শিক্ষার্থীদের স্কুল প্রাঙ্গনে প্রবেশ ও বাহির হওয়া সংক্রান্ত নোটিস

আসসালামুআলাইকুম,

আলহামদুলিল্লাহ, এস.সি.ডি মোহাম্মদপুর শাখায় যেহেতু সপ্তাহে ৫ দিন প্রতিটি শ্রেণির ক্লাস অনুষ্ঠিত হচ্ছে, তাই ব্যবস্থাপনার সুবিধার্থে নার্সারি ও কেজি সহ সকল শ্রেণির সম্মানিত অভিভাবকদের অনুরোধ করা যাচ্ছে যে, আপনারা শিক্ষার্থীদের স্কুলের নিচ তলা পর্যন্ত পৌঁছে দিবেন, ইন-শা-আল্লাহ। নিচ তলা থেকে স্কুল কর্তৃপক্ষ নার্সারি ও কেজি শ্রেণির শিক্ষার্থীদের নিজ নিজ শ্রেণিকক্ষে পৌছে দিবে। একইভাবে ছুটির পর অভিভাবকবৃন্দ নিচতলায় অপেক্ষা করবেন এবং শিক্ষার্থীরা ক্লাস শেষে নিচে নেমে আসার পর তাদের নিয়ে যাবেন, ইন-শা-আল্লাহ।

এছাড়া শিক্ষার্থীরা যেন সবসময় আই.ডি. কার্ড পরিধান করে থাকে সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখবেন ইন-শা-আল্লাহ।

মা আসসালামাহ,
এস.সি.ডি এডমিন