1st parents meeting time schedule-১ম প্যারেন্টস মিটিং টাইম শিডিউল (২০২৩)
আসসালামু আলাইকুম,
এস.সি.ডি’তে প্রতি শিক্ষাবর্ষে ২টি ‘প্যারেন্টস মিটিং’ অনুষ্ঠিত হয়ে থাকে। সে অনুযায়ী আগামী ২০ মে ২০২৩ (শনিবার) ‘২য়-১০ম শ্রেণি’ এবং ২৭ মে ২০২৩ (শনিবার) ‘নার্সারি-১ম শ্রেণির’ শিক্ষার্থীদের ‘প্যারেন্টস মিটিং’ অনুষ্ঠিত হবে ইন-শা-আল্লাহ।
এই ‘প্যারেন্টস মিটিং’-এর উদ্দেশ্য হচ্ছে প্রতিটি শিক্ষার্থীর সার্বিক পরিস্থিতি নিয়ে অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে আলোচনার একটি সুযোগ করে দেওয়া। পাশাপাশি অভিভাবকদের তরফ থেকে স্কুল সংক্রান্ত যে কোনো পরামর্শ/নাসিহা শোনা। এই মিটিংগুলোতে সাধারনত স্কুলের পক্ষ থেকে এস.সি.ডি ম্যানেজিং কমিটির আহ্বায়ক জনাব এনামুল হক, প্রিন্সিপাল, ভাইস-প্রিন্সিপাল এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীর ক্লাস টিচার উপস্থিত থাকেন। প্রতিটি শিক্ষার্থীর পক্ষ থেকে বাবা-মা উভয় অথবা লোকাল গার্ডিয়ানদের (বাবা-মায়ের অনুপস্থিতিতে) উপস্থিত থাকার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করি।
আলোচনার সুবিধার্থে প্রতিটি শিক্ষার্থীর অভিভাবকের জন্য আমরা আলাদা সময় নির্ধারণ করেছি। শিক্ষার্থী ও স্কুলের কল্যাণে অভিভাবকদের এই প্যারেন্টস মিটিং-এ অংশগ্রহণ অত্যাবশ্যক। তাই সকল অভিভাবক উক্ত প্যারেন্টস মিটিং-এ নির্দিষ্ট তারিখ ও সময়ে উপস্থিত থাকবেন বলে আমরা আশা করি, ইন-শা-আল্লাহ।
২য় – ১০ম শ্রেণি
(শিডিউল দেখতে নিচের বাটনে ক্লিক করুন)
নার্সারি – ১ম শ্রেণি
(শিডিউল দেখতে নিচের বাটনে ক্লিক করুন)
মা আসসালামাহ,
অধ্যক্ষ
এস.সি.ডি (মোহাম্মদপুর শাখা)