২০২৩ বার্ষিক পরীক্ষার ফলাফল  গ্রহণ সংক্রান্ত দিকনির্দেশনা:

১৪ ডিসেম্বর ২০২৩ (বৃহস্পতিবার) বার্ষিক পরীক্ষার ফলাফল গ্রহণের শিডিউল:

নার্সারি – ১ম শ্রেণি: সকাল ৯:০০ – ১১:০০
২য়-৫ম এবং ৮ম-১০ম শ্রেণি: সকাল ১১:০০ দুপুর ১:০০
৬ষ্ঠ-৭ম শ্রেণি: যেহেতু সরকারি নির্দেশনা অনুযায়ী নৈপূণ্য এ্যাপের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে, তাই শিক্ষার্থীদের প্রমোশন সিদ্ধান্ত ফোন কলের মধ্যমে জানিয়ে দেওয়া হবে, ইন-শা-আল্লাহ।

ফলাফল  গ্রহণ সংক্রান্ত দিকনির্দেশণা:
১) স্কুলের নিচ তলা থেকে ফলাফল সংগ্রহ করতে হবে।
২) যাদের ডিসেম্বর পর্যন্ত ফি বকেয়া আছে, তাদের স্কুল ফি পরিশোধ করে ২য় তলা থেকে ফলাফল সংগ্রহ করতে হবে।
৩) যারা বকেয়া ফি পরবর্তীতে (ডিসেম্বর ২০২৩-এর মধ্যে) পরিশোধ করার মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে চান, তারা ২য় তলায় অফিসে যোগাযোগ করে নির্ধারিত “অঙ্গিকারপত্র” পূরণ করে ফলাফল সংগ্রহ করবেন, ইন-শা-আল্লাহ।

২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি:
১) ২০২৩ শিক্ষাবর্ষে উত্তীর্ণ (Promoted) শিক্ষার্থীরা ফলাফল প্রকাশের পর উক্ত দিনেই পরবর্তী শিক্ষাবর্ষে ভর্তি নিশ্চিত করতে পারবেন। (বিস্তারিত দেখতে: https://scdbd.org/fxm23/
২) যারা অনুত্তীর্ণ শিক্ষার্থী (Not Promoted), তারা ফলাফল প্রকাশের পর একই ক্লাসে (২০২৩ সালে যেই ক্লাসে অধ্যয়ণ করেছে সেই ক্লাসে) ভর্তি হতে পারবে।
৩) যাদের রেজাল্ট (Withheld) থাকবে, তাদের অভিভাবকবৃন্দ প্রিন্সিপাল উস্তাজ-এর সাথে শিক্ষার্থীসহ দেখা করবেন।

মা’আসসালামাহ,

অধ্যক্ষ
এস সি ডি (মোহাম্মদপুর শাখা)