কেজি – শিক্ষক, শিক্ষার্থী ও মহিলা অভিভাবকদের নিয়ে বার্ষিক পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস ও পর্যালোচনা

السلام عليكم

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইন-শা-আল্লাহ নভেম্বর ২০২০-এর দ্বিতীয় সপ্তাহ থেকে কেজির সকল বিষয়ের শিক্ষক/শিক্ষিকা বার্ষিক পরীক্ষার সিলেবাস ও পড়ালেখার অগ্রগতি বিষয়ে সকল শিক্ষার্থী ও অভিভাবকের সাথে অনলাইনে নির্দিষ্ট সময় অনুযায়ী আলোচনা করবে।

এই মিটিংগুলো অধিকাংশ ক্ষেত্রেই উস্তাজারা পরিচালনা করবেন তাই অবশ্যই শুধুমাত্র মহিলা অভিভাবকগণ অংশগ্রহণ করবেন। তবে কিছু বিষয়ে (যেমন কুরআন/এ্যারাবিক) পুরুষ উস্তাজ থাকবেন, সেক্ষেত্রে অবশ্যই মহিলা অভিভাবকরা নিজেদের পর্দা নিশ্চিত করবেন, ইন-শা-আল্লাহ।

অনলাইনে আলোচনা নিন্মোক্ত সময় অনুযায়ী হবে;
মর্নিং শিফট
৯.১১.২০২০ – সকাল ১০.০০টা (বাংলা, ইংরেজি)
১০.১১.২০২০ – সকাল ১০.০০টা (আরবি, কুরআন)
১১.১১.২০২০ – সকাল ১০.০০টা (গণিত)

অনলাইন লিঙ্ক: https://meet.google.com/zhu-rrsr-abr

নির্দিষ্ট দিন ও তারিখে উপরের লিংক-এ ক্লিক করার পর “Ask to Join” বাটনে ক্লিক করবেন।

(মোবাইল থেকে অংশগ্রহন করলে অবশ্যই মোবাইলে “Google Meet” ইন্সটল করে নিবেন এই লিংক থেকে: https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.meetings)

ডে শিফট
৯.১১.২০২০ – সকাল ১০.০০টা (আরবি, কুরআন)
১১.১১.২০২০ – সকাল ১০.০০টা (বাংলা)
১২.১১.২০২০ – সকাল ১০.০০টা (ইংরেজি, গণিত)

অনলাইন লিঙ্ক: https://meet.google.com/xci-tvce-njq

নির্দিষ্ট দিন ও তারিখে উপরের লিংক-এ ক্লিক করার পর “Ask to Join” বাটনে ক্লিক করবেন।

(মোবাইল থেকে অংশগ্রহন করলে অবশ্যই মোবাইলে “Google Meet” ইন্সটল করে নিবেন এই লিংক থেকে: https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.meetings)