নিউ হিফজ শিক্ষার্থীদের বাসায় পড়া দেওয়া সংক্রান্ত নোটিশ

আসসালামু আলাইকুম,

নিউ হিফজের শিক্ষার্থীরা বাসায় সর্বসাম্প্রতিক রিভিশন অংশটুকু অভিভাবকের কাছে পড়া শুনাতে গিয়ে কয়টি ‘তানবীহ’ ও কয়টি ‘ফাতহ্’ হয় সেটা ডায়রিতে লিখে দিবেন ইন-শা-আল্লাহ।

‘তানবীহ’ এর জন্য T – সংখ্যা এবং ‘ফাতহ্’ এর জন্য F – সংখ্যা লিখতে হবে।

‘তানবীহ’ হচ্ছে (পড়া শুনাতে গিয়ে ভুলে যাচ্ছে কিন্তু আবার নিজেই মনে করে পড়তে পারছে)।

আর ‘ফাতহ্’ হচ্ছে (পড়া শুনাতে গিয়ে ভুলে যাচ্ছে কিন্তু নিজে নিজে ঠিক করতে পারছে না বরং পুনরায় তাঁকে বলে দিতে হচ্ছে)

মা’আসসালামাহ, 
এস সি ডি এডমিন