তীব্র তাপপ্রবাহের কারণে বিশেষ ক্লাস রুটিন (এপ্রিল ২০২৪)

আসসালামুআলাইকুম,

তীব্র তাপপ্রবাহের কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ২৮ এপ্রিল ২০২৪ (রবিবার) থেকে স্কুল কার্যক্রম শুরু হতে যাচ্ছে, ইন-শা-আল্লাহ।

১) পরবর্তী নির্দেশনা আসার পূর্ব পর্যন্ত নার্সারি ও কেজি শ্রেণির কোনো ক্লাস অনুষ্ঠিত হবে না। তবে স্কুল থেকে নার্সারি ও কেজি’র শিক্ষার্থীদের জন্য কিছু বাড়ির কাজ দেওয়া হবে, ইন-শা-আল্লাহ।
২) ১ম-৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের কুরআন ও আরবি ক্লাস নিয়মিত অনুষ্ঠিত হবে এবং এরপর প্রতিদিন একটি করে বিষয়ের উপর ক্লাস হবে ও বাড়ির কাজ দেওয়া হবে।
৩) ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস রুটিন নিম্নে আলাদাভাবে প্রকাশ করা হল।

অন্যান্য নির্দেশনা:
১) শিক্ষার্থীরা অবশ্যই স্কুলে থাকাকালীন প্রচুর পরিমাণে পানি পান করবে।
২) কোনো শিক্ষার্থী অসুস্থ থাকলে স্কুলে আসবে না।
৩) শিক্ষার্থীরা কেউ স্কুলে থাকাকালীন অসুস্থ বোধ করলে তাৎক্ষণিক স্কুল কর্তৃপক্ষকে অবহিত করবে।
৪) স্কুলের ক্লাস শেষে শিক্ষার্থীরা মাঠে বা গ্যারেজে খেলাধুলা করা থেকে সম্পূর্ণ বিরত থাকবে। ছুটি হওয়ার সাথে সাথেই অভিভাবকবৃন্দ শিক্ষার্থীদের বাসায় নিয়ে যাবেন, ইন-শা-আল্লাহ।
৫) অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ সাথে ছাতা রাখবেন।
৬) সর্বোপরি আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালার কাছে দু’আ করবো, যেন তিনি এই তীব্র গরম থেকে আমাদের হেফাজত করেন এবং বৃষ্টি বর্ষণ করে পরিবেশ স্বস্তিদায়ক করে দেন, আমীন।

মা’আসসালামাহ,

অধ্যক্ষ
এস সি ডি (মোহাম্মদপুর শাখা)

Morning Shift Routine

Class07:10-8:1008:10-9:009:00-9:209.20-9:50
Class 1-8Quran ClassArabic ClassTiffin General Class
Sunday: Math
Monday: English
Tuesday: Science/BGS
Wednesday: Islam
Thursday: Will be announced by class teacher

Class07:10-8:1008:10-9:009:00-9:2009:20-9:50
Class-09Quran ClassMath: Sun, Tuesday, Thursday  
English: Mon, Wed
TiffinScience: Sun, Tuesday, Thursday  
BGS: Mon, Wed

Class7:10 – 7:457:45 – 8:258:25- 9:009:00-9:209:20- 9:50
Class-10Physics: (Sun, Tue, Thu)
English: (Mon, Wed)
Higher Math: (Sun, Tue)
Chemistry: (Mon, Wed) BGS: (Thu)
Math: (Sun, Tue, Thu)
Bangla: (Mon, Wed)
Tiffin Biology: (Sun, Tue)
Islam: (Mon, Wed)
ICT: Thursday 

Day Shift Routine

Class10:30-11:3011:30-12:1012:10-12:3012:30-01:00
Class
1-8
Quran ClassArabic ClassTiffin General Class
Sunday: Math
Monday: English
Tuesday: Science/BGS
Wednesday: Islam
Thursday: Will be announced by class teacher

Class10:30-11:3011:30-12:10 pm12:10 pm -12:30 pm12:30 pm – 01:00 pm
Class-09Quran ClassMath: Sun, Tuesday, Thursday  
English: Mon, Wed
Tiffin Science: Sun, Tuesday, Thursday  
BGS: Mon, Wed

Class10:30 – 11:0511:05 – 11:4011:40 am- 12:10 pm12:10 pm – 12:30 pm12:30 pm – 1:00 pm
Class-10Physics: (Sun, Tue, Thu)
English: (Mon, Wed)
Higher Math: (Sun, Tue)
Chemistry: (Mon, Wed)
BGS: (Thu)
Math: (Sun, Tue, Thu)
Bangla: (Mon, Wed)
Tiffin Biology: (Sun, Tue)Islam: (Mon, Wed)ICT: Thursday