আসসালামু আলাইকুম,
এস.সি.ডি মোহাম্মদপুর শাখার সকল অভিভাবকদের জানানো যাচ্ছে যে, ১ম-৪র্থ, ৬ষ্ঠ, ৭ম ও ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষা ২০২১ বিষয়ে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়েছে:
১) ১ম – ৪র্থ শ্রেণির সকল পরীক্ষা বাসায় অনুষ্ঠিত হবে। অর্ধ-বার্ষিক পরীক্ষার মত সকল শিক্ষার্থী পরীক্ষার রুটিন অনুযায়ী বাসায় পরীক্ষা দিবেন এবং অভিভাবকগণ সপ্তাহ শেষে স্কুলে পরীক্ষার খাতা জমা দিবেন।
২) ৫ম শ্রেণির পরীক্ষার বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো সরকারি সিদ্ধান্ত না থাকায় এ বিষয়ে সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে। পরবর্তী নির্দেশনা পাওয়ার পূর্ব পর্যন্ত ৫ম শ্রেণির ক্লাস যথারীতি চলবে।
৩) ৬ষ্ঠ, ৭ম ও ৯ম শ্রেণির শুধুমাত্র বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের পরীক্ষা রুটিন অনুযায়ী স্কুলে অনুষ্ঠিত হবে। বাকি বিষয়সমূহের পরীক্ষা অভিভাবকগণ অর্ধ-বার্ষিক পরীক্ষার মত নির্ধারিত রুটিন অনুযায়ী বাসায় নিবেন এবং সপ্তাহ শেষে স্কুলে পরীক্ষার খাতা জমা দিবেন।
৪) ৮ম শ্রেণির পরীক্ষা নির্ধারিত রুটিন এবং সরকারি দিকনির্দেশনা অনুযায়ী মিশন স্কুলে অনুষ্ঠিত হবে।
৫)। বাসায় পরীক্ষা দেওয়া সম্পর্কিত নীতিমালা শীঘ্রই সবার সাথে শেয়ার করা হবে, ইন-শা-আল্লাহ্।
বিশেষ দ্রষ্টব্য:
- ১ম-৪র্থ শ্রেণির কোনো পরীক্ষাই পরবর্তী শ্রেণিতে উন্নীত হওয়ার জন্য সরকার কর্তৃক বাধ্যতামূলক করা হয় নাই।
- ৬ষ্ঠ, ৭ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিত ব্যতীত বাকি বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক নয়।
- প্রতিটি পরীক্ষার প্রশ্ন পরীক্ষার দিন সকাল ৮.৩০ টায় স্কুলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে (৬ষ্ঠ, ৭ম, ও ৯ম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত ব্যতীত)।