লেখা জমাদানের আহবান সংক্রান্ত বিজ্ঞপ্তি
আসসালামু আলাইকুম,
শিক্ষার্থীদের সৃজনশীলতা, চিন্তাশক্তির উৎকর্ষ সাধন এবং লেখার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এস সি ডি কর্তৃপক্ষ দেয়ালিকা প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ।
লেখার বিষয়াবলী:
১. ইসলাম ও নবী-রাসূলগণের জীবনী:
- শিশু-কিশোরদের উপযোগী রাসুলুল্লাহ ﷺ-এর সীরাতের শিক্ষণীয় ঘটনা
- অন্যান্য নবী-রাসূলগণের জীবন থেকে শিক্ষামূলক ঘটনা
- সাহাবাদের আদর্শ ও ত্যাগের গল্প
২. ইসলামী মূল্যবোধ ও সামাজিক সমস্যা:
- ইসলামের দৃষ্টিতে বর্তমান সামাজিক সমস্যা ও তার সমাধান (যেমন: মিথ্যা, অহংকার, ঘৃণা, বুলিং ইত্যাদি)
- পারিবারিক বন্ধন ও সম্মানবোধ
- ইসলামি সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা
৩. শিক্ষামূলক ও বৈজ্ঞানিক বিষয়:
- সাম্প্রতিক বৈজ্ঞানিক আবিষ্কার ও ইসলামী দৃষ্টিকোণ
- পরিবেশ সুরক্ষায় ইসলামের নির্দেশনা
- প্রযুক্তির সঠিক ব্যবহার ও ইসলামী বিধান
৪. সাহিত্য ও সৃজনশীল রচনা:
- ছড়া, কবিতা, গল্প
- ভ্রমণকাহিনী (ঐতিহাসিক বা শিক্ষণীয় স্থানের অভিজ্ঞতা)
৫. ইতিহাস ও সংস্কৃতি:
- মুসলিম বিজ্ঞানীদের অবদান
- মুসলিম সভ্যতার স্বর্ণযুগ
- ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রভাব
জমাদানের নিয়মাবলী:
১. লেখা সম্পূর্ণ মৌলিক হতে হবে। কোনো উৎস থেকে নকল করা যাবে না।
২. এআই (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া যাবে না।
৩. লেখার পরিমাণ সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে
৪. প্রতিটি শিক্ষার্থী সর্বোচ্চ একটি A4 সাইজের পৃষ্ঠায় হাতে লিখিত লেখা জমা দিতে পারবে।
৫. লেখা স্পষ্ট ও সুন্দর হস্তাক্ষরে লিখতে হবে (অস্পষ্ট লেখা গ্রহণযোগ্য হবে না)।
৬. ইসলামী আদর্শ, নৈতিকতা ও স্কুল নীতিমালার সাথে সাংঘর্ষিক কোনো বিষয় লেখা যাবে না।
৭. ১ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।
৮. ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা আলাদা দেয়ালিকা প্রকাশ করা হবে (ইন শা আল্লাহ)।
৯. লেখা নির্বাচন এসসিডি কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভরশীল।
১০. লেখার উপরে অথবা নিচে শিক্ষার্থীর নাম, আই.ডি., শ্রেণি ও সেকশন উল্লেখ করতে হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
- অভিভাবকগণকে অনুরোধ করা হচ্ছে, তারা যেন শিক্ষার্থীদের এই দেয়ালিকা লিখনে কোনো সাহায্য না করেন। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের নিজস্ব চিন্তা ও সৃজনশীলতা বিকাশ ঘটান।
- লেখা জমাদানের শেষ তারিখ: ১২ মে, ২০২৫ (সোমবার)। শ্রেণি শিক্ষক/শিক্ষিকার কাছে জমা দিতে হবে।
আমরা আশা করি, সকল শিক্ষার্থী এই প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, ইন-শা-আল্লাহ।
জাযাকুমুল্লাহু খাইরান
এস সি ডি এডমিন