মাদানী মুসহাফ (উসমানি স্ক্রিপ্ট/ফন্ট সম্বলিত কুরআন) স্কুল থেকে দেওয়া প্রসঙ্গে

এস.সি.ডি স্কুলের অভিভাবকরা অবগত যে এস.সি.ডি’তে কায়দা, আম্মাপারা ও কুরআন হিফজ-এর সময় মাদানী মুসহাফ (উসমানি স্ক্রিপ্ট) পড়ানো হয়। মাদানী মুসহাফ যেহেতু বাংলাদেশে প্রচলিত ইন্দো-পাক ফন্ট (নাশক তা’লীক) থেকে ভিন্ন এবং এই মুসহাফ খুঁজে পাওয়ায় কিছুটা দুস্কর, তাই অভিভাবক ও শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা মাদানী মুসহাফ বিভিন্ন সোর্স থেকে জোগাড় করে শিক্ষার্থীদের বিনামূল্যে পড়তে দেই।

অভিভাবক ও শিক্ষার্থীদের মনে রাখতে হবে যে, স্কুল থেকে দেওয়া এই মুসহাফগুলো শুধুমাত্র পড়ার উদ্দেশ্যেই শিক্ষার্থীদের দেওয়া হয়, সম্পূর্ণ দিয়ে দেওয়া হয় না বা হাদিয়া দেওয়া হয় না। তাই শিক্ষার্থীরা অবশ্যই সর্বোচ্চ যত্নসহ মুসহাফগুলো ব্যবহার করবে এবং সংরক্ষণ করবে, ইন-শা-আল্লাহ। পাশাপাশি অভিভাবকবৃন্দ নিজস্ব সোর্স থেকে মাদানী মুসহাফ সংগ্রহ করে স্কুলের মুসহাফ ফেরত দিবে যাতে করে আমরা নতুন শিক্ষার্থীদের প্রয়োজনে মাদানী মুসহাফ সরবরাহ করতে পারি।

এছাড়া, যারা এই স্কুল থেকে পড়াশোনা শেষ করে বা এর পূর্বেই স্কুল ত্যাগ করবে, তারাও স্কুল থেকে দেওয়া মাদানী মুসহাফ স্কুলে জমা দিবে, ইন-শা-আল্লাহ।

মা’আসসালামাহ,

এস.সি.ডি এডমিন


অভিভাবকদের বোঝার সুবিধার্থে ২টি মুসহাফের নমুনা নিচে দেওয়া হল

মাদানী মুসহাফ (উসমানি স্ক্রিপ্ট)

ইন্দো-পাক ফন্ট (নাশক তা’লীক)