ইসলাম শিক্ষা সিলেবাস (ফুল-টাইম হিফয শাখার ছাত্রদের জন্য)

১ম শ্রেণির ফুল টাইম হিফয (নাজেরা ছাত্রদের জন্য)

(১ম শ্রেণির পরীক্ষা সব মৌখিক হবে)

  • রাতের আমল কী কী?
    • ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার
    • সূরা ইখলাস, ফালাক, নাস ৩ বার করে
    • আয়াতুল কুরসী, সূরা বাকারার শেষ ২ আয়াত
    • আমানার রাসুলু…
    • ১০০ বার আস্তাগফিরুল্লাহ
    • ঘুমানের আগে ঘুমের দোয়া
  • সকাল বিকাল এর ৩ টা দোয়া
  • ঘরে প্রবেশ ও বের হবার দোয়া
  • খাবারের আগে ও পরের দোয়া
  • ঘুমাতে যাওয়ার আগে ও উঠার দোয়া।
  • করোনা এর সময় কী করণীয়?
  • কঠিন রোগ থেকে রক্ষা পাবার দোয়া।

২য় থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত

(ফুল-টাইম হিফয-এর নাজেরা ও হিফয ছাত্রদের জন্য)

১। রব মানে কী?

২. সুন্দর জীবন পাবার শর্ত কী?

৩. ইসলাম মানে ‍কি? এর স্তম্ভ কয়টি, কী কী?

৪. দ্বীন মানে কী?

৫. ঈমান কী? এর স্তম্ভ কয়টি, কী কী?

৬. ইসলামের ১ম স্তম্ভ কোনটি লেখ? এর অর্থ লেখ।

৭. আল্লাহর অবস্থান কোথায়?

৮. শিংগায় ফুঁ দেয়ার কাজে কোন ফেরেশতা নিয়োজিত?

৯. কয়েকজন ফেরেশতার নাম ও কাজ লিখ ।

১০.কাফির ও মুসলিমের মধ্যে কোন কাজটি পার্থক্য এনে দেয় । অর্থাৎ কোন আমলের মাধ্যমে এ পার্থক্য করা যাবে ।

১১. কুরআন নাযিল হয় কত বছর ধরে?

১২. কুরআনে মোট কয়টি সূরা ও আয়াত রয়েছে?

১৩. আসমানী কিতাব কী? প্রধান ৪টি আসমানী কিতাবের নাম এবং তা কোন কোন নবীর প্রতি নাযিল হয়েছে তা লিখ ।

১৪. সর্বোচ্চ সাফল্য কোনটি?

১৫. আল্লাহ ও তাঁর রাসূলের কথা মেনে চললে কী লাভ করবো?

১৬. তাওহীদ কী?

১৭. তাকওয়া কী? মুত্তাকী কে?

১৮. যা কোন চোখ দেখেনি, যা কোন কান শোনেনি, যা কোন অন্তর অনুভব করেনি এসব জিনিস আমরা কোথায় পাব?

১৯. জান্নাতের বর্ণনা দাও ।

২০. অযু শুরুর শর্ত কী?

২১. অযু শেষের দোয়া কী? এর অর্থ কী?

২২. অযুর ধারাবাহিকতা বলতে কী বুঝ?

২৩. আল্লাহর অবস্থান কোথায়?

২৪. আল্লাহ কি শুধুই রহমানুর রাহীম অর্থাৎ দয়ালু নাকি তিনি কঠিন আযাব দিতেও পারেন? কেন এবং কাদের তিনি শাস্তি দিবেন ।

২৫. আল্লাহর আযাব থেকে বাঁচার উপায় কী?


৫ম থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা নিচের টপিকগুলো অতিরিক্ত পড়বে।

যেমন জান্নাত জাহান্নামের বর্ণনা, কিয়ামতের বর্ণনা, সূরা আল-কাউসার ও আল-আসর।