admin

শৈত্যপ্রবাহের কারণে পরিবর্তিত ক্লাস শিডিউল

চলমান শৈত্যপ্রবাহের কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ২৪ জানুয়ারি ২০২৪ (বুধবার) থেকে আগামী ৩১ জানুয়ারি ২০২৪ (বুধবার) পর্যন্ত নিম্নলিখিত শিডিউল অনুযায়ী স্কুলের সব ক্লাস অনুষ্ঠিত হবে, ইন-শা-আল্লাহ।

নার্সারি:

– সেকশন A, B: সকাল ১০:০০-১১:৩০

– সেকশন C, D: দুপুর ১২:০০-১:৩০

কেজি:

– সেকশন A, B: সকাল ১০:০০-১১:৩০

– সেকশন C, D: দুপুর ১২:০০-১:৩০

১ম-৮ম শ্রেণি:

– মর্নিং শিফট: সকাল ১০:০০ – ১২:২০ (শুধুমাত্র কুরআন ও আরবি ভাষা শিক্ষা ক্লাস)।

– ডে শিফট: দুপুর ১:০০ টায় যোহরের সলাত। এরপর ১:২০ -৩:৪০ পর্যন্ত (শুধুমাত্র কুরআন ও আরবি ভাষা শিক্ষা ক্লাস)

৯ম শ্রেণি:

* কুরআন ক্লাসের পরের ক্লাসগুলোর আলাদা রুটিন দেওয়া হবে।

১০ম শ্রেণি:

– আলাদা রুটিন দেওয়া হবে।

ক্লাস শেষে টিফিন দিয়ে দেওয়া হবে, ইন-শা-আল্লাহ।

মা’আসসালামাহ,

অধ্যক্ষ

এস সি ডি (মোহাম্মদপুর শাখা)

তাজউইদ শেখার ক্ষেত্রে উপকারী কিছু লিংক

তাজউইদ শেখার ক্ষেত্রে উপকারী কিছু লিংক

১. উস্তাজ নাসীল শাহরুখ-এর চ্যানেল:
https://www.youtube.com/c/MuhammadNaseelShahrukh
২. উস্তাজ নাসীল শাহরুখ-এর বইয়ের পিডিএফ:
https://drive.google.com/file/d/1_g610jMbJgi1fHR8rtCYpX9bLrONY1XH/view?usp=sharing
৩. ড. আয়মান সুওয়াইদের তেলাওয়াতের লিংক:
https://ar.islamway.net/collection/11899/%D8%A7%D9%84%D9%85%D8%B5%D8%AD%D9%81-%D8%A7%D9%84%D9%85%D8%B9%D9%84%D9%85
৪. আব্দুল বাসীত মুরাত্তাল লিংক:
https://ar.islamway.net/collection/74/%D8%A7%D9%84%D9%85%D8%B5%D8%AD%D9%81-%D8%A7%D9%84%D9%85%D8%B1%D8%AA%D9%84
https://suratmp3.com/quran/reciters/6/hq
৫. মিনশাউই মুআল্লিম লিংক:
https://suratmp3.com/quran/reciters/40/hq
৬. মাতনুল জাযারিয়্যাহ পি.ডি.এফ:
https://drive.google.com/file/d/1Hn5rKnRQRsnPBfOH1Kqgq2AIPhdVFW7J/view?usp=sharing
৭. ড. আয়মানের কণ্ঠে মাতনুল জাযারিয়্যাহ:
https://www.youtube.com/watch?v=bAluw6umUfQ&t=527s&ab_channel=ayaturrahmanworldwide
৮. ড. আয়মান সুওয়াইদের মাতনুল জাযারিয়্যাহর শারহ:
https://ar.islamway.net/collection/8837/%D8%A7%D9%84%D8%A5%D8%AA%D9%82%D8%A7%D9%86-%D9%84%D8%AA%D9%84%D8%A7%D9%88%D8%A9-%D8%A7%D9%84%D9%82%D8%B1%D8%A2%D9%86-%D9%85%D8%B1%D8%A6%D9%8A
৯. জামযূরীর তুহফাতুল আতফাল পি.ডি.এফ:
https://drive.google.com/file/d/15bLU6aCuv3Z3U_ifjTVXnM0P2NT-caP6/view?usp=sharing
১০. ড. আয়মানের কণ্ঠে তুহফাতুল আতফাল:
https://www.youtube.com/watch?v=4fcUlKwQgJ4&t=365s&ab_channel=%D9%82%D9%86%D8%A7%D8%A9%D8%B3%D9%84%D8%A7%D9%85%D8%A7%D9%84%D8%AF%D8%B9%D9%88%D9%8A%D8%A9
১১. আব্দুল কাদীর উসমানের কণ্ঠে তুহফাতুল আতফাল:
https://www.youtube.com/watch?v=6x7ieWtbxMs&t=492s&ab_channel=%D8%AC%D9%85%D8%B9%D9%8A%D8%A9%D8%AA%D8%A7%D8%AC%D9%84%D8%AA%D8%B9%D9%84%D9%8A%D9%85%D8%A7%D9%84%D9%82%D8%B1%D8%A2%D9%86%D8%A7%D9%84%D9%83%D8%B1%D9%8A%D9%85
১২. আব্দুল ক্বাদীর উসমানের তুহফাতুল আতফালের শারহ:
https://www.youtube.com/watch?v=8Do87VxmhLQ&list=PLdkqnk87UnGHLBG_-swDHin4rXc2hF-5G
১৩. আব্দুল ক্বাদীর উসমানের কণ্ঠে রিয়াদাতুল লিসান:
https://www.youtube.com/watch?v=dNrX9n-vql4&t=386s&ab_channel=%D8%A7%D9%84%D9%82%D9%86%D8%A7%D8%A9%D8%A7%D9%84%D8%B1%D8%B3%D9%85%D9%8A%D8%A9%D9%84%D9%84%D9%85%D9%82%D8%B1%D8%A6%D8%B9%D8%A8%D8%AF%D8%A7%D9%84%D9%82%D8%A7%D8%AF%D8%B1%D8%A7%D9%84%D8%B9%D8%AB%D9%85%D8%A7%D9%86
১৪. রিয়াদাতুল লিসান‌ ছাত্র সহ:
https://drive.google.com/file/d/11T94-neew3KfxM-2VROtK0Dj7Yhk-sqT/view?usp=sharing
১৫. আমপারা আব্দুল কাদের উসমান
https://drive.google.com/drive/folders/1PcQgtl4v2qHB0yfHAMugEKxbtSmzgSDq

দু’আ অডিও লিংক:

https://drive.google.com/drive/folders/1j3Bxab-yhVdDVBJJrYrxMxWdVpklzuNv?usp=sharing

নার্সারি শ্রেণির রুটিন ৩০ মিনিট করে পিছানো প্রসঙ্গে

আসসালামুআলাইকুম,

অনিবার্য কারণবশত, আগামী ২১ জানুয়ারি ২০২৪ (রবিবার) থেকে নার্সারি শ্রেণির রুটিন ৩০ মিনিট করে পিছানো হয়েছে:

মর্নিং শিফট:
সকাল ৯:০০ – ১০:৪৫টা পর্যন্ত। (এরপর টিফিন প্রদান করে ছুটি দেওয়া হবে)

ডে শিফট:
সকাল ১১:৩০ – ১:১৫ পর্যন্ত। (এরপর টিফিন প্রদান করে ছুটি দেওয়া হবে)

নির্দেশক্রমে,

অধ্যক্ষ
এস সি ডি (মোহাম্মদপুর)

আই.ডি. কার্ডের “অভিভাবক কপি’ প্রদর্শন

আসসালামুআলাইকুম,

আগামীকাল (১৮ জানুয়ারি ২০২৪) থেকে কোনো শিক্ষার্থীকে আই.ডি. কার্ডের “অভিভাবক কপি’ প্রদর্শন ছাড়া স্কুল গেট থেকে বের হতে দেওয়া হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সকল অভিভাবকদের সহযোগীতা কামনা করছি।

যারা এখনও আই.ডি. কার্ডের “অভিভাবক কপি’ বুঝে পাননি, তারা আগামীকাল স্কুল অফিসে যোগাযোগ করবেন, ইন-শা-আল্লাহ।

অনুরোধক্রমে,

অধ্যক্ষ
এস সি ডি (মোহাম্মদপুর শাখা)

আল-কুরআন ও আরবি ভাষা শিক্ষা গ্রুপ ২০২৪

২০২৪ শিক্ষাবর্ষে আল-কুরআন ও আরবি ভাষা শিক্ষা গ্রুপ দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

উল্লেখ্য, আল-কুরআন ও আরবি গ্রুপের ক্লাসসমূহ শ্রেণিভিত্তিক না করে আমরা লেভেল অনুযায়ী করে থাকি। তাই প্রত্যেক শিক্ষার্থী তাদের কুরআন ক্লাস শেষ করে নির্ধারিত ক্লাসে আরবি ক্লাস করবে। এরপর জেনারেল সাবজেক্ট-এর ক্লাস করার জন্য রুটিন অনুযায়ী নির্দিষ্ট ক্লাসে যাবে, ইন-শা-আল্লাহ।

বই ও শিক্ষা উপকরণ সংক্রান্ত দিকনির্দেশনা ও মূল্য তালিকা (২০২৪ শিক্ষাবর্ষ)

বিস্তারিত দেখতে নিচের বাটনে ক্লিক করুন


আপনারা সকলেই অবগত যে, এস. সি. ডি’তে শিক্ষা উপকরণ ব্যবহারের ক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের ফ্যান্সি বা দামি উপকরণ ব্যবহার করতে নিষেধ করে থাকি। কিন্তু প্রায় সময়ই দেখা যায় শিক্ষার্থীরা কার্টুন সম্বলিত ব্যাগ, দামী পেন্সিল, কলম, ইরেজার ইত্যাদি স্কুলে নিয়ে আসে, যা অন্য শিক্ষার্থীদের প্রভাবিত করে এবং অনেক ক্ষেত্রেই তা স্কুলের জন্য মনিটর করাও কষ্টসাধ্য। তাই আগামী ২০২৪ শিক্ষাবর্ষে নার্সারি থেকে ২য় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা উপরে উল্লেখিত শিক্ষা উপকরণসমূহ স্কুল থেকে ক্রয় করবে, ইন-শা-আল্লাহ।

যেহেতু এস.সি.ডি একটি অলাভজনক প্রতিষ্ঠান, তাই উপরোক্ত শিক্ষা উপকরণ বিক্রয় করে কোনো ধরনের মুনাফা করার উদ্দেশ্য স্কুল কর্তৃপক্ষের নেই। বরং, উপরোক্ত শিক্ষা উপকরণসমূহ সুলভ মূল্যে (সম্ভব হলে বাজার দর থেকে কম মূল্যে) শিক্ষার্থীদের কাছে বিক্রয় করা হবে, ইন-শা-আল্লাহ।

একটি ভারসাম্যপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখতে অভিভাবক ও শিক্ষার্থী সকলের সহযোগিতা একান্ত কাম্য।

মা’আসসালামাহ,

অধ্যক্ষ
এস সি ডি

নার্সারি-৪র্থ শ্রেণির সেকশন অনুযায়ী শিক্ষার্থী তালিকা​

নার্সারি-৪র্থ শ্রেণির সেকশন অনুযায়ী শিক্ষার্থী তালিকা

নার্সারি থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত শ্রেণিসমূহের বিন্যাস প্রকাশ করা হল। বিশেষভাবে উল্লেখ্য যে, কেজি থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত সেকশন পরিবর্তনের কোনো সুযোগ নেই।

শিক্ষার্থীদের ইউনিক আইডি (UID) সম্পর্কিত নির্দেশনা

কেজি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের ইউনিক আইডি (UID) সম্পর্কিত নির্দেশনা

আসসালামু আলাইকুম,

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে শিক্ষার্থীদের ইউনিক আইডি (UID) প্রদানের লক্ষ্যে কেজি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের তথ্য আগামী ১০/০১/২০২৪ থেকে ২০/০১/২০২৪ তারিখের মধ্যে স্কুলে জমা দিতে হবে।

নির্ধারিত ফর্মের প্রিন্টেড কপি স্কুল থেকেও সংগ্রহ করা যাবে, ইন শা আল্লাহ।

২০২৪ শিক্ষাবর্ষ সংক্রান্ত দিক নির্দেশনা (নার্সারি – ১০ম শ্রেণি)

স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট

মোহাম্মদপুর শাখা

اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّهِ وَبَرَكاتُهُ

ﺇِﻥَّ ﺍﻟْﺤَﻤْﺪَ ﻟِﻠﻪِ ﻧَﺤْﻤَﺪُﻩُ ﻭَﻧَﺴْﺘَﻌِﻴْﻨُﻪُ ﻭَﻧَﺴْﺘَﻐْﻔِﺮُﻩْ ﻭَﻧَﻌُﻮﺫُ ﺑِﺎﻟﻠﻪِ ﻣِﻦْ ﺷُﺮُﻭْﺭِ ﺃَﻧْﻔُﺴِﻨَﺎ ﻭَﻣِﻦْ ﺳَﻴِّﺌَﺎﺕِ ﺃَﻋْﻤَﺎﻟِﻨَﺎ، ﻣَﻦْ ﻳَﻬْﺪِﻩِ ﺍﻟﻠﻪُ ﻓَﻼَ ﻣُﻀِﻞَّ ﻟَﻪُ ﻭَﻣَﻦْ ﻳُﻀْﻠِﻞْ ﻓَﻼَ ﻫَﺎﺩِﻱَ ﻟَﻪُ. ﺃَﺷْﻬَﺪُ ﺃَﻥَّ ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠﻪ ﻭَﺃَﺷْﻬَﺪُ ﺃَﻥَّ ﻣُﺤَﻤَّﺪًﺍ ﻋَﺒْﺪُﻩُ ﻭَﺭَﺳُﻮْﻟُﻪُ

সবাইকে এস.সি.ডি মোহাম্মাদপুর শাখায় স্বাগতম। ২০২৪ শিক্ষাবর্ষে আগামী ১৬ জানুয়ারি ২০২৪ (মঙ্গলবার) থেকে ক্লাস শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। ক্লাস রুটিন দেখতে নিচের লিংক-এ ক্লিক করুন:


ক্লাস শুরুর সময়

১৬ জানুয়ারি ২০২৪ (মঙ্গলবার) থেকে মর্নিং শিফট-এর ক্লাস (১ম – ৯ম শ্রেণি পর্যন্ত) সকাল ৭:২০-এ শুরু হবে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে এই সময় পরিবর্তন হয়ে সকাল ৭:১০-এ শুরু হবে ইন-শা-আল্লাহ।

১৬ জানুয়ারি ২০২৪ থেকে ডে শিফট-এর ক্লাস দুপুর ১২:৪০ থেকে শুরু হবে। ১ম-১০ম শ্রেণি পর্যন্ত ডে-শিফট-এর সকল শিক্ষার্থী দুপুর ১২:২৫-এ স্কুলে এসে প্রথমে যোহর সলাত আদায় করবে। এরপর ১২:৪০ থেকে ক্লাসে অংশগ্রহণ করবে, ইন-শা-আল্লাহ।

নার্সারি, কেজি শ্রেণির ক্লাস শুরুর সময় পুরো বছরই অপরিবর্তিত থাকবে।

সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় তারতম্যভেদে ক্লাস শুরু ও শেষ হওয়ার সময় ভবিষ্যতে কিছুটা পরিবর্তিত হবে, যা যথাসময়ে অভিভাবকদের জানিয়ে দেওয়া হবে, ইন-শা-আল্লাহ।

ভবন-২ (শুধুমাত্র কেজি শ্রেণির জন্য)

২০২৪ সালে স্কুলের বর্ধিত একাডেমিক কার্যক্রম পরিচালনা করার জন্য মূল ভবন থেকে ৩টি প্লট পশ্চিমে একটি ভবনের নিচতলা ভাড়া নেওয়া হয়েছে। ভবন-২-এর ঠিকানা: নিয়ামাহ প্যালেস, বাড়ি-৫৪/৬, রোড-১২, শেখেরটেক, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭)।

উল্লেখ্য, যে ভবন-২-এর নিচতলায় কেজি শ্রেণির সকল সেকশন ও শিফট-এর ক্লাস অনুষ্ঠিত হবে, ইন-শা-আল্লাহ। ভবন-২ শুধুমাত্র একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হবে। অফিসিয়াল প্রয়োজনে কেজি শ্রেণির অভিভাবকবৃন্দ মূল ভবনের ২য় তলায় যোগাযোগ করবেন, ইন-শা-আল্লাহ। তাই কেজি শ্রেণির অভিভাবকবৃন্দ শিক্ষার্থীদের যথাসময়ে ভবন-২-এর মেইন গেইটে পৌছে দিবেন এবং ছুটির সময় নিয়ে যাবেন, ইন-শা-আল্লাহ।

অভিভাবকদের বসার স্থান ও স্কুল অফিসে যোগাযোগ:

মূল ভবনের নিচতলায় যেহেতু ছেলেদের যোহরের সলাত আদায় করতে হয়, তাই ২০২৪ শিক্ষাবর্ষে মূল ভবনের নিচতলার প্রায় পুরোটা জুড়েই যোহর সলাত আদায় করার ব্যবস্থা করা হচ্ছে। ফলে মূল ভবনের নিচ তলায় (এবং ভবন ২-এর নিচতলায়) আমরা অভিভাবকদের বসার কোনো জায়গা রাখতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে শিক্ষার্থীদের গ্রহণ করার জন্য মূল ভবনের নিচ তলার দক্ষিণ-পূর্ব কর্নারে একটি ওয়েটিং এরিয়া থাকবে। যেখানে সাময়িক সময়ের জন্য অবস্থান করে মহিলা অভিভাবকবৃন্দ শিক্ষার্থীদের গ্রহণ করতে পারবেন।

এছাড়া অভিভাবকবৃন্দ ক্লাসরুম প্রবেশ বা সিড়ি ঘরে অবস্থান করা থেকেও বিরত থাকবেন। তবে প্রয়োজন হলে (বিশেষ করে নার্সারি শ্রেণি) আমরা অভিভাবকদের সাথে যোগাযোগ করে বিশেষ বিবেচনায় ক্লাস রুমের বাইরে অবস্থান করার  সাময়িক অনুমতি প্রদান করবো, ইন-শা-আল্লাহ।

পুরুষ ও মহিলা অভিভাবকবৃন্দ এবং ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে পর্দার বিধান সম্পর্কে সতর্ক থাকবেন ইন-শা-আল্লাহ।

শিক্ষার্থীদের আই.ডি কার্ড পরিধান ও অভিভাবকদের আই.ডি কার্ডের ‘অভিভাবক কপি’ প্রদর্শন করে শিক্ষার্থীদের স্কুল থেকে নিয়ে যাওয়া

স্কুলের প্রত্যেক শিক্ষার্থীকেই স্কুল থেকে ২টি আই.ডি কার্ড প্রদান করা হয়। একটি প্লাস্টিক আই.ডি. কার্ড (যা শিক্ষার্থী পরিধান করবে) এবং আরেকটি ল্যামিনেটেড আই.ডি. কার্ড (যা প্রত্যেক অভিভাবক শিক্ষার্থীদের স্কুল থেকে নিয়ে যাওয়ার সময় গেটে প্রদর্শন করবে)।

৩য় থেকে ৮ম শ্রেণির কোনো অভিভাবক যদি শিক্ষার্থীদের কাছে ২টি আই.ডি কার্ডই দিয়ে রাখেন, তাহলে স্কুল কর্তৃপক্ষ ধরে নিবে যে সেই শিক্ষার্থী একাই স্কুল থেকে বাসায় যাবে

নার্সারি থেকে ২য় শ্রেণি পর্যন্ত কোনো শিক্ষার্থীকে অভিভাবক ছাড়া একা যেতে দেওয়া হবে না।

কারও আই.ডি কার্ড হারিয়ে গেলে স্কুলের নির্ধারিত ফি প্রদান করে আই.ডি কার্ড সংগ্রহ করবেন। বা বিশেষ প্রয়োজনে স্কুল কর্তৃপক্ষ তাৎক্ষণিক লেমিনেটেড আই.ডি. কার্ড প্রদান করবে, ইন-শা-আল্লাহ।

আই.ডি. কার্ড পরিধান ও আই.ডি. কার্ডের অভিভাবক কপি প্রদর্শন করে শিক্ষার্থীদের স্কুল থেকে নেওয়ার বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কঠোর নীতি অবলম্বন করে। তাই অভিভাবকগণ নিয়মের ব্যত্যয় ঘটাতে অনুরোধ করে স্কুল কর্তৃপক্ষকে বিব্রত করবেন না, ইন-শা-আল্লাহ।

টিফিন এবং পানি পান ও টয়লেট ব্যবহার সংক্রান্ত নির্দেশনা

প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার স্কুল থেকে টিফিন প্রদান করা হবে। শিক্ষার্থীরা বাসা থেকে বা বাইরে থেকে কোনো ধরনের খাবার স্কুলে আনবে না। নার্সারি থেকে ২য় শ্রেণির সকল শিক্ষার্থী অবশ্যই সাথে করে (স্কুল নির্ধারিত) টিফিন বক্স নিয়ে আসবে। নার্সারি থেকে ২য় শ্রেণির সকল শিক্ষার্থীকে যার যার টিফিনবক্সে টিফিন দেওয়া হবে।

স্কুলের প্রতিটি তলাতেই ‘রিভার্স অসমোসিস সিস্টেম’-এর খাবার পানির ফিল্টার রয়েছে। শিক্ষার্থীরা যার যার ব্যক্তিগত পানির বোতল (স্কুল নির্ধারিত) নিয়ে আসবে এবং প্রয়োজন অনুযায়ী পানি ভরে নিবে। একজনের পানির বোতল আরেকজন ব্যবহার করবে না।

টয়লেট ব্যবহার করার পর শিক্ষার্থীরা ব্যক্তিগত এবং টয়লেট-এর পরিস্কার/পরিচ্ছন্নতার বিষয়ে সতর্ক থাকতে হবে। যেন পরবর্তী ব্যবহারকারি টয়লেটে প্রবেশের পর একটি পরিচ্ছন্ন টয়লেট পায়। এ বিষয়ে অভিভাবকবৃন্দ সন্তানদের অবগত করবেন।

পোশাক ও সময়ানুবর্তিতা

প্রাথমিক অবস্থায় অনেক শিক্ষার্থীর পক্ষে হয়ত পরিপূর্ণভাবে স্কুল ইউনিফর্ম পরে আসা সম্ভব হবে না। তবে ১ ফেব্রুয়ারি ২০২৪ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই পরিপূর্ণভাবে ইউনিফর্ম পরে আসা নিশ্চিত করতে হবে। ১ ফেব্রুয়ারি ২০২৪ থেকে কোনো শিক্ষার্থী পরিপূর্ণ ইউনিফর্ম ছাড়া স্কুলে প্রবেশ করার অনুমতি পাবে না। শিক্ষার্থীরা ১ ফেব্রুয়ারি ২০২৪-এর পূর্ব পর্যন্ত স্কুলের নির্ধারিত ইউনিফর্ম-এর কাছাকাছি ধরন এবং রং-এর পোষাক পরিধান করে আসবে।

১ ফেব্রুয়ারি ২০২৪ থেকে কোনো শিক্ষার্থী ক্লাস শুরু হওয়ার নির্ধারিত সময়ের পরে স্কুলে প্রবেশ করতে পারবে না। এমনকি, ১ মিনিট লেট হলেও মেইন গেইট বন্ধ করে দেওয়া হবে এবং যারা লেট করে স্কুলে উপস্থিত হবে তাদের ফিরে যেতে হবে। এক্ষেত্রে স্কুল অফিসে ফোন করা বা প্রিন্সিপাল উস্তাজকে ফোন করে কোনো ধরনের অনুরোধ করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। তবে, কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দূর্যোগ-এর কারণে, বিশেষ পরিস্থিতিতে এ বিষয়ে ছাড় দেওয়া হতে পারে। তবে সেটা সম্পূর্ণভাবে স্কুলের সিদ্ধান্তের উপর নির্ভরশীল হবে। অভিভাবকদের অনুরোধের ভিত্তিতে নয়।

স্কুলের নির্ধারিত ইউনফর্ম ও সঠিক সময়ে স্কুলে প্রবেশের বিষয়ে স্কুল কর্তৃপক্ষ “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করে। তাই দেরী করে উপস্থিত হওয়া শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এই বিষয়ে ধৈর্যের পরিচয় দিবেন এবং দয়া করে স্কুলের গার্ড বা স্টাফদের সাথে উচ্চবাচ্য বা অসন্তোষ প্রকাশ করবেন না।


আপনার/আমার সন্তানদের সত্যিকার মুসলিম হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় সকলের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য। এস সি ডি’তে অনুসরণকৃত প্রতিটি নিয়মের পেছনেই মুসলিম চরিত্র গঠনে সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। তাই নিয়মের কঠোরতার বিষয়গুলো কেউ ব্যাক্তিগতভাবে নিবেন না এবং প্রতিটি নিয়ম অনুসরণে সকলেই সহযোগিতামূলক মনোভাব রাখবেন বলে আমরা আশা করি।

মা’আসসালামাহ

অধ্যক্ষ

এস.সি.ডি (মোহাম্মদপুর শাখা)