স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট
অর্ধ-বার্ষিক পরীক্ষা ২০২৫ (কেজি থেকে ১০ শ্রেণি)
মর্নিং শিফট ৮:৩০ – ১১:৩০ (১ম -১০ম শ্রেণি) | ডে শিফট ১:০০ – ৪:০০ (১ম -১০ম শ্রেণি) (যুহর সলাত ১২:২০)
কেজি (মর্নিং শিফট): ৯:০০ – ১১:০০ | কেজি (ডে শিফট): ১১:৩০ – ১:৩০

- কেজি শ্রেণির কুরআন (মৌখিক) পরীক্ষা আগামী ২৫ জুন ২০২৫ (বুধবার) ক্লাস টাইমে অনুষ্ঠিত হবে।
- নার্সারি শ্রেণির কোনো অর্ধ-বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয় না।
- পরীক্ষা শেষ হওয়ার পর কুরআন/হিফজ-এর ক্লাস এবং রেগুলার ক্লাস শুরু হওয়ার শিডিউল পরবর্তীতে জানানো হবে, ইন-শা-আল্লাহ।
* যেহেতু আশুরার ছুটি চাঁদ দেখার উপর নির্ভরশীল, তাই ৭ জুলাই ২০২৫-এর পরীক্ষার শিডিউল কিছুটা পরিবর্তন হতে পারে।