admin

ইসলাম শিক্ষা সিলেবাস (ফুল-টাইম হিফয শাখার ছাত্রদের জন্য)

১ম শ্রেণির ফুল টাইম হিফয (নাজেরা ছাত্রদের জন্য)

(১ম শ্রেণির পরীক্ষা সব মৌখিক হবে)

  • রাতের আমল কী কী?
    • ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার
    • সূরা ইখলাস, ফালাক, নাস ৩ বার করে
    • আয়াতুল কুরসী, সূরা বাকারার শেষ ২ আয়াত
    • আমানার রাসুলু…
    • ১০০ বার আস্তাগফিরুল্লাহ
    • ঘুমানের আগে ঘুমের দোয়া
  • সকাল বিকাল এর ৩ টা দোয়া
  • ঘরে প্রবেশ ও বের হবার দোয়া
  • খাবারের আগে ও পরের দোয়া
  • ঘুমাতে যাওয়ার আগে ও উঠার দোয়া।
  • করোনা এর সময় কী করণীয়?
  • কঠিন রোগ থেকে রক্ষা পাবার দোয়া।

২য় থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত

(ফুল-টাইম হিফয-এর নাজেরা ও হিফয ছাত্রদের জন্য)

১। রব মানে কী?

২. সুন্দর জীবন পাবার শর্ত কী?

৩. ইসলাম মানে ‍কি? এর স্তম্ভ কয়টি, কী কী?

৪. দ্বীন মানে কী?

৫. ঈমান কী? এর স্তম্ভ কয়টি, কী কী?

৬. ইসলামের ১ম স্তম্ভ কোনটি লেখ? এর অর্থ লেখ।

৭. আল্লাহর অবস্থান কোথায়?

৮. শিংগায় ফুঁ দেয়ার কাজে কোন ফেরেশতা নিয়োজিত?

৯. কয়েকজন ফেরেশতার নাম ও কাজ লিখ ।

১০.কাফির ও মুসলিমের মধ্যে কোন কাজটি পার্থক্য এনে দেয় । অর্থাৎ কোন আমলের মাধ্যমে এ পার্থক্য করা যাবে ।

১১. কুরআন নাযিল হয় কত বছর ধরে?

১২. কুরআনে মোট কয়টি সূরা ও আয়াত রয়েছে?

১৩. আসমানী কিতাব কী? প্রধান ৪টি আসমানী কিতাবের নাম এবং তা কোন কোন নবীর প্রতি নাযিল হয়েছে তা লিখ ।

১৪. সর্বোচ্চ সাফল্য কোনটি?

১৫. আল্লাহ ও তাঁর রাসূলের কথা মেনে চললে কী লাভ করবো?

১৬. তাওহীদ কী?

১৭. তাকওয়া কী? মুত্তাকী কে?

১৮. যা কোন চোখ দেখেনি, যা কোন কান শোনেনি, যা কোন অন্তর অনুভব করেনি এসব জিনিস আমরা কোথায় পাব?

১৯. জান্নাতের বর্ণনা দাও ।

২০. অযু শুরুর শর্ত কী?

২১. অযু শেষের দোয়া কী? এর অর্থ কী?

২২. অযুর ধারাবাহিকতা বলতে কী বুঝ?

২৩. আল্লাহর অবস্থান কোথায়?

২৪. আল্লাহ কি শুধুই রহমানুর রাহীম অর্থাৎ দয়ালু নাকি তিনি কঠিন আযাব দিতেও পারেন? কেন এবং কাদের তিনি শাস্তি দিবেন ।

২৫. আল্লাহর আযাব থেকে বাঁচার উপায় কী?


৫ম থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা নিচের টপিকগুলো অতিরিক্ত পড়বে।

যেমন জান্নাত জাহান্নামের বর্ণনা, কিয়ামতের বর্ণনা, সূরা আল-কাউসার ও আল-আসর।

Half-yearly exam of Hifz and Najera Students

Assalamualaikum,

All full-time “Hifz and Najera” students will attend only the following exams in the upcoming Half-yearly exam as per published routine:

  1. Islam
  2. Bengali
  3. English
  4. Math

All Part-time “Hifz & Najera” students will attend all the subjects in the upcoming Half-yearly exam.

  • Islam syllabus (Full-time Hifz & Najera Boys): The topics taught upto 15 March 2020.
  • Islam syllabus (Full-time Hifz & Najera Girls): As per published syllabus of school.

Arabic, Hifz and Najera exam of full-time & Part-time Hifz & Najera students will be held after the Half-yearly exam, in-sha-Alla.

Ma Assalama,

SCD Admin.

অর্ধ-বার্ষিক পরীক্ষা ২০২০

আসসালামুআলাইকুম,

এসসিডি’র সকল অভিভাবক এবং শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান করোনা পরিস্থিতি, সরকারি নির্দেশনা ইত্যাদি বিবেচনা করে স্কুলের অন-ক্যাম্পাস কার্যক্রম শুরু করার কোনো নির্দিষ্ট সময় নির্ধারণ করা যাচ্ছে না। 

আপনারা সবাই অবগত আছেন, রমাদান থেকেই স্কুলের ওস্তাজ/ওস্তাজারা শিক্ষার্থীদের ফোনের মাধ্যমে খোঁজখবর নিচ্ছেন এবং কিছু কিছু ক্ষেত্রে Whatsapp-এর  মাধ্যমে পড়া দেখা ও ফিডব্যাক প্রদান করছেন।

এছাড়া ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির অনলাইন ক্লাস চালু হয়েছে এবং ধীরে ধীরে ৫ম শ্রেণির ক্লাস কীভাবে অনলাইনের মাধ্যমে শুরু করা যায় তা বিবেচনাধীন রয়েছে।

বর্তমান পরিস্থিতিতে বিশেষ পদ্ধতিতে অর্ধ-বার্ষিক পরীক্ষার (কেজি – ১০ম শ্রেণি) আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু নার্সারির পরীক্ষা কিছু বিশেষ ব্যবস্থাপনায় এবং ওস্তাজ/ওস্তাজাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আয়োজন করতে হয়, তাই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পূর্ব পর্যন্ত নার্সারির কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না। নার্সারির শিক্ষার্থীরা স্কুলের নির্দেশনা অনুযায়ী পড়াশোনা চালিয়ে যাবে। 

বোর্ড পরীক্ষা ব্যতীত বাকি ক্লাসগুলোর বার্ষিক পরীক্ষার জন্য পরবর্তীতে রিভাইসড একটি সিলেবাস প্রনয়ণ করা হবে ইন-শা-আল্লাহ। অর্ধবার্ষিক পরীক্ষার উদ্দেশ্য, সিলেবাস, পরীক্ষার স্থান ইত্যাদি বিষয় নিচে বিস্তারিত উল্লেখ করা হলো:

অর্ধবার্ষিক পরীক্ষার উদ্দেশ্য ও পদ্ধতি

১) বিশেষ পরিস্থিতিতে অর্ধবার্ষিক পরীক্ষা আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনার সাথে যুক্ত রাখা। বর্তমান এই অভূতপূর্ব পরিস্থিতিতে আমাদের প্রায় সবার ব্যক্তিগত ও সমষ্টিগত, সামাজিক ও অর্থনৈতিক জীবনাচরণে ব্যাপক পরিবর্তন এসেছে। পাশাপাশি পারিবারিক দৈনন্দিন রুটিনেও বিশাল পরিবর্তন এসেছে। 

এমতাবস্থায় আমরা চাচ্ছি শিক্ষার্থীরা স্কুল তথা নিয়মিত পড়াশোনার কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকবে, যে কোনো উপায়ে সিলেবাস শেষ করা আমাদের লক্ষ্য নয়।

২) স্কুল খোলার পর থেকে রমাদান পর্যন্ত স্কুলে এবং ওয়েবসাইটের মাধ্যমে যতটুকু পড়া দেয়া হয়েছে, তার উপরই পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

৩) পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের যার যার বাসায়। অভিভাবকগণ পরীক্ষা গ্রহণের দায়িত্বে থাকবেন। পরীক্ষা আয়োজনে প্রত্যেক অভিভাবক সর্বোচ্চ সতর্কতা এবং নিয়মানুবর্তিতা অবলম্বন করবেন, ইন-শা-আল্লাহ। পরীক্ষার্থী যেন সততার সাথে পরীক্ষায় অংশগ্রহণ করে তা নিশ্চিত করবেন।

৪) প্রতিটি পরীক্ষার প্রশ্নপত্র (পিডিএফ ফরম্যাটে) উক্ত পরীক্ষার দিন সকাল ৮:৩০ মিনিটে স্কুলের ওয়েবসাইটে পাবলিশ করা হবে। ওয়েব লিংক পরবর্তিতে জানিয়ে দেয়া হবে, ইন-শা-আল্লাহ।  

যারা একান্তই ওয়েবসাইট থেকে প্রশ্ন সংগ্রহ করতে পারবেন না, তারা স্কুলের নাম্বারে যোগাযোগ করে শিক্ষার্থীর নাম ও অভিভাবকের নাম জানিয়ে রাখবেন। আমরা বিকল্প ব্যবস্থার চেষ্টা করব ইন-শা-আল্লাহ। তবে আমরা চাইব আপনারা বাসায় থেকেই পরীক্ষার পুরো কার্যক্রম পরিচালনা করবেন।

পরীক্ষা নেয়ার বিস্তারিত পদ্ধতি পরবর্তিতে জানানো হবে ইন-শা-আল্লাহ।


Half Yearly Examination Routine- 2020

Exam starts at 9:00AM

উপরের রুটিনে উল্লিখিত তারিখসমূহে কেজি’র লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর মৌখিক পরীক্ষা নিচের রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।

কেজির মৌখিক পরীক্ষার রুটিন

১৯.৭.২০ – বাংলা (মর্নিং)

২০.৭.২০ – বাংলা (ডে)

২১.৭.২০ – ইংরেজি (মর্নিং)

২২.৭.২০ – ইংরেজি (ডে)

২৩.৭.২০ – গণিত (মর্নিং + ডে)

পরীক্ষার সময়:: সকাল ৯.০০ – দুপুর ১.০০ টা


জরুরী তারিখসমূহ:

  • পরীক্ষা শুরুর তারিখ: ১২ জুলাই ২০২০
  • রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তারিখ: ২০ আগস্ট ২০২০

বর্তমান এই ক্রান্তিকালে বিশেষ পদ্ধতিতে পরীক্ষা আয়োজনে সকল অভিভাবক ও শিক্ষার্থীদের কাছ থেকে বিশেষ সহযোগিতা কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা যেন আমাদের শিক্ষার্থীদের আবার নিয়মিত স্কুলে অংশগ্রহণ করার তৌফিক দান করেন এবং এই মহামারির বিপদ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, আমীন।

যে কোনো প্রয়োজনে সাহায্যের জন্য কল করুন: 01705-679603

অধ্যক্ষ

স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট

তিলাওয়াত প্রতিযোগিতা

(তারাতিল রমাদান)

কিভাবে অংশগ্রহন করবেন?

উস্তাজ আরিফুর রহমান

আপনার বাড়িতে থাকুন এবং এখন ইকরা স্যাটেলাইট চ্যানেলে কুরআন (তারাতিল রমাদান) প্রতিযোগিতায় প্রত্যক্ষভাবে অংশ নিন।

যা রমজান মাসের প্রতিদিন মক্কার সময়  রাত ১১:৩০  শেখ ডাঃ আয়মান সওয়েদের সাথে সরাসরি তত্ত্বাবধানে এবং ইসমাইল আল শিবলির উপস্থাপনে সরাসরি প্রচারিত হবে।

?? নগদ পুরস্কার জিতুন??

প্রতিদিন ৩ জন করে বিজয়ী বাছাই করা হবে প্রত্যেক পর্ব থেকে পুরো রমজান মাস জুড়ে।

প্রথম বিজয়ী, পবিত্র রমজান মাসের শেষে, চূড়ান্ত প্রতিযোগিতার জন্য বাছাইকৃত হবে এবং বড় পুরষ্কার জেতার যোগ্যতা অর্জন করবে।

প্রতিযোগিতায় অংশ নিতে, নিম্নলিখিত শর্তাবলী এবং নির্দেশাবলী অনুসরণ করুন:

  •  আপনার মোবাইল দ্বারা উচ্চ মানের এবং পরিষ্কার ভয়েস সহ চিত্রিত কুরআন তেলাওয়াতের একটি ভিডিও ক্লিপ প্রেরণ করুন।
  • আবৃত্তি শুরুর আগে আপনার নাম এবং দেশ উল্লেখ করুন (আরবীতে)
  •  পবিত্র কুরআন তিলাওয়াত করার জন্য উপযুক্ত সূরা/আয়াতসমূহ বেছে নিন, যাতে দৈর্ঘ্য ২-৩ মিনিটের মধ্যে থাকে।
  • আপনি মুসহাফ না দেখে তিলাওয়াত করবেন।
  • যে কোনও জায়গা এবং যে কোনও দেশ থেকে পাঠাতে পারবেন।
  • সমস্ত এন্ট্রিগুলি থেকে শেখ ডাঃ আয়মান স্যুইদ এর সভাপতিত্বে বিশেষায়িত বোর্ডের মাধ্যমে প্রাথমিক মূল্যায়ন হবে, যাতে সরাসরি পর্বে প্রদর্শিত হওয়ার জন্য সেরা এন্ট্রিগুলি বাছাই করা হয় এবং প্রতিযোগিতায় প্রবেশ করতে পারে।

বিজয়ীদের নিম্নলিখিত মানদণ্ড অনুসারে বাছাই করা হবে:

  • কোনপ্রকার ভুল ছাড়া বিশুদ্ধভাবে তিলাওয়াত
  • সঠিক মাখরাজসহ
  • তাজউইদের নিয়মের প্রয়োগ
  • আবৃত্তিতে কণ্ঠের সৌন্দর্য

বিজয়ীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করা হবে, যেখান থেকে ক্লিপটি পাঠানো হয়েছে, পুরষ্কার গ্রহণের জন্য।

যে কোনও সময় নিম্নলিখিত Whatsapp-এ ক্লিপগুলি প্রেরণ করুন (00966539440078) নাম এবং দেশের নাম সহ।

এন্ট্রি গ্রহণের সময়সীমা রমজান মাসের ২৪ তারিখ (সৌদি আরবের হিসাবে) বা মে মাসের ১৭ তারিখ

রমাদান ১৪৪১-এ বাসায় হিফজ-এর পড়া সংক্রান্ত নির্দেশনা

আসসালামুআলাইকুম,

রমাদান এর মধ্যে হিফজ বিভাগের শিক্ষার্থীদের প্রতি বাসায় পড়ার কিছু দিক নির্দেশনা:

১) হিফজ বিভাগ: প্রতিদিন পেছনের মুখস্ত পড়া (অর্ধেক পারা করে) রিভিশন দিবে এবং ১ পারা রিডিং পড়বে।
২) নাজেরা বিভাগ: প্রতিদিন ১০ পৃষ্ঠা করে পুরাতন পড়া রিডিং পড়বে।
৩) আরবি: ক্লাসে যা পড়ানো হয়েছে তা রিভিশন দিবে।

অভিভাবকদের উপরোক্ত বিষয় নিশ্চিত করে দৈনিক তদারকিপত্রের একটি নমুনা তৈরি করে তাতে স্বাক্ষর করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

উস্তাদ আব্দুল মাতিন
বিভাগীয় প্রধান,
হিফজ বিভাগ, এস.সি.ডি

বিকাশ-এর মাধ্যমে স্কুলের ফি পরিশোধ

আসসালামুআলাইকুম,

বিকাশের মাধ্যমে স্কুল ফি প্রদানের প্রক্রিয়া:

১) Bkash Merchant Number: 01700714116 (এই নাম্বার-এ Merchant Number/Agent Number থেকে টাকা পাঠানো যাবে না, শুধুমাত্র Personal Bkash Account থেকে পাঠানো যাবে)

২) 01700714116 এই নাম্বারে টাকা পাঠাতে হলে “Make Payment”অপশন-এ যেতে হবে, “Send Money” অপশন ব্যবহার করা যাবে না। Reference এর স্থানেSCD” লিখবেন।

৩) স্কুলের ফি বিকাশ করার পর, অনুগ্রহ করে নিচের তথ্যগুলো ঐ একই নাম্বার-এ 01700714116 এস.এম.এস করবেন এবং অবশ্যই ভবিষ্যৎ রেফারেন্স-এর জন্য ট্রানজেকশান আইডিটি (TRX ID) সংরক্ষণ করবেন।

– শিক্ষার্থীর নাম:

– ক্লাস:

– ফি প্রদানের মাস:

– টাকার অংক:

– বিকাশ ট্রানজেকশান নাম্বার:

মা আসসালামা,

এস সি ডি এডমিন

এস.সি.ডি’র সকল ওস্তাজ/ওস্তাজাদের প্রতি নির্দেশনা (২৬ এপ্রিল – ২১ মে পর্যন্ত বাড়ির কাজ)

(২৬ এপ্রিল – ২১ মে পর্যন্ত বাড়ির কাজ)

আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

হোম ওয়ার্ক দেয়ার ক্ষেত্রে যা যা মনে রাখতে হবে:

আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

এস.সি.ডি সব ওস্তাজ/ওস্তাজাদের জাযাকুমুল্লাহু খাইরান, সুন্দরভাবে শিক্ষার্থীদের বাড়ির কাজ দেওয়ার জন্য। রমাদান মাসে একইভাবে আমরা বাড়ির কাজ দিতে যাচ্ছি, ইন-শা-আল্লাহ। পড়া দেয়ার সময় নিচের বিষয়গুলো মনে রাখতে হবে।

  • যেহেতু সব অভিভাবক এবং ৪র্থ শ্রেণি থেকে অধিকাংশ শিক্ষার্থী সিয়াম পালন করবেন, তাই এমনভাবে পড়া দিতে হবে যেন কম সময়ে বাড়ির কাজ শেষ করা যায়।
  • ১ – ২৩ এপ্রিল-এর মধ্যে দেয়া পড়ার মধ্যে যদি কোন বিষয়ে রিভিশন শেষ হয়ে থাকে, তবে অর্ধবার্ষিকীর সিলেবাস থেকে নতুন এবং সহজ পড়া দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে খেয়াল রাখবেন যেন সব অভিভাবক সেগুলো পড়াতে পারেন।
  • আমাদের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের পড়াশোনার সাথে সম্পৃক্ত রাখা, সিলেবাস শেষ করা বা পড়াশোনার জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করা নয়।
  • নিচের google doc-এ তৈরি করা ক্লাস-ভিত্তিক ফাইলের লিংকে ক্লিক করে নির্দিষ্ট টেবিলে আগামী ২১/৪/২০২০ বিকাল ৪:০০টার মধ্যে পড়া আপডেট করবেন।
  • প্রতিটি ফাইলে ডে-শিফট ও মনিং শিফট-এর জন্য আলাদা টেবিল করা আছে। অবশ্যই খেয়াল করে যার যার নির্দিষ্ট বিষয় (শিফট অনুযায়ী) আপডেট করবেন। যারা দুই শিফটে একই বিষয়ের ক্লাস নিয়ে থাকেন, তারা দুটি টেবিল (মর্নিং শিফট ও ডে-শিফট) আলাদা আলাদাভাবে আপডেট করবেন।
  • যতটা সম্ভব বিশদভাবে নির্দেশনা লিখবেন যেন অভিভাবকগণ সহজেই বুঝতে পারেন।

বিষয়ভিত্তিক দিকনির্দেশনা:

ইসলাম:

বি.দ্র: হুমায়রা উস্তাযার পক্ষ থেকে ইসলাম শিক্ষা উস্তায/উস্তাযাদের জন্য বাড়ির কাজের নির্দেশনা

কুরআন:

  • কুরআন তিলাওয়াত: ছোটদের জন্য নির্দিষ্ট সূরা এবং বড়দের জন্য পৃষ্ঠা নাম্বার নির্ধারন করে দেয়া যেতে পারে।
  • তাজউইদের নিয়মসমূহ আত্মস্থ করবে।
  • ক্লাস-৪ থেকে ক্লাস-১০ পর্যন্ত শিক্ষার্থীরা প্রতি রাতে সূরা মূলক পড়বে। শুক্রবারে সূরা কাহাফ পড়বে ইত্যাদি। 
  • প্রাত্যহিক সকাল-সন্ধ্যার জিকির ও আজকারসমূহ নির্ধারন করে দিতে হবে।

আরবী:

  • যা পড়ানো হয়েছে তা রিভিশন দেয়ার দিক নির্দেশনা দিতে হবে।

বাংলা:

  • সহজ অধ্যায়গুলো থেকে শব্দার্থ, বাক্য রচনা বা যেসব পড়া তৈরি করতে বিশেষভাবে কোন কিছু বোঝানোর প্রয়োজন নেই, সেসব অধ্যায় থেকে পড়া দেয়া যেতে পারে। 
  • বই থেকে বা নিজেরা প্রস্তুত করে ছোট প্রশ্ন দেয়া যেতে পারে।
  • বিষয়ভিত্তিক এ্যাসাইনমেন্ট দেয়া যেতে পারে।

ইংরেজি:

  • যা পড়ানো হয়েছে তার উপর বিভিন্ন এক্সারসাইজ (বইয়ের বাইরে থেকে) দেয়া যেতে পারে।
  • ডিকটেশন: ছোট ক্লাসের জন্য সহজ কিছু শব্দ দেয়া যেতে পারে। এক্ষেত্রে অভিভাবকদের পরিস্কার দিক নির্দেশনা দিতে হবে।

গণিত:

  • সংখ্যা পরিবর্তন করে গাণিতিক সমস্যার সমাধান করতে দেয়া যেতে পারে। ছোট ক্লাসের জন্য ছোটখাট যোগ, বিয়োগ, গুন, ভাগ দেয়া যেতে পারে।
  • ক্লাস ৫, ৮, ৯, ১০ এর জন্য বিগত বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করতে দেয়া যেতে পারে। তবে তা অবশ্যই বন্ধের পূর্ব পর্যন্ত যা পড়ানো হয়েছে তার বাইরে নয়।

সমাজ/বিজ্ঞান:

  • যেই অধ্যায়গুলো পড়ানো হয়েছে তার উপর সৃজনশীল প্রশ্ন (বইয়ের বাইরে) বাড়ির কাজ দেয়া যেতে পারে। নতুন অধ্যায় পড়া দেয়া যেতে পারে এবং তা থেকে ছোট প্রশ্ন তৈরি করে দেয়া যেতে পারে।
  • ক্লাস-৫ বা ক্লাস-৮ এর ইতিহাস/মুক্তিযুদ্ধের অধ্যায়গুলো থেকে যে সব সাল, তারিখ বা পরিসংখ্যান আছে সেগুলো মুখস্ত করতে দেয়া যেতে পারে।

মা আসসালামা

প্রিন্সিপাল

এস.সি.ডি

২০২৫ শিক্ষাবর্ষের "ভর্তি ফর্ম " ১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত পাওয়া যাবে, ইন-শা-আল্লাহ। বিস্তারিত জানতে ক্লিক করুন

X