admin

রমাদান ১৪৪২ ও ঈদ-উল-ফিতরের ছুটি সংক্রান্ত নোটিশ

আসসালামু আলাইকুম,

রমাদান-১৪৪২ ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আগামী ১৪ এপ্রিল ২০২১ (বুধবার) থেকে ২২ মে ২০২১ (শনিবার) পর্যন্ত এস.সি.ডি স্কুল শাখার সকল অনলাইন ক্লাস বন্ধ থাকবে।

হিফজ বিভাগের অনলাইন ক্লাস মে মাসের ৩ তারিখ পর্যন্ত চলবে। ৪ মে ২০২১ থেকে ২২ মে ২০২১ পর্যন্ত হিফজ বিভাগের সকল ক্লাস বন্ধ থাকবে।

ঈদ-উল-ফিতরের পর আগামী ২৩ মে ২০২১ (রবিবার) থেকে স্কুলের সকল অনলাইন ক্লাস ও হিফজ-এ নিয়মিত ক্লাস শুরু হবে ইন-শা-আল্লাহ্।

সরকার ঘোষিত লকডাউনের কারনে আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত স্কুলের অফিস বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে বিকাশ বা অনলাইনের মাধ্যমে স্কুল ফি পরিশোধ করা যাবে।

স্কুল ফি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পরিশোধের পদ্ধতি: https://scdbd.org/online-payment/

স্কুল ফি বিকাশের মাধ্যমে পরিশোধের পদ্ধতি: https://scdbd.org/bkash-payment/

মা আসসালামা

এস.সি.ডি এডমিন

রমাদান ১৪৪২ ও ঈদ-উল-ফিতরের ছুটি সংক্রান্ত নোটিশ Read More »

রমাদান কার্যক্রম ১৪৪২

 اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّهِ وَبَرَكاتُهُ

এ বছর রমাদান ১৪৪২-এ আমরা এস.সি.ডি স্কুলের শিক্ষার্থীদের দ্বীন শিক্ষায় আগ্রহী করে তোলা এবং রমাদান মাসে কিছু ভালো কাজ করানোর লক্ষ্যে শ্রেণিভিত্তিক এ্যাকটিভিটি শীট তৈরি করেছি। আমাদের লক্ষ্য শিক্ষার্থীরা এই রমাদানে প্রতিদিন যেন অল্প অল্প করে দ্বীনের কিছু বিষয়ে জ্ঞান অর্জন করে এবং তাদাব্বুর বা চিন্তা-ফিকির করে। আলহামদুলিল্লাহ, আমাদের এই ক্ষুদ্র উদ্যোগটি নানা প্রতিকূলতার মাঝেও আমরা সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আপনারা সকলেই অবগত যে, বিগত ২/৩ সপ্তাহে করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধির কারণে প্রায় অধিকাংশ পরিবারেই কেউ না কেউ অসুস্থ। আমরা যেসব উস্তাজ/উস্তাজাদের এই রমাদান এ্যাকটিভিটি শীটগুলো তৈরির দায়িত্ব দিয়েছিলাম, তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়ায় আমরা যথাসময়ে এই রমাদান এ্যাকটিভিটি শীটগুলো তৈরি করতে পারিনি। তাই,রমাদানের ১/২ দিন পূর্বে এই এ্যাকটিভিটি শীটগুলো আপনাদের হাতে পৌছে দিতে হচ্ছে বলে আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

আপনারা সবাই এই রমাদানে সকল অসুস্থ দ্বীনি ভাই/বোনদের পরিপূর্ণ শিফা এবং এই মহামারি থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা আমাদের রক্ষা করেন ও আমরা যেন খুব শীঘ্রই স্কুল প্রাঙ্গনে ক্লাস শুরু করতে পারি সেজন্য বিশেষভাবে দু’আ করবেন, বি-ইদনিল্লাহ।

মা আসসালামাহ,

অধ্যক্ষ

এস.সি.ডি


দিকনির্দেশনা

  • শিক্ষার্থীরা নির্ধারিত ক্লাস অনুযায়ী এ্যাসাইনমেন্ট-এর পিডিএফ ফাইলটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন অথবা ১৩ এপ্রিল ২০২১-এর মধ্যে স্কুল থেকে প্রিন্টেড কপি সংগ্রহ করতে পারেন ইন-শা-আল্লাহ। 
  • নার্সারি থেকে ৩য় শ্রেণির শিক্ষার্থীরা নির্ধারিত এ্যাসাইনমেন্ট-এর প্রিন্টেড কপির মধ্যেই লিখবেন।
  • ৪র্থ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা আলাদা সাদা কাগজে লিখে এ্যাসাইনমেন্ট আকারে নির্ধারিত কাজগুলো সম্পন্ন করবেন।
  • শিক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট প্রস্তুতের ক্ষেত্রে বাবা-মা / অভিভাবক পরোক্ষভাবে সহযোগিতা করতে পারবেন। যেমন, কোনো বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক জ্ঞান না থাকলে তাদেরকে বিষয়টি সম্পর্কে আল-কুরআন, নির্ভরযোগ্য তাফসির বা কিতাব অথবা সহীহ হাদিস থেকে শিখিয়ে দেওয়া যাবে, যাতে করে শিক্ষার্থী নিজেরাই উত্তরটি লিখতে পারেন। তবে সরাসরি উত্তর বলে দেওয়া থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে সকলকে বিনীত অনুরোধ করছি। এর মূল উদ্দেশ্য হবে জ্ঞান অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন, ইন-শা-আল্লাহ।
  • এ্যাসাইনমেন্ট-এর হার্ড কপি আগামী ২৩ মে ২০২১-এর মধ্যে স্কুলে সাবমিট করবেন ইন-শা-আল্লাহ।

এ্যাসাইনমেন্ট/রমাদান এ্যাকটিভিটি:

৯ম ও ১০ শ্রেণি ১৪ এপ্রিল আপলোড করা হবে ইন-শা-আল্লাহ।

রমাদান কার্যক্রম ১৪৪২ Read More »

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ২০২১

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ২০২১ Read More »

শিক্ষকের সাথে আদব

শুধু বই পড়ে জ্ঞান পূর্ণাঙ্গ হয় না, জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন শিক্ষকের সাহচর্য। জ্ঞান অর্জনের ক্ষেত্রে সফলতার অন্যতম শর্ত হলো শিক্ষকের মর্যাদা অনুধাবন করা। তাই শিক্ষককে শ্রদ্ধা করার কোনো বিকল্প নেই। 


শিক্ষকের সামনে আদব

১. ভদ্রভাবে বইয়ের পাতা উল্টাতে হবে

২. তর্ক করা যাবে না

৩. তার কথাকে ছাপিয়ে নিজে কথা বলা উচিত না

৪.  শিক্ষকের সামনে সামনে হাঁটা অনুচিত

৫. তার সামনে বেশি কথা বলা থেকে বিরত থাকতে হবে

৬. শিক্ষক কথা বলার সময় তাকে বারবার থামানো যাবে না, কথা শেষে প্রশ্ন করতে হবে। 

৭. অতিরিক্ত প্রশ্ন করা উচিত না, এতে নিজের ভেতর বিভ্রান্তি তৈরি হতে পারে, শিক্ষকও বিরক্ত হতে পারেন। 

৮. তাকে সামনাসামনি নাম ধরে ডাকা যাবে না (যেমন, ‘ক উস্তাজ’) । শুধু উস্তাজ/ উস্তাজা/ শায়খ বলতে হবে। আল্লাহ (সুবহানাহু তা’আলা) কুরআনে যেমনটা শিখিয়েছেন,”তোমরা পরস্পরকে যেভাবে ডাকো রাসূলকে সেভাবে ডেকো না…।” (২৪:৬৩)  রাসূলুল্লাহ (সা.) উম্মাতের জন্য ছিলেন  শিক্ষক স্বরুপ।  

৯. শিক্ষককে দূর থেকে জোরে ডাক দেয়া যাবে না। কাছে এসে সম্মানের সাথে কথা বলতে হবে। 

১০. যদি শিক্ষকের কোনো দোষ/ভুল ধরা পড়ে তবে তাকে যেন ছাত্র অশ্রদ্ধা শুরু না করে, ছোট না মনে করে। এর ফলে সে শিক্ষা থেকে বঞ্চিত হবে। প্রতিটা মানুষই ভুল করবে-এটাই স্বাভাবিক। 

১১. অন্য শিক্ষকের কাছে পড়তে চাইলে বর্তমান শিক্ষকের পরামর্শ নিতে হবে, যেন কোনোভাবেই  তার সম্মানহানি না হয়।

 
সতর্কতা: অতিরিক্ত সম্মান বা শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে শিরক-কুফরে জড়িয়ে যাওয়া যাবে না। 
Source: Etiquette of seeking knowledge – Shaykh Bakr Aboo Zayd

শিক্ষকের সাথে আদব Read More »

হিফজ অন-ক্যাম্পাস ক্লাস (শনিবার -বৃহস্পতিবার)

আসসালামুআলাইকুম,

আগামী ৬ মার্চ ২০২১ থেকে হিফজ বিভাগের শিক্ষার্থীরা শনিবার থেকে বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গনে এসে ক্লাস করবে, ইন-শা-আল্লাহ। আপনারা সকলেই অবগত যে, কিছুদিন পূর্বে আমরা একটি সার্ভে করেছিলাম। যেখানে অধিকাংশ অভিভাবক স্কুলে উপস্থিত থেকে হিফজ করার ব্যপারে মতামত প্রদান করেছেন। তবে যারা এখনো স্কুলে এসে হিফজ করাটা নিরাপদ মনে করছেন না সেসব শিক্ষার্থী পূর্বের মত অনলাইনে অথবা হোয়াটসঅ্যাপে হিফজ চালিয়ে যাবে, ইন-শা-আল্লাহ।

বিশেষভাবে উল্লেখ্য, শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গনে প্রবেশের পূর্বে অবশ্যই মাস্ক পরিধান করে আসবে। এছাড়া স্কুল প্রাঙ্গনে প্রবেশের পরেও পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করতে হবে।

নাজেরা ও হিফজ ক্লাসের সময়:

শনিবার:
– ছেলে শিক্ষার্থী (নাজেরা ও হিফজ): সকাল ৭:০০ – ৯:৩০ (পার্ট-টাইম: ৭:০০ – ৯:০০)
– মেয়ে শিক্ষার্থী (নাজেরা ও হিফজ): সকাল ১০:০০ – ১২:৩০ (পার্ট-টাইম: ১০:০০ – ১২:০০)

রবিবার – বৃহস্পতিবার
– ছেলে শিক্ষার্থী (নাজেরা ও হিফজ): সকাল ৭:০০ – ১০:০০ (পার্ট-টাইম: ৭:০০ – ৯:০০)
– মেয়ে শিক্ষার্থী (নাজেরা ও হিফজ): সকাল ১১:০০ – ২:০০ (পার্ট-টাইম: ১১:০০ – ১:০০)

এস.সি.ডি এডমিন।

বি.দ্র.

১। স্কুল প্রাঙ্গনে হিফজ-এর ক্লাস আয়োজনে এস.সি.ডি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার যথাসাধ্য চেষ্টা করবে। তথাপি কোনো শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হলে এর দায়দায়িত্ব স্কুল কর্তৃপক্ষ বহন করবে না।

২। সতর্কতা হিসেবে আমরা আপাতত কোনো টিফিন প্রদান করছি না। তবে শিক্ষার্থীরা বাসায় তৈরি খাবার নিয়ে আসতে পারবে।

হিফজ অন-ক্যাম্পাস ক্লাস (শনিবার -বৃহস্পতিবার) Read More »

আরবি: বাড়ির কাজ

আসসালামু আলাইকুম,

অভিভাবকগণ ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির আরবি ক্লাসের বাড়ির কাজ নির্ধারিত লিংক থেকে দেখে নিবেন।

মর্নিং শিফট (১ম-১০ম শ্রেণি) আরবি বাড়ির কাজ :

https://docs.google.com/document/d/1AKw8bM8an-HqKwgBGQ1BfYNDeLs415uDHoTFJZ6f2fA/edit?usp=sharing

ডে শিফট (১ম-৯ম শ্রেণি) আরবি বাড়ির কাজ :

https://docs.google.com/document/d/10i4NhxWNP9bvdgeR4YzQAcNN3cYrwxcdAgBsqY4YHpM/edit?usp=sharing

মাআসসালাম

আরবি: বাড়ির কাজ Read More »

কুরআন: বাড়ির কাজ

আসসালামু আলাইকুম,

অভিভাবকগণ ১ম শ্রেণি থেকে ৪র্থ শ্রেণির কুরআন ক্লাসের বাড়ির কাজ নির্ধারিত লিংক থেকে দেখে নিবেন।

মর্নিং শিফট (১ম-৪র্থ শ্রেণি) কুরআন বাড়ির কাজ :

https://docs.google.com/document/d/1MimHPjYVVrURUpIoM9VsGjKzV8233O3PxZPfamitA70/edit?usp=drivesdk

ডে শিফট (১ম-৪র্থ শ্রেণি) কুরআন বাড়ির কাজ :

https://docs.google.com/document/d/1lBQrGtrBRrpDrVlvz67ScREqTHbkv1_NtYc1MAO1qr4/edit?usp=drivesdk

মাআসসালাম

কুরআন: বাড়ির কাজ Read More »

হিফজ অন-ক্যাম্পাস ক্লাস (প্রতি শনিবার)

আসসালামুআলাইকুম,

আগামী ৬ ফেব্রুয়ারি থেকে প্রতি শনিবার এস.সি.ডি স্কুলের হিফজ বিভাগের শিক্ষার্থীরা সাপ্তাহিক পড়া শোনানোর জন্য স্কুলে ক্লাস করবে, ইন-শা-আল্লাহ। বাকি দিনগুলো (রবি-বৃহস্পতি) পূর্বের মত অনলাইনে ক্লাস হবে, ইন-শা-আল্লাহ।

বিশেষভাবে উল্লেখ্য, শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গনে প্রবেশের পূর্বে অবশ্যই মাস্ক পরিধান করে আসবে। এছাড়া স্কুল প্রাঙ্গনে প্রবেশের পরেও পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করতে হবে।

কোনো অভিভাবক যদি স্বাস্থ্য ঝুকির কথা মাথায় রেখে শিক্ষার্থীদের স্কুল প্রাঙ্গনের পাঠাতে না চান, তবে তাদের পড়া অনলাইনেই শোনা হবে ইন-শা-আল্লাহ। যারা শনিবার বাসায় থেকে পড়া শোনাবেন, তারা নিচের গুগল ফর্মটি পূরণ করবেন।

https://forms.gle/CQF6axr9bva8C8Ve8

এই ফর্ম যারা পূরণ করবেন, শুধুমাত্র তাদেরকেই শনিবারে ফোন করা হবে। শনিবারের এই ক্লাসে অংশগ্রহনের ক্ষেত্রে যেকোনো একটি মাধ্যম বাছাই করতে হবে।

ক্লাস টাইম:
– মেয়ে শিক্ষার্থী (নাজেরা ও হিফজ): সকাল ৭:০০-১০:০০
– ছেলে শিক্ষার্থী (নাজেরা ও হিফজ): সকাল ১০:৩০-২:০০

এস.সি.ডি এডমিন।

বি.দ্র. প্রতি শনিবার স্কুল প্রাঙ্গনে হিফজ-এর ক্লাস আয়োজনে এস.সি.ডি স্কুল সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার যথাসাধ্য চেষ্টা করবে। তথাপি কোনো শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হলে এর দায়দায়িত্ব স্কুল কর্তৃপক্ষ বহন করবে না।

হিফজ অন-ক্যাম্পাস ক্লাস (প্রতি শনিবার) Read More »

কায়দা, আম্মা পারা, কুরআন ক্লাস লিংক

আসসালামুআলাইকুম,

সম্মানীত অভিভাবকবৃন্দ। আপনারা নিশ্চই অবগত যে আমাদের স্কুলের শিক্ষার্থীরা স্কুলে কুরআন ক্লাসে কায়দা, আম্মা পারা ও কুরআন সহীহ-শুদ্ধভাবে তিলাওয়াত শিখে থাকে। কিন্তু পারদর্শিতার তারতম্যের কারনে আমরা ক্লাসগুলোকে ক্লাসের ভিত্তিতে ভাগ না করে শিক্ষার্থীদের যোগ্যতার উপর ভিত্তি করে নির্ধারন করি। তাই দেখা যায় হয়ত ৪র্থ শ্রেণিতে ভর্তি হওয়া একজন নতুন শিক্ষার্থী ১ম শ্রেণির শিক্ষার্থীদের সাথে কায়দা ক্লাস করছে। আবার ২য় শ্রেণির একজন শিক্ষার্থী যে আম্মা পাড়া পড়ার যোগ্যতা রাখে, সে ৪র্থ শ্রেণির একজন শিক্ষার্থীর সাথে আম্মা পারা পড়ছে।

অর্থাৎ, কুরআন ক্লাস আমরা স্কুলের অন্যান্য বিষয়ের মত শ্রেণির ভিত্তিতে ভাগ না করে যোগ্যতার বিচারে ভাগ করেছি।

নিচে শিফট অনুযায়ী কোন ওস্তাজ/ওস্তাজার কাছে কোন কোন শিক্ষার্থী ক্লাস করবে, ক্লাস লিঙ্ক ইত্যাদির একটি লিস্ট প্রদান করা হল।

https://docs.google.com/document/d/1Oqdj6ibVFcp_XPT9dxZqwqg1gvk-QGDbdfRR96B_VlU/edit?usp=sharing

বি.দ্র.: যারা ফুল-টাইম হিফজ করছে (নাজেরা বা হিফজ), তাদের জন্য এই কুরআন ক্লাস প্রযোজ্য নয়। শুধুমাত্র পার্ট-টাইম হিফজ-এর শিক্ষার্থীরা এই ক্লাস করবে ইন-শা-আল্লাহ।

কায়দা, আম্মা পারা, কুরআন ক্লাস লিংক Read More »