আগামী বুধবার এবং বৃহস্পতিবার (৫ ও ৬ ফেব্রুয়ারি) স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হবে ইন-শা-আল্লাহ। এই দুইদিন নার্সারি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত স্কুলের একাডেমিক সকল কার্যক্রম বন্ধ থাকবে, ইন শা আল্লাহ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সংক্রান্ত নির্দেশনা:
ক্রীড়া প্রতিযোগিতার দিন শিক্ষার্থীদের স্কুল ড্রেসে আসা বাধ্যতামূলক নয়। তবে প্রত্যেক শিক্ষার্থী অবশ্যই স্কুল আই.ডি কার্ড পরিধান করে আসবে।
খেলার দিন মূল ভবনের সাথে সংলগ্ন মাঠে পুরুষদের প্রবেশ নিষেধ। তবে খেলা চলাকালীন যেসব শিক্ষার্থী খেলায় অংশগ্রহণ করবে, শুধুমাত্র সেসব শিক্ষার্থীর মা বা মহিলা অভিভাবক মাঠে ঢুকতে পারবে এবং খেলা শেষে বের হয়ে আসবে।
খেলা চালাকালীন কোনো অভিভাবক যে কোনো ধরনের মন্তব্য বা শিক্ষার্থীদের কোনো নির্দেশনা দেওয়া থেকে বিরত থাকবেন।
খেলার দিন স্কুলের মূল ভবন ও আলফা স্পোর্টস-এ অভিভাবকগণ শিক্ষার্থীদের নিজ দায়িত্বে নিয়ে যাবেন ও খেলা শেষে নিয়ে আসবেন, ইন শা আল্লাহ। শিক্ষার্থীরা অবশ্যই স্টুডেন্ট আই.ডি. কার্ড সাথে রাখবে এবং অভিভাবকবৃন্দ শিক্ষার্থীদের খেলা শেষে নিয়ে যাওয়ার সময় অভিভাবক কপি প্রদর্শন করবেন। (এই নিয়ম ৫ ও ৬ তারিখ স্কুল ভবন এবং আলফা স্পোর্টস উভয় স্থানের জন্য প্রযোজ্য)।
কোনো শিক্ষার্থী যদি একা বাসায় যায়, সেক্ষেত্রে শিক্ষার্থীর কাছে অভিভাবক কপি থাকতে হবে। অর্থাৎ, খেলা শেষে শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে স্কুলের বর্তমান নিয়ম অনুসরণ করা হবে।
আলফা স্পোর্টস চন্দ্রিমা হাউজিং-এ অবস্থিত। যেখানে মোহাম্মদপুর বেড়িবাধ অতিক্রম করে ঢাকা উদ্যানের ভিতর দিয়ে যেতে হয়। সংসদ ভবনে পাশে অবস্থিত চন্দ্রিমা উদ্যান ভেবে কেউ ভুল করবেন না।
জন প্রতি রেজিস্ট্রেশন ফি: ১০০০ টাকা (যেসব শিশুর জন্য আলাদা খাবার এবং বাসে আলাদা সিট লাগবে, তাদের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক)।
রেজিস্ট্রেশন ফি প্রদানের নিয়ম: স্কুল অফিসে নগদ টাকা প্রদানের মাধ্যমে টিকেট সংগ্রহ করতে হবে। ব্যাংক, বিকাশ বা নগদের মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে না। প্রতিটি টিকেটে মোট ৫টি খাবার কুপন থাকবে। নির্ধারিত খাবার গ্রহণের সময়ে নির্ধারিত অংশটি ছিঁড়ে লাইনে দাঁড়াতে হবে এবং খাবার সংগ্রহ করতে হবে।
রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ৫ ফেব্রুয়ারি ২০২৫ (বুধবার)।
*আয়োজনের সুবিধার্থে প্রথম ৯০০ জনকে “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে টিকেট দেওয়া হবে। আসন পূরণ হয়ে গেলে কোনো অবস্থাতেই আমরা অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়াতে পারবো না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
ইভেন্ট শিডিউল: সকাল ৭:১০ – শ্যামলি রিং-রোড রিপোর্টিং সকাল ৭:২০ – নির্ধারিত বাসে আসন গ্রহণ (রেজিস্ট্রেশনের পর নাম অনুযায়ী বাস নাম্বার ৭/২/২০২৫ তারিখে স্কুলের হোয়াটসএ্যাপ গ্রুপের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, ইন-শা-আল্লাহ।) সকাল: ৭:৩০ – বাস গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সকাল: ৮:৩০ – বাসে নাস্তা খাওয়া এবং গন্তব্যে পৌছানো ৯:০০: চা/কফি ব্রেক, ১১:০০: স্ন্যাক্স ব্রেক সকাল ৯:০০ – ১:১৫ – খেলাধুলা ও নিজেদের মত সময় কাটানো দুপুর: ১:৩০ – যোহর সলাতের জামাত দুপুর: ২:০০ – দুপুরের খাবার বিকাল ৩:০০ – ৩:৩০ নিজেদের মত সময় কাটানো বিকাল ৩:৪৫ – আসর সলাতের জামাত বিকাল ৪:০০ – বাসে আসন গ্রহণ বিকাল ৪:১৫ – ঢাকার উদ্দেশ্যে রওনা সন্ধ্যা ৫:৩০ – শ্যামলী রিং রোড পৌাছানো
বিশেষ নির্দেশিকা: – ৭:৩০ এর পর কারও জন্য বাস অপেক্ষা করবে না। তাই এরপর ফোন করে বাস অপেক্ষা করার জন্য অনুরোধ করা থেকে বিরত থাকবেন। যারা ৭:৩০-এর মধ্যে বাসে উঠতে পারবেন না, তারা অনুগ্রহ পূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় স্পটে পৌছাবেন। – বিশেষভাবে উল্লেখ্য, সকাল ও দুপুরের খাবার সবাই সুন্নাহ অনুযায়ী পুরোটা খাবেন অথবা খেতে না পারলে সাথে করে নিয়ে আসবেন (যেহেতু নাস্তা ও দুপুরের খাবার বক্সে করে দেওয়া হবে)। কোনো অবস্থাতেই খাবার নষ্ট করবেন না। – শিক্ষার্থী, শিক্ষার্থীর অভিভাবক, ভাইবোন ব্যতীত অন্য কোনো আত্মীয় বা বন্ধুবান্ধব যেতে চাইলে স্কুল থেকে অনুমতি নিতে হবে। কেউ নিজস্ব ব্যবস্থাপনায় গাড়ি নিয়ে স্পটে গেলে ড্রাইভার এর জন্য আলাদা টিকেট কাটতে হবে। – যাত্রা শুরু থেকে স্পটে পৌছানো এবং স্পট থেকে আবার শেখেরটেক ফেরা পর্যন্ত প্রতিটি শিক্ষার্থী এবং শিশুর দায়িত্ব তাদের অভিভাবকদের উপর বর্তাবে। এই স্টাডি ট্যুরের যেকোনো পর্যায়ে, কোনো ধরনের দুর্ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। – কোনো শিক্ষার্থী অভিভাবক ছাড়া একা যেতে পারবে না। – এই স্পটের পাশে একটি লেক রয়েছে। তাই অভিভাবকবৃন্দ অবশ্যই শিশুদের দিকে সতর্ক দৃষ্টি রাখবেন, যেন কেউ পানির কাছে না যায়। – মহিলাদের জন্য নির্ধারিত স্থানে কাপড় দিয়ে ঘেড়াও করা একটি সুইমিং পুল থাকবে। যারা সুইমিং পুলে নামবে, তারা অবশ্যই অভিভাবকদের তত্ত্বাবধানে নামবেন। স্কুল কর্তৃপক্ষ থেকে আলাদাভাবে সুইমিং পুলের নিরাপত্তার জন্য কোনো লোক থাকবে না। – প্রতিটি বাসের জন্য আলাদাভাবে সিট প্ল্যান দেওয়া হবে। বাসের পিছন দিকে মহিলা ও মেয়ে শিক্ষার্থীরা বসবে। সামনের দিকে পুরুষ ও ছেলে শিক্ষার্থীরা বসবে।
পর্দার বিষয়ে সতর্কতা: – পুরুষ ও মহিলারা পর্দার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। – মহিলারা পুরুষদের পাশে বা পুরুষরা মহিলাদের জন্য নির্ধারিত স্থানে যাবেন না। – ৭ বছরের অধিক বয়সী ছেলে-মেয়েরাও অবশ্যই পর্দার এই বিধান মেনে চলবে। – মহিলাদের জন্য নির্ধারিত স্থান, কাপড় দিয়ে ঘেরা থাকবে। তাই মাহরাম পুরুষ ও মহিলারা পরস্পরের সাথে কথা বলার জন্য পর্দা সরিয়ে কথা বলবেন না।
মা’আসসালামাহ
অধ্যক্ষ এস সি ডি (মোহাম্মদপুর)
বি. দ্র. অনুগ্রহপূর্বক অফিসে ফোন করে কেউ টিকেট বুকিং দিবেন না। স্কুলে এসে নগদ টাকার মাধ্যমে টিকেট কেনার মাধ্যমেই কেবলমাত্র আপনার অংশগ্রহণ নিশিচত করবেন। এছাড়া ক্রয়কৃত টিকেট অফেরতযোগ্য এবং তা অন্য কাউকে হস্তান্তর করা যাবে না।
যান্ত্রিক সমস্যার কারণে আগামীকাল ভবন-১ এর লিফট সম্পূর্ণ বন্ধ থাকবে। এর পরিপ্রেক্ষিতে ২৩/১/২০২৫ (বৃহস্পতিবার)-এর বিশেষ ক্লাস শিডিউল:
নার্সারি ও কেজি: সব ক্লাস যথাসময়ে অনুষ্ঠিত হবে। ১ম-৬ষ্ঠ শ্রেণি (মর্নিং শিফট) – শুধুমাত্র কুরআন ও আরবি ক্লাস অনুষ্ঠিত হওয়ার পর টিফিন দিয়ে ছুটি দেওয়া হবে। ১ম-৫ম শ্রেণি (ডে শিফট) – শুধুমাত্র কুরআন ও আরবি ক্লাস অনুষ্ঠিত হওয়ার পর টিফিন দিয়ে ছুটি দেওয়া হবে। ভবন-২-এ অনুষ্ঠিত সকল ক্লাস (মর্নিং শিফটের ৭ম-১০ম এবং ডে শিফটের ৬ষ্ঠ-১০ম) যথারীতি চলবে।
তবে বিশেষভাবে উল্লেখ্য, ভবন-১ এর সকল ফ্লোরে সিড়ি দিয়ে উঠানামা করতে হবে। এ বিষয়ে অভিভাবকবৃন্দ যার যার সন্তানের শারীরিক অবস্থা বিবেচনা করে শিক্ষার্থীদের স্কুলে পাঠাবেন, ইন-শা-আল্লাহ।
আকস্মিক সমস্যার কারণে সাময়িক অসুবিধা সৃষ্টি হওয়ার জন্য স্কুল কর্তপক্ষ আন্তরিকভাবে দু:খিত।
ক্লাস শুরুর তারিখ ও সময় ১৬ জানুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার)
নার্সারি ও কেজি
ক্লাস
শিফট
সেকশন
শুরুর সময়
ভবন
নার্সারি
মর্নিং শিফট
Section A, Section B
সকাল ৯:০০টা
ভবন-২
নার্সারি
ডে শিফট
Section C, Section D
সকাল ১১:৩০
ভবন-২
কেজি
মর্নিং শিফট
Section A, Section B
সকাল ৮:০০টা
ভবন-২
কেজি
ডে শিফট
Section C, Section D
সকাল ১১:০০টা
ভবন-২
মর্নিং শিফট (১ম-১০ম শ্রেণি)
ক্লাস
শিফট
শুরুর সময়
ভবন
১ম-৬ষ্ঠ শ্রেণি
মর্নিং শিফট
সকাল ৭:২০
ভবন-১
৭ম-৯ম শ্রেণি
মর্নিং শিফট
সকাল ৭:২০
ভবন-২
১০ম শ্রেণির
মর্নিং শিফট
সকাল ৮:০০
ভবন-২
ডে শিফট (১ম-১০ম শ্রেণি)
ক্লাস
শিফট
শুরুর সময়
ভবন
১ম–৫ম শ্রেণি
ডে শিফট
দুপুর ১২:২০
ভবন-১
৬ষ্ঠ-৮ম শ্রেণি
ডে শিফট
দুপুর ১২:২০
ভবন-২
১০ম শ্রেণির
ডে শিফট
দুপুর ১২:২০
ভবন-২
ডে শিফট, ১ম-১০ম শ্রেণির শিক্ষার্থীরা দুপুর ১২:২০ এ যার যার জন্য নির্ধারিত ভবনে যোহরের সলাত আদায় করবে এবং এরপর ক্লাস শুরু করবে ইনশাআল্লাহ।
সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় তারতম্যভেদে ক্লাস শুরু ও শেষ হওয়ার সময় ভবিষ্যতে কিছুটা পরিবর্তিত হবে, যা যথাসময়ে অভিভাবকদের জানিয়ে দেওয়া হবে, ইন-শা-আল্লাহ।
ভবন-২
২০২৫ সালে স্কুলের বর্ধিত একাডেমিক কার্যক্রম পরিচালনা করার জন্য মূল ভবন থেকে ৩টি প্লট পশ্চিমে একটি ভবনের নিচতলা (সম্পূর্ণ) এবং ২য় তলা (সম্পূর্ণ) ভাড়া নেওয়া হয়েছে। ভবন-২-এর ঠিকানা:নিয়ামাহ প্যালেস, বাড়ি-৫৪/৬, রোড-১২, শেখেরটেক, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭)।
উল্লেখ্য, ভবন-২ শুধুমাত্র একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হবে। অফিসিয়াল প্রয়োজনে উক্ত শ্রেণির অভিভাবকবৃন্দ ভবন-১ এর ২য় তলায় যোগাযোগ করবেন, ইন-শা-আল্লাহ।
অভিভাবকদের বসার স্থান ও স্কুল অফিসে যোগাযোগ:
ভবন-১ এর নিচতলায় যেহেতু ছেলেদের যোহরের সলাত আদায় করতে হয়, তাই ২০২৫ শিক্ষাবর্ষে মূল ভবনের নিচতলার প্রায় পুরোটা জুড়েই যোহর সলাত আদায় করার ব্যবস্থা করা হচ্ছে। ফলে ভবন-১ এবং ভবন ২-এর নিচতলায় আমরা অভিভাবকদের বসার কোনো জায়গা রাখতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
এছাড়া অভিভাবকবৃন্দ ক্লাসরুম প্রবেশ বা সিড়ি ঘরে অবস্থান করা থেকেও সম্পূর্ণভাবে বিরত থাকবেন। তবে প্রয়োজন হলে (বিশেষ করে নার্সারি শ্রেণি) আমরা অভিভাবকদের সাথে যোগাযোগ করে বিশেষ বিবেচনায় অভিভাবকদের ক্লাস রুমের বাইরে অবস্থান করার সাময়িক অনুমতি প্রদান করবো, ইন-শা-আল্লাহ।
পুরুষ ও মহিলা অভিভাবকবৃন্দ এবং ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে পর্দার বিধান সম্পর্কে সতর্ক থাকবেন ইন-শা-আল্লাহ।
শিক্ষার্থীদের আই.ডি কার্ড পরিধান ও অভিভাবকদের আই.ডি কার্ডের ‘অভিভাবক কপি’ প্রদর্শন করে শিক্ষার্থীদের স্কুল থেকে নিয়ে যাওয়া
স্কুলের প্রত্যেক শিক্ষার্থীকেই স্কুল থেকে ২টি আই.ডি কার্ড প্রদান করা হয়। একটি প্লাস্টিক আই.ডি. কার্ড (যা শিক্ষার্থী পরিধান করবে) এবং আরেকটি ল্যামিনেটেড আই.ডি. কার্ড (Guardian Copy) যা প্রত্যেক অভিভাবক শিক্ষার্থীদের স্কুল থেকে নিয়ে যাওয়ার সময় গেটে প্রদর্শন করবে)।
৩য় থেকে ৮ম শ্রেণির কোনো অভিভাবক যদি শিক্ষার্থীদের কাছে ২টি আই.ডি কার্ডই দিয়ে রাখেন, তাহলে স্কুল কর্তৃপক্ষ ধরে নিবে যে সেই শিক্ষার্থী একাই স্কুল থেকে বাসায় যাবে।
নার্সারি থেকে ২য় শ্রেণি পর্যন্ত কোনো শিক্ষার্থীকে অভিভাবক ছাড়া একা বাসায় যেতে দেওয়া হবে না।
কারও আই.ডি কার্ড হারিয়ে গেলে স্কুলের নির্ধারিত ফি প্রদান করে আই.ডি কার্ড সংগ্রহ করবেন। বা বিশেষ প্রয়োজনে স্কুল কর্তৃপক্ষ তাৎক্ষণিক লেমিনেটেড আই.ডি. কার্ড প্রদান করবে, ইন-শা-আল্লাহ।
আই.ডি. কার্ড পরিধান ও আই.ডি. কার্ডের অভিভাবক কপি প্রদর্শন করে শিক্ষার্থীদের স্কুল থেকে নেওয়ার বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কঠোর নীতি অবলম্বন করে। তাই অভিভাবকগণ নিয়মের ব্যত্যয় ঘটাতে অনুরোধ করে স্কুল কর্তৃপক্ষকে বিব্রত করবেন না, ইন-শা-আল্লাহ।
টিফিন এবং পানি পান ও টয়লেটব্যবহার সংক্রান্ত নির্দেশনা
প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার স্কুল থেকে টিফিন প্রদান করা হবে। শিক্ষার্থীরা বাসা থেকে বা বাইরে থেকে কোনো ধরনের খাবার স্কুলে আনবে না। নার্সারি থেকে ৫ম শ্রেণির সকল শিক্ষার্থী অবশ্যই সাথে করে (স্কুল নির্ধারিত) টিফিন বক্স নিয়ে আসবে। নার্সারি থেকে ৫ম শ্রেণির সকল শিক্ষার্থীকে যার যার টিফিন বক্সে টিফিন দেওয়া হবে।
স্কুলের প্রতিটি তলাতেই ‘রিভার্স অসমোসিস সিস্টেম’-এর খাবার পানির ফিল্টার রয়েছে। শিক্ষার্থীরা যার যার ব্যক্তিগত পানির বোতল (স্কুল নির্ধারিত) নিয়ে আসবে এবং প্রয়োজন অনুযায়ী পানি ভরে নিবে। একজনের পানির বোতল আরেকজন ব্যবহার করবে না।
টয়লেট ব্যবহার করার পর শিক্ষার্থীরা ব্যক্তিগত এবং টয়লেট-এর পরিস্কার/পরিচ্ছন্নতার বিষয়ে সতর্ক থাকতে হবে। যেন পরবর্তী ব্যবহারকারি টয়লেটে প্রবেশের পর একটি পরিচ্ছন্ন টয়লেট পায়। এ বিষয়ে অভিভাবকবৃন্দ সন্তানদের অবগত করবেন।
পোশাক ও সময়ানুবর্তিতা
প্রাথমিক অবস্থায় অনেক শিক্ষার্থীর পক্ষে পরিপূর্ণভাবে স্কুল ইউনিফর্ম পরে আসা সম্ভব হবে না। তবে ১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই পরিপূর্ণভাবে ইউনিফর্ম পরে আসা নিশ্চিত করতে হবে। ১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে কোনো শিক্ষার্থী পরিপূর্ণ ইউনিফর্ম ছাড়া স্কুলে প্রবেশ করার অনুমতি পাবে না। শিক্ষার্থীরা ১ ফেব্রুয়ারি ২০২৫-এর পূর্ব পর্যন্ত স্কুলের নির্ধারিত ইউনিফর্ম-এর কাছাকাছি ধরন এবং রং-এর পোষাক পরিধান করে আসবে।
১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে কোনো শিক্ষার্থী ক্লাস শুরু হওয়ার নির্ধারিত সময়ের পরে স্কুলে প্রবেশ করতে পারবে না।এমনকি, ১ মিনিট লেট হলেও মেইন গেইট বন্ধ করে দেওয়া হবে এবং যারা লেট করে স্কুলে উপস্থিত হবে তাদের ফিরে যেতে হবে। এক্ষেত্রে স্কুল অফিসে ফোন করা বা প্রিন্সিপাল উস্তাজকে ফোন করে কোনো ধরনের অনুরোধ করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। তবে, কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দূর্যোগ-এর কারণে, বিশেষ পরিস্থিতিতে এ বিষয়ে ছাড় দেওয়া হতে পারে। তবে সেটা সম্পূর্ণভাবে স্কুলের সিদ্ধান্তের উপর নির্ভরশীল হবে। অভিভাবকদের অনুরোধের ভিত্তিতে নয়।
স্কুলের নির্ধারিত ইউনফর্ম ও সঠিক সময়ে স্কুলে প্রবেশের বিষয়ে স্কুল কর্তৃপক্ষ “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করে। তাই দেরী করে উপস্থিত হওয়া শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এই বিষয়ে ধৈর্যের পরিচয় দিবেন এবং দয়া করে স্কুলের গার্ড বা স্টাফদের সাথে উচ্চবাচ্য বা অসন্তোষ প্রকাশ করবেন না।
আপনার/আমার সন্তানদের সত্যিকার মুসলিম হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় সকলের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য। এস সি ডি’তে অনুসরণকৃত প্রতিটি নিয়মের পেছনেই মুসলিম চরিত্র গঠনে সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। তাই নিয়মের কঠোরতার বিষয়গুলো কেউ ব্যাক্তিগতভাবে নিবেন না এবং প্রতিটি নিয়ম অনুসরণে সকলেই সহযোগিতামূলক মনোভাব রাখবেন বলে আমরা আশা করি।
আগামী ১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার থেকে ২০২৫ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ইন-শা-আল্লাহ্। ১ম-৯ম শ্রেণির কুরআন এবং ১ম-৮ম শ্রেণির আরবি ক্লাসের শিক্ষার্থীদের তালিকে নিচে দেওয়া হলো।
ক্লাস শুরু: ১৬ জানুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার) ক্লাস রুটিন শীঘ্রই প্রকাশ করা হবে, ইন-শা-আল্লাহ।
বই এবং শিক্ষা উপকরণ বিতরণ
নার্সারি – ১৩ জানুয়ারি ২০২৫ (সোমবার)
সকাল ৯:০০টা – দুপুর ১২:০০ টা পর্যন্ত
কেজি ও ১ম শ্রেণি – ১৩ জানুয়ারি ২০২৫ (সোমবার)
দুপুর ১:০০ – বিকাল ৪:০০টা পর্যন্ত
২য় ও ৩য় শ্রেণি – ১৪ জানুয়ারি ২০২৫ (মঙ্গলবার)
সকাল ৯:০০টা – দুপুর ১২:০০ টা পর্যন্ত
৪র্থ শ্রেণি থেকে ৯ম শ্রেণি – ১৪ জানুয়ারি ২০২৫ (মঙ্গলবার)
দুপুর ১:০০ – বিকাল ৪:০০টা পর্যন্ত
নার্সারি শ্রেণির বই বাসায় দেওয়া হয় না এবং তা স্কুলেই (শিক্ষার্থী অনুযায়ী) রেখে দেওয়া হয় এবং প্রয়োজন অনুসারে বইয়ে ক্লাস ওয়ার্ক করানো হয়। বাড়ির কাজের জন্য সাধারণত খাতায় হোম ওয়ার্ক লিখে দেওয়া হয় বা প্র্যাকটিস শিট দেওয়া হয়। তবে বার্ষিক পরীক্ষার পূর্বে সকল বই শিক্ষার্থীদের দিয়ে দেওয়া হয়। তাছাড়া, নার্সারি শ্রেণিতে পেন্সিল, শার্পনার, ইরেজার স্কুল থেকে সরবরাহ করা হয়। শুধুমাত্র রং পেন্সিল শিক্ষার্থীরা বাসা থেকে নিয়ে আসবে।
১ম-৮ম শ্রেণি পর্যন্ত ইসলাম, কুরআন ও অন্যান্য সকল সহায়ক বই, চাহিদা অনুযায়ী অফিস থেকে অভিভাবকবৃন্দ সংগ্রহ করতে পারবেন।
বিদায়াতুল আরাবিয়্যা (আরবি ভাষা শিক্ষা সিরিজ)-এর বই লেভেল অনুযায়ী অফিস থেকে অভিভাবকবৃন্দ সংগ্রহ করতে পারবেন।
বি: দ্র:
বই, খাতা ও অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণের নির্ধারিত দিন ব্যতীত অন্যদিন দেয়া হবে না।
১ম-২য় শ্রেণির সকল বোর্ড বইসমূহ ইতিমধ্যেই আমরা হাতে পেয়েছি যা নির্ধারিত দিন অন্যান্য উপকরণের সাথে বিতরণ করা হবে, ইন শা আল্লাহ।
৩য়-১০ম শ্রেণির সকল বোর্ড বই এখনো আমাদের হাতে পৌঁছেনি।
স্টুডেন্ট আই.ডি. কার্ড ও আই.ডি. কার্ডের অভিভাবক কপি
নতুন শিক্ষার্থীদের স্টুডেন্ট আই.ডি. কার্ড ও আই.ডি. কার্ডের অভিভাবক কপি শিক্ষার্থীদের শিক্ষা উপকরণের সাথে দিয়ে দেওয়া হবে, ইন-শা-আল্লাহ।
এস.সি.ডি স্কুলের অভিভাবকরা অবগত যে এস.সি.ডি’তে কায়দা, আম্মাপারা ও কুরআন হিফজ-এর সময় মাদানী মুসহাফ (উসমানি স্ক্রিপ্ট) পড়ানো হয়। মাদানী মুসহাফ যেহেতু বাংলাদেশে প্রচলিত ইন্দো-পাক ফন্ট (নাশক তা’লীক) থেকে ভিন্ন এবং এই মুসহাফ খুঁজে পাওয়ায় কিছুটা দুস্কর তাই অভিভাবকগণ নিজ দায়িত্বে মুসহাফ সংগ্রহ করে নেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। অভিভাবকদের বোঝার সুবিধার্থে ২টি মুসহাফের নমুনা নিচে দেওয়া হল।
মা’আসসালামাহ,
এস.সি.ডি এডমিন
অভিভাবকদের বোঝার সুবিধার্থে ২টি মুসহাফের নমুনা নিচে দেওয়া হল
২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য যেসব শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে যাদের ফলাফল “Pass” তারা নির্ধারিত শ্রেণিতে ২০ ডিসেম্বর (শুক্রবার) – ২৯ ডিসেম্বর ২০২৪ (রবিবার) -এর মধ্যে ভর্তি ফি (১০,০০০ টাকা) ও সেশন ফি (৫,০০০ টাকা) পরিশোধ করে ভর্তি নিশ্চিত করবেন, ইন-শা-আল্লাহ। ২৯ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে ভর্তি নিশ্চিত না করলে, সেসব স্থানে “Waiting” থেকে সিরিয়াল অনুযায়ী শিক্ষার্থীদের সাথে ভর্তির জন্য যোগাযোগ করা হবে, ইন-শা-আল্লাহ।।
যাদের নাম নিম্নের তালিকায় নেই, তারা ভর্তির জন্য বিবেচিত হননি।