এসসিডি’র সকল অভিভাবক এবং শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান করোনা পরিস্থিতি, সরকারি নির্দেশনা ইত্যাদি বিবেচনা করে স্কুলের অন-ক্যাম্পাস কার্যক্রম শুরু করার কোনো নির্দিষ্ট সময় নির্ধারণ করা যাচ্ছে না।
আপনারা সবাই অবগত আছেন, রমাদান থেকেই স্কুলের ওস্তাজ/ওস্তাজারা শিক্ষার্থীদের ফোনের মাধ্যমে খোঁজখবর নিচ্ছেন এবং কিছু কিছু ক্ষেত্রে Whatsapp-এর মাধ্যমে পড়া দেখা ও ফিডব্যাক প্রদান করছেন।
এছাড়া ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির অনলাইন ক্লাস চালু হয়েছে এবং ধীরে ধীরে ৫ম শ্রেণির ক্লাস কীভাবে অনলাইনের মাধ্যমে শুরু করা যায় তা বিবেচনাধীন রয়েছে।
বর্তমান পরিস্থিতিতে বিশেষ পদ্ধতিতে অর্ধ-বার্ষিক পরীক্ষার (কেজি – ১০ম শ্রেণি) আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু নার্সারির পরীক্ষা কিছু বিশেষ ব্যবস্থাপনায় এবং ওস্তাজ/ওস্তাজাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আয়োজন করতে হয়, তাই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পূর্ব পর্যন্ত নার্সারির কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না। নার্সারির শিক্ষার্থীরা স্কুলের নির্দেশনা অনুযায়ী পড়াশোনা চালিয়ে যাবে।
বোর্ড পরীক্ষা ব্যতীত বাকি ক্লাসগুলোর বার্ষিক পরীক্ষার জন্য পরবর্তীতে রিভাইসড একটি সিলেবাস প্রনয়ণ করা হবে ইন-শা-আল্লাহ। অর্ধবার্ষিক পরীক্ষার উদ্দেশ্য, সিলেবাস, পরীক্ষার স্থান ইত্যাদি বিষয় নিচে বিস্তারিত উল্লেখ করা হলো:
অর্ধবার্ষিক পরীক্ষার উদ্দেশ্য ও পদ্ধতি
১) বিশেষ পরিস্থিতিতে অর্ধবার্ষিক পরীক্ষা আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনার সাথে যুক্ত রাখা। বর্তমান এই অভূতপূর্ব পরিস্থিতিতে আমাদের প্রায় সবার ব্যক্তিগত ও সমষ্টিগত, সামাজিক ও অর্থনৈতিক জীবনাচরণে ব্যাপক পরিবর্তন এসেছে। পাশাপাশি পারিবারিক দৈনন্দিন রুটিনেও বিশাল পরিবর্তন এসেছে।
এমতাবস্থায় আমরা চাচ্ছি শিক্ষার্থীরা স্কুল তথা নিয়মিত পড়াশোনার কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকবে, যে কোনো উপায়ে সিলেবাস শেষ করা আমাদের লক্ষ্য নয়।
২) স্কুল খোলার পর থেকে রমাদান পর্যন্ত স্কুলে এবং ওয়েবসাইটের মাধ্যমে যতটুকু পড়া দেয়া হয়েছে, তার উপরই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩) পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের যার যার বাসায়। অভিভাবকগণ পরীক্ষা গ্রহণের দায়িত্বে থাকবেন। পরীক্ষা আয়োজনে প্রত্যেক অভিভাবক সর্বোচ্চ সতর্কতা এবং নিয়মানুবর্তিতা অবলম্বন করবেন, ইন-শা-আল্লাহ। পরীক্ষার্থী যেন সততার সাথে পরীক্ষায় অংশগ্রহণ করে তা নিশ্চিত করবেন।
৪) প্রতিটি পরীক্ষার প্রশ্নপত্র (পিডিএফ ফরম্যাটে) উক্ত পরীক্ষার দিন সকাল ৮:৩০ মিনিটে স্কুলের ওয়েবসাইটে পাবলিশ করা হবে। ওয়েব লিংক পরবর্তিতে জানিয়ে দেয়া হবে, ইন-শা-আল্লাহ।
যারা একান্তই ওয়েবসাইট থেকে প্রশ্ন সংগ্রহ করতে পারবেন না, তারা স্কুলের নাম্বারে যোগাযোগ করে শিক্ষার্থীর নাম ও অভিভাবকের নাম জানিয়ে রাখবেন। আমরা বিকল্প ব্যবস্থার চেষ্টা করব ইন-শা-আল্লাহ। তবে আমরা চাইব আপনারা বাসায় থেকেই পরীক্ষার পুরো কার্যক্রম পরিচালনা করবেন।
পরীক্ষা নেয়ার বিস্তারিত পদ্ধতি পরবর্তিতে জানানো হবে ইন-শা-আল্লাহ।
Half Yearly Examination Routine- 2020
Exam starts at 9:00AM
উপরের রুটিনে উল্লিখিত তারিখসমূহে কেজি’র লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর মৌখিক পরীক্ষা নিচের রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।
কেজিরমৌখিক পরীক্ষার রুটিন
১৯.৭.২০ – বাংলা (মর্নিং)
২০.৭.২০ – বাংলা (ডে)
২১.৭.২০ – ইংরেজি (মর্নিং)
২২.৭.২০ – ইংরেজি (ডে)
২৩.৭.২০ – গণিত (মর্নিং + ডে)
পরীক্ষার সময়:: সকাল ৯.০০ – দুপুর ১.০০ টা
জরুরী তারিখসমূহ:
পরীক্ষা শুরুর তারিখ: ১২ জুলাই ২০২০
রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তারিখ: ২০ আগস্ট ২০২০
বর্তমান এই ক্রান্তিকালে বিশেষ পদ্ধতিতে পরীক্ষা আয়োজনে সকল অভিভাবক ও শিক্ষার্থীদের কাছ থেকে বিশেষ সহযোগিতা কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা যেন আমাদের শিক্ষার্থীদের আবার নিয়মিত স্কুলে অংশগ্রহণ করার তৌফিক দান করেন এবং এই মহামারির বিপদ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, আমীন।
যে কোনো প্রয়োজনে সাহায্যের জন্য কল করুন: 01705-679603
আপনার বাড়িতে থাকুন এবং এখন ইকরা স্যাটেলাইট চ্যানেলে কুরআন (তারাতিল রমাদান) প্রতিযোগিতায় প্রত্যক্ষভাবে অংশ নিন।
যা রমজান মাসের প্রতিদিন মক্কার সময় রাত ১১:৩০ শেখ ডাঃ আয়মান সওয়েদের সাথে সরাসরি তত্ত্বাবধানে এবং ইসমাইল আল শিবলির উপস্থাপনে সরাসরি প্রচারিত হবে।
🌹🌹 নগদ পুরস্কার জিতুন🌹🌹
প্রতিদিন ৩ জন করে বিজয়ী বাছাই করা হবে প্রত্যেক পর্ব থেকে পুরো রমজান মাস জুড়ে।
প্রথম বিজয়ী, পবিত্র রমজান মাসের শেষে, চূড়ান্ত প্রতিযোগিতার জন্য বাছাইকৃত হবে এবং বড় পুরষ্কার জেতার যোগ্যতা অর্জন করবে।
প্রতিযোগিতায়অংশনিতে, নিম্নলিখিত শর্তাবলী এবং নির্দেশাবলী অনুসরণ করুন:
আপনার মোবাইল দ্বারা উচ্চ মানের এবং পরিষ্কার ভয়েস সহ চিত্রিত কুরআন তেলাওয়াতের একটি ভিডিও ক্লিপ প্রেরণ করুন।
আবৃত্তি শুরুর আগে আপনার নাম এবং দেশ উল্লেখ করুন (আরবীতে)
পবিত্র কুরআন তিলাওয়াত করার জন্য উপযুক্ত সূরা/আয়াতসমূহ বেছে নিন, যাতে দৈর্ঘ্য ২-৩ মিনিটের মধ্যে থাকে।
আপনি মুসহাফ না দেখে তিলাওয়াত করবেন।
যে কোনও জায়গা এবং যে কোনও দেশ থেকে পাঠাতে পারবেন।
সমস্ত এন্ট্রিগুলি থেকে শেখ ডাঃ আয়মান স্যুইদ এর সভাপতিত্বে বিশেষায়িত বোর্ডের মাধ্যমে প্রাথমিক মূল্যায়ন হবে, যাতে সরাসরি পর্বে প্রদর্শিত হওয়ার জন্য সেরা এন্ট্রিগুলি বাছাই করা হয় এবং প্রতিযোগিতায় প্রবেশ করতে পারে।
বিজয়ীদের নিম্নলিখিত মানদণ্ড অনুসারে বাছাই করা হবে:
কোনপ্রকার ভুল ছাড়া বিশুদ্ধভাবে তিলাওয়াত
সঠিক মাখরাজসহ
তাজউইদের নিয়মের প্রয়োগ
আবৃত্তিতে কণ্ঠের সৌন্দর্য
বিজয়ীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করা হবে, যেখান থেকে ক্লিপটি পাঠানো হয়েছে, পুরষ্কার গ্রহণের জন্য।
যে কোনও সময় নিম্নলিখিত Whatsapp-এ ক্লিপগুলি প্রেরণ করুন (00966539440078) নাম এবং দেশের নাম সহ।
এন্ট্রি গ্রহণের সময়সীমা রমজান মাসের ২৪ তারিখ (সৌদি আরবের হিসাবে) বা মে মাসের ১৭ তারিখ
১) Bkash Merchant Number: 01700714116 (এই নাম্বার-এ Merchant Number/Agent Numberথেকে টাকা পাঠানো যাবে না, শুধুমাত্র Personal Bkash Accountথেকে পাঠানো যাবে)। তবে বিকাশের মাধ্যমে ফি পরিশোধ করলে অবশ্যই প্রতি হাজারে ১৫ টাকা বা ১.৫% হারে ক্যাশ-আউট চার্জ যুক্ত করে পেমেন্ট করবেন, ইন-শা-আল্লাহ।
২) 01700714116 এই নাম্বারে টাকা পাঠাতে হলে “Make Payment”অপশন-এ যেতে হবে, “Send Money” অপশন ব্যবহার করা যাবে না। Reference এর স্থানে “SCD” লিখবেন।
৩) স্কুলের ফি বিকাশ করার পর, অনুগ্রহ করে নিচের তথ্যগুলো ঐ একই নাম্বার-এ 01700714116 এস.এম.এস করবেন এবং অবশ্যই ভবিষ্যৎ রেফারেন্স-এর জন্য ট্রানজেকশান আইডিটি (TRX ID) সংরক্ষণ করবেন।
এস.সি.ডি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তি নির্দেশনার পূর্ব পর্যন্ত স্কুল ফি অনলাইনে পরিশোধ করা যাবে। যারা অনলাইনে পরিশোধ করতে পারবেন না, তারা চাইলে বিকাশের মাধ্যমেও ফি পরিশোধ করা যাবে (বিকাশের মাধ্যমে ফি পরিশোধের নিয়মাবলি)।
অনলাইনে ফান্ড ট্রান্সফার করার পর অবশ্যই Transfer Confirmation-এর একটি স্ক্রিনশট Attach করে info@scdbd.org এই ঠিকানায় ই-মেইল করবেন। ই-মেইল-এর Body-তে অবশ্যই নিচের তথ্যগুলো উল্লেখ করবেন:
হিফজুল কুরআন ও ভাষা শিক্ষা বিভাগের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হিফজ ও আরবি ভাষায় পর্যাপ্ত দক্ষতা সৃষ্টির লক্ষ্যে আগামী ০৮.০৩.২০২০ ইং (রবিবার) থেকে ছাত্রদের আরবি ভাষা শিক্ষা ক্লাস সকাল ৬:৪৫ হতে (এস.সি.ডি’র বর্তমান ভবনের পূর্বদিকের ভবনের নিচ তলায়, বাড়ি-৫৪, রোড-১২, শেখেরটেক) শুরু হবে ইন-শা-আল্লাহ।
নতুন রুটিন অনুযায়ী শিক্ষার্থীরা হিফজ-এর পড়া দেয়া ও মুখস্ত করার মূল পাঠ স্কুলেই সম্পন্ন করবে। অভিভাবকগন পূর্বের মত বাসায় তাদের হিফজ/নাজেরার অগ্রগতি পর্যবেক্ষণ করবেন ও রিভিশন দেয়াবেন, ইন-শা-আল্লাহ।
আরবি ভাষা শিক্ষা ক্লাস শেষে প্রয়োজনীয় বিশ্রাম গ্রহন করে শিক্ষার্থীরা পূর্বের মতই সকাল ৯ টা ৪৫ মিনিটে স্কুল ভবনের হিফজ ক্লাসে উপস্থিত হবে।এ ক্ষেত্রে অভিভাবকদের আন্তরিক সহযোগীতা কামনা করছি।
ছেলেদের হিফজ ও নাজেরা পাঠের সময়
(রবিবার – বৃহস্পতিবার):
সকাল ৬:৪৫ – ৯:০০ (আরবি ভাষা শিক্ষা)
সকাল ৯:০০ – ৯:৪৫ (হালকা নাস্তা ও বিশ্রাম)
[উপরোল্লিখিত ক্লাস বাড়ি-৫৪ (এস.সি.ডি’র পূর্ব দিকের বাড়ির নিচ তলায় অনুষ্ঠিত হবে]
[নিচে উল্লিখিত সব ক্লাস এস.সি.ডি (বাড়ি ৫৪/এ)-এর ৮ম তলায় অনুষ্ঠিত হবে]
সকাল ৯:৪৫ – দুপুর ১২:০০ (নাজেরা ও হিফজ বিভাগের দারস, জাম্বু দারস, মুরাজায়া)
There will be an OCV (Oral Cholera Vaccine) campaign at SCD premise tomorrow (24-Feb-2020) from 8:00AM, in-shaa-Allah.
The campaign will be organized by ICDDR,B. Taking the OCV is fully optional. Without presence and consent of guardian, NO student will be allowed to take the vaccine. Each student will be given with the following card.