আসসালামুআলাইকুম,
বিকাশের মাধ্যমে স্কুল ফি প্রদানের প্রক্রিয়া:
১) Bkash Merchant Number: 01700714116 (এই নাম্বার-এ Merchant Number/Agent Number থেকে টাকা পাঠানো যাবে না, শুধুমাত্র Personal Bkash Account থেকে পাঠানো যাবে)। তবে বিকাশের মাধ্যমে ফি পরিশোধ করলে অবশ্যই প্রতি হাজারে ১৫ টাকা বা ১.৫% হারে ক্যাশ-আউট চার্জ যুক্ত করে পেমেন্ট করবেন, ইন-শা-আল্লাহ।
২) 01700714116 এই নাম্বারে টাকা পাঠাতে হলে “Make Payment”অপশন-এ যেতে হবে, “Send Money” অপশন ব্যবহার করা যাবে না। Reference এর স্থানে “SCD” লিখবেন।
৩) স্কুলের ফি বিকাশ করার পর, অনুগ্রহ করে নিচের তথ্যগুলো ঐ একই নাম্বার-এ 01700714116 এস.এম.এস করবেন এবং অবশ্যই ভবিষ্যৎ রেফারেন্স-এর জন্য ট্রানজেকশান আইডিটি (TRX ID) সংরক্ষণ করবেন।
– শিক্ষার্থীর নাম:
– ক্লাস:
– ফি প্রদানের মাস:
– টাকার অংক:
– বিকাশ ট্রানজেকশান নাম্বার:
মা আসসালামা,
এস সি ডি এডমিন