হিফজ ফাইনাল পরীক্ষা ২০২৬ – সিলেবাস ও পদ্ধতি:

আসসালামু আলাইকুম,

হিফজ ফাইনাল পরীক্ষার সিলেবাস ও পদ্ধতি:

•⁠ ⁠হিফয ২য় বর্ষের পরীক্ষা সর্বমোট পাঁচ পারার উপর অনুষ্ঠিত হবে, ইন-শা-আল্লাহ। (২৬, ২৭ + ২৮ + ২৯,৩০) উক্ত পাঁচ পারা তিন ধাপে নেয়া হবে।
•⁠ ⁠১ম দিন : (২৬, ২৭ পারা)
•⁠ ⁠২য় দিন (২৮ পারা)
•⁠ ⁠৩য় দিন (২৯, ৩০পারা)।

•⁠ ⁠হিফয ৪র্থ বর্ষের পরীক্ষা সূরা ভিত্তিক হবে এবং উক্ত পরীক্ষাগুলো তিন ধাপে নেওয়া হবে।
•⁠ ⁠১ম দিন (সূরা মায়েদাহ, সূরা আনআম)
•⁠ ⁠২য় দিন (সূরা আ’রাফ, সূরা আনফাল)
•⁠ ⁠৩য় দিন (সূরা আত তাওবা)।

পরীক্ষার নিয়মাবলী:
•⁠ ⁠৫ পারা পরীক্ষায় পুরো ৩ দিনে সব মিলিয়ে ৫টা ফাতহ হলে ফেল ধরা হবে।
•⁠ পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ নম্বরে। এর মধ্যে ⁠ফাতহ+তানবীহ মিলিয়ে নম্বর ১৫-এর নিচে হলে সে অকৃতকার্য বলে গণ্য হবে। (প্রতি ফাতহ = ২ নম্বর কাটা যাবে, প্রতি তানবিহ = .২৫ নম্বর কাটা যাবে)।

পরীক্ষার দিন ও সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, ইন-শা-আল্লাহ।

মা’আসসালাম,

এস সি ডি এডমিন।

২০২৬ শিক্ষাবর্ষের "ভর্তি ফর্ম " ১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত পাওয়া যাবে, ইন-শা-আল্লাহ। বিস্তারিত জানতে ক্লিক করুন

X