আগামীকাল ৫ জানুয়ারি ২০২৩ (বৃহস্পতিবার) ১ম – ৭ম শ্রেণির (২০২৩ সালে নতুন ভর্তি) শিক্ষার্থীদের কুরআন ও আরবি এসেসমেন্ট নেওয়া হবে। এর মাধ্যমে নতুন শিক্ষার্থীদের কুরআন ও আরবি ভাষা শিক্ষার গ্রুপ নির্ধারণ করা হবে।
প্রতি শিফট-এ ১ম শ্রেণি থেকে শুরু করে ৭ম শ্রেণি পর্যন্ত কুরআন/হিফজ বিভাগে আমাদের ৪টি গ্রুপ।
১) কায়দা ২) আম্মাপারা ৩) নাজেরা ৪) হিফজ
প্রতি শিফট-এ ১ম শ্রেণি থেকে শুরু করে ৭ম শ্রেণি পর্যন্ত আরবিতে আমাদের ৩টি লেভেল:
১) প্রথম ভাগ (বিদায়াতুর আরাবিয়া-১) ২) দ্বিতীয় ভাগ (বিদায়াতুল আরাবিয়া-২) ৩) তৃতীয় ভাগ (আরবির শুরু)
শিক্ষার্থীদের এসেসমেন্ট টেস্ট নেওয়ার পর কুরআন ও আরবি ক্লাসের জন্য গ্রুপ নির্ধারন করা হবে। আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ২০২৩ শিক্ষাবর্ষে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীরা নির্ধারিত কুরআন ও আরবি গ্রুপে ক্লাস করবে, ইন-শা-আল্লাহ। মনে রাখবেন, এই এসেসমেন্ট টেস্ট কোনো ধরনের পরীক্ষা নয়, শুধুমাত্র শিক্ষার্থীর অবস্থান নির্ণয়ের জন্য মূল্যায়ন মাত্র।
নিম্নে উল্লিখিত শিডিউল অনুযায়ী শিক্ষার্থীরা আগামীকাল স্কুলে উপস্থিত থাকবেন, ইন-শা-আল্লাহ।