যান্ত্রিক সমস্যার কারণে আগামীকাল ভবন-১ এর লিফট সম্পূর্ণ বন্ধ থাকবে। এর পরিপ্রেক্ষিতে ২৩/১/২০২৫ (বৃহস্পতিবার)-এর বিশেষ ক্লাস শিডিউল:
নার্সারি ও কেজি: সব ক্লাস যথাসময়ে অনুষ্ঠিত হবে। ১ম-৬ষ্ঠ শ্রেণি (মর্নিং শিফট) – শুধুমাত্র কুরআন ও আরবি ক্লাস অনুষ্ঠিত হওয়ার পর টিফিন দিয়ে ছুটি দেওয়া হবে। ১ম-৫ম শ্রেণি (ডে শিফট) – শুধুমাত্র কুরআন ও আরবি ক্লাস অনুষ্ঠিত হওয়ার পর টিফিন দিয়ে ছুটি দেওয়া হবে। ভবন-২-এ অনুষ্ঠিত সকল ক্লাস (মর্নিং শিফটের ৭ম-১০ম এবং ডে শিফটের ৬ষ্ঠ-১০ম) যথারীতি চলবে।
তবে বিশেষভাবে উল্লেখ্য, ভবন-১ এর সকল ফ্লোরে সিড়ি দিয়ে উঠানামা করতে হবে। এ বিষয়ে অভিভাবকবৃন্দ যার যার সন্তানের শারীরিক অবস্থা বিবেচনা করে শিক্ষার্থীদের স্কুলে পাঠাবেন, ইন-শা-আল্লাহ।
আকস্মিক সমস্যার কারণে সাময়িক অসুবিধা সৃষ্টি হওয়ার জন্য স্কুল কর্তপক্ষ আন্তরিকভাবে দু:খিত।
ক্লাস শুরুর তারিখ ও সময় ১৬ জানুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার)
নার্সারি ও কেজি
ক্লাস
শিফট
সেকশন
শুরুর সময়
ভবন
নার্সারি
মর্নিং শিফট
Section A, Section B
সকাল ৯:০০টা
ভবন-২
নার্সারি
ডে শিফট
Section C, Section D
সকাল ১১:৩০
ভবন-২
কেজি
মর্নিং শিফট
Section A, Section B
সকাল ৮:০০টা
ভবন-২
কেজি
ডে শিফট
Section C, Section D
সকাল ১১:০০টা
ভবন-২
মর্নিং শিফট (১ম-১০ম শ্রেণি)
ক্লাস
শিফট
শুরুর সময়
ভবন
১ম-৬ষ্ঠ শ্রেণি
মর্নিং শিফট
সকাল ৭:২০
ভবন-১
৭ম-৯ম শ্রেণি
মর্নিং শিফট
সকাল ৭:২০
ভবন-২
১০ম শ্রেণির
মর্নিং শিফট
সকাল ৮:০০
ভবন-২
ডে শিফট (১ম-১০ম শ্রেণি)
ক্লাস
শিফট
শুরুর সময়
ভবন
১ম–৫ম শ্রেণি
ডে শিফট
দুপুর ১২:২০
ভবন-১
৬ষ্ঠ-৮ম শ্রেণি
ডে শিফট
দুপুর ১২:২০
ভবন-২
১০ম শ্রেণির
ডে শিফট
দুপুর ১২:২০
ভবন-২
ডে শিফট, ১ম-১০ম শ্রেণির শিক্ষার্থীরা দুপুর ১২:২০ এ যার যার জন্য নির্ধারিত ভবনে যোহরের সলাত আদায় করবে এবং এরপর ক্লাস শুরু করবে ইনশাআল্লাহ।
সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় তারতম্যভেদে ক্লাস শুরু ও শেষ হওয়ার সময় ভবিষ্যতে কিছুটা পরিবর্তিত হবে, যা যথাসময়ে অভিভাবকদের জানিয়ে দেওয়া হবে, ইন-শা-আল্লাহ।
ভবন-২
২০২৫ সালে স্কুলের বর্ধিত একাডেমিক কার্যক্রম পরিচালনা করার জন্য মূল ভবন থেকে ৩টি প্লট পশ্চিমে একটি ভবনের নিচতলা (সম্পূর্ণ) এবং ২য় তলা (সম্পূর্ণ) ভাড়া নেওয়া হয়েছে। ভবন-২-এর ঠিকানা:নিয়ামাহ প্যালেস, বাড়ি-৫৪/৬, রোড-১২, শেখেরটেক, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭)।
উল্লেখ্য, ভবন-২ শুধুমাত্র একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হবে। অফিসিয়াল প্রয়োজনে উক্ত শ্রেণির অভিভাবকবৃন্দ ভবন-১ এর ২য় তলায় যোগাযোগ করবেন, ইন-শা-আল্লাহ।
অভিভাবকদের বসার স্থান ও স্কুল অফিসে যোগাযোগ:
ভবন-১ এর নিচতলায় যেহেতু ছেলেদের যোহরের সলাত আদায় করতে হয়, তাই ২০২৫ শিক্ষাবর্ষে মূল ভবনের নিচতলার প্রায় পুরোটা জুড়েই যোহর সলাত আদায় করার ব্যবস্থা করা হচ্ছে। ফলে ভবন-১ এবং ভবন ২-এর নিচতলায় আমরা অভিভাবকদের বসার কোনো জায়গা রাখতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
এছাড়া অভিভাবকবৃন্দ ক্লাসরুম প্রবেশ বা সিড়ি ঘরে অবস্থান করা থেকেও সম্পূর্ণভাবে বিরত থাকবেন। তবে প্রয়োজন হলে (বিশেষ করে নার্সারি শ্রেণি) আমরা অভিভাবকদের সাথে যোগাযোগ করে বিশেষ বিবেচনায় অভিভাবকদের ক্লাস রুমের বাইরে অবস্থান করার সাময়িক অনুমতি প্রদান করবো, ইন-শা-আল্লাহ।
পুরুষ ও মহিলা অভিভাবকবৃন্দ এবং ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে পর্দার বিধান সম্পর্কে সতর্ক থাকবেন ইন-শা-আল্লাহ।
শিক্ষার্থীদের আই.ডি কার্ড পরিধান ও অভিভাবকদের আই.ডি কার্ডের ‘অভিভাবক কপি’ প্রদর্শন করে শিক্ষার্থীদের স্কুল থেকে নিয়ে যাওয়া
স্কুলের প্রত্যেক শিক্ষার্থীকেই স্কুল থেকে ২টি আই.ডি কার্ড প্রদান করা হয়। একটি প্লাস্টিক আই.ডি. কার্ড (যা শিক্ষার্থী পরিধান করবে) এবং আরেকটি ল্যামিনেটেড আই.ডি. কার্ড (Guardian Copy) যা প্রত্যেক অভিভাবক শিক্ষার্থীদের স্কুল থেকে নিয়ে যাওয়ার সময় গেটে প্রদর্শন করবে)।
৩য় থেকে ৮ম শ্রেণির কোনো অভিভাবক যদি শিক্ষার্থীদের কাছে ২টি আই.ডি কার্ডই দিয়ে রাখেন, তাহলে স্কুল কর্তৃপক্ষ ধরে নিবে যে সেই শিক্ষার্থী একাই স্কুল থেকে বাসায় যাবে।
নার্সারি থেকে ২য় শ্রেণি পর্যন্ত কোনো শিক্ষার্থীকে অভিভাবক ছাড়া একা বাসায় যেতে দেওয়া হবে না।
কারও আই.ডি কার্ড হারিয়ে গেলে স্কুলের নির্ধারিত ফি প্রদান করে আই.ডি কার্ড সংগ্রহ করবেন। বা বিশেষ প্রয়োজনে স্কুল কর্তৃপক্ষ তাৎক্ষণিক লেমিনেটেড আই.ডি. কার্ড প্রদান করবে, ইন-শা-আল্লাহ।
আই.ডি. কার্ড পরিধান ও আই.ডি. কার্ডের অভিভাবক কপি প্রদর্শন করে শিক্ষার্থীদের স্কুল থেকে নেওয়ার বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কঠোর নীতি অবলম্বন করে। তাই অভিভাবকগণ নিয়মের ব্যত্যয় ঘটাতে অনুরোধ করে স্কুল কর্তৃপক্ষকে বিব্রত করবেন না, ইন-শা-আল্লাহ।
টিফিন এবং পানি পান ও টয়লেটব্যবহার সংক্রান্ত নির্দেশনা
প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার স্কুল থেকে টিফিন প্রদান করা হবে। শিক্ষার্থীরা বাসা থেকে বা বাইরে থেকে কোনো ধরনের খাবার স্কুলে আনবে না। নার্সারি থেকে ৫ম শ্রেণির সকল শিক্ষার্থী অবশ্যই সাথে করে (স্কুল নির্ধারিত) টিফিন বক্স নিয়ে আসবে। নার্সারি থেকে ৫ম শ্রেণির সকল শিক্ষার্থীকে যার যার টিফিন বক্সে টিফিন দেওয়া হবে।
স্কুলের প্রতিটি তলাতেই ‘রিভার্স অসমোসিস সিস্টেম’-এর খাবার পানির ফিল্টার রয়েছে। শিক্ষার্থীরা যার যার ব্যক্তিগত পানির বোতল (স্কুল নির্ধারিত) নিয়ে আসবে এবং প্রয়োজন অনুযায়ী পানি ভরে নিবে। একজনের পানির বোতল আরেকজন ব্যবহার করবে না।
টয়লেট ব্যবহার করার পর শিক্ষার্থীরা ব্যক্তিগত এবং টয়লেট-এর পরিস্কার/পরিচ্ছন্নতার বিষয়ে সতর্ক থাকতে হবে। যেন পরবর্তী ব্যবহারকারি টয়লেটে প্রবেশের পর একটি পরিচ্ছন্ন টয়লেট পায়। এ বিষয়ে অভিভাবকবৃন্দ সন্তানদের অবগত করবেন।
পোশাক ও সময়ানুবর্তিতা
প্রাথমিক অবস্থায় অনেক শিক্ষার্থীর পক্ষে পরিপূর্ণভাবে স্কুল ইউনিফর্ম পরে আসা সম্ভব হবে না। তবে ১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই পরিপূর্ণভাবে ইউনিফর্ম পরে আসা নিশ্চিত করতে হবে। ১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে কোনো শিক্ষার্থী পরিপূর্ণ ইউনিফর্ম ছাড়া স্কুলে প্রবেশ করার অনুমতি পাবে না। শিক্ষার্থীরা ১ ফেব্রুয়ারি ২০২৫-এর পূর্ব পর্যন্ত স্কুলের নির্ধারিত ইউনিফর্ম-এর কাছাকাছি ধরন এবং রং-এর পোষাক পরিধান করে আসবে।
১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে কোনো শিক্ষার্থী ক্লাস শুরু হওয়ার নির্ধারিত সময়ের পরে স্কুলে প্রবেশ করতে পারবে না।এমনকি, ১ মিনিট লেট হলেও মেইন গেইট বন্ধ করে দেওয়া হবে এবং যারা লেট করে স্কুলে উপস্থিত হবে তাদের ফিরে যেতে হবে। এক্ষেত্রে স্কুল অফিসে ফোন করা বা প্রিন্সিপাল উস্তাজকে ফোন করে কোনো ধরনের অনুরোধ করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। তবে, কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দূর্যোগ-এর কারণে, বিশেষ পরিস্থিতিতে এ বিষয়ে ছাড় দেওয়া হতে পারে। তবে সেটা সম্পূর্ণভাবে স্কুলের সিদ্ধান্তের উপর নির্ভরশীল হবে। অভিভাবকদের অনুরোধের ভিত্তিতে নয়।
স্কুলের নির্ধারিত ইউনফর্ম ও সঠিক সময়ে স্কুলে প্রবেশের বিষয়ে স্কুল কর্তৃপক্ষ “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করে। তাই দেরী করে উপস্থিত হওয়া শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এই বিষয়ে ধৈর্যের পরিচয় দিবেন এবং দয়া করে স্কুলের গার্ড বা স্টাফদের সাথে উচ্চবাচ্য বা অসন্তোষ প্রকাশ করবেন না।
আপনার/আমার সন্তানদের সত্যিকার মুসলিম হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় সকলের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য। এস সি ডি’তে অনুসরণকৃত প্রতিটি নিয়মের পেছনেই মুসলিম চরিত্র গঠনে সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। তাই নিয়মের কঠোরতার বিষয়গুলো কেউ ব্যাক্তিগতভাবে নিবেন না এবং প্রতিটি নিয়ম অনুসরণে সকলেই সহযোগিতামূলক মনোভাব রাখবেন বলে আমরা আশা করি।
আসসালামু আলাইকুম, ৯ জানুয়ারি – ১৫ জানুয়ারি ২০২৫’ পর্যন্ত হিফয রিভিশন চার্ট পেতে নিচের পিডিএফ ডাউনলোড করতে পারবেন। এছাড়াও স্কুল থেকে রিভিশন চার্টের প্রিন্ট-আউট সংগ্রহ করতে পারবেন, ইন শা আল্লাহ (শনিবার – বুধবার, সকাল ৯টা – বিকাল ৫ টা)। শিক্ষার্থীরা সকল রিভিশন চার্ট স্কুল খোলার দিন ক্লাসে জমা দিবে, ইন শা আল্লাহ।
ক্লাস শুরু: ১৬ জানুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার) ক্লাস রুটিন শীঘ্রই প্রকাশ করা হবে, ইন-শা-আল্লাহ।
বই এবং শিক্ষা উপকরণ বিতরণ
নার্সারি – ১৩ জানুয়ারি ২০২৫ (সোমবার)
সকাল ৯:০০টা – দুপুর ১২:০০ টা পর্যন্ত
কেজি ও ১ম শ্রেণি – ১৩ জানুয়ারি ২০২৫ (সোমবার)
দুপুর ১:০০ – বিকাল ৪:০০টা পর্যন্ত
২য় ও ৩য় শ্রেণি – ১৪ জানুয়ারি ২০২৫ (মঙ্গলবার)
সকাল ৯:০০টা – দুপুর ১২:০০ টা পর্যন্ত
৪র্থ শ্রেণি থেকে ৯ম শ্রেণি – ১৪ জানুয়ারি ২০২৫ (মঙ্গলবার)
দুপুর ১:০০ – বিকাল ৪:০০টা পর্যন্ত
নার্সারি শ্রেণির বই বাসায় দেওয়া হয় না এবং তা স্কুলেই (শিক্ষার্থী অনুযায়ী) রেখে দেওয়া হয় এবং প্রয়োজন অনুসারে বইয়ে ক্লাস ওয়ার্ক করানো হয়। বাড়ির কাজের জন্য সাধারণত খাতায় হোম ওয়ার্ক লিখে দেওয়া হয় বা প্র্যাকটিস শিট দেওয়া হয়। তবে বার্ষিক পরীক্ষার পূর্বে সকল বই শিক্ষার্থীদের দিয়ে দেওয়া হয়। তাছাড়া, নার্সারি শ্রেণিতে পেন্সিল, শার্পনার, ইরেজার স্কুল থেকে সরবরাহ করা হয়। শুধুমাত্র রং পেন্সিল শিক্ষার্থীরা বাসা থেকে নিয়ে আসবে।
১ম-৮ম শ্রেণি পর্যন্ত ইসলাম, কুরআন ও অন্যান্য সকল সহায়ক বই, চাহিদা অনুযায়ী অফিস থেকে অভিভাবকবৃন্দ সংগ্রহ করতে পারবেন।
বিদায়াতুল আরাবিয়্যা (আরবি ভাষা শিক্ষা সিরিজ)-এর বই লেভেল অনুযায়ী অফিস থেকে অভিভাবকবৃন্দ সংগ্রহ করতে পারবেন।
বি: দ্র:
বই, খাতা ও অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণের নির্ধারিত দিন ব্যতীত অন্যদিন দেয়া হবে না।
১ম-২য় শ্রেণির সকল বোর্ড বইসমূহ ইতিমধ্যেই আমরা হাতে পেয়েছি যা নির্ধারিত দিন অন্যান্য উপকরণের সাথে বিতরণ করা হবে, ইন শা আল্লাহ।
৩য়-১০ম শ্রেণির সকল বোর্ড বই এখনো আমাদের হাতে পৌঁছেনি।
স্টুডেন্ট আই.ডি. কার্ড ও আই.ডি. কার্ডের অভিভাবক কপি
নতুন শিক্ষার্থীদের স্টুডেন্ট আই.ডি. কার্ড ও আই.ডি. কার্ডের অভিভাবক কপি শিক্ষার্থীদের শিক্ষা উপকরণের সাথে দিয়ে দেওয়া হবে, ইন-শা-আল্লাহ।
এস.সি.ডি স্কুলের অভিভাবকরা অবগত যে এস.সি.ডি’তে কায়দা, আম্মাপারা ও কুরআন হিফজ-এর সময় মাদানী মুসহাফ (উসমানি স্ক্রিপ্ট) পড়ানো হয়। মাদানী মুসহাফ যেহেতু বাংলাদেশে প্রচলিত ইন্দো-পাক ফন্ট (নাশক তা’লীক) থেকে ভিন্ন এবং এই মুসহাফ খুঁজে পাওয়ায় কিছুটা দুস্কর তাই অভিভাবকগণ নিজ দায়িত্বে মুসহাফ সংগ্রহ করে নেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। অভিভাবকদের বোঝার সুবিধার্থে ২টি মুসহাফের নমুনা নিচে দেওয়া হল।
মা’আসসালামাহ,
এস.সি.ডি এডমিন
অভিভাবকদের বোঝার সুবিধার্থে ২টি মুসহাফের নমুনা নিচে দেওয়া হল
যারা কোনো নির্দিষ্ট শিফট-এ শিক্ষার্থীদের দিতে ইচ্ছুক, তারা ভর্তির সময় আপনার পছন্দের শিফট-এর বিষয়টি অফিসে জানাবেন। এরপর আমরা ‘First-come-first-served’ ভিত্তিতে শিক্ষার্থীদের শিফট নির্ধারণ করবো, ইন-শা-আল্লাহ।
Assalamualaikum wa Rahmatullah, Nursery guardians are kindly requested to attend the interview session at SCD Mohammadpur Branch as per the schedule provided below. Please note that the interview will consist of an Oral Viva only; no written exam will be conducted for Nursery students. Both parents (father and mother) along with the student must be present for the interview at the stipulated time
আগামী ১৬ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:০০টায় “বার্ষিক পরীক্ষা ২০২৪”-এর ফলাফল প্রকাশ করা হবে ইন-শা-আল্লাহ্। বার্ষিক পরীক্ষার ফলাফল শুধুমাত্র অভিভাবকের হাতে দেওয়া হবে।
রেজাল্ট শিট-এ যাদের Promotion Decision হবে ‘Promoted‘ বা ‘Conditionally Promoted‘, তারা পরবর্তী শ্রেণিতে সরাসরি অধ্যয়নের সুযোগ পাবে।
রেজাল্ট শিট-এ যাদের Promotion Decision হবে ‘Withheld‘“‘, তারা প্রিন্সিপাল উস্তাজ-এর সাথে দেখা করবেন। প্রিন্সিপাল উস্তাজ-এর সাথে পরামর্শ সাপেক্ষে এই ‘Withheld‘ স্ট্যাটাস-এর শিক্ষার্থীরা ‘Promoted’/’Not promoted’ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
রেজাল্ট শিট-এ যাদের Promotion Decision হবে “Not promoted” তারা ২০২৪ সালে যেই শ্রেণিতে অধ্যয়ন করছিল, সেই শ্রেণিতেই পুনরায় অধ্যয়ন করবে।
২) নার্সারি শ্রেণির বার্ষিক পরীক্ষার খাতা ও ফলাফল একসাথে দেওয়া হবে। ৩) কেজি থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের শুধুমাত্র রেজাল্ট শিট দেওয়া হবে। খাতা দেখানো হবে ১৭ ডিসেম্বর ২০২৪ (দুপুর ২:০০ টা – বিকাল ৫:০০ টার মধ্যে)। কেজি-৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের খাতা বাসায় নিতে দেওয়া হয় না। এস.এস.সি-২০২৫ পরীক্ষার্থীরা রেজাল্টের সাথে বাসায় খাতা নিতে পারবে। ৪) যারা পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হবে, তাদের ২০২৫ সালের ভর্তি কার্যক্রম আগামী ১৯ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে সম্পন্ন করতে হবে। বর্তমান শিক্ষার্থীদের পরবর্তী সেশনে আসন নিশ্চিত করার পর অবশিষ্ট খালি আসনে নতুনভাবে আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে ভর্তি নেওয়া হবে।
৫) বর্তমান শিক্ষার্থীরা যদি ১৯ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত না করেন, সেক্ষেত্রে নতুন শিক্ষার্থী ভর্তি নেওয়ার পর আসন পূরণ হয়ে গেলে আমাদের পক্ষে আর কোনো শিক্ষার্থী ভর্তি নেওয়া সম্ভব হবে না। তাই যারা ২০২৫ শিক্ষাবর্ষেএস.সি.ডি মোহাম্মদপুর শাখায় পড়াশোনা চালিয়ে যাবেন বলে নিয়্যাত করেছেন, তারা রেজাল্ট প্রকাশের পর ১৯ ডিসেম্বর২০২৪-এর মধ্যে ২০২৫ শিক্ষাবর্ষের সেশন ফি (৫০০০ টাকা) প্রদান অথবা লিখিতভাবে বা ই-মেইল (info@scdbd.org)-এর মাধ্যমে অফিসে নিশ্চিত করবেন। আমরা এর উপর ভিত্তি করে খালি আসনে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করবো ইন-শা-আল্লাহ।
শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ/অনুত্তীর্ণ হওয়ার সিদ্ধান্তসমূহ এস.সি.ডি প্রমোশন কমিটির মাধ্যমে নেওয়া হয়। তাই যারা অনুত্তীর্ণ হয়েছেন, তাদেরকে যে কোনো ধরনের সুপারিশ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।