মেইন গেটে গার্ডকে আই.ডি কার্ড প্রদর্শন
আসসালামুআলাইকুম,
সম্মানীত অভিভাবকবৃন্দ, আগামী ২৪ মে ২০২২ থেকে নার্সারি – ৪র্থ শ্রেণির কোনো শিক্ষার্থীর অভিভাবক শিক্ষার্থীকে স্কুল থেকে নিয়ে যাওয়ার সময় মেইন গেটে কর্তব্যরত গার্ডকে আই.ডি কার্ড (স্টুডেন্ট কপি এবং অভিভাবক কপি) প্রদর্শন না করলে শিক্ষার্থীকে স্কুল গেটের বাইরে যেতে দেওয়া হবে না। কেউ ভুল করে আই.ডি. কার্ড (অভিভাবক কপি) না আনলে অফিসে যোগাযোগ করবেন। অফিস থেকে অভিভাবকের পরিচয় নিশ্চিত করলে মেইন গেটে কর্তব্যরত গার্ড উক্ত শিক্ষার্থীকে নিয়ে যাওয়ার অনুমতি দিবে ইন-শা-আল্লাহ।
নিরাপত্তার স্বার্থে সকলের সহযোগিতা একান্ত কাম্য।
অনুরোধক্রমে
অধ্যক্ষ
এস.সি.ডি (মোহাম্মদপুর শাখা)
মেইন গেটে গার্ডকে আই.ডি কার্ড প্রদর্শন Read More »