স্কুলের অনলাইন ও অন-ক্যাম্পাস ক্লাস

আসসালামু আলাইকুম,

এস.সি.ডি স্কুলের অভিভাবকগণ নিশ্চয় অবগত আছেন যে, স্কুলের ১ম থেকে ৭ম শ্রেণির শিক্ষার্থীদের আল-কুরআন ও আরবি ভাষা শিক্ষা ক্লাসগুলো সমন্বিতভাবে অনুষ্ঠিত হয়ে থাকে। অর্থাৎ, এই ক্লাসগুলো শ্রেণী বা বয়সের ভিত্তিতে ভাগ না করে শিক্ষার্থীদের পারদর্শিতা ও যোগ্যতা অনুযায়ী ভাগ করা হয়েছে। এমতাবস্থায় আগামী মঙ্গলবার (২২/২/২০২২) থেকে ৬ষ্ঠ-১০ম শ্রেণির ক্লাস অন-ক্যাম্পাসে শুরু করলে অধিকাংশ শিক্ষার্থীদের পক্ষে আল-কুরআন ও আরবি ভাষা শিক্ষা ক্লাসের পরবর্তী অনলাইন/অন-ক্যাম্পাস জেনারেল ক্লাসে অংশগ্রহণ করা কঠিন হয়ে যাবে। তাই এস.সি.ডি মোহাম্মদপুর শাখায় আগামী ২২/২/২০২২ (মঙ্গলবার) থেকে ২৮/২/২০২২ (সোমবার) শুধুমাত্র ৮ম, ৯ম, ১০ম ও এস.এস.সি ২০২২ পরীক্ষার্থীরা বর্তমান রুটিন (চলমান অনলাইন) অনুযায়ী ক্লাস স্কুল ক্যাম্পাসে এসে করবে।

নার্সারি থেকে ৭ম শ্রেণির শিক্ষার্থীদের ২৮/২/২২ (সোমবার) পর্যন্ত যথাযথ অনলাইনে ক্লাস চলতে থাকবে। আগামী ১ মার্চ ২০২২ থেকে নার্সারি-১০ম শ্রেণির সকল শিক্ষার্থীদের ক্লাস পূর্বের রুটিন (১৬/১/২০২২-এ প্রকাশিত) অনুযায়ী শুরু হবে ইন-শা-আল্লাহ।

বর্তমান ক্লাস রুটিন (ক্লিক করুন)

১ম মার্চ থেকে ক্লাস রুটিন (ক্লিক করুন)

মা আসসালামাহ,
এস.সি.ডি এডমিন