এস.সি.ডি’র সকল ওস্তাজ/ওস্তাজাদের প্রতি নির্দেশনা (২৬ এপ্রিল – ২১ মে পর্যন্ত বাড়ির কাজ)
(২৬ এপ্রিল – ২১ মে পর্যন্ত বাড়ির কাজ)
আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
হোম ওয়ার্ক দেয়ার ক্ষেত্রে যা যা মনে রাখতে হবে:
আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
এস.সি.ডি সব ওস্তাজ/ওস্তাজাদের জাযাকুমুল্লাহু খাইরান, সুন্দরভাবে শিক্ষার্থীদের বাড়ির কাজ দেওয়ার জন্য। রমাদান মাসে একইভাবে আমরা বাড়ির কাজ দিতে যাচ্ছি, ইন-শা-আল্লাহ। পড়া দেয়ার সময় নিচের বিষয়গুলো মনে রাখতে হবে।
- যেহেতু সব অভিভাবক এবং ৪র্থ শ্রেণি থেকে অধিকাংশ শিক্ষার্থী সিয়াম পালন করবেন, তাই এমনভাবে পড়া দিতে হবে যেন কম সময়ে বাড়ির কাজ শেষ করা যায়।
- ১ – ২৩ এপ্রিল-এর মধ্যে দেয়া পড়ার মধ্যে যদি কোন বিষয়ে রিভিশন শেষ হয়ে থাকে, তবে অর্ধবার্ষিকীর সিলেবাস থেকে নতুন এবং সহজ পড়া দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে খেয়াল রাখবেন যেন সব অভিভাবক সেগুলো পড়াতে পারেন।
- আমাদের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের পড়াশোনার সাথে সম্পৃক্ত রাখা, সিলেবাস শেষ করা বা পড়াশোনার জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করা নয়।
- নিচের google doc-এ তৈরি করা ক্লাস-ভিত্তিক ফাইলের লিংকে ক্লিক করে নির্দিষ্ট টেবিলে আগামী ২১/৪/২০২০ বিকাল ৪:০০টার মধ্যে পড়া আপডেট করবেন।
- প্রতিটি ফাইলে ডে-শিফট ও মনিং শিফট-এর জন্য আলাদা টেবিল করা আছে। অবশ্যই খেয়াল করে যার যার নির্দিষ্ট বিষয় (শিফট অনুযায়ী) আপডেট করবেন। যারা দুই শিফটে একই বিষয়ের ক্লাস নিয়ে থাকেন, তারা দুটি টেবিল (মর্নিং শিফট ও ডে-শিফট) আলাদা আলাদাভাবে আপডেট করবেন।
- যতটা সম্ভব বিশদভাবে নির্দেশনা লিখবেন যেন অভিভাবকগণ সহজেই বুঝতে পারেন।
- হাতে লেখা কোন শিট আমরা ওয়েব সাইটে দেয়া থেকে বিরত থাকবো ইন-শা-আল্লাহ। একান্তভাবে পারা না গেলে ভাইস প্রিন্সিপাল উস্তাদ-এর সাথে যোগাযোগ করে অনুমতি নিয়ে নিবেন।
- Nursery: https://drive.google.com/open?id=1kkw7MAkF4GBrBk4pkvGi4zmDhnmSKOkhF4SXj32jxek
- KG: https://drive.google.com/open?id=1DT9JdKUkamsdhFXz0LFNSUMTe_9wIfUPJI7oq1_ft5w
- Class-1: https://drive.google.com/open?id=1jF35vSZ79HFMBQKHDLGcElMNbcb-TpW-0oE0er6g4kM
- Class-2: https://drive.google.com/open?id=1pOb4FXcsQSE6xVD1UNmDu1ErJCmAxP0-iRa_Ruz0E7w
- Class-3: https://drive.google.com/open?id=1cXKIe1grr0YbPReQc-KmFQ14GQ_DQ-RdNziYAkgwWRM
- Class-4: https://drive.google.com/open?id=1Zsr_3_D39Ert8Stip1yO5-BdmOnVcn3F-RvlSbkkxMM
- Class-5: https://drive.google.com/open?id=1duEvxbMXWwjv11KsGwhJVa4f49v_rwBS7eVzveOZL4U
- Class-6: https://drive.google.com/open?id=15Do1Mlai7GLuU0HSJ9t70gdJY9NT8X-Xgqfwj_2owQE
- Class-7: https://drive.google.com/open?id=1y57LPSub7aikNng-fjjxzMgVrazzuN-XKRFPp3hwkb4
- Class-8: https://drive.google.com/open?id=1V2agrdHBANGZ4tsCEp52WOO1XVf5rLHzLuPcJOtsNo8
- Class-9: https://drive.google.com/open?id=180_zVAtustQpnxwq6piSqdxggZ_T5awCrfQ2MnLsI54
- Class-10: https://drive.google.com/open?id=1WXVBy2Z8SX1jEaPJHGo8Z4cQJ4J0xNi8VBdYW3Srsw4
- বি.দ্র.: দয়া করে কেউ কোন টেবিল-এ নতুন কোনো তারিখ সংযোজন করবেন না। তবে কাজের প্রয়োজনে ROW বা COLUMN add করা যেতে পারে।
বিষয়ভিত্তিক দিকনির্দেশনা:
ইসলাম:
বি.দ্র: হুমায়রা উস্তাযার পক্ষ থেকে ইসলাম শিক্ষা উস্তায/উস্তাযাদের জন্য বাড়ির কাজের নির্দেশনা
কুরআন:
- কুরআন তিলাওয়াত: ছোটদের জন্য নির্দিষ্ট সূরা এবং বড়দের জন্য পৃষ্ঠা নাম্বার নির্ধারন করে দেয়া যেতে পারে।
- তাজউইদের নিয়মসমূহ আত্মস্থ করবে।
- ক্লাস-৪ থেকে ক্লাস-১০ পর্যন্ত শিক্ষার্থীরা প্রতি রাতে সূরা মূলক পড়বে। শুক্রবারে সূরা কাহাফ পড়বে ইত্যাদি।
- প্রাত্যহিক সকাল-সন্ধ্যার জিকির ও আজকারসমূহ নির্ধারন করে দিতে হবে।
আরবী:
- যা পড়ানো হয়েছে তা রিভিশন দেয়ার দিক নির্দেশনা দিতে হবে।
বাংলা:
- সহজ অধ্যায়গুলো থেকে শব্দার্থ, বাক্য রচনা বা যেসব পড়া তৈরি করতে বিশেষভাবে কোন কিছু বোঝানোর প্রয়োজন নেই, সেসব অধ্যায় থেকে পড়া দেয়া যেতে পারে।
- বই থেকে বা নিজেরা প্রস্তুত করে ছোট প্রশ্ন দেয়া যেতে পারে।
- বিষয়ভিত্তিক এ্যাসাইনমেন্ট দেয়া যেতে পারে।
ইংরেজি:
- যা পড়ানো হয়েছে তার উপর বিভিন্ন এক্সারসাইজ (বইয়ের বাইরে থেকে) দেয়া যেতে পারে।
- ডিকটেশন: ছোট ক্লাসের জন্য সহজ কিছু শব্দ দেয়া যেতে পারে। এক্ষেত্রে অভিভাবকদের পরিস্কার দিক নির্দেশনা দিতে হবে।
গণিত:
- সংখ্যা পরিবর্তন করে গাণিতিক সমস্যার সমাধান করতে দেয়া যেতে পারে। ছোট ক্লাসের জন্য ছোটখাট যোগ, বিয়োগ, গুন, ভাগ দেয়া যেতে পারে।
- ক্লাস ৫, ৮, ৯, ১০ এর জন্য বিগত বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করতে দেয়া যেতে পারে। তবে তা অবশ্যই বন্ধের পূর্ব পর্যন্ত যা পড়ানো হয়েছে তার বাইরে নয়।
সমাজ/বিজ্ঞান:
- যেই অধ্যায়গুলো পড়ানো হয়েছে তার উপর সৃজনশীল প্রশ্ন (বইয়ের বাইরে) বাড়ির কাজ দেয়া যেতে পারে। নতুন অধ্যায় পড়া দেয়া যেতে পারে এবং তা থেকে ছোট প্রশ্ন তৈরি করে দেয়া যেতে পারে।
- ক্লাস-৫ বা ক্লাস-৮ এর ইতিহাস/মুক্তিযুদ্ধের অধ্যায়গুলো থেকে যে সব সাল, তারিখ বা পরিসংখ্যান আছে সেগুলো মুখস্ত করতে দেয়া যেতে পারে।
মা আসসালামা
প্রিন্সিপাল
এস.সি.ডি
এস.সি.ডি’র সকল ওস্তাজ/ওস্তাজাদের প্রতি নির্দেশনা (২৬ এপ্রিল – ২১ মে পর্যন্ত বাড়ির কাজ) Read More »