হিফজ অন-ক্যাম্পাস ক্লাস (শনিবার -বৃহস্পতিবার)

আসসালামুআলাইকুম,

আগামী ৬ মার্চ ২০২১ থেকে হিফজ বিভাগের শিক্ষার্থীরা শনিবার থেকে বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গনে এসে ক্লাস করবে, ইন-শা-আল্লাহ। আপনারা সকলেই অবগত যে, কিছুদিন পূর্বে আমরা একটি সার্ভে করেছিলাম। যেখানে অধিকাংশ অভিভাবক স্কুলে উপস্থিত থেকে হিফজ করার ব্যপারে মতামত প্রদান করেছেন। তবে যারা এখনো স্কুলে এসে হিফজ করাটা নিরাপদ মনে করছেন না সেসব শিক্ষার্থী পূর্বের মত অনলাইনে অথবা হোয়াটসঅ্যাপে হিফজ চালিয়ে যাবে, ইন-শা-আল্লাহ।

বিশেষভাবে উল্লেখ্য, শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গনে প্রবেশের পূর্বে অবশ্যই মাস্ক পরিধান করে আসবে। এছাড়া স্কুল প্রাঙ্গনে প্রবেশের পরেও পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করতে হবে।

নাজেরা ও হিফজ ক্লাসের সময়:

শনিবার:
– ছেলে শিক্ষার্থী (নাজেরা ও হিফজ): সকাল ৭:০০ – ৯:৩০ (পার্ট-টাইম: ৭:০০ – ৯:০০)
– মেয়ে শিক্ষার্থী (নাজেরা ও হিফজ): সকাল ১০:০০ – ১২:৩০ (পার্ট-টাইম: ১০:০০ – ১২:০০)

রবিবার – বৃহস্পতিবার
– ছেলে শিক্ষার্থী (নাজেরা ও হিফজ): সকাল ৭:০০ – ১০:০০ (পার্ট-টাইম: ৭:০০ – ৯:০০)
– মেয়ে শিক্ষার্থী (নাজেরা ও হিফজ): সকাল ১১:০০ – ২:০০ (পার্ট-টাইম: ১১:০০ – ১:০০)

এস.সি.ডি এডমিন।

বি.দ্র.

১। স্কুল প্রাঙ্গনে হিফজ-এর ক্লাস আয়োজনে এস.সি.ডি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার যথাসাধ্য চেষ্টা করবে। তথাপি কোনো শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হলে এর দায়দায়িত্ব স্কুল কর্তৃপক্ষ বহন করবে না।

২। সতর্কতা হিসেবে আমরা আপাতত কোনো টিফিন প্রদান করছি না। তবে শিক্ষার্থীরা বাসায় তৈরি খাবার নিয়ে আসতে পারবে।

২০২৫ শিক্ষাবর্ষের "ভর্তি ফর্ম " ১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত পাওয়া যাবে, ইন-শা-আল্লাহ। বিস্তারিত জানতে ক্লিক করুন

X