হিফজ অন-ক্যাম্পাস ক্লাস (প্রতি শনিবার)

আসসালামুআলাইকুম,

আগামী ৬ ফেব্রুয়ারি থেকে প্রতি শনিবার এস.সি.ডি স্কুলের হিফজ বিভাগের শিক্ষার্থীরা সাপ্তাহিক পড়া শোনানোর জন্য স্কুলে ক্লাস করবে, ইন-শা-আল্লাহ। বাকি দিনগুলো (রবি-বৃহস্পতি) পূর্বের মত অনলাইনে ক্লাস হবে, ইন-শা-আল্লাহ।

বিশেষভাবে উল্লেখ্য, শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গনে প্রবেশের পূর্বে অবশ্যই মাস্ক পরিধান করে আসবে। এছাড়া স্কুল প্রাঙ্গনে প্রবেশের পরেও পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করতে হবে।

কোনো অভিভাবক যদি স্বাস্থ্য ঝুকির কথা মাথায় রেখে শিক্ষার্থীদের স্কুল প্রাঙ্গনের পাঠাতে না চান, তবে তাদের পড়া অনলাইনেই শোনা হবে ইন-শা-আল্লাহ। যারা শনিবার বাসায় থেকে পড়া শোনাবেন, তারা নিচের গুগল ফর্মটি পূরণ করবেন।

https://forms.gle/CQF6axr9bva8C8Ve8

এই ফর্ম যারা পূরণ করবেন, শুধুমাত্র তাদেরকেই শনিবারে ফোন করা হবে। শনিবারের এই ক্লাসে অংশগ্রহনের ক্ষেত্রে যেকোনো একটি মাধ্যম বাছাই করতে হবে।

ক্লাস টাইম:
– মেয়ে শিক্ষার্থী (নাজেরা ও হিফজ): সকাল ৭:০০-১০:০০
– ছেলে শিক্ষার্থী (নাজেরা ও হিফজ): সকাল ১০:৩০-২:০০

এস.সি.ডি এডমিন।

বি.দ্র. প্রতি শনিবার স্কুল প্রাঙ্গনে হিফজ-এর ক্লাস আয়োজনে এস.সি.ডি স্কুল সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার যথাসাধ্য চেষ্টা করবে। তথাপি কোনো শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হলে এর দায়দায়িত্ব স্কুল কর্তৃপক্ষ বহন করবে না।