Class Test (CT-02) Routine (2023)

**জরুরী নোটিশ: জরুরি ইউটিলিটি কাজের কারণে ১৯ই সেপ্টেম্বর ২০২৩ SCD বন্ধ থাকবে। ১৯ সেপ্টেম্বরের নির্ধারিত সিটি পরীক্ষা আগামী ২৬শে সেপ্টেম্বর (মঙ্গলবার) ২০২৩ তারিখে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

আসসালামু আলাইকুম,

আগামী রবিবার (১০/০৯/২৩) থেকে ১ম৫ম এবং ৮ম-৯ম শ্রেণির সকল শিক্ষার্থীদের ক্লাস টেস্ট শুরু হবে ইন-শা-আল্লাহ।

১। CT সাধারনত ক্লাসে যতটুকু সিলেবাস কভার করা হয়েছে তার উপর হয়ে থাকে। CT চলাকালীন অন্যান্য সকল ক্লাস স্বাভাবিকভাবেই চলবে এবং CT ব্যাতিত অন্যান্য ক্লাসে নতুন লেসন পড়ানো হলেও নতুন কোনো বাড়ির কাজ দেওয়া হবে না। আগে যা পড়ানো হয়েছে তা রিভিশন দেওয়া হবে।

২। নির্ধারিত বিষয়ের CT ঐ দিন রুটিনে নির্ধারিত ক্লাস টাইমের মধ্যেই হবে।

৩। CT নাম্বার যেহেতু বার্ষিক পরীক্ষার সাথে যোগ হয়, তাই CT’তে অংশগ্রহণের ব্যপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

৪। বার্ষিক পরীক্ষা সময়মত দিতে না পারলে পরবর্তিতে তা পুনরায় (Retake) দেওয়া যায় না। একইভাবে CT দিতে না পারলেও তা পুনরায় (Retake) দেওয়া যায় না।

বার্ষিক পরীক্ষার-২০২৩ (মানবন্টন)

(১ম-৫ম এবং ৮ম-১০ম শ্রেণির জন্য প্রযোজ্য)

সিটি-১: ১০ মার্কস (১০%)
হোমওয়ার্ক, এ্যাটেনডেন্স, আদব-আখলাক, ক্লাস পারফরমেন্স: ১০ মার্কস (১০%)
বার্ষিক পরীক্ষা: (৮০%)

বিশেষ দ্রষ্টব্য:

১। নার্সারিতে স্কুলের বার্ষিক পরীক্ষার সাথে নার্সারির প্রথম আনুষ্ঠানিক পরীক্ষা শুরু হবে।

২। নার্সারি ও কেজি’তে কোনো CT হয় না।

মা আসসালামাহ,
এস.সি.ডি অ্যাডমিন

২০২৫ শিক্ষাবর্ষের "ভর্তি ফর্ম " ১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত পাওয়া যাবে, ইন-শা-আল্লাহ। বিস্তারিত জানতে ক্লিক করুন

X