আসসালামুআলাইকুম,
সাম্প্রতিক সময়ে আমরা শিক্ষার্থীদের ব্যাগ চেক করে দেখতে পেয়েছি যে, অনেকেই শিক্ষা উপকরণের বাইরে অপ্রয়োজনীয় জিনিস স্কুলে আনছে, যা স্কুলের নীতিমালার সাথে সাংঘর্ষিক। এছাড়া কিছু শিক্ষার্থী দামী ঘড়ি বা দামী কলম ইত্যাদি নিয়েও স্কুলে আসছে, যা দ্বারা অন্যান্য শিক্ষার্থীরা প্রভাবিত হচ্ছে এবং ফলশ্রুতিতে তাদের বাবা/মা ও অভিভাবককে একই ধরনের ঘড়ি/কলম ইত্যাদি কিনে দেওয়ার জন্য বায়না ধরছে।
এমতাবস্থায়, শিক্ষা উপকরণের বাইরে শিক্ষার্থীরা অতিরিক্ত কোনো জিনিস স্কুলে আনলে তা বাজেয়াপ্ত করা হতে পারে বলে সতর্ক করা হচ্ছে। এছাড়া প্রতিটি শিক্ষা উপকরণ ক্রয়ের ক্ষেত্রে অভিভাবকদের মধ্যম পন্থা অবলম্বন করতে অনুরোধ করা হচ্ছে।
এছাড়া এখন পর্যন্ত কিছু শিক্ষার্থী স্কুল ড্রেস ছাড়া স্কুলে উপস্থিত হচ্ছে। আগামী ১০ জুন ২০২২-এর পর কোনো শিক্ষার্থীকে স্কুল উইনিফর্ম ছাড়া স্কুলে প্রবেশ করতে দেওয়া হবে না।
মা আসসালামাহ,
এস.সি.ডি এডমিন