নতুন হিফজ শিক্ষার্থীদের ঈদ-উল আযহার ছুটির পড়া
আসসালামুআলাইকুম,
ঈদ-উল আযহার ছুটিতে “নতুন হিফজ” -এর শিক্ষার্থীদের বাড়ির কাজ:
১. রিভিশন:` ১ম দিন সূরা নাবা থেকে ত্বারিক, ২য় দিন সূরা আ’লা থেকে নাস, ৩য় দিন শুরা মূলক থেকে হাক্কাহ রিভিশন দিতে হবে।
২. মনে রাখতে হবে রিভিশন না দেখে করতে হবে। কোথাও আটকে গেলে মুসহাফ দেখে ঠিক করে নিয়ে আবার মুখস্ত রিভিশন শুরু করবে।
৩. হোমওয়ার্ক শিট অফিস থেকে সংগ্রহ করতে পারবেন (১৩ই জুন পর্যন্ত: সকাল ৯টা – দুপুর ১টা) অথবা নিচের লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।
**ঈদের ছুটির পরে আগামী ২৯শে জুন নতুন হিফজের শিক্ষার্থীদের সম্পূর্ণ আম্মা পারা, সুরা মূলক, সূরা কলাম ও সূরা হাক্কাহ এর উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
মা’আসসালামাহ,
এস সি ডি এডমিন
নতুন হিফজ শিক্ষার্থীদের ঈদ-উল আযহার ছুটির পড়া Read More »