অভিভাবকবৃন্দ হিফজ শিক্ষার্থীদের প্রাত্যহিক পড়া শোনার পর সেই অনুযায়ী রিপোর্ট সাবমিট করতে নিচের পিডিএফ ফাইলটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন অথবা স্কুল অফিস থেকে (রবিবার-বৃহষ্পতিবার, সকাল ১০:০০টা – দুপুর ১:০০টা) সংগ্রহ করতে পারবেন, ইন শা আল্লাহ।
ঈদ-উল-আযহার বন্ধের পরে গত ২৪ জুন ২০২৪ থেকে স্কুল কার্যক্রম শুরু হওয়ার পর অনেক শিক্ষার্থীর পরিপূর্ণভাবে স্কুল ইউনিফর্ম পরে আসছে না। তবে আগামী রবিবার১৪ জুলাই ২০২৪ থেকে শিক্ষার্থীদের অবশ্যই পরিপূর্ণভাবে স্কুল ইউনিফর্ম পরে আসা নিশ্চিত করতে হবে। ১৪ জুলাই ২০২৪ থেকে কোনো শিক্ষার্থী পরিপূর্ণ ইউনিফর্ম ছাড়া স্কুলে প্রবেশ করার অনুমতি পাবে না। এমনকি ভিন্ন রংয়ের মোজা বা জুতা পরলেও স্কুলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
এছাড়া ১৪ জুলাই ২০২৪ থেকে ক্লাস শুরুর নির্ধারিত সময়ের পর স্কুলের মেইন গেট বন্ধ করে দেওয়া হবে এবং কোনো শিক্ষার্থীকে স্কুলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
তাই ১৪ জুলাই ২০২৪ থেকে সকল শিক্ষার্থী (নার্সারি – ১০ম শ্রেণি) অবশ্যই ক্লাস শুরুর নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকবে এবং পরিপূর্ণ স্কুল ড্রেস পরিধান করে আসবে। অন্যথায় শিক্ষার্থীদের স্কুল গেট থেকেই ফিরে যেতে হবে।
‘ট্রাফিক জ্যাম’, ‘ঘুম থেকে উঠতে দেরী হওয়া’ ইত্যাদি কারণ প্রদর্শন করে স্কুল অফিসে ফোন বা প্রিন্সিপাল উস্তাজকে ফোন করে কোনো ধরনের অনুরোধ করা থেকে অভিভাবকবৃন্দ বিরত থাকবেন ইন-শা-আল্লাহ।
“একজন সময়ানুবর্তী এবং সুশৃঙ্খল জীবনে অভ্যস্ত মুসলিম হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে অভিভাবকদের আন্তরিক সহযোগীতা একান্ত কাম্য।”
রুটিনে উল্লিখিত পরীক্ষার নির্দিষ্ট দিনগুলোতে ৬ষ্ঠ-৯ম শ্রেণির অন্য কোনো ক্লাস অনুষ্ঠিত হবে না।
পরীক্ষার দিনগুলো ব্যতীত অন্য দিনগুলোতে স্বাভাবিক নিয়মে কুরআন ও এরাবিকসহ সকল বিষয়ের ক্লাস অনুষ্ঠিত হবে। (যেমন: ৭ জুলাই পরীক্ষার রুটিনে দেওয়া সময় অনুযায়ী শুধুমাত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৯ জুলাই ৯ম শ্রেণির এবং ১০ জুলাই ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির রেগুলার রুটিন অনুযায়ী ক্লাস অনুষ্ঠিত হবে, ইন শা আল্লাহ।)
পরীক্ষার রুটিনে উল্লিখিত বিরতির সময় স্কুল থেকে শিক্ষার্থীদের নিয়মিত টিফিন দেওয়া হবে, ইন শা আল্লাহ।
১. রিভিশন:` ১ম দিন সূরা নাবা থেকে ত্বারিক, ২য় দিন সূরা আ’লা থেকে নাস, ৩য় দিন শুরা মূলক থেকে হাক্কাহ রিভিশন দিতে হবে। ২. মনে রাখতে হবে রিভিশন না দেখে করতে হবে। কোথাও আটকে গেলে মুসহাফ দেখে ঠিক করে নিয়ে আবার মুখস্ত রিভিশন শুরু করবে। ৩. হোমওয়ার্ক শিট অফিস থেকে সংগ্রহ করতে পারবেন (১৩ই জুন পর্যন্ত: সকাল ৯টা – দুপুর ১টা) অথবা নিচের লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।
**ঈদের ছুটির পরে আগামী ২৯শে জুন নতুন হিফজের শিক্ষার্থীদের সম্পূর্ণ আম্মা পারা, সুরা মূলক, সূরা কলাম ও সূরা হাক্কাহ এর উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।