Notice

শিক্ষার্থীদের ইউনিক আইডি (UID) সম্পর্কিত নির্দেশনা

কেজি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের ইউনিক আইডি (UID) সম্পর্কিত নির্দেশনা

আসসালামু আলাইকুম,


প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে শিক্ষার্থীদের ইউনিক আইডি (UID) প্রদানের লক্ষ্যে কেজি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের তথ্য আগামী ১০/০১/২০২৪ থেকে ২০/০১/২০২৪ তারিখের মধ্যে স্কুলে জমা দিতে হবে।

নির্ধারিত ফর্মের প্রিন্টেড কপি স্কুল থেকেও সংগ্রহ করা যাবে, ইন শা আল্লাহ।

২০২৪ শিক্ষাবর্ষ সংক্রান্ত দিক নির্দেশনা (নার্সারি – ১০ম শ্রেণি)

স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট

মোহাম্মদপুর শাখা

اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّهِ وَبَرَكاتُهُ

ﺇِﻥَّ ﺍﻟْﺤَﻤْﺪَ ﻟِﻠﻪِ ﻧَﺤْﻤَﺪُﻩُ ﻭَﻧَﺴْﺘَﻌِﻴْﻨُﻪُ ﻭَﻧَﺴْﺘَﻐْﻔِﺮُﻩْ ﻭَﻧَﻌُﻮﺫُ ﺑِﺎﻟﻠﻪِ ﻣِﻦْ ﺷُﺮُﻭْﺭِ ﺃَﻧْﻔُﺴِﻨَﺎ ﻭَﻣِﻦْ ﺳَﻴِّﺌَﺎﺕِ ﺃَﻋْﻤَﺎﻟِﻨَﺎ، ﻣَﻦْ ﻳَﻬْﺪِﻩِ ﺍﻟﻠﻪُ ﻓَﻼَ ﻣُﻀِﻞَّ ﻟَﻪُ ﻭَﻣَﻦْ ﻳُﻀْﻠِﻞْ ﻓَﻼَ ﻫَﺎﺩِﻱَ ﻟَﻪُ. ﺃَﺷْﻬَﺪُ ﺃَﻥَّ ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠﻪ ﻭَﺃَﺷْﻬَﺪُ ﺃَﻥَّ ﻣُﺤَﻤَّﺪًﺍ ﻋَﺒْﺪُﻩُ ﻭَﺭَﺳُﻮْﻟُﻪُ

সবাইকে এস.সি.ডি মোহাম্মাদপুর শাখায় স্বাগতম। ২০২৪ শিক্ষাবর্ষে আগামী ১৬ জানুয়ারি ২০২৪ (মঙ্গলবার) থেকে ক্লাস শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। ক্লাস রুটিন দেখতে নিচের লিংক-এ ক্লিক করুন:


ক্লাস শুরুর সময়

১৬ জানুয়ারি ২০২৪ (মঙ্গলবার) থেকে মর্নিং শিফট-এর ক্লাস (১ম – ৯ম শ্রেণি পর্যন্ত) সকাল ৭:২০-এ শুরু হবে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে এই সময় পরিবর্তন হয়ে সকাল ৭:১০-এ শুরু হবে ইন-শা-আল্লাহ।

১৬ জানুয়ারি ২০২৪ থেকে ডে শিফট-এর ক্লাস দুপুর ১২:৪০ থেকে শুরু হবে। ১ম-১০ম শ্রেণি পর্যন্ত ডে-শিফট-এর সকল শিক্ষার্থী দুপুর ১২:২৫-এ স্কুলে এসে প্রথমে যোহর সলাত আদায় করবে। এরপর ১২:৪০ থেকে ক্লাসে অংশগ্রহণ করবে, ইন-শা-আল্লাহ।

নার্সারি, কেজি শ্রেণির ক্লাস শুরুর সময় পুরো বছরই অপরিবর্তিত থাকবে।

সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় তারতম্যভেদে ক্লাস শুরু ও শেষ হওয়ার সময় ভবিষ্যতে কিছুটা পরিবর্তিত হবে, যা যথাসময়ে অভিভাবকদের জানিয়ে দেওয়া হবে, ইন-শা-আল্লাহ।

ভবন-২ (শুধুমাত্র কেজি শ্রেণির জন্য)

২০২৪ সালে স্কুলের বর্ধিত একাডেমিক কার্যক্রম পরিচালনা করার জন্য মূল ভবন থেকে ৩টি প্লট পশ্চিমে একটি ভবনের নিচতলা ভাড়া নেওয়া হয়েছে। ভবন-২-এর ঠিকানা: নিয়ামাহ প্যালেস, বাড়ি-৫৪/৬, রোড-১২, শেখেরটেক, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭)।

উল্লেখ্য, যে ভবন-২-এর নিচতলায় কেজি শ্রেণির সকল সেকশন ও শিফট-এর ক্লাস অনুষ্ঠিত হবে, ইন-শা-আল্লাহ। ভবন-২ শুধুমাত্র একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হবে। অফিসিয়াল প্রয়োজনে কেজি শ্রেণির অভিভাবকবৃন্দ মূল ভবনের ২য় তলায় যোগাযোগ করবেন, ইন-শা-আল্লাহ। তাই কেজি শ্রেণির অভিভাবকবৃন্দ শিক্ষার্থীদের যথাসময়ে ভবন-২-এর মেইন গেইটে পৌছে দিবেন এবং ছুটির সময় নিয়ে যাবেন, ইন-শা-আল্লাহ।

অভিভাবকদের বসার স্থান ও স্কুল অফিসে যোগাযোগ:

মূল ভবনের নিচতলায় যেহেতু ছেলেদের যোহরের সলাত আদায় করতে হয়, তাই ২০২৪ শিক্ষাবর্ষে মূল ভবনের নিচতলার প্রায় পুরোটা জুড়েই যোহর সলাত আদায় করার ব্যবস্থা করা হচ্ছে। ফলে মূল ভবনের নিচ তলায় (এবং ভবন ২-এর নিচতলায়) আমরা অভিভাবকদের বসার কোনো জায়গা রাখতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে শিক্ষার্থীদের গ্রহণ করার জন্য মূল ভবনের নিচ তলার দক্ষিণ-পূর্ব কর্নারে একটি ওয়েটিং এরিয়া থাকবে। যেখানে সাময়িক সময়ের জন্য অবস্থান করে মহিলা অভিভাবকবৃন্দ শিক্ষার্থীদের গ্রহণ করতে পারবেন।

এছাড়া অভিভাবকবৃন্দ ক্লাসরুম প্রবেশ বা সিড়ি ঘরে অবস্থান করা থেকেও বিরত থাকবেন। তবে প্রয়োজন হলে (বিশেষ করে নার্সারি শ্রেণি) আমরা অভিভাবকদের সাথে যোগাযোগ করে বিশেষ বিবেচনায় ক্লাস রুমের বাইরে অবস্থান করার  সাময়িক অনুমতি প্রদান করবো, ইন-শা-আল্লাহ।

পুরুষ ও মহিলা অভিভাবকবৃন্দ এবং ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে পর্দার বিধান সম্পর্কে সতর্ক থাকবেন ইন-শা-আল্লাহ।

শিক্ষার্থীদের আই.ডি কার্ড পরিধান ও অভিভাবকদের আই.ডি কার্ডের ‘অভিভাবক কপি’ প্রদর্শন করে শিক্ষার্থীদের স্কুল থেকে নিয়ে যাওয়া

স্কুলের প্রত্যেক শিক্ষার্থীকেই স্কুল থেকে ২টি আই.ডি কার্ড প্রদান করা হয়। একটি প্লাস্টিক আই.ডি. কার্ড (যা শিক্ষার্থী পরিধান করবে) এবং আরেকটি ল্যামিনেটেড আই.ডি. কার্ড (যা প্রত্যেক অভিভাবক শিক্ষার্থীদের স্কুল থেকে নিয়ে যাওয়ার সময় গেটে প্রদর্শন করবে)।

৩য় থেকে ৮ম শ্রেণির কোনো অভিভাবক যদি শিক্ষার্থীদের কাছে ২টি আই.ডি কার্ডই দিয়ে রাখেন, তাহলে স্কুল কর্তৃপক্ষ ধরে নিবে যে সেই শিক্ষার্থী একাই স্কুল থেকে বাসায় যাবে

নার্সারি থেকে ২য় শ্রেণি পর্যন্ত কোনো শিক্ষার্থীকে অভিভাবক ছাড়া একা যেতে দেওয়া হবে না।

কারও আই.ডি কার্ড হারিয়ে গেলে স্কুলের নির্ধারিত ফি প্রদান করে আই.ডি কার্ড সংগ্রহ করবেন। বা বিশেষ প্রয়োজনে স্কুল কর্তৃপক্ষ তাৎক্ষণিক লেমিনেটেড আই.ডি. কার্ড প্রদান করবে, ইন-শা-আল্লাহ।

আই.ডি. কার্ড পরিধান ও আই.ডি. কার্ডের অভিভাবক কপি প্রদর্শন করে শিক্ষার্থীদের স্কুল থেকে নেওয়ার বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কঠোর নীতি অবলম্বন করে। তাই অভিভাবকগণ নিয়মের ব্যত্যয় ঘটাতে অনুরোধ করে স্কুল কর্তৃপক্ষকে বিব্রত করবেন না, ইন-শা-আল্লাহ।

টিফিন এবং পানি পান ও টয়লেট ব্যবহার সংক্রান্ত নির্দেশনা

প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার স্কুল থেকে টিফিন প্রদান করা হবে। শিক্ষার্থীরা বাসা থেকে বা বাইরে থেকে কোনো ধরনের খাবার স্কুলে আনবে না। নার্সারি থেকে ২য় শ্রেণির সকল শিক্ষার্থী অবশ্যই সাথে করে (স্কুল নির্ধারিত) টিফিন বক্স নিয়ে আসবে। নার্সারি থেকে ২য় শ্রেণির সকল শিক্ষার্থীকে যার যার টিফিনবক্সে টিফিন দেওয়া হবে।

স্কুলের প্রতিটি তলাতেই ‘রিভার্স অসমোসিস সিস্টেম’-এর খাবার পানির ফিল্টার রয়েছে। শিক্ষার্থীরা যার যার ব্যক্তিগত পানির বোতল (স্কুল নির্ধারিত) নিয়ে আসবে এবং প্রয়োজন অনুযায়ী পানি ভরে নিবে। একজনের পানির বোতল আরেকজন ব্যবহার করবে না।

টয়লেট ব্যবহার করার পর শিক্ষার্থীরা ব্যক্তিগত এবং টয়লেট-এর পরিস্কার/পরিচ্ছন্নতার বিষয়ে সতর্ক থাকতে হবে। যেন পরবর্তী ব্যবহারকারি টয়লেটে প্রবেশের পর একটি পরিচ্ছন্ন টয়লেট পায়। এ বিষয়ে অভিভাবকবৃন্দ সন্তানদের অবগত করবেন।

পোশাক ও সময়ানুবর্তিতা

প্রাথমিক অবস্থায় অনেক শিক্ষার্থীর পক্ষে হয়ত পরিপূর্ণভাবে স্কুল ইউনিফর্ম পরে আসা সম্ভব হবে না। তবে ১ ফেব্রুয়ারি ২০২৪ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই পরিপূর্ণভাবে ইউনিফর্ম পরে আসা নিশ্চিত করতে হবে। ১ ফেব্রুয়ারি ২০২৪ থেকে কোনো শিক্ষার্থী পরিপূর্ণ ইউনিফর্ম ছাড়া স্কুলে প্রবেশ করার অনুমতি পাবে না। শিক্ষার্থীরা ১ ফেব্রুয়ারি ২০২৪-এর পূর্ব পর্যন্ত স্কুলের নির্ধারিত ইউনিফর্ম-এর কাছাকাছি ধরন এবং রং-এর পোষাক পরিধান করে আসবে।

১ ফেব্রুয়ারি ২০২৪ থেকে কোনো শিক্ষার্থী ক্লাস শুরু হওয়ার নির্ধারিত সময়ের পরে স্কুলে প্রবেশ করতে পারবে না। এমনকি, ১ মিনিট লেট হলেও মেইন গেইট বন্ধ করে দেওয়া হবে এবং যারা লেট করে স্কুলে উপস্থিত হবে তাদের ফিরে যেতে হবে। এক্ষেত্রে স্কুল অফিসে ফোন করা বা প্রিন্সিপাল উস্তাজকে ফোন করে কোনো ধরনের অনুরোধ করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। তবে, কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দূর্যোগ-এর কারণে, বিশেষ পরিস্থিতিতে এ বিষয়ে ছাড় দেওয়া হতে পারে। তবে সেটা সম্পূর্ণভাবে স্কুলের সিদ্ধান্তের উপর নির্ভরশীল হবে। অভিভাবকদের অনুরোধের ভিত্তিতে নয়।

স্কুলের নির্ধারিত ইউনফর্ম ও সঠিক সময়ে স্কুলে প্রবেশের বিষয়ে স্কুল কর্তৃপক্ষ “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করে। তাই দেরী করে উপস্থিত হওয়া শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এই বিষয়ে ধৈর্যের পরিচয় দিবেন এবং দয়া করে স্কুলের গার্ড বা স্টাফদের সাথে উচ্চবাচ্য বা অসন্তোষ প্রকাশ করবেন না।


আপনার/আমার সন্তানদের সত্যিকার মুসলিম হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় সকলের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য। এস সি ডি’তে অনুসরণকৃত প্রতিটি নিয়মের পেছনেই মুসলিম চরিত্র গঠনে সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। তাই নিয়মের কঠোরতার বিষয়গুলো কেউ ব্যাক্তিগতভাবে নিবেন না এবং প্রতিটি নিয়ম অনুসরণে সকলেই সহযোগিতামূলক মনোভাব রাখবেন বলে আমরা আশা করি।

মা’আসসালামাহ

অধ্যক্ষ

এস.সি.ডি (মোহাম্মদপুর শাখা)

শিক্ষা উপকরণ ব্যবহার সংক্রান্ত নোটিস (২০২৪ শিক্ষাবর্ষ)

আসসালামুআলাইকুম,

আপনারা সকলেই অবগত যে, এস. সি. ডি’তে শিক্ষা উপকরণ ব্যবহারের ক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের ফ্যান্সি বা দামি উপকরণ ব্যবহার করতে নিষেধ করে থাকি। কিন্তু প্রায় সময়ই দেখা যায় শিক্ষার্থীরা কার্টুন সম্বলিত ব্যাগ, দামী পেন্সিল, কলম, ইরেজার ইত্যাদি স্কুলে নিয়ে আসে, যা অন্য শিক্ষার্থীদের প্রভাবিত করে এবং অনেক ক্ষেত্রেই তা স্কুলের জন্য মনিটর করাও কষ্টসাধ্য। তাই আগামী ২০২৪ শিক্ষাবর্ষে নার্সারি থেকে ২য় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা নিম্নলিখিত শিক্ষা উপকরণ স্কুল থেকে ক্রয় করবে:

১) স্কুল ব্যাগ
২) পেন্সিল
৩) ইরেজার
৪) শার্পনার
৫) খাতা
৬) নোটবুক/ডায়েরি
৭) পানির বোতল
৮) টিফিন বক্স
৯) পেন্সিল বক্স

যেহেতু এস.সি.ডি স্কুল সম্পূর্ণভাবে একটি অলাভজনক প্রতিষ্ঠান, তাই উপরোক্ত শিক্ষা উপকরণ বিক্রয় করে কোনো ধরনের মুনাফা করার উদ্দেশ্য স্কুল কর্তৃপক্ষের নেই। বরং, উপরোক্ত শিক্ষা উপকরণসমূহ সুলভ মূল্যে (সম্ভব হলে বাজার দর থেকে কম মূল্যে) শিক্ষার্থীদের কাছে বিক্রয় করা হবে, ইন-শা-আল্লাহ।

একটি ভারসাম্যপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখতে অভিভাবক ও শিক্ষার্থী সকলের সহযোগিতা একান্ত কাম্য।

মা’আসসালামাহ,

অধ্যক্ষ
এস সি ডি

বি. দ্র. উপরোক্ত শিক্ষা উপকরণসমূহ স্কুলে এভেইলেভেল হলে অভিভাবকদের জানানো হবে ইন-শা-আল্লাহ।

২০২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়া সংক্রান্ত নোটিশ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, ইন-শা-আল্লাহ।

ভর্তি মূল্যায়ন ফলাফল (২০২৪ শিক্ষাবর্ষ)

ভর্তি মূল্যায়ন ফলাফল (২০২৪ শিক্ষাবর্ষ)

আসসালামুআলাইকুম,

২০২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য যেসব শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে যাদের ফলাফল “Pass” তারা নির্ধারিত শ্রেণিতে আগামী ২৮ ডিসেম্বর ২০২৩ (বৃহস্পতিবার)-এর মধ্যে ভর্তি ফি ও সেশন ফি পরিশোধ করে ভর্তি নিশ্চিত করবেন, ইন-শা-আল্লাহ। ২৮ ডিসেম্বর ২০২৩-এর মধ্যে ভর্তি নিশ্চিত না করলে, সেসব স্থানে “Waiting” থেকে সিরিয়াল অনুযায়ী শিক্ষার্থীদের ভর্তির জন্য যোগাযোগ করা হবে।

যাদের নাম নিম্নের তালিকায় নেই, তারা ভর্তির জন্য বিবেচিত হননি।


Nursery

Form SerialStudent NameFather’s NameGenderClassResult
003Aafiya Binte ArifChowdhury Mohammad ArifGirlsNurseryPass
004Ayesha AmimaMD. Alamgir KabirGirlsNurseryPass
018Arisha Tasnuva InaayaMD. Jahangir HossainGirlsNurseryPass
031Mantasha MaryamA.Z.M AshequllahGirlsNurseryPass
033Safiyyah Bint SajjadSajjad AhmedGirlsNurseryPass
038Rufaidah AzeenMD. Hasnat Sudruddin RoomiGirlsNurseryPass
109Hafsa Binte JobayerAL Md. Jobayer IslamGirlsNurseryPass
149Maryam Binte WaliMd. Wali Ul Islam KhanGirlsNurseryPass
170Sawdah Binte HasanMd. Mahmudul HasanGirlsNurseryPass
191Fatimah Binte ShamimMd. Shamim AkbarGirlsNurseryPass
On-004Zunaira Binte HasanMohammed Nazmul HasanGirlsNurseryPass
039Ayesha Islam SnigdhaMD. Jahidul IslamGirlsNurseryPass
055Mariyam Binte SajjadMd. Sajjad HossainGirlsNurseryPass
116Alayna Afsan AyeeshaAfsanur Rahman BhuiyanGirlsNurseryPass
125Radiyah Binte RashedMd. Rashedul IslamGirlsNurseryPass
212MusoffaMd. SolimanGirlsNurseryPass
On-025Fariba SarahMohammad Mohaimann BhuiyahGirlsNurseryPass
On-050Sanaya MuflihaASM Boorhan UddinGirlsNurseryPass
008Jumana NujaifaMd. Juwel HosenGirlsNurseryPass
009Radia NusaibaMd. Juwel HosenGirlsNurseryPass
025Muhsinat Ann NafeeMotasin MonaGirlsNurseryPass
056Sukainah Binte Sharafat MollahSharafat Ibn Mollah MosharrafGirlsNurseryPass
058Suraiya Parveen HadiyaMd. Badrul Hossain ParvezGirlsNurseryPass
067Samara Arib RahmanMaw Shafiqur RahmanGirlsNurseryPass
084Nuwairah MaryamMd. Azimussan AbbasiGirlsNurseryPass
135Rufaida Hassan RushdaMd. Mahmudul Hassan MondalGirlsNurseryPass
144Rufaida Afnan KhanMd. Syeduzzaman KhanGirlsNurseryPass
148Humaira AfiaAbu Noman Md Abdullah Al MarufGirlsNurseryPass
158Suhaifa Binte ShahriarShahriar AhmedGirlsNurseryPass
172Fatima Binte Arman (Roza)Md. Arman AliGirlsNurseryPass
192Nusaifa Binte Yousuf IzmaMd youshuf AliGirlsNurseryPass
On-011Kazi Saira Waliyah FatimahKazi Golam RabbiGirlsNurseryPass
006Namira Amin RayanaMohammed Ruhul AminGirlsNurseryPass
001Abid AbdullahHasan TalukderBoysNurseryPass
002Abdullah Ibn SayedMD. Shaidul IslamBoysNurseryPass
041Anas Bin ShawkatShawkat Ali BabluBoysNurseryPass
105Saleh Abu SenanMohammad BadruddozaBoysNurseryPass
107MD. Sheikh Raiyan MustakimMd. Shake ShahjadaBoysNurseryPass
153Arham SajidAbu NayemBoysNurseryPass
166Numair Uddin OrhanMd. Nasir Uddin PrinceBoysNurseryPass
On-038Muhammad Hasan AbdullahAhmad Naqibul ArefinBoysNurseryPass
On-040Arshan Bin ZamanMD. MoniruzzamanBoysNurseryPass
On-042Musa AhmadMd. Lablu HossenBoysNurseryPass
034Zuhaeen Bin MasumMohammad Masum BillahBoysNurseryPass
048Talha Bin Al AminMd. Al AminBoysNurseryPass
050Al-Yasa Ibn RakibMd Rakibul-Hasan RakibBoysNurseryPass
035Abdur Rahman Ibn TahmidMD. Ehsan Tahmid KhanBoysNurseryPass
082MD. Suhaeeb Bin RoknMd. RoknuzzamanBoysNurseryPass
087Nahiyan AhmedKausar HamidBoysNurseryPass
090Anas Bin AzmirMd. Azmir HossainBoysNurseryPass
094Omar Ibn HabibMD. Ahsan HabibBoysNurseryPass
124RamzMd. Munir Hasan SobuzBoysNurseryPass
174Abrar FahadMd. Mithun ChowdhuryBoysNurseryPass
194Safwan Islam SakinShohidul IslamBoysNurseryPass
202Mohammad HujaifaEnzamamul HugBoysNurseryPass
205Mahmud Bin MasudMasud AlamBoysNurseryPass
210MD. Wasiq FaiyadMd. Rubyat FahimBoysNurseryPass
On-001Ahmad Faiyaz TafheemMd. Sijajul SalekinBoysNurseryPass
On-003Yusha Fawzan Bin AhmadIstiaq AhmedBoysNurseryPass
On-005Tashfiq MuhtadinFaisal ImtiazBoysNurseryPass
On-012Ahmad Bin RashedRashed Nizam RobiBoysNurseryPass
On-036Jubayer Ahmed JahinNurmohammad ShahinBoysNurseryPass
016Abdullah Ibn ShihabSihab Uddin ChowdhuryBoysNurseryPass
019Afraaj Shehran ArefinMd. Shihab ArefinBoysNurseryPass
020Lafiz AbdullahMd. Abu ZafarBoysNurseryPass
026Sawban JabirSabet Bin MukterBoysNurseryPass
036Zulkifl Sayeed MehmidMD. Abu SayeedBoysNurseryPass
071Muhammad Abdullah IbtihajIftehajul HaqueBoysNurseryPass
108Azmayeen FayekMd. Razib AhmedBoysNurseryPass
115Mirzaq Muaz Bin HabibMd. HabibullahBoysNurseryPass
140Abdullah Abeed TanzimMd. Abdul MannanBoysNurseryPass
165Zarif Bin NasirCapt. Md. Nasir UddinBoysNurseryPass
186Abdullah Al IsaAbdul MuttalebBoysNurseryPass

KG

Form SerialStudent NameFather’s NameClassGenderResult
069Maryam Bint Hasan MahzubaMD. Hasanuzzaman ChowdhuryKGGirlsPass
145Rufaida Afnan KhanMD. Syeduzzaman KhanKGGirlsPass
On-028Fatima Binte MohammadMohammad AliKGGirlsPass
017Musnad Binte ShihabShihab Uddin ChoudhuryKGGirlsPass
072Nusaiba Shahrin LiyanaA.K.M. Golam SarwarKGGirlsPass
On-002Rufaida Al AslamiaMd. Sijajul SalekinKGGirlsPass
015Adil Bin SayedMd. Abu SayedKGBoysPass
On-007Ahmad Ibn Abul KhayerMuhammad Abdul Khayer ChistyKGBoysPass
123Abdullah Ibnu ZahidMd Zahidul IslamKGBoysPass
045Milhan Bin HasanAKM Imam HasanKGBoysPass
114Md. Tahasin RahmanMd. Kamal UddinKGBoysPass
On-023Sayan AbdullahSharif AhmedKGBoysPass
197Kazi Shoyaib Muhammad TamzidMd. Sarrowar HoshenKGBoysPass
028Umara ZaynabSadi ShafiqKGGirlsWaiting
On-041Jannatul RadiahMd. Sohel RanaKGGirlsWaiting

Class-1

Form SerialStudent NameFather’s NameClassGenderResult
On-015Wajiha SanjidSanjid MahmudOneGirlsPass
013Md. MayanMD. Mohim UddinOneBoysPass
053Junairah IslamMd. Shafiqul IslamOneBoysPass
173Ehtesham Muqtadir JohaMd. Mithun ChowdhuryOneBoysPass
On-030Ahmad HanzalaAbdul Kaium TalukderOneBoysPass
On-051Manaf MustanirASM Boorhan UddinOneBoysPass
007Tahmeed Bin NoorNoor Alam JilonOneBoysPass
On-017Shayan HalderMohammad Ashaduzzaman HalderOneBoysPass
On-018Aqib HalderMohammad Ashaduzzaman HalderOneBoysPass
088SK. Rames AnanSK. Mannan AliOneBoysPass
On-024Safwan AbdullahSharif AhmedOneBoysPass
091TaibaIdrisOneGirlsWaiting
096Afra Binte WaliMd. Wali-ul-Islam KhanOneGirlsWaiting

Class-2

Form SerialStudent NameFather’s NameClassGenderResult
077Atiqa MashiatMd. Mohaiminur Rahman ShaheenTwoGirlsPass
040Nabiha Binte ShawkatShawkat Ali BabluTwoGirlsPass
On-008Mohammad Hamdan Bin RahedMD. Rahed AkberTwoBoysPass
180S.K. Rames AnanSK. Mannan AliTwoBoysPass

Class-3

Form SerialStudent NameFather’s NameClassGenderResult
141Fatiha FalaqMd. Ahsan HabibThreeGirlsPass
On-016Faizah HalderMohammad Ashaduzzaman HalderThreeGirlsPass
110Tahlil Binte TahamimTahamim AhamedThreeGirlsPass
051Wafi Bin AlaminMd. Al AminThreeBoysPass
113Raiyanul Islam RaiyanShohidul IslamThreeBoysPass
176Md. Adriaan NayyarMuhammad Mahfuzur RahmanThreeBoysPass
014Junaid Hossain SiratMD. Shahadat HossainThreeBoysWaiting

Class-4

Form SerialStudent NameFather’s NameClassGenderResult
005Jannatul FirdausMd. Nasir Uddin RobinFourGirlsPass
190Ayeesha Binte ShamimMd. Shamim AkbarFourGirlsPass
204Muhibbullah Bin MasudMasud AlamFourBoysPass
011Abu Bakar ImranMd. Mukul AhmedFourBoysPass

Class-5

Form SerialStudent NameFather’s NameClassGenderResult
044Jannatul Ferdous MahdiyaAKM Imam HasanFiveGirlsPass
112Rumaisa TabassumMd. Zaheedur RahmanFiveGirlsPass
198MahdiaNabab MiyaFiveGirlsPass
On-046Nafisa MaryamMd. Wahidul IslamFiveGirlsPass
155Anas IbraheemMd. Afjal HossainFiveBoysPass
178Abdullah Al MamunMd. FarhaduzzamanFiveBoysPass
201Waliur RahmanJoglul Haider (Rumi)FiveBoysPass
203Mamnun Bin MasudMasud AlamFiveBoysPass

Class-6

Form SerialStudent NameFather’s NameClassGenderResult
097Md. Zabir Ar Rasheed ZarifMd. Mamunur RasheedSixBoysPass

Class-7

Form SerialStudent NameFather’s NameClassGenderResult
217Ariana ManhaMizanur RahmanSevenGirlsPass
043Labiba Binte ShawkatShawkat Ali BabluSevenGirlsPass
199FaruqNabab MiyaSevenBoysPass

Class-8

Form SerialStudent NameFather’s NameClassGenderResult
189Tasnim Binte ShamimMd. Shamim AkbarEightGirlsPass
On-013Zinat TasnimMd. Abu SayedEightGirlsPass
042Ramisa Binte ShawkatShawkat Ali BabluEightGirlsPass

ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র

১) শিক্ষার্থীর ২ কপি পাসপোর্ট সাইজ ছবি
২) শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদের ফটোকপি
৩) পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

ভর্তি কার্যক্রম সম্পাদনের জন্য স্কুল অফিস ‘শনিবার – বৃহস্পতিবার’ সকাল ৯:০০ – বিকাল ৫:০০ পর্যন্ত খোলা থাকবে।


ধন্যবাদান্তে,

অধ্যক্ষ
এস.সি.ডি (মোহাম্মদপুর শাখা)

কেজি-৮ম (মূল্যায়ন ও ইন্টারভিউ শিডিউল) [শিক্ষাবর্ষ ২০২৪]

কেজি-৮ম (মূল্যায়ন ও ইন্টারভিউ শিডিউল)

[শিক্ষাবর্ষ ২০২৪]

বিশেষ নির্দেশনা:
  • কেজি-৮ম শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবক সকলেই নির্ধারিত সময়ে উপস্থিত থাকবেন এবং নূন্যতম ৩ ঘন্টা সময় হাতে নিয়ে আসবেন।
  • কেজি-৮ম শ্রেণিতে প্রথমে লিখিত মূল্যায়ন ও পরবর্তীতে মৌখিক মূল্যায়ন হবে।
  • নিচে উল্লিখিত শিডিউল-এর ২০ মিনিট পূর্বেই উপস্থিত থাকতে হবে।
  • নির্ধারিত সময়ের পূর্বে স্কুলের নিচ তলায় উপস্থিত হয়ে ইন্টারভিউ কার্ড সংগ্রহ করবেন।
  • কেউ শিডিউল মিস করলে তাকে আর পরবর্তীতে সুযোগ দেওয়া সম্ভব হবে না বিধায় পূর্বেই আমরা দুঃখ প্রকাশ করছি।
  • লিখিত মূল্যায়ন:
    • কেজি – ৩য় শ্রেণি: বাংলা, ইংরেজি ও গণিতের মৌলিক জ্ঞানের উপর লিখিত মূল্যায়ন হবে।
    • ৪র্থ – ৮ম শ্রেণি: বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞানের মৌলিক জ্ঞানের উপর লিখিত মূল্যায়ন হবে।
Form
Serial
Student NameFather’s NameFor ClassDateTime
017Musnad Binte ShihabShihab Uddin ChoudhuryKG18 Dec ’239:00 am – 12:00 pm
028Umara ZaynabSadi ShafiqKG18 Dec ’239:00 am – 12:00 pm
062Mahnoor SultanaMd. Abdul AwalKG18 Dec ’239:00 am – 12:00 pm
068Tahira Ibnat SafwaMd. Saidur RahmanKG18 Dec ’239:00 am – 12:00 pm
069Maryam Bint Hasan MahzubaMD. Hasanuzzaman ChowdhuryKG18 Dec ’239:00 am – 12:00 pm
072Nusaiba Shahrin LiyanaA.K.M. Golam SarwarKG18 Dec ’239:00 am – 12:00 pm
078Sawdah TazmeenHarun Ibne HoqueKG18 Dec ’239:00 am – 12:00 pm
092Azma Nafahat TazkiaMd. Nurl Alam KhanKG18 Dec ’239:00 am – 12:00 pm
098Ayesha Siddika FariaShakil AhmedKG18 Dec ’239:00 am – 12:00 pm
103Shahzana pathan SuhanaMd. Shahjahan PathanKG18 Dec ’239:00 am – 12:00 pm
106Mahafrin ArshiyaMd. AnisuzzamanKG18 Dec ’239:00 am – 12:00 pm
145Rufaida Afnan KhanMD. Syeduzzaman KhanKG18 Dec ’239:00 am – 12:00 pm
161Mariam MehjabinMd. Kamal HossainKG18 Dec ’239:00 am – 12:00 pm
187Shahida Parvin YeashfiMd. Ibrahim KhandakerKG18 Dec ’239:00 am – 12:00 pm
On-002Rufaida Al AslamiaMd. Sijajul SalekinKG18 Dec ’239:00 am – 12:00 pm
On-010Ayesha NazifaMd. Abdul HamidKG18 Dec ’239:00 am – 12:00 pm
On-020Nusaifa MuntahaMd. Saiful IslamKG18 Dec ’239:00 am – 12:00 pm
On-028Fatima Binte MohammadMohammad AliKG18 Dec ’239:00 am – 12:00 pm
On-041Jannatul RadiahMd. Sohel RanaKG18 Dec ’239:00 am – 12:00 pm
015Adil Bin SayedMd. Abu SayedKG18 Dec ’239:00 am – 12:00 pm
032Afsan Oalid AdyanMd. Oalid JahanKG18 Dec ’239:00 am – 12:00 pm
045Milhan Bin HasanAKM Imam HasanKG18 Dec ’239:00 am – 12:00 pm
064Numair Uddin OrhanMd. Nasiruddin PrinceKG18 Dec ’239:00 am – 12:00 pm
111Anas HasnatAzadi Hasnat RiponKG18 Dec ’239:00 am – 12:00 pm
114Md. Tahasin RahmanMd. Kamal UddinKG18 Dec ’239:00 am – 12:00 pm
123Abdullah Ibnu ZahidMd Zahidul IslamKG18 Dec ’239:00 am – 12:00 pm
134Mohammad Raiyan SiddiqueMd. Eiahia Omar FaruqKG18 Dec ’239:00 am – 12:00 pm
On-007Ahmad Ibn Abul KhayerMuhammad Abdul Khayer ChistyKG18 Dec ’239:00 am – 12:00 pm
On-023Sayan AbdullahSharif AhmedKG18 Dec ’239:00 am – 12:00 pm
On-031Ahmad HanzalaAbdul Kaium TalukderKG18 Dec ’239:00 am – 12:00 pm
074Mashiat Anjum RaishaRasel SikderOne18 Dec ’239:00 am – 12:00 pm
091TaibaIdrisOne18 Dec ’239:00 am – 12:00 pm
096Afra Binte WaliMd. Wali-ul-Islam KhanOne18 Dec ’239:00 am – 12:00 pm
118Azifa Binte AmirulAmirul IslamOne18 Dec ’239:00 am – 12:00 pm
132Sadia Rahman MuskanMd SumonOne18 Dec ’239:00 am – 12:00 pm
162Wafiyah AmeenahA.S.M Ashrafuzzaman ShaheenOne18 Dec ’239:00 am – 12:00 pm
169Ayesha Binte HasanMd. Mahmudul HasanOne18 Dec ’239:00 am – 12:00 pm
179Fatima MubasshiraS.M. Humayun KabirOne18 Dec ’239:00 am – 12:00 pm
206Ayeesha Mashfiya Binte DelwarLate Md. Delwar HossainOne18 Dec ’239:00 am – 12:00 pm
On-009Nabiha TayebaMd. Abdul HamidOne18 Dec ’239:00 am – 12:00 pm
On-015Wajiha SanjidSanjid MahmudOne18 Dec ’239:00 am – 12:00 pm
On-029Safatun AribaMD Wahedul IslamOne18 Dec ’239:00 am – 12:00 pm
On-039Ayesha ZamanMD. MoniruzzamanOne18 Dec ’239:00 am – 12:00 pm
007Tahmeed Bin NoorNoor Alam JilonOne18 Dec ’239:00 am – 12:00 pm
012Zainul Abedin Muhammad BelalShihab Uddin Muhammad KayesOne18 Dec ’239:00 am – 12:00 pm
013Md. MayanMD. Mohim UddinOne18 Dec ’239:00 am – 12:00 pm
027Umar Abdullah Bin WaheedMohammad Shamim WaheedOne18 Dec ’239:00 am – 12:00 pm
053Junairah IslamMd. Shafiqul IslamOne18 Dec ’239:00 am – 12:00 pm
057Shaharan Mahmud DehanMd. Salim HossainOne18 Dec ’239:00 am – 12:00 pm
088SK. Rames AnanSK. Mannan AliOne18 Dec ’239:00 am – 12:00 pm
117Ahnaf Zayaan Bin NasirMd. Nasir UddinOne18 Dec ’239:00 am – 12:00 pm
173Ehtesham Muqtadir JohaMd. Mithun ChowdhuryOne18 Dec ’239:00 am – 12:00 pm
175Sohail SadikShaikh Md. Golam MostofaOne18 Dec ’239:00 am – 12:00 pm
182Ridwan RafiMd. Kabedul Islam RannafOne18 Dec ’239:00 am – 12:00 pm
183Rizwan RehanMd. Kabedul Islam RannafOne18 Dec ’239:00 am – 12:00 pm
On-017Shayan HalderMohammad Ashaduzzaman HalderOne18 Dec ’239:00 am – 12:00 pm
On-018Aqib HalderMohammad Ashaduzzaman HalderOne18 Dec ’239:00 am – 12:00 pm
On-019Md. Ashiq BillahMd. Masud Alam MozumderOne18 Dec ’239:00 am – 12:00 pm
On-024Safwan AbdullahSharif AhmedOne18 Dec ’239:00 am – 12:00 pm
On-027Md Sadid AhmedMd. Saddam HossainOne18 Dec ’239:00 am – 12:00 pm
On-030Ahmad HanzalaAbdul Kaium TalukderOne18 Dec ’239:00 am – 12:00 pm
On-033Ahnaf Nazeef Bin AhsanMd. Ahsan-UllahOne18 Dec ’239:00 am – 12:00 pm
On-051Manaf MustanirASM Boorhan UddinOne18 Dec ’239:00 am – 12:00 pm
040Nabiha Binte ShawkatShawkat Ali BabluTwo18 Dec ’2312:00 pm – 3:00 pm
049Ruhani Tabassum SamihaMd. Abdul KhalekTwo18 Dec ’2312:00 pm – 3:00 pm
066Jannatul Ferdous ParishaMd. Abdul Jalil MiahTwo18 Dec ’2312:00 pm – 3:00 pm
077Atiqa MashiatMd. Mohaiminur Rahman ShaheenTwo18 Dec ’2312:00 pm – 3:00 pm
138Humaira MaahnoorMd. Masudur RahmanTwo18 Dec ’2312:00 pm – 3:00 pm
147Ruhama ZainabMd. Ala Uddin Al AzadTwo18 Dec ’2312:00 pm – 3:00 pm
185Fariha Jannat AribaMd. Saiful IslamTwo18 Dec ’2312:00 pm – 3:00 pm
211Mahajabin MubasshiraMd. Billal HosainTwo18 Dec ’2312:00 pm – 3:00 pm
218Jannatul Mawa SinthiyaJalal KhanTwo18 Dec ’2312:00 pm – 3:00 pm
021S.M Wasiul ArafS.M ArafathTwo18 Dec ’2312:00 pm – 3:00 pm
130Tahsin Hasan ZabirShafiqul IslamTwo18 Dec ’2312:00 pm – 3:00 pm
180S.K. Rames AnanSK. Mannan AliTwo18 Dec ’2312:00 pm – 3:00 pm
181Samad Khan TabirMd. Mohaiminur RahmanTwo18 Dec ’2312:00 pm – 3:00 pm
215Abu TalhaMd. Robul IslamTwo18 Dec ’2312:00 pm – 3:00 pm
On-008Mohammad Hamdan Bin RahedMD. Rahed AkberTwo18 Dec ’2312:00 pm – 3:00 pm
On-026Nusaeeb EkramMd. Ekramul HoqueTwo18 Dec ’2312:00 pm – 3:00 pm
On-047Md. Abdullah Al Sabib KhanMD. Samiul HaqueTwo18 Dec ’2312:00 pm – 3:00 pm
110Tahlil Binte TahamimTahamim AhamedThree18 Dec ’2312:00 pm – 3:00 pm
141Fatiha FalaqMd. Ahsan HabibThree18 Dec ’2312:00 pm – 3:00 pm
On-016Faizah HalderMohammad Ashaduzzaman HalderThree18 Dec ’2312:00 pm – 3:00 pm
On-037Ayesha SiddiquaOmar FarukThree18 Dec ’2312:00 pm – 3:00 pm
014Junaid Hossain SiratMD. Shahadat HossainThree18 Dec ’2312:00 pm – 3:00 pm
024Abdullah MahmudMahmudur RahmanThree18 Dec ’2312:00 pm – 3:00 pm
051Wafi Bin AlaminMd. Al AminThree18 Dec ’2312:00 pm – 3:00 pm
065Mahdi Abdullah AayanMD. Al Mamoon BhuyanThree18 Dec ’2312:00 pm – 3:00 pm
113Raiyanul Islam RaiyanShohidul IslamThree18 Dec ’2312:00 pm – 3:00 pm
167Ahnaf IslamMohammed Ariful IslamThree18 Dec ’2312:00 pm – 3:00 pm
168Affan IslamMohammed Ariful IslamThree18 Dec ’2312:00 pm – 3:00 pm
176Md. Adriaan NayyarMuhammad Mahfuzur RahmanThree18 Dec ’2312:00 pm – 3:00 pm
005Jannatul FirdausMd. Nasir Uddin RobinFour18 Dec ’2312:00 pm – 3:00 pm
093Atqiya Maliha Binte MahabubMohd. Mahabub AlamFour18 Dec ’2312:00 pm – 3:00 pm
146Umama ZahraMd. Ala Uddin Al AzadFour18 Dec ’2312:00 pm – 3:00 pm
190Ayeesha Binte ShamimMd. Shamim AkbarFour18 Dec ’2312:00 pm – 3:00 pm
On-035Alvina zahra zakerMohammad shuman Rana ZakerFour18 Dec ’2312:00 pm – 3:00 pm
011Abu Bakar ImranMd. Mukul AhmedFour18 Dec ’2312:00 pm – 3:00 pm
046MD. Ayman Islam SaudMd. Shahidul IslamFour18 Dec ’2312:00 pm – 3:00 pm
076Fariq KhanMd. Ahsan Kabir KhanFour18 Dec ’2312:00 pm – 3:00 pm
131Zarif HasanShafiqul IslamFour18 Dec ’2312:00 pm – 3:00 pm
204Muhibbullah Bin MasudMasud AlamFour18 Dec ’2312:00 pm – 3:00 pm
044Jannatul Ferdous MahdiyaAKM Imam HasanFive18 Dec ’2312:00 pm – 3:00 pm
079Sameeha TasneemHarun Ibne HoqueFive18 Dec ’2312:00 pm – 3:00 pm
112Rumaisa TabassumMd. Zaheedur RahmanFive18 Dec ’2312:00 pm – 3:00 pm
188Samia Taurat TubaMd. Selim RezaFive18 Dec ’2312:00 pm – 3:00 pm
198MahdiaNabab MiyaFive18 Dec ’2312:00 pm – 3:00 pm
On-046Nafisa MaryamMd. Wahidul IslamFive18 Dec ’2312:00 pm – 3:00 pm
On-049Jannatul Mawa OheeAbu Zafar Al MamunFive18 Dec ’2312:00 pm – 3:00 pm
155Anas IbraheemMd. Afjal HossainFive18 Dec ’2312:00 pm – 3:00 pm
178Abdullah Al MamunMd. FarhaduzzamanFive18 Dec ’2312:00 pm – 3:00 pm
201Waliur RahmanJoglul Haider (Rumi)Five18 Dec ’2312:00 pm – 3:00 pm
203Mamnun Bin MasudMasud AlamFive18 Dec ’2312:00 pm – 3:00 pm
On-006Araf Bin ShibliMd. Shibli Rahmat UllahFive18 Dec ’2312:00 pm – 3:00 pm
075Fatima KhanMd. Ahsan Kabir KhanSix18 Dec ’2312:00 pm – 3:00 pm
097Md. Zabir Ar Rasheed ZarifMd. Mamunur RasheedSix18 Dec ’2312:00 pm – 3:00 pm
On-044Md. Mohid HaiderMd. Tanvir HaiderSix18 Dec ’2312:00 pm – 3:00 pm
On-048Atik Ahmed TriptoAbu Zafar Al MamunSix18 Dec ’2312:00 pm – 3:00 pm
043Labiba Binte ShawkatShawkat Ali BabluSeven18 Dec ’2312:00 pm – 3:00 pm
217Ariana ManhaMizanur RahmanSeven18 Dec ’2312:00 pm – 3:00 pm
157Md. Sayam Hasan BhuyanMd. Salim BhuyanSeven18 Dec ’2312:00 pm – 3:00 pm
199FaruqNabab MiyaSeven18 Dec ’2312:00 pm – 3:00 pm
042Ramisa Binte ShawkatShawkat Ali BabluEight18 Dec ’2312:00 pm – 3:00 pm
177Maisha MahjabinMd. Mahabubur RahmanEight18 Dec ’2312:00 pm – 3:00 pm
189Tasnim Binte ShamimMd. Shamim AkbarEight18 Dec ’2312:00 pm – 3:00 pm
On-013Zinat TasnimMd. Abu SayedEight18 Dec ’2312:00 pm – 3:00 pm
On-045Md. Afif HaiderMd. Tanvir HaiderEight18 Dec ’2312:00 pm – 3:00 pm

নার্সারি (ভর্তি ইন্টারভিউ শিডিউল) [শিক্ষাবর্ষ ২০২৪]

নার্সারি (ভর্তি ইন্টারভিউ শিডিউল)

বিশেষ নির্দেশনা:
  • নার্সারি শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবক সকলেই উক্ত ইন্টারভিউ’র সময় উপস্থিত থাকবেন।
  • নার্সারি শ্রেণিতে শুধুমাত্র মৌখিক ইন্টারভিউ হবে।
  • নিচে উল্লিখিত শিডিউল-এর ২০ মিনিট পূর্বেই উপস্থিত থাকতে হবে।
  • নির্ধারিত সময়ের পূর্বে স্কুলের নিচ তলায় উপস্থিত হয়ে ইন্টারভিউ কার্ড সংগ্রহ করবেন।
  • কেউ শিডিউল মিস করলে তাকে আর পরবর্তীতে সুযোগ দেওয়া সম্ভব হবে না বিধায় পূর্বেই আমরা দুঃখ প্রকাশ করছি।

Form
Serial
Student NameFather’s NameFor ClassDateFromToRoom No
001Abid AbdullahHasan TalukderNursery17 Dec ’239:00 am9:10 am202 (Booth-1)
002Abdullah Ibn SayedMD. Shaidul IslamNursery17 Dec ’239:10 am9:20 am202 (Booth-1)
003Aafiya Binte ArifChowdhury Mohammad ArifNursery17 Dec ’239:20 am9:30 am202 (Booth-1)
004Ayesha AmimaMD. Alamgir KabirNursery17 Dec ’239:30 am9:40 am202 (Booth-1)
006Namira Amin RayanaMohammed Ruhul AminNursery17 Dec ’239:40 am9:50 am202 (Booth-1)
008Jumana NujaifaMd. Juwel HosenNursery17 Dec ’239:50 am10:00 am202 (Booth-1)
009Radia NusaibaMd. Juwel HosenNursery17 Dec ’2310:00 am10:30 am202 (Booth-1)
010Ahnaf AbidMd. Al AminNursery17 Dec ’2310:30 am10:40 am202 (Booth-1)
018Arisha Tasnuva InaayaMD. Jahangir HossainNursery17 Dec ’2310:40 am10:50 am202 (Booth-1)
019Afraaj Shehran ArefinMd. Shihab ArefinNursery17 Dec ’2310:50 am11:00 am202 (Booth-1)
BREAK11:00 am11:30 am
020Lafiz AbdullahMd. Abu ZafarNursery17 Dec ’2311:30 am11:40 am202 (Booth-1)
022Abdullah Ibne RayhanAbu Rayhan Md. SaklanNursery17 Dec ’2311:40 am11:50 am202 (Booth-1)
023Maryam MahmudMahmudur RahmanNursery17 Dec ’2311:50 am12:00 pm202 (Booth-1)
025Muhsinat Ann NafeeMotasin MonaNursery17 Dec ’2312:00 pm12:10 pm202 (Booth-1)
026Sawban JabirSabet Bin MukterNursery17 Dec ’2312:10 pm12:20 pm202 (Booth-1)
029Zoynab Binte JahangirMD Jahangir AlamNursery17 Dec ’2312:20 pm12:30 pm202 (Booth-1)
030Mariom Binte JahangirMD Jahangir AlamNursery17 Dec ’2312:30 pm12:40 pm202 (Booth-1)
031Mantasha MaryamA.Z.M AshequllahNursery17 Dec ’2312:40 pm12:50 pm202 (Booth-1)
033Safiyyah Bint SajjadSajjad AhmedNursery17 Dec ’2312:50 pm1:00 pm202 (Booth-1)
034Zuhaeen Bin MasumMohammad Masum BillahNursery17 Dec ’231:00 pm1:10 pm202 (Booth-1)
056Sukainah Binte Sharafat MollahSharafat Ibn Mollah MosharrafNursery17 Dec ’231:10 pm1:20 pm202 (Booth-1)
036Zulkifl Sayeed MehmidMD. Abu SayeedNursery17 Dec ’231:20 pm1:30 pm202 (Booth-1)
037Azwad Alam MaishurMd. Shariful AlamNursery17 Dec ’231:30 pm1:40 pm202 (Booth-1)
Form
Serial
Student NameFather’s NameFor ClassDateFromToRoom No
038Rufaidah AzeenMD. Hasnat Sudruddin RoomiNursery17 Dec ’239:00 am9:10 am202 (Booth-2)
039Ayesha Islam SnigdhaMD. Jahidul IslamNursery17 Dec ’239:10 am9:20 am202 (Booth-2)
041Anas Bin ShawkatShawkat Ali BabluNursery17 Dec ’239:20 am9:30 am202 (Booth-2)
048Talha Bin Al AminMd. Al AminNursery17 Dec ’239:30 am9:40 am202 (Booth-2)
050Al-Yasa Ibn RakibMd Rakibul-Hasan RakibNursery17 Dec ’239:40 am9:50 am202 (Booth-2)
052Sheikh Sadia HafsaMd. Rezaul Karim SheikhNursery17 Dec ’239:50 am10:00 am202 (Booth-2)
054Samara Jabin HayatMd. Abu HanifNursery17 Dec ’2310:00 am10:30 am202 (Booth-2)
055Mariyam Binte SajjadMd. Sajjad HossainNursery17 Dec ’2310:30 am10:40 am202 (Booth-2)
035Abdur Rahman Ibn TahmidMD. Ehsan Tahmid KhanNursery17 Dec ’2310:40 am10:50 am202 (Booth-2)
058Suraiya Parveen HadiyaMd. Badrul Hossain ParvezNursery17 Dec ’2310:50 am11:00 am202 (Booth-2)
BREAK11:00 am11:30 am
059Nusaifa MuslimaTabassum Al AtterNursery17 Dec ’2311:30 am11:40 am202 (Booth-2)
060Ruhama TannimMd. SamsuzzohaNursery17 Dec ’2311:40 am11:50 am202 (Booth-2)
061Ehaan HasanMd. Amit HasanNursery17 Dec ’2311:50 am12:00 pm202 (Booth-2)
063Inshirah Rawnaf LaaibahDr. Mohammed Ishtiaque SharifNursery17 Dec ’2312:00 pm12:10 pm202 (Booth-2)
067Samara Arib RahmanMaw Shafiqur RahmanNursery17 Dec ’2312:10 pm12:20 pm202 (Booth-2)
070Raiyan AhmedS.M. Estique Ahmed RashelNursery17 Dec ’2312:20 pm12:30 pm202 (Booth-2)
071Muhammad Abdullah IbtihajIftehajul HaqueNursery17 Dec ’2312:30 pm12:40 pm202 (Booth-2)
073Shehzeen Mahnaz AlamMd. Shohorab AlamNursery17 Dec ’2312:40 pm12:50 pm202 (Booth-2)
081Ahmad AbdullahNazmus SadatNursery17 Dec ’2312:50 pm1:00 pm202 (Booth-2)
082MD. Suhaeeb Bin RoknMd. RoknuzzamanNursery17 Dec ’231:00 pm1:10 pm202 (Booth-2)
084Nuwairah MaryamMd. Azimussan AbbasiNursery17 Dec ’231:10 pm1:20 pm202 (Booth-2)
086Abdullah Al AnasSultan Mahamud YasinNursery17 Dec ’231:20 pm1:30 pm202 (Booth-2)
087Nahiyan AhmedKausar HamidNursery17 Dec ’231:30 pm1:40 pm202 (Booth-2)
Form
Serial
Student NameFather’s NameFor ClassDateFromToRoom No
089Shoaib ZohanMd. Shoriful AlamNursery17 Dec ’239:00 am9:10 am201
090Anas Bin AzmirMd. Azmir HossainNursery17 Dec ’239:10 am9:20 am201
094Omar Ibn HabibMD. Ahsan HabibNursery17 Dec ’239:20 am9:30 am201
095Aysha AmanAbu Huraira Bin AmanNursery17 Dec ’239:30 am9:40 am201
101Fatimah Noor ZahraTanvir ZawadNursery17 Dec ’239:40 am9:50 am201
102Nuzaira ArwahMd. Abdul AzizNursery17 Dec ’239:50 am10:00 am201
104Jawad ZarifK.M. NazmulNursery17 Dec ’2310:00 am10:30 am201
105Saleh Abu SenanMohammad BadruddozaNursery17 Dec ’2310:30 am10:40 am201
107MD. Sheikh Raiyan MustakimMd. Shake ShahjadaNursery17 Dec ’2310:40 am10:50 am201
108Azmayeen FayekMd. Razib AhmedNursery17 Dec ’2310:50 am11:00 am201
BREAK11:00 am11:30 am
109Hafsa Binte JobayerAL Md. Jobayer IslamNursery17 Dec ’2311:30 am11:40 am201
115Mirzaq Muaz Bin HabibMd. HabibullahNursery17 Dec ’2311:40 am11:50 am201
116Alayna Afsan AyeeshaAfsanur Rahman BhuiyanNursery17 Dec ’2311:50 am12:00 pm201
124RamzMd. Munir Hasan SobuzNursery17 Dec ’2312:00 pm12:10 pm201
125Radiyah Binte RashedMd. Rashedul IslamNursery17 Dec ’2312:10 pm12:20 pm201
126Mahdi Bin MamunMd. Mamunur RezaNursery17 Dec ’2312:20 pm12:30 pm201
129Ayesha SiddiqaMd. Abu Bakar SiddiqueNursery17 Dec ’2312:30 pm12:40 pm201
135Rufaida Hassan RushdaMd. Mahmudul Hassan MondalNursery17 Dec ’2312:40 pm12:50 pm201
136Nazifa Anjum AizaMd. Payel MondalNursery17 Dec ’2312:50 pm1:00 pm201
137Azrin Ahmad KhanRakib Ahmad KhanNursery17 Dec ’231:00 pm1:10 pm201
139Rufaida Binte RaselMohammad Rasel MiahNursery17 Dec ’231:10 pm1:20 pm201
140Abdullah Abeed TanzimMd. Abdul MannanNursery17 Dec ’231:20 pm1:30 pm201
144Rufaida Afnan KhanMd. Syeduzzaman KhanNursery17 Dec ’231:30 pm1:40 pm201
Form
Serial
Student NameFather’s NameFor ClassDateFromToRoom No
148Humaira AfiaAbu Noman Md Abdullah Al MarufNursery17 Dec ’239:00 am9:10 am302 (Booth-1)
149Maryam Binte WaliMd. Wali Ul Islam KhanNursery17 Dec ’239:10 am9:20 am302 (Booth-1)
151Safwan Rishan IslamShariful IslamNursery17 Dec ’239:20 am9:30 am302 (Booth-1)
153Arham SajidAbu NayemNursery17 Dec ’239:30 am9:40 am302 (Booth-1)
154Ruqayya Zaman RadiaRukunuzzamanNursery17 Dec ’239:40 am9:50 am302 (Booth-1)
156Rumaysa Rahman InaayaS.M. Masud ParvezNursery17 Dec ’239:50 am10:00 am302 (Booth-1)
158Suhaifa Binte ShahriarShahriar AhmedNursery17 Dec ’2310:00 am10:30 am302 (Booth-1)
164Sunaira IslamMd. Safiqul IslamNursery17 Dec ’2310:30 am10:40 am302 (Booth-1)
165Zarif Bin NasirCapt. Md. Nasir UddinNursery17 Dec ’2310:40 am10:50 am302 (Booth-1)
166Numair Uddin OrhanMd. Nasir Uddin PrinceNursery17 Dec ’2310:50 am11:00 am302 (Booth-1)
BREAK11:00 am11:30 am
170Sawdah Binte HasanMd. Mahmudul HasanNursery17 Dec ’2311:30 am11:40 am302 (Booth-1)
172Fatima Binte Arman (Roza)Md. Arman AliNursery17 Dec ’2311:40 am11:50 am302 (Booth-1)
174Abrar FahadMd. Mithun ChowdhuryNursery17 Dec ’2311:50 am12:00 pm302 (Booth-1)
184Sidratul Muntaha SunerahMd. Saiful IslamNursery17 Dec ’2312:00 pm12:10 pm302 (Booth-1)
186Abdullah Al IsaAbdul MuttalebNursery17 Dec ’2312:10 pm12:20 pm302 (Booth-1)
191Fatimah Binte ShamimMd. Shamim AkbarNursery17 Dec ’2312:20 pm12:30 pm302 (Booth-1)
192Nusaifa Binte Yousuf IzmaMd youshuf AliNursery17 Dec ’2312:30 pm12:40 pm302 (Booth-1)
194Safwan Islam SakinShohidul IslamNursery17 Dec ’2312:40 pm12:50 pm302 (Booth-1)
196MST. Nowrin Ruh AlfaMD. Habul MeiaNursery17 Dec ’2312:50 pm1:00 pm302 (Booth-1)
197Kazi Shoyaib Muhammad TamzidMd. Sarrowar HoshenNursery17 Dec ’231:00 pm1:10 pm302 (Booth-1)
202Mohammad HujaifaEnzamamul HugNursery17 Dec ’231:10 pm1:20 pm302 (Booth-1)
205Mahmud Bin MasudMasud AlamNursery17 Dec ’231:20 pm1:30 pm302 (Booth-1)
210MD. Wasiq FaiyadMd. Rubyat FahimNursery17 Dec ’231:30 pm1:40 pm302 (Booth-1)
Form
Serial
Student NameFather’s NameFor ClassDateFromToRoom No
212MusoffaMd. SolimanNursery17 Dec ’239:00 am9:10 am302 (Booth-2)
213Tulayeeb Affan AkifRaju AhmmedNursery17 Dec ’239:10 am9:20 am302 (Booth-2)
216Tahmid Ibn MojibMazibur RahmanNursery17 Dec ’239:20 am9:30 am302 (Booth-2)
On-001Ahmad Faiyaz TafheemMd. Sijajul SalekinNursery17 Dec ’239:30 am9:40 am302 (Booth-2)
On-003Yusha Fawzan Bin AhmadIstiaq AhmedNursery17 Dec ’239:40 am9:50 am302 (Booth-2)
On-004Zunaira Binte HasanMohammed Nazmul HasanNursery17 Dec ’239:50 am10:00 am302 (Booth-2)
On-005Tashfiq MuhtadinFaisal ImtiazNursery17 Dec ’2310:00 am10:30 am302 (Booth-2)
On-011Kazi Saira Waliyah FatimahKazi Golam RabbiNursery17 Dec ’2310:30 am10:40 am302 (Booth-2)
On-012Ahmad Bin RashedRashed Nizam RobiNursery17 Dec ’2310:40 am10:50 am302 (Booth-2)
On-014Musa IbrahimMd. Al-MaksudNursery17 Dec ’2310:50 am11:00 am302 (Booth-2)
BREAK11:00 am11:30 am
On-021Nameera NawarMd. Tawhidul IslamNursery17 Dec ’2311:30 am11:40 am302 (Booth-2)
On-022Mohammad Zawad Bin ZahidAKM Zahid HossainNursery17 Dec ’2311:40 am11:50 am302 (Booth-2)
On-025Fariba SarahMohammad Mohaimann BhuiyahNursery17 Dec ’2311:50 am12:00 pm302 (Booth-2)
On-032Maryam Binte IbrahimMohammad IbrahimNursery17 Dec ’2312:00 pm12:10 pm302 (Booth-2)
On-034M. Sabit Mahrus MihaadMD. Mesba Ul Hasan RomanNursery17 Dec ’2312:10 pm12:20 pm302 (Booth-2)
On-036Jubayer Ahmed JahinNurmohammad ShahinNursery17 Dec ’2312:20 pm12:30 pm302 (Booth-2)
On-038Muhammad Hasan AbdullahAhmad Naqibul ArefinNursery17 Dec ’2312:30 pm12:40 pm302 (Booth-2)
On-040Arshan Bin ZamanMD. MoniruzzamanNursery17 Dec ’2312:40 pm12:50 pm302 (Booth-2)
On-042Musa AhmadMd. Lablu HossenNursery17 Dec ’2312:50 pm1:00 pm302 (Booth-2)
On-043Ruzaynah Asfa Binte HasanMir. Md. Rakibul Hasan RibuNursery17 Dec ’231:00 pm1:10 pm302 (Booth-2)
On-050Sanaya MuflihaASM Boorhan UddinNursery17 Dec ’231:10 pm1:20 pm302 (Booth-2)
016Abdullah Ibn ShihabSihab Uddin ChowdhuryNursery17 Dec ’231:20 pm1:30 pm302 (Booth-2)
122Suhaib Muhtadi AyaanMd. Abu SohelNursery17 Dec ’231:20 pm1:40 pm302 (Booth-2)

২০২৩ বার্ষিক পরীক্ষার ফলাফল  গ্রহণ সংক্রান্ত দিকনির্দেশনা:

১৪ ডিসেম্বর ২০২৩ (বৃহস্পতিবার) বার্ষিক পরীক্ষার ফলাফল গ্রহণের শিডিউল:

নার্সারি – ১ম শ্রেণি: সকাল ৯:০০ – ১১:০০
২য়-৫ম এবং ৮ম-১০ম শ্রেণি: সকাল ১১:০০ দুপুর ১:০০
৬ষ্ঠ-৭ম শ্রেণি: যেহেতু সরকারি নির্দেশনা অনুযায়ী নৈপূণ্য এ্যাপের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে, তাই শিক্ষার্থীদের প্রমোশন সিদ্ধান্ত ফোন কলের মধ্যমে জানিয়ে দেওয়া হবে, ইন-শা-আল্লাহ।

ফলাফল  গ্রহণ সংক্রান্ত দিকনির্দেশণা:
১) স্কুলের নিচ তলা থেকে ফলাফল সংগ্রহ করতে হবে।
২) যাদের ডিসেম্বর পর্যন্ত ফি বকেয়া আছে, তাদের স্কুল ফি পরিশোধ করে ২য় তলা থেকে ফলাফল সংগ্রহ করতে হবে।
৩) যারা বকেয়া ফি পরবর্তীতে (ডিসেম্বর ২০২৩-এর মধ্যে) পরিশোধ করার মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে চান, তারা ২য় তলায় অফিসে যোগাযোগ করে নির্ধারিত “অঙ্গিকারপত্র” পূরণ করে ফলাফল সংগ্রহ করবেন, ইন-শা-আল্লাহ।

২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি:
১) ২০২৩ শিক্ষাবর্ষে উত্তীর্ণ (Promoted) শিক্ষার্থীরা ফলাফল প্রকাশের পর উক্ত দিনেই পরবর্তী শিক্ষাবর্ষে ভর্তি নিশ্চিত করতে পারবেন। (বিস্তারিত দেখতে: https://scdbd.org/fxm23/
২) যারা অনুত্তীর্ণ শিক্ষার্থী (Not Promoted), তারা ফলাফল প্রকাশের পর একই ক্লাসে (২০২৩ সালে যেই ক্লাসে অধ্যয়ণ করেছে সেই ক্লাসে) ভর্তি হতে পারবে।
৩) যাদের রেজাল্ট (Withheld) থাকবে, তাদের অভিভাবকবৃন্দ প্রিন্সিপাল উস্তাজ-এর সাথে শিক্ষার্থীসহ দেখা করবেন।

মা’আসসালামাহ,

অধ্যক্ষ
এস সি ডি (মোহাম্মদপুর শাখা)

বার্ষিক পরীক্ষা ২০২৩ ফলাফল ও ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি

আসাসালামুআলাইকুম,

একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১৪ ডিসেম্বর ২০২৩ সকাল ১০:০০টায় “বার্ষিক পরীক্ষা ২০২৩” এবং ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ণ ২০২৩-এর ফলাফল প্রকাশ করা হবে ইন-শা-আল্লাহ্‌। বার্ষিক পরীক্ষার ফলাফল শুধুমাত্র অভিভাবকের হাতে দেওয়া হবে।

ফলাফল ও ভর্তি সংক্রান্ত কিছু নির্দেশনা

১) রেজাল্ট শিট-এ “Promotion Decision”-এর ব্যাখ্যা:

রেজাল্ট শিট-এ যাদের Promotion Decision হবে ‘Promoted‘ বা ‘Conditionally Promoted‘, তারা পরবর্তী শ্রেণিতে সরাসরি অধ্যয়নের সুযোগ পাবে।

রেজাল্ট শিট-এ যাদের Promotion Decision হবে ‘Withheld‘, তারা প্রিন্সিপাল উস্তাজ-এর সাথে দেখা করবেন। প্রিন্সিপাল উস্তাজ-এর সাথে পরামর্শ সাপেক্ষে এই ‘Withheld‘ স্ট্যাটাস-এর শিক্ষার্থীরা ‘Promoted’/’Not promoted’ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

রেজাল্ট শিট-এ যাদের Promotion Decision হবে “Not promoted” তারা ২০২৩ সালে যেই শ্রেণিতে অধ্যয়ন করছিল, সেই শ্রেণিতেই পুনরায় অধ্যয়ন করবে।

২) নার্সারি শ্রেণির বার্ষিক পরীক্ষার খাতা ও ফলাফল একসাথে দেওয়া হবে।
৩) কেজি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের শুধুমাত্র রেজাল্ট শিট দেওয়া হবে। খাতা দেখানো হবে ২৪ ও ২৫ ডিসেম্বর ২০২৩ (সকাল ৯:০০ টা – দুপুর ১:০০টার মধ্যে)। কেজি-৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের খাতা বাসায় নিতে দেওয়া হয় না। শুধুমাত্র এস.এস.সি-২০২৪ পরীক্ষার্থীরা বাসায় খাতা নিতে পারবে।
৪) যারা পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হবে, তাদের ২০২৪ সালের ভর্তি কার্যক্রম আগামী ১৯ ডিসেম্বর ২০২৩-এর মধ্যে সম্পন্ন করতে হবে। বর্তমান শিক্ষার্থীদের পরবর্তী সেশনে আসন নিশ্চিত করার পর অবশিষ্ট খালি আসনে নতুনভাবে আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে ভর্তি নেওয়া হবে।

৫) বর্তমান শিক্ষার্থীরা যদি ১৯ ডিসেম্বর ২০২৩-এর মধ্যে ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত না করেন, সেক্ষেত্রে নতুন শিক্ষার্থী ভর্তি নেওয়ার পর আসন পূরণ হয়ে গেলে আমাদের পক্ষে আর কোনো শিক্ষার্থী ভর্তি নেওয়া সম্ভব হবে না। তাই যারা ২০২৪ শিক্ষাবর্ষে এস.সি.ডি মোহাম্মদপুর শাখায় পড়াশোনা চালিয়ে যাবেন বলে নিয়্যাত করেছেন, তারা রেজাল্ট প্রকাশের পর ১৯ ডিসেম্বর ২০২৩-এর মধ্যে ২০২৩ সালের সেশন ফি (৫০০০ টাকা) প্রদান অথবা লিখিতভাবে বা ই-মেইল (info@scdbd.org)-এর মাধ্যমে অফিসে নিশ্চিত করবেন। আমরা এর উপর ভিত্তি করে খালি আসনে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করবো ইন-শা-আল্লাহ।

শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ/অনুত্তীর্ণ হওয়ার সিদ্ধান্তসমূহ এস.সি.ডি প্রমোশন কমিটির মাধ্যমে নেওয়া হয়। তাই যারা অনুত্তীর্ণ হয়েছেন, তাদেরকে যে কোনো ধরনের সুপারিশ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

অধ্যক্ষ
এস.সি.ডি (মোহাম্মদপুর শাখা)

নাজেরা থেকে হিফজ (প্রোমোশন লিস্ট) ২০২৩

নাজেরা থেকে যারা হিফজ-এ উন্নীত হয়েছে

শ্রেণি: ১ম – ৭ম (মর্নিং)
হিফজ
নংআইডিশিক্ষার্থীর নামশ্রেণি
122080Safia Binte Rizvee1
222384Sara Binte Sajal1
322123Ayisha Binte Abdul Matin2
422130Samara Fatima2
522128Humayra Afnan2
622121Maryam Rehnuma Binte Sakib2
722383Sameha Noor Suhaiba2
822168Hamnun Juiriah3
922169Ayesha Binte Mizan3
1022165Maryam Mubarak3
1122166Rumaithah Bintu Abu Sadat3
1222356Ayat Aminul3
1322158Tuhfatul Jannat3
1422377Zainab Bint Mahfuj3
1522346Sura Arish Rahman3
1622208Samiha Masud4
1722342Maryam Binte Shamim4
1822204Manha Myreen4
1922202Shafia Bilquis Binte Shajid4
2022372Zubaida Jahan4
2122234Warisa Binte Haque5
2222232Mahadiya Mehnaz5
2322237Nusaiba Binte Basher5
2422242Fatima Tasnim5
2522267Safaa Binte Shaheed6
2622283Amatullah Ainaz6
2722284Khadija Sultana7
2822287Most. Mumina Khatun (Surovi)7

১ম – ৭ম শ্রেণি (ডে শিফট)
হিফজ
নংআইডিশিক্ষার্থীর নামশ্রেণি
122109Syed Muhammad Ibn Ahmad Roomy1
222141Tahmid Abdullah2
322136Arham Zaman Numair2
422143Abdullah Ibn Ehsan2
522181Saad Abdullah Bin Yousuf3
622176Muhammad Ibn Sajjad3
722177Muhammad Usman3
822192Naqib Mahdi3
922180Md. Saif Al-Din (Shabib)3
1022175Ahnaf Sabit3
1122187Abdullah Muaz3
1222380Ahnaf Abdul Ahad3
1322184Muaz bin Sharif3
1422225Habibur Rahman4
1522216Mahib Khan4
1622374Afif Raeen Rahman4
1722375Abdullah Umair Bin Safiul4
1822224Adian Rahman4
1922229Md. Affan Hawlader4
2022513Musab Abdullah Ehan4
2122218Mohammad Abdul Wahid Bin Kaiser4
2222276Md. Muhtahseen Hossain Sawban5
2322339Ahnaf Islam6
2422282Mutakabbir Meraj6
2522278Ashfaq Nayeem Wasif6
2622273S.M Muntaqim-Ul-Islam6

ডিসেম্বর ২০২৩ থেকে অনুষ্ঠিতব্য হিফজ ক্লাসের দিন ও সময় আলাদাভাবে জানিয়ে দেওয়া হবে, ইন-শা-আল্লাহ।

বার্ষিক পরীক্ষা ২০২৩ (কায়দা ও আম্মা পারা গ্রুপ)

সবার সুবিধার্থে এই পেইজের নিচে কায়দা ও আম্মা পারা পরীক্ষার সিলেবাস পুনরায় উল্লেখ করা হল।


কায়দা (মর্নিং শিফট)

নংআইডিশিক্ষার্থীর নামশিফটগ্রুপসিলেবাসশ্রেণি
122388Mahdiya Rushdaমর্নিংকায়দাআম্মা পারা1
222390Amatullah Zainabমর্নিংকায়দাআম্মা পারা1
322395Ameerah Mahrukhমর্নিংকায়দাআম্মা পারা1
422397Marjana Hossain Manhaমর্নিংকায়দাআম্মা পারা1
522398Saffaanah Binte Sharafat Mollahমর্নিংকায়দাআম্মা পারা1
622074Zaynah Tazmeen Tayyibaমর্নিংকায়দাআম্মা পারা1
722078Sadia tut Taiyabaমর্নিংকায়দাআম্মা পারা1
822082Maryam Ibnatu Masudমর্নিংকায়দাআম্মা পারা1
922084Ismat Zunayra Kabirমর্নিংকায়দাআম্মা পারা1
1022085Sarah Binte Abdullahমর্নিংকায়দাআম্মা পারা1
1122086Ayasha Binte Kaiserমর্নিংকায়দাআম্মা পারা1
1222391Bareerah Bintu Tahmidমর্নিংকায়দাআম্মা পারা1
1322089Afia Zaheen Juwairiyahমর্নিংকায়দাকায়দা1
1422090Anisha Nahar Moonমর্নিংকায়দাকায়দা1
1522092Sayma Rahman Sohaমর্নিংকায়দাকায়দা1
1622047Nuha Maryamমর্নিংকায়দাকায়দা1
1722348Aaishah Mahmudমর্নিংকায়দাকায়দা1
1822355Fatiha Binte Maminমর্নিংকায়দাকায়দা1
1922359Suwera Zaynahমর্নিংকায়দাকায়দা1
2022392Elman Nafiaan Luhamমর্নিংকায়দাকায়দা1
2122393Sydratul Muntaha Ahsanমর্নিংকায়দাকায়দা1
2222394Afifa Maksuraমর্নিংকায়দাকায়দা1
2322514Eenaya Binte Iftekharমর্নিংকায়দাকায়দা1
2422382Mariyam Binte Amirulমর্নিংকায়দাকায়দা2
2522076Anika Mahmudaমর্নিংকায়দাকায়দা1
2622077Zareen Sahar Khadijaমর্নিংকায়দাকায়দা1
2722079Arisha Ashrafiমর্নিংকায়দাকায়দা1
2822081Fardeenah Binty Alamমর্নিংকায়দাকায়দা1
2922091Namirah Tasneemমর্নিংকায়দাকায়দা1

কায়দা (ডে শিফট)

আইডিশিক্ষার্থীর নামশিফটগ্রুপ  সিলেবাসশ্রেণি
22403Ibrahim Bin Eamtiajডেকায়দাকায়দা1
22112Zakaria Noor Chowdhury (Fadid)ডেকায়দাকায়দা1
22113Zakey Abdullahডেকায়দাকায়দা1
22115Sultanov Faizullahডেকায়দাকায়দা1
22516Miqdad Osmanডেকায়দাকায়দা1
22099Mohammad Tahmid Alamডেকায়দাকায়দা1
22103Ayman Morsalinডেকায়দাকায়দা1
22028Zareef Abrarডেকায়দাআম্মা পারা1
22401Abdur Rahman Bin Safiulডেকায়দাআম্মা পারা1
22402Abid Ullah Afifডেকায়দাআম্মা পারা1
22111Anasডেকায়দাআম্মা পারা1
22379Zayyan Bin Zahidডেকায়দাআম্মা পারা3
22385Muqtadir Wasi Akhondডেকায়দাআম্মা পারা2
22386Abdullah Al Sanim Huzyfaডেকায়দাআম্মা পারা2
22093Fawaz Abdullahডেকায়দাআম্মা পারা1
22094Sahran Bin Hafijডেকায়দাআম্মা পারা1
22095Muhammad Sufianডেকায়দাআম্মা পারা1
22399Ahmad Bin Jahidডেকায়দাআম্মা পারা1
22404Ahyan Abdul Azeemডেকায়দাআম্মা পারা1
22096Ahmad Bin Azmirডেকায়দাআম্মা পারা1
22098Abdur Rahmaanডেকায়দাআম্মা পারা1
22104Rajin Bin Russelডেকায়দাআম্মা পারা1
22106Ahmad Ibn Sajjadডেকায়দাআম্মা পারা1
22108Muhammad Arhaan Rahmanডেকায়দাআম্মা পারা1
22387Radif Kamalডেকায়দাআম্মা পারা2
22131Sheikh Araf Sadikডেকায়দাআম্মা পারা2
22137Abdullah Ibn Faisalডেকায়দাআম্মা পারা2
22343Musab Bin Shamimডেকায়দাআম্মা পারা2
22150Muaaz Ibn Tabaডেকায়দাআম্মা পারা2
22400Wafiq Obaidullahডেকায়দাআম্মা পারা1
22405Md. Afwan Mabrurডেকায়দাআম্মা পারা1
22406Abdullah Al Zubayerডেকায়দাআম্মা পারা1
22407Kazi Mohaimeenডেকায়দাআম্মা পারা1
22185Nusairডেকায়দাআম্মা পারা3

আম্মা পারা (মর্নিং শিফট)

নংআইডিশিক্ষার্থীর নামশিফটগ্রুপ  সিলেবাসশ্রেণি
122203Sabrin Binte Alomমর্নিংআম্মা পারাআম্মা পারা3
222117Eshaal Tasneem Sawdah Binte Ershadমর্নিংআম্মা পারাআম্মা পারা2
322118Hafsa Binte Ayubমর্নিংআম্মা পারাআম্মা পারা2
422119Tanzima Anzum Towaমর্নিংআম্মা পারাআম্মা পারা2
522120Zainab Siddiquaমর্নিংআম্মা পারাআম্মা পারা2
622164Sumaiya Binte Ayubমর্নিংআম্মা পারাআম্মা পারা3
722196Nada Shariiovaমর্নিংআম্মা পারাআম্মা পারা3
822295Nawshin Tabassum Labibaমর্নিংআম্মা পারাআম্মা পারা8
922269Lanika Annam Chowdhuryমর্নিংআম্মা পারাআম্মা পারা6
1022124Rumaisa Hassan Redhaমর্নিংআম্মা পারাআম্মা পারা6
1122127Anaya Azeen Manhaমর্নিংআম্মা পারাআম্মা পারা2
1222519Numaisa Mariumমর্নিংআম্মা পারাআম্মা পারা2
1322367Ruqayya Bint Mahfujমর্নিংআম্মা পারাআম্মা পারা6
1422376Nafisa Islamমর্নিংআম্মা পারাআম্মা পারা3
1522389Hafsa Akterমর্নিংআম্মা পারাআম্মা পারা1
1622396Ayesha Binte Alamমর্নিংআম্মা পারাআম্মা পারা1
1722378Mst. Ayesha Zaraমর্নিংআম্মা পারাআম্মা পারা3
1822163Maliha Nuzhat Rajonnaমর্নিংআম্মা পারাআম্মা পারা3
1922340Tasfia Taharatমর্নিংআম্মা পারাআম্মা পারা8
2022172Suhayla binte Ashiqueমর্নিংআম্মা পারাআম্মা পারা3
2122087Afrin Rahmanমর্নিংআম্মা পারাআম্মা পারা1
2222213Nusayba Binte Ashiqueমর্নিংআম্মা পারাআম্মা পারা4
2322257Amrin Rahmanমর্নিংআম্মা পারাআম্মা পারা6
2422195Afrin Tasmia Adibaমর্নিংআম্মা পারাআম্মা পারা4
2522211Zarin Subahমর্নিংআম্মা পারাআম্মা পারা4
2622167Rufyda Binte Jamalমর্নিংআম্মা পারাআম্মা পারা3

আম্মা পারা (ডে শিফট)

আইডিশিক্ষার্থীর নামশিফটগ্রুপ  সিলেবাসশ্রেণি
22132Umar Abdullahডেআম্মা পারাআম্মা পারা2
22133Zahiyan Mahmudডেআম্মা পারাআম্মা পারা2
22134Hamza Ibn Jobayerডেআম্মা পারাআম্মা পারা2
22135Abdullah Bin Abdus Samadডেআম্মা পারাআম্মা পারা2
22140Syed Abdullah Bin Yasirডেআম্মা পারাআম্মা পারা2
22144Saim Ibn Shahadatডেআম্মা পারাআম্মা পারা2
22174Saiful Islam (Mahad)ডেআম্মা পারাআম্মা পারা3
22182Md.Farhanডেআম্মা পারাআম্মা পারা3
22186Sheikh Ajmain Azimডেআম্মা পারাআম্মা পারা3
22142Waaqif Abdullahডেআম্মা পারাআম্মা পারা2
22511Sadman Sabibডেআম্মা পারাআম্মা পারা3
22105Zain Abdullahডেআম্মা পারাআম্মা পারা1
22147Rayed Nsaidডেআম্মা পারাআম্মা পারা2
22102Dahiatul Kalbiডেআম্মা পারাআম্মা পারা1
22188Abdullah Ayman Tahjibডেআম্মা পারাআম্মা পারা3
22194Habib Musa Jayedডেআম্মা পারাআম্মা পারা3
22155Nahian Ibn Afserডেআম্মা পারাআম্মা পারা2
22381Mumtahin Billahডেআম্মা পারাআম্মা পারা3
22189Abdullah Bin Helalডেআম্মা পারাআম্মা পারা3
22156Sheikh Ibrahim Abdullah Bin Sajidডেআম্মা পারাআম্মা পারা1
22114Shoaib bin jiyadডেআম্মা পারাআম্মা পারা1
22097Rayyan Islamডেআম্মা পারাআম্মা পারা1
22148Muhammad Saalihডেআম্মা পারাআম্মা পারা2
22149Md. Abdullah Abrar Hossainডেআম্মা পারাআম্মা পারা2
22152Chowdhury Md. Ibn Rakibডেআম্মা পারাআম্মা পারা2
22153Salman H Kibriaডেআম্মা পারাআম্মা পারা2
22222Anas Hasan Faruqueeডেআম্মা পারাআম্মা পারা3
22153Salman H Kibriaডেআম্মা পারাআম্মা পারা2
22222Anas Hasan Faruqueeডেআম্মা পারাআম্মা পারা3

বার্ষিক পরীক্ষা ২০২৩