বাক্ষর করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

উস্তাদ আব্দুল মাতিন
বিভাগীয় প্রধান,
হিফজ বিভাগ, এস.সি.ডি

রমাদান ১৪৪১-এ বাসায় হিফজ-এর পড়া সংক্রান্ত নির্দেশনা Read More »

বিকাশ-এর মাধ্যমে স্কুলের ফি পরিশোধ

আসসালামুআলাইকুম,

বিকাশের মাধ্যমে স্কুল ফি প্রদানের প্রক্রিয়া:

১) Bkash Merchant Number: 01700714116 (এই নাম্বার-এ Merchant Number/Agent Number থেকে টাকা পাঠানো যাবে না, শুধুমাত্র Personal Bkash Account থেকে পাঠানো যাবে)

২) 01700714116 এই নাম্বারে টাকা পাঠাতে হলে “Make Payment”অপশন-এ যেতে হবে, “Send Money” অপশন ব্যবহার করা যাবে না। Reference এর স্থানেSCD” লিখবেন।

৩) স্কুলের ফি বিকাশ করার পর, অনুগ্রহ করে নিচের তথ্যগুলো ঐ একই নাম্বার-এ 01700714116 এস.এম.এস করবেন এবং অবশ্যই ভবিষ্যৎ রেফারেন্স-এর জন্য ট্রানজেকশান আইডিটি (TRX ID) সংরক্ষণ করবেন।

– শিক্ষার্থীর নাম:

– ক্লাস:

– ফি প্রদানের মাস:

– টাকার অংক:

– বিকাশ ট্রানজেকশান নাম্বার:

মা আসসালামা,

এস সি ডি এডমিন

বিকাশ-এর মাধ্যমে স্কুলের ফি পরিশোধ Read More »

এস.সি.ডি’র সকল ওস্তাজ/ওস্তাজাদের প্রতি নির্দেশনা (২৬ এপ্রিল – ২১ মে পর্যন্ত বাড়ির কাজ)

(২৬ এপ্রিল – ২১ মে পর্যন্ত বাড়ির কাজ)

আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

হোম ওয়ার্ক দেয়ার ক্ষেত্রে যা যা মনে রাখতে হবে:

আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

এস.সি.ডি সব ওস্তাজ/ওস্তাজাদের জাযাকুমুল্লাহু খাইরান, সুন্দরভাবে শিক্ষার্থীদের বাড়ির কাজ দেওয়ার জন্য। রমাদান মাসে একইভাবে আমরা বাড়ির কাজ দিতে যাচ্ছি, ইন-শা-আল্লাহ। পড়া দেয়ার সময় নিচের বিষয়গুলো মনে রাখতে হবে।

  • যেহেতু সব অভিভাবক এবং ৪র্থ শ্রেণি থেকে অধিকাংশ শিক্ষার্থী সিয়াম পালন করবেন, তাই এমনভাবে পড়া দিতে হবে যেন কম সময়ে বাড়ির কাজ শেষ করা যায়।
  • ১ – ২৩ এপ্রিল-এর মধ্যে দেয়া পড়ার মধ্যে যদি কোন বিষয়ে রিভিশন শেষ হয়ে থাকে, তবে অর্ধবার্ষিকীর সিলেবাস থেকে নতুন এবং সহজ পড়া দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে খেয়াল রাখবেন যেন সব অভিভাবক সেগুলো পড়াতে পারেন।
  • আমাদের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের পড়াশোনার সাথে সম্পৃক্ত রাখা, সিলেবাস শেষ করা বা পড়াশোনার জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করা নয়।
  • নিচের google doc-এ তৈরি করা ক্লাস-ভিত্তিক ফাইলের লিংকে ক্লিক করে নির্দিষ্ট টেবিলে আগামী ২১/৪/২০২০ বিকাল ৪:০০টার মধ্যে পড়া আপডেট করবেন।
  • প্রতিটি ফাইলে ডে-শিফট ও মনিং শিফট-এর জন্য আলাদা টেবিল করা আছে। অবশ্যই খেয়াল করে যার যার নির্দিষ্ট বিষয় (শিফট অনুযায়ী) আপডেট করবেন। যারা দুই শিফটে একই বিষয়ের ক্লাস নিয়ে থাকেন, তারা দুটি টেবিল (মর্নিং শিফট ও ডে-শিফট) আলাদা আলাদাভাবে আপডেট করবেন।
  • যতটা সম্ভব বিশদভাবে নির্দেশনা লিখবেন যেন অভিভাবকগণ সহজেই বুঝতে পারেন।

বিষয়ভিত্তিক দিকনির্দেশনা:

ইসলাম:

বি.দ্র: হুমায়রা উস্তাযার পক্ষ থেকে ইসলাম শিক্ষা উস্তায/উস্তাযাদের জন্য বাড়ির কাজের নির্দেশনা

কুরআন:

  • কুরআন তিলাওয়াত: ছোটদের জন্য নির্দিষ্ট সূরা এবং বড়দের জন্য পৃষ্ঠা নাম্বার নির্ধারন করে দেয়া যেতে পারে।
  • তাজউইদের নিয়মসমূহ আত্মস্থ করবে।
  • ক্লাস-৪ থেকে ক্লাস-১০ পর্যন্ত শিক্ষার্থীরা প্রতি রাতে সূরা মূলক পড়বে। শুক্রবারে সূরা কাহাফ পড়বে ইত্যাদি। 
  • প্রাত্যহিক সকাল-সন্ধ্যার জিকির ও আজকারসমূহ নির্ধারন করে দিতে হবে।

আরবী:

  • যা পড়ানো হয়েছে তা রিভিশন দেয়ার দিক নির্দেশনা দিতে হবে।

বাংলা:

  • সহজ অধ্যায়গুলো থেকে শব্দার্থ, বাক্য রচনা বা যেসব পড়া তৈরি করতে বিশেষভাবে কোন কিছু বোঝানোর প্রয়োজন নেই, সেসব অধ্যায় থেকে পড়া দেয়া যেতে পারে। 
  • বই থেকে বা নিজেরা প্রস্তুত করে ছোট প্রশ্ন দেয়া যেতে পারে।
  • বিষয়ভিত্তিক এ্যাসাইনমেন্ট দেয়া যেতে পারে।

ইংরেজি:

  • যা পড়ানো হয়েছে তার উপর বিভিন্ন এক্সারসাইজ (বইয়ের বাইরে থেকে) দেয়া যেতে পারে।
  • ডিকটেশন: ছোট ক্লাসের জন্য সহজ কিছু শব্দ দেয়া যেতে পারে। এক্ষেত্রে অভিভাবকদের পরিস্কার দিক নির্দেশনা দিতে হবে।

গণিত:

  • সংখ্যা পরিবর্তন করে গাণিতিক সমস্যার সমাধান করতে দেয়া যেতে পারে। ছোট ক্লাসের জন্য ছোটখাট যোগ, বিয়োগ, গুন, ভাগ দেয়া যেতে পারে।
  • ক্লাস ৫, ৮, ৯, ১০ এর জন্য বিগত বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করতে দেয়া যেতে পারে। তবে তা অবশ্যই বন্ধের পূর্ব পর্যন্ত যা পড়ানো হয়েছে তার বাইরে নয়।

সমাজ/বিজ্ঞান:

  • যেই অধ্যায়গুলো পড়ানো হয়েছে তার উপর সৃজনশীল প্রশ্ন (বইয়ের বাইরে) বাড়ির কাজ দেয়া যেতে পারে। নতুন অধ্যায় পড়া দেয়া যেতে পারে এবং তা থেকে ছোট প্রশ্ন তৈরি করে দেয়া যেতে পারে।
  • ক্লাস-৫ বা ক্লাস-৮ এর ইতিহাস/মুক্তিযুদ্ধের অধ্যায়গুলো থেকে যে সব সাল, তারিখ বা পরিসংখ্যান আছে সেগুলো মুখস্ত করতে দেয়া যেতে পারে।

মা আসসালামা

প্রিন্সিপাল

এস.সি.ডি

এস.সি.ডি’র সকল ওস্তাজ/ওস্তাজাদের প্রতি নির্দেশনা (২৬ এপ্রিল – ২১ মে পর্যন্ত বাড়ির কাজ) Read More »

বৈশ্বিক মহামারি: শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতি কিছু দিকনির্দেশনা

(অডিও বার্তা)

মুহাম্মাদ এনামুল হক
আহ্ববায়ক, এস.সি.ডি
চেয়ারম্যান, আই.সি.ডি

তারিখ: ৬ এপ্রিল ২০২০ (সোমবার)

বৈশ্বিক মহামারি: শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতি কিছু দিকনির্দেশনা Read More »

অনলাইন ট্রান্সফারের মাধ্যমে স্কুল ফি পরিশোধ সংক্রান্ত নোটিশ

আসসালামুআলাইকুম,

এস.সি.ডি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তি নির্দেশনার পূর্ব পর্যন্ত স্কুল ফি অনলাইনে পরিশোধ করা যাবে। যারা অনলাইনে পরিশোধ করতে পারবেন না, তারা চাইলে বিকাশের মাধ্যমেও ফি পরিশোধ করা যাবে (বিকাশের মাধ্যমে ফি পরিশোধের নিয়মাবলি)

এস.সি.ডি স্কুলের ব্যাংক এ্যাকাউন্ট-এর বিস্তারিত বিবরণ:

Account No: 20502090100206006

Account Title: School for Community Development

Branch: Shyamoli

Branch code: 430

SWIFT Code: IBBLBDDH209

Routing Number: 125264305

Islami Bank Bangladesh Ltd.

Address: 15/4 MIRPUR ROAD, SHYAMOLI, MOHAMMADPUR, DHAKA


অনলাইনে ফান্ড ট্রান্সফার করার পর অবশ্যই Transfer Confirmation-এর একটি স্ক্রিনশট Attach করে info@scdbd.org এই ঠিকানায় ই-মেইল করবেন। ই-মেইল-এর Body-তে অবশ্যই নিচের তথ্যগুলো উল্লেখ করবেন:

  • শিক্ষার্থীর নাম:
  • শ্রেণি:
  • টাকার পরিমান:
  • মাস:
  • ফি এর বিবরণ: স্কুলের মাসিক ফি / হিফজ-এর মাসিক ফি / প্রি-হিফজ-এর মাসিক ফি
  • শাখা: মোহাম্মদপুর / শান্তিনগর

যারা অনলাইনে স্কুল ফি পরিশোধ করবেন, তারা স্কুল খোলার পর অবশ্যই বেতন বইয়ে স্কুল কর্তৃপক্ষের স্বাক্ষর ও স্কুলের সীল নিশ্চিত করবেন।

যে কোন প্রয়োজনে ফোন করতে পারেন:

০১৭০৫ ৬৭৯ ৬০৩ (মোহাম্মদপুর শাখা)

০১৩০০ ৫৬০ ৬৫৭ (শান্তিনগর শাখা)

মা আসসালামা,

অধ্যক্ষ

এস.সি.ডি

অনলাইন ট্রান্সফারের মাধ্যমে স্কুল ফি পরিশোধ সংক্রান্ত নোটিশ Read More »

এস.সি.ডি’র সকল ওস্তাজ/ওস্তাজাদের প্রতি নির্দেশনা (এপ্রিল ১০ – ২৩ বাড়ির কাজ)

(এপ্রিল ১০ – ২৩ পর্যন্ত বাড়ির কাজ)

আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

ইনশা আল্লাহ, আমরা দ্বিতীয় দফায় এস.সি.ডি’র শিক্ষার্থীদের জন্য বাড়ির কাজের নির্দেশনা দিতে যাচ্ছি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা ধারণা করছি যে, রমাদান পর্যন্ত সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারে। তবে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা সে অনুযায়ী সবাইকে সিদ্ধান্ত জানাবো ইন-শা-আল্লাহ। নিচের নির্দেশনাগুলো ভালোভাবে পড়ার জন্য অনুরোধ করা হলো।

১) নার্সারি থেকে ১০ম শ্রেণী পর্যন্ত সব বিষয়ে আগামী ১০ এপ্রিল থেকে ২৩ এপ্রিল ২০২০ পর্যন্ত দৈনিক হোম ওয়ার্ক করার দিক নির্দেশনা প্রত্যেক সাবজেক্ট টিচার তৈরি করবে এবং আগামী ৮/৪/২০২০ বিকাল ৪টার মধ্যে গুগল ড্রাইভের নির্ধারিত ফাইলে আপডেট করবে। মনে রাখতে হবে, উক্ত নির্দেশনা মূলত অভিভাবকদের জন্য লিখবেন। তাই যতটা সম্ভব বিশদভাবে নির্দেশনা লিখতে হবে। 

নিচের google doc-এ তৈরি করা ক্লাস-ভিত্তিক ফাইল-এর লিংক দেয়া আছে। উস্তাজ/উস্তাজারা যার যার ক্লাসের লিঙ্ক-এ ক্লিক করবেন এবং নির্দিষ্ট টেবিলে পড়া আপডেট করবেন। প্রতিটি ফাইলে ডে-শিফট ও মনিং শিফট-এর জন্য আলাদা টেবিল করা আছে। অবশ্যই খেয়াল করে যার যার নির্দিষ্ট বিষয় (শিফট অনুযায়ী) আপডেট করবেন। যারা দুই শিফটে একই বিষয়ের ক্লাস নিয়ে থাকেন, তারা দুটি টেবিল (মর্নিং শিফট ও ডে-শিফট) আলাদা আলাদাভাবে আপডেট করবেন, ইন-শা-আল্লাহ।

Nursery: https://drive.google.com/open?id=17sZTKvDXkL15AfKE0eJE2SMWo7JA3lpPegH63rx3EXw

KG: https://drive.google.com/open?id=1qK2-Jz55YDJy4qhmDeXyefWjKZd2dHI4G25NTKtRcrQ

Class-1: https://drive.google.com/open?id=1zgeI8vNPN-Zbr1pCo3ijk8YLpiBDSjGAARVmyAu_YL4

Class-2: https://drive.google.com/open?id=18vGLnezQbzzIpYVCzKtn1YOYOuP_oYEyruywE8jYoG4

Class-3: https://drive.google.com/open?id=1Ybmcp69DIUFcJLPw1ubIV95mojcb2HQgMAKWvpnIaoQ

Class-4: https://drive.google.com/open?id=1J7igKYmg_C3X0O_aHdJ7MA3_Uw6SET2MijcPXSVtGuE

Class-5: https://drive.google.com/open?id=179IZALV8q1erDxU-C_nQXEy9319lNN0y2Wu9xB9JnNE

Class-6: https://drive.google.com/open?id=19_EUElphe4IFvwffP13gORv1REGUPvYLDFqEYhm9klI

Class-7: https://drive.google.com/open?id=1gGRH0X8GRKRh8oibisniRx-_J0SFIyU1h_gliQ4IcuA

Class-8: https://drive.google.com/open?id=1hyABf0CzfXDz5623aiN7g_MWidwe4egnkaG51XoBdxY

Class-9: https://drive.google.com/open?id=13HRMprszAl_1kBRM7Z13pwedkOoTHDJPYKYdygVmbvQ

Class-10: https://drive.google.com/open?id=1p0ZQ-NBPJGKwQW36fizAX0VYLx4Mmo-Z5WEu4R0wwUw

বি.দ্র.: দয়া করে কেউ কোন টেবিল-এ নতুন কোনো তারিখ সংযোজন করবেন না। তবে কাজের প্রয়োজনে ROW বা COLUMN add করা যেতে পারে।

এবারের নির্দেশনায় আমরা প্রতিদিন সব বিষয়ের পড়া না দিয়ে বিষয় সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছি। অর্থাৎ ১ম শ্রেণির একজন শিক্ষার্থী প্রতিদিন shuffle করে সর্বোচ্চ ৪টি বিষয় পড়বে। 

যারা এ্যান্ডরয়েড ফোন ব্যবহার করে লিখবেন, তারা অবশ্যই এই এ্যাপটি মোবাইলে ইন্সটল করে নিবেন: https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.docs.editors.docs

২) আগামী ৯ এপ্রিল দৈনিক হোম ওয়ার্ক-এর দিকনির্দেশনা এস.সি.ডি’র ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং সকল অভিভাবকদের উক্ত পেজ-এর লিঙ্ক এস.এম.এস-এর মাধ্যমে জানানো হবে। স্কুল খোলার পর শিক্ষার্থীরা এই বাড়ির কাজগুলো সাবজেক্ট টিচারের কাছে জমা দিবে, ইন-শা-আল্লাহ।

হোম ওয়ার্ক দেয়ার ক্ষেত্রে যা যা মনে রাখতে হবে:

  • পাঠ্য বিষয় ও হোম ওয়ার্ক এমন হতে হবে যাতে করে অধিকাংশ অভিভাবক তা পড়াতে পারেন। ২০২০ শিক্ষাবর্ষে শুরু থেকে যা পড়ানো হয়েছে তার উপর বাড়ির কাজ দিতে হবে। তবে যেসব বিষয়ের রিভিশন এপ্রিল ১ থেকে ৯ এর মধ্যে শেষ হয়ে গেছে, সেসব বিষয়ে যদি রিভিশন দেয়ার জন্য নতুন কোন টপিক না থাকে, সেক্ষেত্রে নতুন পড়া সংযোজন করা যেতে পারে। তবে অবশ্যই মনে রাখবেন, নতুন পড়া যেন কোনভাবেই এমন টপিক-এর উপর না হয়, যেটা বাসায় পড়ানো অভিভাবকদের জন্য কষ্টসাধ্য হয়ে দাড়ায়।। প্রয়োজনে অর্ধ-বার্ষিক পরীক্ষার সিলেবাস থেকে যে কোন সহজ পড়া দেয়া যেতে পারে।
  • আমাদের মূল উদ্দেশ্য হবে শিক্ষার্থীদের পড়াশোনার সাথে সম্পৃক্ত রাখা। সিলেবাস শেষ করা বা পড়াশোনার জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করা আমাদের উদ্দেশ্য হবে না।
  • নার্সারি/কেজি: বাসায় অনুশীলন করার জন্য সহজ কিছু বাড়ির কাজ দিতে হবে, যেন বইয়ের সাহায্য ছাড়াই অভিভাবক তা শিক্ষার্থীদের করাতে পারেন। 
  • এবার হাতে লেখা কোন শিট আমরা ওয়েব সাইটে দেয়া থেকে বিরত থাকবো ইন-শা-আল্লাহ। একান্তভাবে পারা না গেলে ভাইস প্রিন্সিপাল উস্তাদ-এর সাথে যোগাযোগ করে অনুমতি নিয়ে নিবেন।

বিষয়ভিত্তিক দিকনির্দেশনা:

ইসলাম:

– যা পড়ানো হয়েছে তার মধ্য থেকে ছোট প্রশ্ন করা যেতে পারে। যাতে করে শিক্ষার্থীর মূল বিষয় সম্পর্কে ধারনা আরও স্পষ্ট হয়। প্রয়োজনে বাস্তবভিত্তিক এ্যাসাইনমেন্ট দেয়া যেতে পারে।

কুরআন:

  • কুরআন তিলাওয়াত: ছোটদের জন্য নির্দিষ্ট সূরা এবং বড়দের জন্য পৃষ্ঠা নাম্বার নির্ধারন করে দেয়া যেতে পারে।
  • তাজউইদের নিয়মসমূহ আত্মস্থ করবে।
  • ক্লাস ৪ থেকে ক্লাস ১০ পর্যন্ত শিক্ষার্থীরা প্রতি রাতে সূরা মূলক পড়বে। শুক্রবারে সূরা কাহাফ পড়বে ইত্যাদি।
  • প্রাত্যহিক সকাল-সন্ধ্যার জিকির ও আজকারসমূহ নির্ধারন করে দিতে হবে।

আরবী:

  • যা পড়ানো হয়েছে তা রিভিশন দেয়ার দিক নির্দেশনা দিতে হবে।

বাংলা:

  • সহজ অধ্যায়গুলো থেকে শব্দার্থ, বাক্য রচনা বা যেসব পড়া তৈরি করতে বিশেষভাবে কোন কিছু বোঝানোর প্রয়োজন নেই, সেসব অধ্যায় থেকে পড়া দেয়া যেতে পারে। 
  • বই থেকে বা নিজেরা প্রস্তুত করে ছোট প্রশ্ন দেয়া যেতে পারে।
  • বিষয়ভিত্তিক এ্যাসাইনমেন্ট দেয়া যেতে পারে।

ইংরেজি:

  • যা পড়ানো হয়েছে তার উপর বিভিন্ন এক্সারসাইজ (বইয়ের বাইরে থেকে) দেয়া যেতে পারে।
  • ডিকটেশন: ছোট ক্লাসের জন্য সহজ কিছু শব্দ দেয়া যেতে পারে। এক্ষেত্রে অভিভাবকদের পরিস্কার দিক নির্দেশনা দিতে হবে।

গণিত:

  • সংখ্যা পরিবর্তন করে গাণিতিক সমস্যার সমাধান করতে দেয়া যেতে পারে। ছোট ক্লাসের জন্য ছোটখাট যোগ, বিয়োগ, গুন, ভাগ দেয়া যেতে পারে।
  • ক্লাস ৫, ৮, ৯, ১০ এর জন্য বিগত বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করতে দেয়া যেতে পারে। তবে তা অবশ্যই বন্ধের পূর্ব পর্যন্ত যা পড়ানো হয়েছে তার বাইরে নয়।

সমাজ/বিজ্ঞান:

  • যেই অধ্যায়গুলো পড়ানো হয়েছে তার উপর সৃজনশীল প্রশ্ন (বইয়ের বাইরে) বাড়ির কাজ দেয়া যেতে পারে। নতুন অধ্যায় পড়া দেয়া যেতে পারে এবং তা থেকে ছোট প্রশ্ন তৈরি করে দেয়া যেতে পারে।
  • ক্লাস-৫ বা ক্লাস-৮ এর ইতিহাস/মুক্তিযুদ্ধের অধ্যায়গুলো থেকে যে সব সাল, তারিখ বা পরিসংখ্যান আছে সেগুলো মুখস্ত করতে দেয়া যেতে পারে।

এস.সি.ডি’র সকল ওস্তাজ/ওস্তাজাদের প্রতি নির্দেশনা (এপ্রিল ১০ – ২৩ বাড়ির কাজ) Read More »

এস.সি.ডি’র সকল ওস্তাজ/ওস্তাজাদের প্রতি নির্দেশনা

(সাধারণ ছুটি অবস্থায় শিক্ষার্থীদের বাড়ির কাজ বিষয়ক)

আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

বর্তমান পরিস্থিতে এস.সি.ডি’র শিক্ষার্থীদের বাসায় নিয়মিতভাবে পড়াশোনার সাথে সম্পৃক্ত রাখার উদ্দেশ্যে স্কুল কর্তৃপক্ষ নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে।

১) নার্সারি থেকে ১০ম শ্রেণী পর্যন্ত সব বিষয়ে আগামী ১ এপ্রিল ২০২০ থেকে ৯ এপ্রিল ২০২০ পর্যন্ত দৈনিক হোম ওয়ার্ক করার দিক নির্দেশনা প্রত্যেক সাবজেক্ট টিচার তৈরি করবে এবং আগামী ৩০/৩/২০২০ বিকাল ৪টার মধ্যে ভাইস প্রিন্সিপাল উস্তাদকে ইমেইল করবে <rabiulhasan.arif@gmail.com>। মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে কাজ করে ফাইলটি এটাচ করে ভাইস প্রিন্সিপাল ওস্তাদ-এর ইমেইলে পাঠাবেন ইন-শা-আল্লাহ। যাদের কাছে কম্পিউটার নেই, তারা সাদা কাগজে লিখে ছবি তুলে তা ইমেইল করবেন। মনে রাখতে হবে, উক্ত নির্দেশনা মূলত অভিভাবকদের জন্য লিখবেন। তাই যতটা সম্ভব বিশদভাবে নির্দেশনা লিখতে হবে।

২) আগামী ৩১শে মার্চ দৈনিক হোম ওয়ার্ক-এর দিকনির্দেশনা এস.সি.ডি’র ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং সকল অভিভাবকদের উক্ত পেজ-এর লিঙ্ক এস.এম.এস-এর মাধ্যমে জানানো হবে। স্কুল খোলার পর শিক্ষার্থীরা এই বাড়ির কাজগুলো সাবজেক্ট টিচারের কাছে জমা দিবে।

হোম ওয়ার্ক দেয়ার ক্ষেত্রে যা যা মনে রাখতে হবে:

  • পাঠ্য বিষয় ও হোম ওয়ার্ক এমন হতে হবে যাতে করে অধিকাংশ অভিভাবক তা পড়াতে পারেন। ২০২০ শিক্ষাবর্ষে শুরু থেকে যা পড়ানো হয়েছে তার উপর বাড়ির কাজ দিতে হবে। 
  • আমাদের মূল উদ্দেশ্যে হবে শিক্ষার্থীদের পড়াশোনার সাথে সম্পৃক্ত রাখা। সিলেবাস শেষ করা বা পড়াশোনার জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করা আমাদের উদ্দেশ্য হবে না।
  • তারিখ উল্লেখ করে পড়া দিতে হবে। অর্থাৎ দৈনিক পড়ার নির্দেশনা দিতে হবে। (নমুনা এই নোটিশের নিচে দেয়া আছে)
  • নার্সারি/কেজি: বাসায় অনুশীলন করার জন্য সহজ কিছু বাড়ির কাজ দিতে হবে। যাতে করে বইয়ের সাহায্য ছাড়াই অভিভাবক তা শিক্ষার্থীদের করাতে পারেন।

বিষয়ভিত্তিক দিকনির্দেশনা:

ইসলাম:

– যা পড়ানো হয়েছে তার মধ্য থেকে ছোট প্রশ্ন করা যেতে পারে। যাতে করে শিক্ষার্থীর মূল বিষয় সম্পর্কে ধারনা আরও স্পষ্ট হয়। প্রয়োজনে বাস্তবভিত্তিক এ্যাসাইনমেন্ট দেয়া যেতে পারে।

কুরআন:

  • কুরআন তিলাওয়াত: ছোটদের জন্য নির্দিষ্ট সূরা এবং বড়দের জন্য পৃষ্ঠা নাম্বার নির্ধারন করে দেয়া যেতে পারে।
  • তাজউইদের নিয়মসমূহ আত্মস্থ করবে।
  • ক্লাস ৪ থেকে ক্লাস ১০ পর্যন্ত শিক্ষার্থীরা প্রতি রাতে সূরা মূলক পড়বে। শুক্রবারে সূরা কাহাফ পড়বে ইত্যাদি।
  • প্রাত্যহিক সকাল-সন্ধ্যার জিকির ও আজকারসমূহ নির্ধারন করে দিতে হবে।

আরবী:

  • যা পড়ানো হয়েছে তা রিভিশন দেয়ার দিক নির্দেশনা দিতে হবে।

বাংলা:

  • সহজ অধ্যায়গুলো থেকে শব্দার্থ, বাক্য রচনা বা যেসব পড়া তৈরি করতে বিশেষভাবে কোন কিছু বোঝানোর প্রয়োজন নেই, সেসব অধ্যায় থেকে পড়া দেয়া যেতে পারে। 
  • বই থেকে বা নিজেরা প্রস্তুত করে ছোট প্রশ্ন দেয়া যেতে পারে।
  • বিষয়ভিত্তিক এ্যাসাইনমেন্ট দেয়া যেতে পারে।

ইংরেজি:

  • যা পড়ানো হয়েছে তার উপর বিভিন্ন এক্সারসাইজ (বইয়ের বাইরে থেকে) দেয়া যেতে পারে।
  • ডিকটেশন: ছোট ক্লাসের জন্য সহজ কিছু শব্দ দেয়া যেতে পারে। এক্ষেত্রে অভিভাবকদের পরিস্কার দিক নির্দেশনা দিতে হবে।

অংক:

  • সংখ্যা পরিবর্তন করে অংক করতে দেয়া যেতে পারে। ছোট ক্লাসের জন্য ছোটখাট যোগ, বিয়োগ, গুন, ভাগ দেয়া যেতে পারে।
  • ক্লাস ৫, ৮, ৯, ১০ এর জন্য বিগত বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করতে দেয়া যেতে পারে। তবে তা অবশ্যই বন্ধের পূর্ব পর্যন্ত যা পড়ানো হয়েছে তার বাইরে নয়।

সমাজ/বিজ্ঞান:

  • যেই অধ্যায়গুলো পড়ানো হয়েছে তার উপর সৃজনশীল প্রশ্ন (বইয়ের বাইরে) হোম ওয়ার্ক দেয়া যেতে পারে। নতুন অধ্যায় পড়া দেয়া যেতে পারে এবং তা থেকে ছোট প্রশ্ন তৈরি করে দেয়া যেতে পারে।
  • ক্লাস-৫ বা ক্লাস-৮ এর ইতিহাস/মুক্তিযুদ্ধের অধ্যায়গুলো থেকে যেসব সাল, তারিখ বা পরিসংখ্যান আছে সেগুলো মুখস্ত করতে দেয়া যেতে পারে

উদাহরন:

উস্তাজ/উস্তাজারা প্রথমে শ্রেনি লিখবেন, তারপর সাবজেক্ট-এর নাম। এরপর নিচে যেভাবে ২টি কলাম ও প্রতি তারিখের জন্য একটি করো রো (সারি) নেয়া হয়েছে সেভাবে লিখবেন। যদি কম্পিউটার/ল্যাপটপ না থাকে, তাহলে সাদা কাগজে স্কেল দিয়ে ঘর করে তারপর লিখবেন। যেন প্রতিটি তারিখ-এর কাজ আলাদাভাবে বোঝা যায়।

চতুর্থ শ্রেণি:

বিষয়: বাংলা

১/৪/২০২০পৃষ্ঠা নং ৫ এর ৭ শিক্ষার্থী নিজে করবে।
২/৪/২০২০পৃষ্ঠা নং ৪ এর ১ এর শব্দগুলো গল্প পড়ে খুজে বের করে ঐ বাক্যটি খাতায় লিখাবেন।
৩/৪/২০২০পৃষ্ঠা নং ৪ এর ১ বাক্য তৈরি করাবেন।
৪/৪/২০২০পৃষ্ঠা নং ৪ এর ২ শিক্ষার্থী গল্প পড়ে নিজে করবে।
৫/৪/২০২০নিচের বিষয়ে শিক্ষার্থীকে একটি চিঠি লিখতে বলবেন:
“বিদেশি বন্ধুকে বাংলাদেশের প্রকৃতি  সম্পর্কে চিঠির মাধ্যমে জানাও”
৬/৪/২০২০পৃষ্ঠা নং ৭ এর ১, এই শব্দগুলো দিয়ে শিক্ষার্থী বাক্য তৈরি করবে।
৭/৪/২০২০পৃষ্ঠা নং ৭ এর ৩। শিক্ষার্থী নিজে করবে।
৮/৪/২০২০পৃষ্ঠা নং ৭ এর ৪, যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দ দিয়ে বাক্য তৈরি। শিক্ষার্থী নিজে করবে।
৯/৪/২০২০পৃষ্ঠা নং ৭ এর ৫ শব্দ দিয়ে বাক্য তৈরি। শিক্ষার্থী নিজে করবে।

শ্রেণী: ৫ম

বিষয়: অংক                                     

১/৪/২০২০অধ্যায় ১ এর ‘এক কথায় উত্তর’ পড়ে লিখবে।ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে।  
২/৪/২০২০পৃষ্ঠা ২ এর পেন্সিল আঁকা ১ করবে।
৩/৪/২০২০পৃষ্ঠা৩ এর পেন্সিল আঁকা ২ করবে।
৪/৪/২০২০পৃষ্ঠা নং ৪ এর ৪ এবং ৩এর ৮ পর্যন্ত করবে।
৫/৪/২০২০পৃষ্ঠা নং ৪-এর ৪ এবং ৩-এর ৯ – ১৫ পর্যন্ত।
৬/৪/২০২০পৃষ্ঠা নং ৬-এর ১ করবে।
৭/৪/২০২০পৃষ্ঠা নং ৬-এর ৩ করবে।
৮/৪/২০২০পৃষ্ঠা নং ৭-এর ৪  করবে।
৯/৪/২০২০পৃষ্ঠা নং ৬-এর ৫ করবে।

Class-KG

Subject: English

DateStudy Guideline for Guardian 
1 AprilThree words with “A”A দিয়ে তিনটি শব্দ বলতে বলবেন, মুখে বানান করতে বলবেন। না পারলে সাহায্য করবেন।তিনটি শব্দ না দেখে স্কুলের হোমওয়ার্কের খাতায় একবার করে লিখতে দিবেন। যেগুলো পারবে না সেই শব্দ/শব্দগুলো দশ বার করে লিখবে।স্কুলে শেখানো শব্দ ছাড়াও চাইলে অন্য শব্দ লিখতে পারবে। 
2 April Three words with “B”পূর্বের নিয়ম অনুসরণ করবেন। 
3 April Three words with “C”পূর্বের নিয়ম অনুসরণ করবেন। 
4 AprilThree words with “D”পূর্বের নিয়ম অনুসরণ করবেন। 
5 AprilThree words with “E”পূর্বের নিয়ম অনুসরণ করবেন। 
6 AprilThree words with “F”পূর্বের নিয়ম অনুসরণ করবেন।
7 AprilThree words with “G”পূর্বের নিয়ম অনুসরণ করবেন।
8 AprilThree words with “H”পূর্বের নিয়ম অনুসরণ করবেন।
9 AprilThree words with “I”পূর্বের নিয়ম অনুসরণ করবেন।

প্রিন্সিপাল
এস.সি.ডি

এস.সি.ডি’র সকল ওস্তাজ/ওস্তাজাদের প্রতি নির্দেশনা Read More »