বার্ষিক পরীক্ষা ২০২৪: প্রিপারেটরি লিভ

আসসালামুআলাইকুম,

আগামী ১০ ও ১১ নভেম্বর ২০২৪ (যথাক্রমে রবিবার ও সোমবার) বার্ষিক পরীক্ষার জন্য প্রিপারেটরি লিভ থাকবে এবং ১২/১১/২০২৪ থেকে রুটিন অনুযায়ী বার্ষিক পরীক্ষা শুরু হবে ইন-শা-আল্লাহ।

•⁠ ⁠৯ নভেম্বর (শনিবার) হিফজ-এর ক্লাস যথারীতি চলবে।
•⁠ ⁠১ম – ৯ম শ্রেণি: ১০ ও ১১ নভেম্বর মর্ণিং শিফট-এর উস্তাজ/উস্তাজারা সকাল ৯:০০টা থেকে ১২:০০ পর্যন্ত এবং ডে শিফট-এর উস্তাজ ও উস্তাজারা দুপুর ১:০০টা থেকে ৪:০০টা পর্যন্ত স্কুলে উপস্থিত থাকবেন।
•⁠ ⁠নার্সারি ও কেজি: ১০ ও ১১ নভেম্বর, নার্সারি ও কেজি শ্রেণির উভয় শিফট-এর উস্তাজ/উস্তাজারা সকাল ৯:০০টা থেকে ১২:০০ পর্যন্ত স্কুলে উপস্থিত থাকবেন।

শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে স্কুলে এসে নির্দিষ্ট শ্রেণির উস্তাজ/উস্তাজার সাথে দেখা করতে পারবেন, ইন-শা-আল্লাহ।

মা’আসসালামাহ,

এস সি ডি এডমিন