বার্ষিক পরীক্ষা ২০২৪ ফলাফল এবং ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি
আসাসালামুআলাইকুম,
আগামী ১৬ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:০০টায় “বার্ষিক পরীক্ষা ২০২৪”-এর ফলাফল প্রকাশ করা হবে ইন-শা-আল্লাহ্। বার্ষিক পরীক্ষার ফলাফল শুধুমাত্র অভিভাবকের হাতে দেওয়া হবে।
ফলাফল ও ভর্তি সংক্রান্ত কিছু নির্দেশনা
১) রেজাল্ট শিট-এ “Promotion Decision”-এর ব্যাখ্যা:
রেজাল্ট শিট-এ যাদের Promotion Decision হবে ‘Promoted‘ বা ‘Conditionally Promoted‘, তারা পরবর্তী শ্রেণিতে সরাসরি অধ্যয়নের সুযোগ পাবে।
রেজাল্ট শিট-এ যাদের Promotion Decision হবে ‘Withheld‘“‘, তারা প্রিন্সিপাল উস্তাজ-এর সাথে দেখা করবেন। প্রিন্সিপাল উস্তাজ-এর সাথে পরামর্শ সাপেক্ষে এই ‘Withheld‘ স্ট্যাটাস-এর শিক্ষার্থীরা ‘Promoted’/’Not promoted’ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
রেজাল্ট শিট-এ যাদের Promotion Decision হবে “Not promoted” তারা ২০২৪ সালে যেই শ্রেণিতে অধ্যয়ন করছিল, সেই শ্রেণিতেই পুনরায় অধ্যয়ন করবে।
২) নার্সারি শ্রেণির বার্ষিক পরীক্ষার খাতা ও ফলাফল একসাথে দেওয়া হবে।
৩) কেজি থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের শুধুমাত্র রেজাল্ট শিট দেওয়া হবে। খাতা দেখানো হবে ১৭ ডিসেম্বর ২০২৪ (দুপুর ২:০০ টা – বিকাল ৫:০০ টার মধ্যে)। কেজি-৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের খাতা বাসায় নিতে দেওয়া হয় না। এস.এস.সি-২০২৫ পরীক্ষার্থীরা রেজাল্টের সাথে বাসায় খাতা নিতে পারবে।
৪) যারা পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হবে, তাদের ২০২৫ সালের ভর্তি কার্যক্রম আগামী ১৯ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে সম্পন্ন করতে হবে। বর্তমান শিক্ষার্থীদের পরবর্তী সেশনে আসন নিশ্চিত করার পর অবশিষ্ট খালি আসনে নতুনভাবে আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে ভর্তি নেওয়া হবে।
৫) বর্তমান শিক্ষার্থীরা যদি ১৯ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত না করেন, সেক্ষেত্রে নতুন শিক্ষার্থী ভর্তি নেওয়ার পর আসন পূরণ হয়ে গেলে আমাদের পক্ষে আর কোনো শিক্ষার্থী ভর্তি নেওয়া সম্ভব হবে না। তাই যারা ২০২৫ শিক্ষাবর্ষে এস.সি.ডি মোহাম্মদপুর শাখায় পড়াশোনা চালিয়ে যাবেন বলে নিয়্যাত করেছেন, তারা রেজাল্ট প্রকাশের পর ১৯ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে ২০২৫ শিক্ষাবর্ষের সেশন ফি (৫০০০ টাকা) প্রদান অথবা লিখিতভাবে বা ই-মেইল (info@scdbd.org)-এর মাধ্যমে অফিসে নিশ্চিত করবেন। আমরা এর উপর ভিত্তি করে খালি আসনে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করবো ইন-শা-আল্লাহ।
শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ/অনুত্তীর্ণ হওয়ার সিদ্ধান্তসমূহ এস.সি.ডি প্রমোশন কমিটির মাধ্যমে নেওয়া হয়। তাই যারা অনুত্তীর্ণ হয়েছেন, তাদেরকে যে কোনো ধরনের সুপারিশ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
অধ্যক্ষ
এস.সি.ডি (মোহাম্মদপুর শাখা)
বার্ষিক পরীক্ষা ২০২৪ ফলাফল এবং ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি Read More »