জে.এস.সি চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষার রুটিন, সিলেবাস ও মানবন্টন ২০২১

এস.সি.ডি স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থীরা জে.এস.সি ২০২১ পরীক্ষায় অংশগ্রহনের ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো অনুসরন করবেন, ইন-শা-আল্লাহ:

১) জে.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত হবে মিশন স্কুলের মূল শাখায় (বাড়ি নং- ৩৭/ঙ/১, আদাবর-৬)।
২) এস.সি.ডি স্কুল থেকে ১৫ নভেম্বর ২০২১-এর মধ্যে সবাই প্রবেশপত্র সংগ্রহ করবেন।
৩) ১৫ নভেম্বর ২০২১-এর মধ্যে সকল শিক্ষার্থী তাদের প্রস্তুতকৃত এ্যাসাইনমেন্টসমূহ এস.সি.ডি’তে সাবমিট করবেন।
৪) এস.সি.ডি স্কুলের শিক্ষার্থীরা তাদের স্কুলের নির্ধারিত ড্রেস পরিধান করে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
৫) আগামী ১৫ নভেম্বর ২০২১-এর মধ্যে এস.সি.ডি অফিস রুমে পরীক্ষার ফি বাবদ মিশন স্কুল কর্তৃক ধার্যকৃত ৩০০ টাকা প্রদান করবেন।


জে.এস.সি চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষার রুটিন

জে.এস.সি চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষার সিলেবাস ও মানবন্টন